Md.rokonuzzaman

Md.rokonuzzaman you can contact with me for sponsorship and business enquiry - [email protected]

mobile: +8801911453165
(1)

স্যার, আজকের বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ চোখ মেলে অপেক্ষা করছে সেই নেতৃত্বের জন্য, যিনি এসে আবারো আশার প্...
16/09/2025

স্যার, আজকের বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ চোখ মেলে অপেক্ষা করছে সেই নেতৃত্বের জন্য, যিনি এসে আবারো আশার প্রদীপ জ্বালাবেন। আপনি যদি এখনই দেশে ফিরে এসে নিজের হাতে দলকে সংস্কার না করেন তাহলে আগামী জাতীয় নির্বাচন যদি সত্যিই অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তখন বুঝতে পারবেন জনতার প্রকৃত শক্তি কাকে বলে।

আজও বিএনপির ভেতরে কিছু প্রবীণ নেতারা আছেন, যারা কি বলছেন, কি করছেন তা নিজেরাই জানেন না। অথচ এখানে আবিদ , শেখ তানভীর বারী হামিম, মায়েদের মতো অসাধারণ মেধাবী তরুণ ভাইয়েরা আছেন যাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে দলকে নতুন দিশায় এগিয়ে নেওয়া সম্ভব।

স্যার, দূর থেকে যতই অনুপ্রেরণাদায়ক বক্তব্য দিন, কিংবা যতই আমরা অনলাইনে ভিডিও দেখি দিন শেষে কোনো বাস্তব পরিবর্তন আসে না। আপনাকে ছাড়া দলকে সঠিক পথে আনা কোনোভাবেই সম্ভব নয়।

আমরা জানি, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ত্যাগ ও আদর্শের প্রকৃত উত্তরসূরি। আপনার বাবার মতোই আপনিই হয়ে উঠতে পারেন জনতার বুকের ভরসা, নিপীড়িত মানুষের শেষ আশ্রয়।আপনার নেতৃত্বে, আপনার ভালোবাসায় বিএনপিকে আবারো মানুষের কণ্ঠস্বর হিসেবে দাঁড় করাতে চায় এদেশের মানুষ।

আপনি আসুন স্যার দেশের প্রতিটি মানুষ বুক ভরে আপনার প্রতীক্ষায় আছে।

বিগত সরকার ও তার দল যা করেছে—যদি আপনার দলও একই কাজ করে, তখন স্বাভাবিকভাবেই জনগণ বিকল্প কাউকে খুঁজে নেবে; এটাই বাস্তব। বি...
16/09/2025

