আমাদের নোয়াখালী - Amader Noakhali

আমাদের নোয়াখালী - Amader Noakhali আমাদের নোয়াখালী পেইজে সবাইকে স্বাগতম।

এইমাত্র নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে সিএনজিকে চাপা দেয় একটি ট্রাক। এ দু*র্ঘ*ট'নায় সিএনজিতে থাকা ৬ জনের ম*র্ম...
04/11/2025

এইমাত্র নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে সিএনজিকে চাপা দেয় একটি ট্রাক।
এ দু*র্ঘ*ট'নায় সিএনজিতে থাকা ৬ জনের ম*র্মা*ন্তিক মৃ/ত্যু হয়। সিএনজি ও মানুষ রাস্তায় পিষে যায়।।

চৌরাস্তা,চৌমুহনী, বেগমগঞ্জ উপজেলা,নোয়াখালী।
31/10/2025

চৌরাস্তা,চৌমুহনী, বেগমগঞ্জ উপজেলা,নোয়াখালী।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্...
31/10/2025

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে তার হাতে স্মারক লিপি তুলে দেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও বিভাগ আন্দোলনকারী মো: হেলাল উদ্দিন, জুনায়েদ হোসেন আপন, সুমাইয়া আক্তার সহ অন্যান্যরা।

সুদানের একজন বাবার আর্তনাদ 💔
31/10/2025

সুদানের একজন বাবার আর্তনাদ 💔

30/10/2025

মাইর এর নাম বাবা জীবন, লাইন এ চলে আসচে 😂
নোয়াখালী ইজ ব্র্যান্ড 🖤
#নোয়াখালী #নোয়াখালী_বিভাগ_চাই

30/10/2025

আমি স্থায়ীভাবে বসবাস করি Norway-তে। বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছিলাম, মেয়েটা Dhaka’র এক প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা করেছিল।
বিয়ের এক বছর পর আমি তাকে আমার কাছে নিয়ে আসি।

এখানে আমি একটা ভালো position-এ চাকরি করি। শুরুতে সব কিছুই ঠিকঠাক ছিল,আমি চেষ্টা করেছি তাকে সবভাবে support করতে, নতুন জায়গায় মানিয়ে নিতে সাহায্য করেছি।

চার বছর সংসার করেছি আমরা। হালকা ঝগড়াঝাঁটি হতো, কিন্তু আমি কখনো বিষয়টা বড় হতে দিইনি। কারণ আমি বিশ্বাস করতাম “understanding can fix everything.”
কিন্তু সেই বিশ্বাসটাই একদিন ভেঙে গেল চুরমার হয়ে।

আমাদের একটা baby আছে, বাচ্চা হওয়ার পর থেকে সে আরও রাগী আর অস্থির হয়ে পড়ে। সারাক্ষণ social media তে একটিভ থাকত, আমি কখনো কিছু বলিনি। ভাবতাম, ওর নিজের স্পেস দরকার।
কিন্তু সেই স্পেসটাই নাকি হয়ে গেল অন্য এক ছেলের সাথে affair করার সুযোগ।

যে ছেলেটার সাথে ওর সম্পর্ক, সে ওর পুরনো ভার্সিটির বন্ধু,আমারও চেনা মানুষ। আমার নিজের ঘরটাই একসময় হয়ে গেল a place of betrayal।

সব জানতে পারার পরও আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বলল

> “আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি আমার পছন্দমত মানুষটার সাথে নতুন জীবন শুরু করব।”

আমার ২২ মাসের baby boy-টাকে রেখে, সে চলে গেল সেই ছেলের হাত ধরে।

তারপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। একা হয়ে গেলাম।
আমার মা’কে জোর করে এখানে নিয়ে আসতে হয়েছে, যেন অন্তত বাচ্চাটা একটু মায়া পায়। কিন্তু মা এই পরিবেশে adjust করতে পারছেন না, কষ্টে আছেন।

এখন মা বলছেন —

> “আবার বিয়ে করো, তোমার বাচ্চার একজন মা দরকার।”

সত্যি বলতে, আমার জীবনে এখন partner না, দরকার একজন real mother figure আমার সন্তানের জন্য।
কিন্তু আজকাল মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে।

পরিবার মেয়ে দেখছে, আত্মীয়-স্বজন সবাই চায় আমি আবার শুরু করি…
কিন্তু মন চায় না।
সব কিছুতেই একটা emptiness কাজ করে, একটা ভয়,যদি আবার ভেঙে যায় সব?

মা বলছে, “বাচ্চাকে নিয়ে বাংলাদেশে ফিরে যাও”, কিন্তু আমার ছেলে তো এখানেই জন্মেছে,ও কি ওখানে settle হতে পারবে?

সব মিলিয়ে আমি এখন একদম confused।
কি করব, কোনটা ঠিক,বুঝে উঠতে পারছি না।

> Sometimes life gives you pain just to make you stronger…
কিন্তু প্রশ্ন হলো, আমি কি সত্যিই strong হতে পারবে?

30/10/2025

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে।

নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ।ও জুলাই শহীদদের আকাঙ্খা পুরণে #হ্যাঁ
30/10/2025

নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ।

জুলাই শহীদদের আকাঙ্খা পুরণে
#হ্যাঁ

নোয়াখালীর গাড়ি কুমিল্লা বিরতি দেওয়া হবে না। হয় মেঘনা মুন্সিগঞ্জ, গজারিয়া বিরতি দিবে, না হয় সোনাইমুড়িতে সেখানে আমরা খরচ...
12/10/2025

নোয়াখালীর গাড়ি কুমিল্লা বিরতি দেওয়া হবে না। হয় মেঘনা মুন্সিগঞ্জ, গজারিয়া বিরতি দিবে, না হয় সোনাইমুড়িতে সেখানে আমরা খরচ করবো।
আমাদের টাকা আমাদের জেলায় থাকবে। দাবী তোলেন সবাই।.নোয়াখালীর সকল বাস মালিকদের অনুরোধ করবো কুমিল্লাতে যেন বাস না থামে। যাত্রীরা নিষেধ করবেন🤚

গন্ধ শাহবাগী
12/10/2025

গন্ধ শাহবাগী

এই মাত্র নোয়াখালী বিভাগ চাই আন্দোলন শেষ করে আসার পথে কুমিল্লা বিশ্বরোডে অনেক গুলা বাস আটকিয়ে নোয়াখালীর যাত্রীদের বাস থেক...
11/10/2025

এই মাত্র নোয়াখালী বিভাগ চাই আন্দোলন শেষ করে আসার পথে কুমিল্লা বিশ্বরোডে অনেক গুলা বাস আটকিয়ে নোয়াখালীর যাত্রীদের বাস থেকে নামিয়ে হেনস্তা করা হচ্ছে। এটা বেশি বাড়াবাড়ি করে ফেলছে কুমিল্লার লোকজন। এই ঘটনার কঠিন জবাব দোওয়া হবে ও তীব্র নিন্দা জানাচ্ছি 🤬

Address

Noakhali

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের নোয়াখালী - Amader Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের নোয়াখালী - Amader Noakhali:

Share

Category