30/10/2025
আমি স্থায়ীভাবে বসবাস করি Norway-তে। বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছিলাম, মেয়েটা Dhaka’র এক প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা করেছিল।
বিয়ের এক বছর পর আমি তাকে আমার কাছে নিয়ে আসি।
এখানে আমি একটা ভালো position-এ চাকরি করি। শুরুতে সব কিছুই ঠিকঠাক ছিল,আমি চেষ্টা করেছি তাকে সবভাবে support করতে, নতুন জায়গায় মানিয়ে নিতে সাহায্য করেছি।
চার বছর সংসার করেছি আমরা। হালকা ঝগড়াঝাঁটি হতো, কিন্তু আমি কখনো বিষয়টা বড় হতে দিইনি। কারণ আমি বিশ্বাস করতাম “understanding can fix everything.”
কিন্তু সেই বিশ্বাসটাই একদিন ভেঙে গেল চুরমার হয়ে।
আমাদের একটা baby আছে, বাচ্চা হওয়ার পর থেকে সে আরও রাগী আর অস্থির হয়ে পড়ে। সারাক্ষণ social media তে একটিভ থাকত, আমি কখনো কিছু বলিনি। ভাবতাম, ওর নিজের স্পেস দরকার।
কিন্তু সেই স্পেসটাই নাকি হয়ে গেল অন্য এক ছেলের সাথে affair করার সুযোগ।
যে ছেলেটার সাথে ওর সম্পর্ক, সে ওর পুরনো ভার্সিটির বন্ধু,আমারও চেনা মানুষ। আমার নিজের ঘরটাই একসময় হয়ে গেল a place of betrayal।
সব জানতে পারার পরও আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বলল
> “আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি আমার পছন্দমত মানুষটার সাথে নতুন জীবন শুরু করব।”
আমার ২২ মাসের baby boy-টাকে রেখে, সে চলে গেল সেই ছেলের হাত ধরে।
তারপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। একা হয়ে গেলাম।
আমার মা’কে জোর করে এখানে নিয়ে আসতে হয়েছে, যেন অন্তত বাচ্চাটা একটু মায়া পায়। কিন্তু মা এই পরিবেশে adjust করতে পারছেন না, কষ্টে আছেন।
এখন মা বলছেন —
> “আবার বিয়ে করো, তোমার বাচ্চার একজন মা দরকার।”
সত্যি বলতে, আমার জীবনে এখন partner না, দরকার একজন real mother figure আমার সন্তানের জন্য।
কিন্তু আজকাল মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে।
পরিবার মেয়ে দেখছে, আত্মীয়-স্বজন সবাই চায় আমি আবার শুরু করি…
কিন্তু মন চায় না।
সব কিছুতেই একটা emptiness কাজ করে, একটা ভয়,যদি আবার ভেঙে যায় সব?
মা বলছে, “বাচ্চাকে নিয়ে বাংলাদেশে ফিরে যাও”, কিন্তু আমার ছেলে তো এখানেই জন্মেছে,ও কি ওখানে settle হতে পারবে?
সব মিলিয়ে আমি এখন একদম confused।
কি করব, কোনটা ঠিক,বুঝে উঠতে পারছি না।
> Sometimes life gives you pain just to make you stronger…
কিন্তু প্রশ্ন হলো, আমি কি সত্যিই strong হতে পারবে?