বিগত সরকার ও তার দল যা করেছে—যদি আপনার দলও একই কাজ করে, তখন স্বাভাবিকভাবেই জনগণ বিকল্প কাউকে খুঁজে নেবে; এটাই বাস্তব। বিগত সরকারের সময়ে এমন কোনো অপরাধ ছিল না যে তাদের নেতা–কর্মী বা প্রশাসন করেনি, এবং বর্তমানে সারা দেশে একটি দলের কিছু নেতা–কর্মীও একই ধরনের কাজ করছে; মিডিয়া এসব ব্যাপকভাবে প্রচার করায় জনগণ ভীত ও আতঙ্কিত হচ্ছে। একই সময়ে জনগণের নজর পড়ছে একটি তৃতীয় দলের দিকে, যেখানে অনেক নেতা–কর্মী এসব কাজ করে না— তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, নিয়মিত পড়াশোনা করে, সদাচরণ ও সমাজসেবা করে, মানুষকে ভাল পরামর্শ দেয় এবং বিপদে পাশে দাঁড়ায়; কোনো মন্দ কাজে তারা জড়িত নয়। ফলে মানুষ ভাবছে যে তৃতীয় পক্ষটি প্রকৃতপক্ষে ভালো কাজে যুক্ত। আমি হলে কি করতাম, আপনি নিজে কি করতেন—যাদের নেতাকর্মীরা কুকর্মে জড়িত, তাদের পাশে থাকতেন?
হয়তো আপনি বলবেন বিশ্ববিদ্যালয় সংসদ আর জাতীয় সংসদ আলাদা, কিন্তু আমি ভিন্নভাবে দেখছি: বড় এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অধিকাংশই গরিব পরিবারের সন্তান, গ্রামগঞ্জের ছেলে-মেয়ে; এরা গ্রামে ছড়িয়ে প্রচার চালাবে এবং তাদের পরিবার, আত্মীয়স্বজন ধীরে ধীরে সেই দলের প্রতি আকৃষ্ট হবে। আমরা যতই ভাবি গ্রামের মানুষ শুধু নির্দিষ্ট প্রতীক চিনে, ঐ দলের মানুষও সেটা জানে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে; বিষয়টাকে হালকাভাবেই নেওয়া যাবে না—এদের পরিকল্পনা জটিল, ক্ষমতা দখলের পূর্বেই তারা নিজের অবস্থান দৃঢ় করবে; গত বিশ–ত্রিশ বছর ধরে তারা পরিকল্পনা করে এসেছে এবং এখন প্রায় ৬০ শতাংশ সফল। ব্যবসা, প্রশাসন, পুলিশ, আর্মিসহ নানা ক্ষেত্রে তাদের লোক রয়েছে প্রচুর; প্রয়োজন হলে তারা বিভিন্ন দলের হয়ে কাজ করবে এবং সময় মতো সক্রিয় হবে। তাদের মূল মন্ত্র—শিক্ষা, সততা, নৈতিকতা, আত্মরক্ষার কৌশল এবং ধর্মীয় মূল্যবোধ। স্বাধীনতার পঞ্চাশ বছর পর স্বাধীনতা বিরোধী প্রচারণার তেমন গুরুত্ব নেই, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে; আর আপনি যতই কোনো দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাবেন, একসময় সেটি তাদের পক্ষে ফিরেও যেতে পারে।

অন্যের সমালোচনা না করে বরং সতর্ক হয়ে সংশোধন না করলে, তাদের চেয়ে ভালো কাজ না করলে, ক্ষতিগ্রস্ত হলে দেখার অক্ষমতা থাকলে, জুলুম, নির্যাতন, অত্যাচার ও প্রতিহিংসার পথ নিলে বা অতিরিক্ত অহংকারী হলে—দীর্ঘ মেয়াদে ফলাফল আপনার জন্য ভয়ঙ্কর খারাপ হতে পারে। বিষয়টি নিয়ে কাজ করার জন্য বিনীত অনুরোধ রইল।

অতি দুঃখের সাথে বলতে হচ্ছে , বড় নেতাদের মধ্যে অন্যের সমালোচনার প্রতিযোগীতা হচ্ছে , কিন্তু নিজেদের সঠিক পথ দেখানোর সাহস যেন কোন নেতার নেই , পরাজিত হয়ে কারচুপির অভিযোগ না দিয়ে কারণ অনুসন্ধান ও নুতন কর্মপরিকল্পনার কোন লক্ষণ বা আগ্রহ নেই কারও ।

অন্যদিকে এত শক্তিশালী হচ্ছে অন্য পক্ষগুলো , যা আপনাদের কল্পনার বাইরে ।

আহারে প্রবাসী 😭😭😭 এই ব্যক্তির অপরাধ ছিল দুইটা নতুন ফোন নিয়ে এসেছে। তাই তাকে তল্লাশির জন্য অবরুদ্ধ করা হয়। এবং অবরুদ্ধ ...
16/09/2025

আহারে প্রবাসী 😭😭😭 এই ব্যক্তির অপরাধ ছিল দুইটা নতুন ফোন নিয়ে এসেছে। তাই তাকে তল্লাশির জন্য অবরুদ্ধ করা হয়। এবং অবরুদ্ধ করার প্রায় দুই ঘণ্টার মতো বিভিন্নভাবে তাকে তল্লাশি করা হয়। সে বারবার রিকোয়েস্ট করে যে রাত হয়ে গেলে সে বাড়িতে পৌঁছাতে সমস্যায় পড়বে। কিন্তু তারপরে দফায় দাফায় তার লাগেজ এবং ব্যাগপত্র কয়েকজন অফিসার এসে চেক করেও কিছুই পাওয়া যায়নি। কিন্তু এতদূর থেকে জার্নি করে আসায় এবং রাত্র হওয়ায় কিভাবে বাড়িতে যাবেন এই টেনসনে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে এয়ারপোর্টের ভিতরেই মারা যায়। 😭😭😭
তার পরিবারের লোকজন তার বাবা-মা স্ত্রী পুত্র অধীর আগ্রহে অপেক্ষা করছে,কিন্তু কিন্তু তারা তো জানে না টাকাত মেশিনটা পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে 😭😭

