07/08/2025
গত ১৫/১৬ বছর ধর্মপ্রাণ মুসলমানরা কি অবর্ণনীয় কষ্টে জীবন যাপন করেছেন শুধু একবার ভাবুন। না পেরেছে ঠিকমতো দাঁড়ি রাখতে, না পেরেছে টুপি পরতে, না পেরেছে ধর্মীয় বই রাখতে, না পেরেছেন ওয়াজ শুনতে, না পেরেছেন মসজিদে যেতে……লিস্ট শেষ হবেনা!
এর যেকোনো একটা উছিলা পেলেই জঙ্গী ট্যাগ দিয়ে দিতো ওরা!
কি ভেবেছেন, হিন্দু ভাইয়েরা করতো এইসব? না, সব করতেন মুসলিম নামধারী আপনারা। জ্বি আপনারাই করতেন এইসব😢
কে মসজিদে নামাজ পড়তো, কে ওয়াজ শুনতো, কে কালেমা পারতো, কে টুপি পরতো লিস্ট করতেন আর ট্যাগ দিতেন, আর নিজেরা সহ পুলিশ নিয়ে এসে মসজিদ থেকে, বাসা থেকে, হোস্টেল থেকে ধরে নিয়ে যেতেন।
এইভাবে হাজার, লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের জীবন তেজপাতা করে ছেড়েছেন। ওদের একটাই দোষ ছিলো ওরা ওদের ধর্মটাকে পালন করতো, ওদের একটাই দোষ ছিলো ওরা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতো, এই দেশে মুসলিম হিসাবে জন্ম নেওয়াটাই যেনো আজন্ম পাপ ছিলো ওদের😭
কিন্তু দুঃখজনক হলেও সত্য হলো, পতনের পরও এসব নিয়ে আপনাদের অনুশোচনা নেই। নির্লজ্জ আর আহাম্মকের মতো এখনো সুযোগ পেলে বড় বড় কথা বলে বেড়ান। অবস্থাটা এমন, সহনশীলতা দেখানোটাই যেন বড় অপরাধ!