সুবর্ণ মেইল

সুবর্ণ মেইল সুবর্ণচরের নিউজ সহ যাবতীয় তথ্যের অবা?
(2)

সুবর্ণচর সংক্রান্ত যে কোন প্রকার নিউজ, তথ্য, প্রতিবেদন, সৃজনশীল, অনুপ্রেরণা, স্মৃতিচারণা মূলক বিষয়ে আপনার লেখাও শেয়ার করতে পারেন। প্রয়োজনে-০১৭৩৩৫৯৪২৭০ নম্বরে কল করুন।

যদিও অনেকে বলছেন তিনি নদীতে মাছ ধরা কেন্দ্রিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের রোষানলের শিকার ২ নং চরবাটার বিএনপির সাবেক সিনি...
08/08/2025

যদিও অনেকে বলছেন তিনি নদীতে মাছ ধরা কেন্দ্রিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের রোষানলের শিকার ২ নং চরবাটার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক! একই রাজনৈতিক মতাদর্শের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কামড়াকামড়ি বহুদিন ধরে বিরাজমান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরেও রাতের আঁধারে ঘর থেকে আটক করা হয় এবং ঘরে থাকা দা-চুরিকে দেশীয় অস্ত্র হিসেবে জব্দ করা হয়!

বিশেষবার্তা: অতিবৃষ্টির কারণে চরজব্বর কলেজ মাঠ অনুপযুক্ত হওয়ায়, আগামীকালকের সমাবেশ চরজব্বর থানা মোড় গোলচত্বরে অনুষ্ঠিত হ...
08/08/2025

বিশেষবার্তা:
অতিবৃষ্টির কারণে চরজব্বর কলেজ মাঠ অনুপযুক্ত হওয়ায়, আগামীকালকের সমাবেশ চরজব্বর থানা মোড় গোলচত্বরে অনুষ্ঠিত হবে।

08/08/2025

👉 খাসেরহাট টু রাস্তার মাথা রোড — দায়িত্বহীনতার করুণ চিত্র!

এই রোডটি ২-নং ওয়ার্ডে অবস্থিত, যেখানে স্বয়ং বর্তমান ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান এর নিজ বাসা এবং একাধিক নিজস্ব দোকান রয়েছে।
তবুও, রাস্তার উন্নয়ন বা সংস্কারে তার কোনো দৃশ্যমান ভূমিকা নেই।

✅ এলাকাবাসীর করুণ যাতায়াত
✅ বর্ষায় হাঁটুপানি
✅ শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচলে দুর্ভোগ

এত গুরুত্বপূর্ণ একটি রোডের এমন অবস্থা যখন এলাকার তরুণদের চোখে লেগেছে,তখন কিছু উদ্যমী যুবক বর্ষার পূর্বে নিজেদের উদ্যোগে রাস্তার সংস্কার করে।
কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বর্ষায় আবার সব নষ্ট হয়ে গেছে।

❓ প্রশ্ন রয়ে যায়—

> জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি কী শুধুই পদভারে সম্মানিত থাকবেন?
নাকি জনগণের সমস্যায় পাশে দাঁড়ানোই হবে তার প্রকৃত দায়িত্ব?

এখনই সময় প্রশ্ন তোলার,
উন্নয়ন চাওয়ার, দায়িত্বশীল নেতৃত্ব কামনার।

08/08/2025

চরজব্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু কাউছার সাহেবের সকালটা শুরু হয় পলাতক চেয়ারম্যান ওমর ফারুক সাহেবকে কল দেওয়ার মাধ্যমে!
সালিশ-বিচার কি জিনিস তা বুঝার বা পরিচালনা করার বিন্দুমাত্র সক্ষমতা এই ভদ্রলোকের নেই। যার ফলে ডি ফ্যাক্টো চেয়ারম্যান হিসেবে কাজ করে যাচ্ছেন আব্দুল্লাহ মিয়া!