13/09/2025

ক্ষমতার লড়াইয়ে দু বিড়াল

13/09/2025

ইতিহাস থেকে শিক্ষা নিন। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আজ যে রাজা কাল সে ফকির ও হতে পারে। অহংকার পতনের মূল।

"প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না"
জুলাই আন্দোলনের সময় প্রাণের ঝুঁকি নিয়ে রাজপথে নেতৃত্বে দেওয়া আবিদের এই কথাটা সব সময় জাতি স্বরণে রাখবে।

অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে। [সূরা তাওবা: 82]

জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদ...
03/09/2025

জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের পর থেকে এই পদটি খালি ছিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত আরিফুল ইসলাম ইতোমধ্যে জেনেভা থেকে ওয়াশিংটন ডিসিতে যোগদান করেছেন।

গত বছরের জুনে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হয়ে জাতিসংঘের জেনেভা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন তিনি। এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারেক মো. আরিফুল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা তারেক মো. আরিফুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার ও অভিবাসন বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।

পেশাগত জীবনে আরিফুল ইসলাম নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনেও কাজ করেছেন। বাংলাদেশে সর্বশেষ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) দায়িত্ব পালন করেছেন।

01/09/2025

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ গড়ার এ দীর্ঘ পথ চলায় সকল সংকট উত্তরণে ও সম্ভাবনায়, বিএনপি জনগণকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনগুলোতেও বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দলের সকল নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। |

#প্রতিষ্ঠাবার্ষিকী #শহীদজিয়া #বিএনপি ゚

শো*ক সংবাদ, শো*ক সংবাদদেশের সর্ববৃহৎ আমদানীকার প্রতিষ্ঠান (নওয়াপাড়া গ্রুপের) চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও এমডি সাঈদুর ...
31/08/2025

শো*ক সংবাদ, শো*ক সংবাদ
দেশের সর্ববৃহৎ আমদানীকার প্রতিষ্ঠান (নওয়াপাড়া গ্রুপের) চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও এমডি সাঈদুর রহমান লিটুর আব্বা হাজী বিশারত আলী জোয়ার্দার (৭৬) ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন) মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।সাথে সাথে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

একটি দল যখন জন্ম নেয়, তখন শুধু রাজনীতির ভাষা বদলায় না, মানুষের স্বপ্নের ব্যাখ্যাও নতুন হয়ে ওঠে…১৯৭৮’সালের ১’সেপ্টেম্বর, ...
31/08/2025

একটি দল যখন জন্ম নেয়, তখন শুধু রাজনীতির ভাষা বদলায় না, মানুষের স্বপ্নের ব্যাখ্যাও নতুন হয়ে ওঠে…১৯৭৮’সালের ১’সেপ্টেম্বর, জন্ম হয়েছিলো এক দর্শনের, যেখানে স্বাধীনতা মানে কেবল ভৌগোলিক সীমানা নয়, বরং আত্মমর্যাদা, অধিকার আর গণতন্ত্রের প্রাণস্পন্দন…বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই প্রাণস্পন্দনেরই রূপায়ণ…

৪৭’বছরের পথচলা তাই কেবল ইতিহাস নয়, এ যেন এক দীর্ঘ দর্শনচর্চা; স্বৈরাচারের অন্ধকারে আলোর খোঁজ, বঞ্চিত মানুষের হৃদয়ে ন্যায়ের সুর, আর রাষ্ট্রকে মানুষের রাষ্ট্রে রূপান্তরিত করার প্রতিশ্রুতি…

কোনো দমন, কোনো শৃঙ্খল, কোনো ভীতি মানুষের বিশ্বাসকে থামাতে পারে না…কারণ বিশ্বাসই রাজনীতির চূড়ান্ত শক্তি, আর বিএনপি সেই বিশ্বাসেরই প্রতীক…

এই প্রতিষ্ঠাবার্ষিকী তাই কেবল স্মরণ নয়, এ এক নতুন অঙ্গীকার; গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, বাংলাদেশকে আবার মানুষের রাষ্ট্রে পরিণত করার…শুভ হোক বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী…এ পথ সংগ্রামের, এ পথ আশার..

