Beauty রঙ

Beauty রঙ Follow করো পেজটি, রূপে রঙে সাজতে থাকো নিজেকে নিজের মতো করে!

14/07/2025

যারা চাইনিজ বিভিন্ন পন্য নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন।

07/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ঈদ মোবারক

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আসল নকল দেখেই ব্যবহার করুন।
31/05/2025

আসল নকল দেখেই ব্যবহার করুন।

ভাল পন্য ব্যবহার করুন,ভাল থাকুন।
23/05/2025

ভাল পন্য ব্যবহার করুন,ভাল থাকুন।

থানাকা থানাকা থানাকা হাই বিউটিফুল আপু আপনাদের পছন্দের শীর্ষের পণ্য মায়ানমারের অরিজিনাল থানাকা ফেস প্যাক এখন আমাদের পেজে...
22/05/2025

থানাকা থানাকা থানাকা
হাই বিউটিফুল আপু আপনাদের পছন্দের শীর্ষের পণ্য মায়ানমারের অরিজিনাল থানাকা ফেস প্যাক এখন আমাদের পেজে পেয়ে যাচ্ছেন। দ্রুত আপনার পণ্যটি নিয়ে নিন শেষ হওয়ার আগেই। অর্ডার করতে এখনই ইনবক্সে যোগাযোগ করুন।

থানাকা (Thanaka) ফেস প্যাক মূলত মিয়ানমারের একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক উপাদান যা দীর্ঘদিন ধরে সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়...
21/05/2025

থানাকা (Thanaka) ফেস প্যাক মূলত মিয়ানমারের একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক উপাদান যা দীর্ঘদিন ধরে সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এটি গাছের ছাল থেকে তৈরি এক ধরনের পেস্ট। থানাকা ফেস প্যাকের কিছু উপকারিতা নিচে দেওয়া হলো:

থানাকা ফেস প্যাকের উপকারিতা:

• ত্বক ঠান্ডা ও সতেজ রাখে: থানাকা ত্বকে প্রয়োগ করলে এটি তাৎক্ষণিকভাবে ঠান্ডা অনুভব করায় ও ত্বক সতেজ রাখে।

• তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে: এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ব্রণ প্রতিরোধে সহায়তা করে।

• ব্রণ ও ব্রণের দাগ হ্রাসে সহায়ক: থানাকার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সাহায্য করে এবং পুরনো দাগ হালকা করে।

• ত্বক ফর্সা করে ও উজ্জ্বলতা বৃদ্ধি করে: নিয়মিত ব্যবহারে ত্বকের রঙ উজ্জ্বল হয় এবং স্কিন টোন সমান হতে থাকে।

• প্রাকৃতিক সানস্ক্রিন: থানাকা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।

• বয়সের ছাপ প্রতিরোধে সহায়ক: এতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বককে টানটান ও কোলাজেন সমৃদ্ধ রাখতে সাহায্য করে।

• ডিটক্সিফাই করে: থানাকা ত্বকের ময়লা ও টক্সিন দূর করতে সাহায্য করে।

ব্যবহারবিধি:

• থানাকা গুঁড়ো সামান্য পানি, গোলাপজল বা দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

• পরিষ্কার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন।

• শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

• সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা যেতে পারে।

আপনি চাইলে থানাকা প্যাকের সাথে মধু, লেবু বা অ্যালোভেরা জেলও মিশিয়ে বিশেষ সমস্যার জন্য ব্যবহার করতে পারেন।

19/05/2025

হাই বিউটিফুল আপু
আর কিছু দিন এর ভেতর আপনাদের পছন্দের
থানাকা ফেস প্যাক টি আমাদের ওয়ার হাউস এ আসছে। যাদের লাগবে
Follow করো পেজটি, রূপে রঙে সাজতে থাকো নিজেকে নিজের মতো করে!

17/05/2025

তক্ক এর যত্নে চন্দন ফেস প্যাক এর উপকারিতা

চন্দন প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে না, বরং নানা ধরনের ত্বকের সমস্যারও সমাধান করে। নিচে চন্দন ফেস প্যাক ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হলো:

• ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
চন্দন ত্বক থেকে ময়লা ও মৃত কোষ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

• ব্রণ ও দাগ দূর করে
এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ ব্রণের জীবাণু নষ্ট করে এবং দাগ হালকা করতে সাহায্য করে।

• রোদে পোড়া দাগ হালকা করে
রোদে পোড়া ত্বকে ঠাণ্ডা অনুভূতি দিয়ে চন্দন স্কিন টোন ফিরিয়ে আনতে সাহায্য করে।

• ত্বক ঠাণ্ডা ও মসৃণ রাখে
গরমে চুলকানি বা র‍্যাশ হলে চন্দন ফেস প্যাক খুব ভালো কাজ করে।

• বয়ঃজনিত রেখা হ্রাস করে
নিয়মিত ব্যবহারে ত্বক টানটান হয় এবং বলিরেখা দূর হয়।

****রূপে রঙে সাজতে থাকো নিজেকে নিজের মতো করে!****

15/05/2025

Address

Noapara

Alerts

Be the first to know and let us send you an email when Beauty রঙ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beauty রঙ:

Share