সুবর্ণ মেইল

সুবর্ণ মেইল সুবর্ণচরের নিউজ সহ যাবতীয় তথ্যের অবা?
(2)

সুবর্ণচর সংক্রান্ত যে কোন প্রকার নিউজ, তথ্য, প্রতিবেদন, সৃজনশীল, অনুপ্রেরণা, স্মৃতিচারণা মূলক বিষয়ে আপনার লেখাও শেয়ার করতে পারেন। প্রয়োজনে-০১৭৩৩৫৯৪২৭০ নম্বরে কল করুন।

29/09/2025

I gained 13,445 followers, created 222 posts and received 23,496 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

কন্টেন্ট ক্রিয়েটর জনাব আবু তালেব @ কুক্কুরুৎ সেলিম কে দেখার জন্য আজ খাসের হাট বাজারে হাজারো মানুষ হুমড়ি খেয়ে সমবেত হলো৷ ...
27/09/2025

কন্টেন্ট ক্রিয়েটর জনাব আবু তালেব @ কুক্কুরুৎ সেলিম কে দেখার জন্য আজ খাসের হাট বাজারে হাজারো মানুষ হুমড়ি খেয়ে সমবেত হলো৷ এর কারণটা কী? হঠাৎ বড় দলগুলোর কোন জাতীয় নেতা আসলেও তো এমনটা হতো না কিংবা আমি/আপনি একাধিক গরু জেয়াফত দিয়েও এতো লোক একত্রিত করতে পারতাম?
কারণটা আর কিছু না, সহজ-সরল মানুষদের নিঃস্বার্থ ভালোবাসা।
কারণ কুক্কুরুৎ সেলিমরা সরকারি সেবা দেওয়ার নামে ঘুষ খায় না, সুশিক্ষিতদের মতো দলবাজি করে না, সুযোগ পেলে জমি দখল করে না, রাজনৈতিক নেতাদের মতো কাবিখার টাকা মেরে দেয় না/ মাদকের কমিশন নেয় না, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া লাগে না।

তাদের অভিনয়ে মানুষ হয়তো বাস্তবতা ছোঁয়া খুঁজে পায়। বাস্তবতা খারাপ হলে সেটার আমলনামা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। ফলে এক শ্রেণীর মানুষ তাদেরকে ভক্তি করে। কারণ, মানে খারাপ হলেও তারা সমাজের জন্য ক্ষতিকর নয়।
এক কথায় কুক্কুরুৎ সেলিমরা আপনার/আমার উচ্চারিত রুচির দুর্ভিক্ষের ফলাফল হতে পারে কিন্তু কারণ নয়।
তাই সমালোচনা নয় বরং তারুণ্যকে দিশা দিতে সঠিক কর্মপন্থা নির্ধারণ জরুরি।




#সুবর্ণমেইল

27/09/2025

সুবর্ণচরে আজকে কন্টেন্ট ক্রিয়েটর কুক্কুরুৎ সেলিম কে দেখার সৌভাগ্য কার কার হয়েছে?
ছবি কমেন্ট করতে পারেন!

এত কষ্টের দরকার ছিল না বরং ওস্তাদের কবির হাটের বাড়িটিকে জেলখানা হিসেবে ঘোষণা করলেই হতো! Dr. Asif NazrulDC Noakhali
26/09/2025

এত কষ্টের দরকার ছিল না বরং ওস্তাদের কবির হাটের বাড়িটিকে জেলখানা হিসেবে ঘোষণা করলেই হতো!
Dr. Asif Nazrul
DC Noakhali

26/09/2025

ইটভাটার মাটি ও ইট পরিবহনের কারণে চর আমানুল্লাহর প্রায় প্রতিটি রাস্তার এমন বেহাল দশা!

শোক বার্তা:হারিছ চৌধুরী বাড়ির (আটকপালিয়াগো বাড়ি) বেলাল হোসেন চৌধুরী সাহেব দুর্ঘটনা জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎ...
25/09/2025

শোক বার্তা:
হারিছ চৌধুরী বাড়ির (আটকপালিয়াগো বাড়ি) বেলাল হোসেন চৌধুরী সাহেব দুর্ঘটনা জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন

পূর্ব চরবাটায় পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু পূর্ব চরবাটার রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়া বাড়ির মাষ্টার রহিম সাহেবের বড়...
25/09/2025

পূর্ব চরবাটায় পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

পূর্ব চরবাটার রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়া বাড়ির মাষ্টার রহিম সাহেবের বড় ভাই মো. সাহেদের ২টা ছেলে একসাথে পানিতে পড়ে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তথ্য ও ছবি সাংবাদিক Khondokar Didarul Alam

25/09/2025

ভূমি অফিসে নামজারীতে সরকারি ফি ১১০০ টাকাই নেওয়া হয় নাকি আগের মতোই দিতে হয়?

আজ মৌলভী সৈয়দ আহম্মদ স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী : বিনম্র শ্রদ্ধা চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্...
24/09/2025

আজ মৌলভী সৈয়দ আহম্মদ স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী : বিনম্র শ্রদ্ধা

চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক, চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর নিবাসী মৌলভী সৈয়দ আহম্মদ স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ। মানুষ গড়ার কারিগর মৌলভী সৈয়দ আহম্মদ স্যারের জীবন ছিলো একবারেই সাদামাটা এবং আমৃত্যু প্রিয় শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের তরেই নিবেদিত ছিলেন।

সন্তানতুল্য শিক্ষার্থীদের অকৃত্রিম অভিভাবক ছিলেন তিনি। অবসরে যাওয়ার পরও অবৈতনিকভাবে স্কুলের অফিসিয়াল কাজে সময় দিয়েছেন এবং স্কুলের আঙ্গিনায় সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি।
নিঃসন্দেহে শিক্ষক হিসেবে তিনি সফল এবং অনুকরণীয় হয়ে থাকবেন ত্যাগ, সততা ও নিজ কর্মগুনে।

সুবর্ণ মেইলের পক্ষ থেকে নিষ্ঠাবান শিক্ষক, শ্রদ্ধেয় মৌলভী সৈয়দ আহম্মদ স্যারের প্রতি জানাই আমাদের ঐকান্তিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।

মহান আল্লাহ রাব্বুল আলামীন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন।

আজ সানাউল্লাহ স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী: বিনম্র শ্রদ্ধা সুবর্ণ সন্তান, আলোর দিশারি, সর্বজন শ্রদ্ধেয় সানাউল্লাহ স্যার ২...
24/09/2025

আজ সানাউল্লাহ স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী: বিনম্র শ্রদ্ধা

সুবর্ণ সন্তান, আলোর দিশারি, সর্বজন শ্রদ্ধেয় সানাউল্লাহ স্যার ২০১৯ সালের আজকের এইদিনে আমাদের নিকট হইতে বিদায় নেন।
স্বনামধন্য এই শিক্ষক সুবর্ণচরের শিক্ষা বিস্তারে আজীবন কাজ করে গেছেন। ছিলেন চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
সরকারি সৈকত কলেজের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, চন্দ্রকলি শিক্ষা সম্প্রসারণ কর্মসূচিসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ডে তাঁর অবদান অতুলনীয়।
শিক্ষা, সমাজ সংস্কার, সালিসি কার্যক্রম তথা সামগ্রিক বিষয়ের সাথে ওতোপ্রোতভাবে জড়িত থেকে আমৃত্যু অবদান রেখে গিয়েছেন তিনি।
মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন।

Address

Subarnachar Upazilla
Noakhali Sadar Upazila
3813

Alerts

Be the first to know and let us send you an email when সুবর্ণ মেইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুবর্ণ মেইল:

Share