উনাকে জাদুঘরে রাখা উচিৎ, কারাগারে নয়🥴
21/08/2025

উনাকে জাদুঘরে রাখা উচিৎ, কারাগারে নয়🥴

আমরা যদি ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাই, সেই "টেইক ব্যাক বাংলাদেশ” অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন আমর...
18/08/2025

আমরা যদি ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাই, সেই "টেইক ব্যাক বাংলাদেশ” অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হব।

তারেক রহমান


জননেতা মো: আলী আসগর লবী – সৎ, সফল ও মানবিক নেতৃত্বের প্রতীকখুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএ...
18/08/2025

জননেতা মো: আলী আসগর লবী – সৎ, সফল ও মানবিক নেতৃত্বের প্রতীক

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাবেক সভাপতি, এসিসিবি-এর সাবেক পরিচালক ও দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মো: আলী আসগর লবী।

তিনি শিক্ষা জীবন শেষ করে ব্যবসায় সফলতা অর্জন করেন। রাজনীতি করে তিনি ব্যবসায়ী হননি, বরং ব্যবসা করে সাফল্য অর্জনের পর রাজনীতিতে আসেন। এ কারণেই তিনি অন্য অনেকের মতো ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতির অভিযোগে দাগি নন। বরং তার বিরুদ্ধে কখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি নিন্দুকেরা।

🌟 তার অবদান ও কর্মযজ্ঞ
• হাজারো তরুণকে বিনা খরচে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।
• দলের অসহায় নেতাকর্মীদের সহায়তা নয়, স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দিয়েছেন।
• নেতাকর্মীদের চিকিৎসা, শিক্ষা এমনকি বাড়ির ঋণ পরিশোধের দায়িত্বও ব্যক্তিগতভাবে নিয়েছেন।
• নিজের স্বার্থের জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন।

🌟 সংগ্রামী রাজনৈতিক জীবন
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের দমন–নিপীড়নের শিকার হন আলী আসগর লবী।
• তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়।
• ব্যাংক হিসাব ১৭ বছরেরও বেশি সময় ফ্রিজ রাখা হয়।
• নির্মম নির্যাতন সহ্য করতে হয় একাধিকবার।
তবুও তিনি অটল ও অবিচল থেকে দল, নেত্রী ও আদর্শের প্রতি সর্বোচ্চ নিষ্ঠা দেখিয়েছেন।

🌟 উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে অবদান
২০০১ সালে খুলনা-২ আসনে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পাঁচ বছরের দায়িত্বকালে তিনি খুলনা শহর ও দক্ষিণাঞ্চলে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখেন। তার সভাপতিত্বে সাতজন বীরশ্রেষ্ঠর নামে স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়, যা সত্যিই যুগান্তকারী পদক্ষেপ।

🌟 ব্যক্তিত্বের বৈশিষ্ট্য
আলী আসগর লবী সহজ-সরল, সদাহাস্য ও মাটির মানুষ। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন—যা তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
তিনি শুধু রাজনীতিক নন—একজন সফল উদ্যোক্তা, মানবিক হৃদয়ের মানুষ এবং ক্রীড়া উন্নয়নের অগ্রপথিক।

👉 খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)-এর মানুষের প্রতি তার একটাই অঙ্গীকার—
নেওয়ার কিছু নেই, কেবল দেওয়ার আছে।

Address

Abhaynagar. Noapara
Noapara
7460

Alerts

Be the first to know and let us send you an email when Md.rokonuzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.rokonuzzaman:

Share