08/08/2025

নির্বিঘ্নে সরকারি বাজেট হরিলুট করে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যানরা!

08/08/2025

ঐতিহাসিক স্থাপনা বজরা শাহী মসজিদ সুবর্ণ মেইল #নোয়াখালী MT

07/08/2025

কিছু বাটপার নির্বাচন আসলেই ধর্মীয় লেবাস ধারণ করে ধর্ম ব‍্যাবসা শুরু করে।

হার্টের রিং এর দাম কমেছে অনেক। আশা করি সাধারণ মানুষ, যাদের হাটের রিং লাগানো প্রয়োজন কিন্তু টাকার অভাবে লাগাতে পারছেন না...
07/08/2025

হার্টের রিং এর দাম কমেছে অনেক। আশা করি সাধারণ মানুষ, যাদের হাটের রিং লাগানো প্রয়োজন কিন্তু টাকার অভাবে লাগাতে পারছেন না, তারা বেশ উপকৃত হবে।

হেতারা স্কুল না চালিয়ে বলি খেলার প্রশিক্ষণ দিতে পারে!
07/08/2025

হেতারা স্কুল না চালিয়ে বলি খেলার প্রশিক্ষণ দিতে পারে!

07/08/2025

গত ১৫/১৬ বছর ধর্মপ্রাণ মুসলমানরা কি অবর্ণনীয় কষ্টে জীবন যাপন করেছেন শুধু একবার ভাবুন। না পেরেছে ঠিকমতো দাঁড়ি রাখতে, না পেরেছে টুপি পরতে, না পেরেছে ধর্মীয় বই রাখতে, না পেরেছেন ওয়াজ শুনতে, না পেরেছেন মসজিদে যেতে……লিস্ট শেষ হবেনা!

এর যেকোনো একটা উছিলা পেলেই জঙ্গী ট্যাগ দিয়ে দিতো ওরা!
কি ভেবেছেন, হিন্দু ভাইয়েরা করতো এইসব? না, সব করতেন মুসলিম নামধারী আপনারা। জ্বি আপনারাই করতেন এইসব😢

কে মসজিদে নামাজ পড়তো, কে ওয়াজ শুনতো, কে কালেমা পারতো, কে টুপি পরতো লিস্ট করতেন আর ট্যাগ দিতেন, আর নিজেরা সহ পুলিশ নিয়ে এসে মসজিদ থেকে, বাসা থেকে, হোস্টেল থেকে ধরে নিয়ে যেতেন।

এইভাবে হাজার, লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের জীবন তেজপাতা করে ছেড়েছেন। ওদের একটাই দোষ ছিলো ওরা ওদের ধর্মটাকে পালন করতো, ওদের একটাই দোষ ছিলো ওরা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতো, এই দেশে মুসলিম হিসাবে জন্ম নেওয়াটাই যেনো আজন্ম পাপ ছিলো ওদের😭

কিন্তু দুঃখজনক হলেও সত্য হলো, পতনের পরও এসব নিয়ে আপনাদের অনুশোচনা নেই। নির্লজ্জ আর আহাম্মকের মতো এখনো সুযোগ পেলে বড় বড় কথা বলে বেড়ান। অবস্থাটা এমন, সহনশীলতা দেখানোটাই যেন বড় অপরাধ!

06/08/2025

সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন ।

--- মার্ক টোয়েন

06/08/2025

সুবর্ণচরের জেলে থাকা আওয়ামীলীগের লোকজনের পরিবারকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিচ্ছে আওয়ামী লীগের অপর একটি গ্রুপ!
পুলিশ রিমান্ডের ভয় দেখিয়ে, পুলিশকে টাকা দিবেন বলে টাকা সংগ্রহ করছেন তারা!

Address

Subarnachar Upazilla
Noakhali Sadar Upazila
3813

Alerts

Be the first to know and let us send you an email when সুবর্ণ মেইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুবর্ণ মেইল:

Share