Sizan vlogs

Sizan vlogs im sharing you to my personal lifestyle video , and my gaming video.

12 + 12 = কত?
12/12/2024

12 + 12 = কত?

১. প্রতিটি চাচার কাছে তার ভাতিজা হলো নিজ ভাইয়ের প্রতিচ্ছবি ২. বাবার অনুপস্থিতিতে চাচারাই যেনো হয়ে উঠে সবচেয়ে বড় স্বস...
12/05/2024

১. প্রতিটি চাচার কাছে তার ভাতিজা হলো নিজ ভাইয়ের প্রতিচ্ছবি

২. বাবার অনুপস্থিতিতে চাচারাই যেনো হয়ে উঠে সবচেয়ে বড় স্বস্তি

৩. বাবার পাশাপাশি যার কাছে চাচার ছায়া রয়েছে তার আর কি লাগে?

৪. বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সবচেয়ে বড় উদাহরণ হলো চাচা-ভাতিজার সম্পর্ক

৫. চাচা ভাতিজা হলে এক

কেটে যায় সকল মেঘ

৬. সম্পত্তির অধিকার এলেই বোঝা যায় চাচা তার ভাতিজাকে কতটা ভালোবাসে

৭. এই জীবনে বাবার পরে আমি আমার চাচাকেই পিতৃতুল্য ভেবেছি

৮. চাচা মানেই প্রতিটি ভাতিজার কাছে উপরে উঠার রসদ

৯. বাবার পরে চাচার ছায়া থাকা মানেই নিজেকে ভালো রাখার সকল রসদ নিশ্চিত করা

১০. চাচা-ভাতিজার সম্পর্ক হোক বাবা-ছেলের মতো

১১. প্রতিটি চাচাই তার ভাতিজার বেস্ট ফ্রেন্ড

১২. আমার এই ছোট্ট ভাতিজা আজ অনেক বড় হয়ে উঠেছে!

১৩. ছোট্ট এই আমির সব উৎসাহ এবং সাহসের মূল কারণ হলো আমার চাচা

১৪. বাবার চাইতে অনেক বেশি নিতাম তারে কোলে

হাসতাম আমি ভীষণরকম তার ছোট্ট গোলে

১৫. বাবার পরে তোর কাছে কি আমার জন্যে দু-দন্ড জায়গা হবে?

১৬. বাবার পরে আমার কাছে আমার চাচাই সেরা

১৭. হতে পারে বাবা-মায়ের সাথে বন্ধুত্বের কোনো গাড়ত্ব আমার নেই, তবে চাচাই আমার কাছে আমার বেস্টফ্রেন্ড

১৮. বেস্টফ্রেন্ড হিসাবে আমার কাছে আমার চাচাই সেরা

১৯. চারিদিককার এতো এতো সম্পত্তির লোভের ভিড়ে আমাদের আছে চাচা-ভাতিজা অভেদ্য বন্ধন

২০. চাচার ভালোবাসা প্রতি ভাতিজার কাছেই ম্যাজিকাল স্টিক

২১. প্রতিটি ভাতিজার জীবনে তার চাচা বটগাছের মতো ছায়া দিক

২২. বাবা নেই তো কি হয়েছে? চাচার ছায়া আছে না?

২৩. অত গল্প বুঝি না! সাহসের কাছে আমার চাচার সমকক্ষ কেউ নয়।

২৪. একমাত্র ভাতিজাকে চোখের সামনে বড় দেখার এ-সুখ যেনো কোথাও পাওয়া যাবে না

২৫. আমার থমকে যাওয়া জীবনের একমাত্র মেডিসিন হলো আমার প্রিয় ভাতিজা

২৬. ছোট্ট কালে যে ভাতিজা

বলতো মনের কথা

বড়বেলায় হুট করেই কি

ভুলবে তার এ-সখা

২৭. শত্রু কিংবা বন্ধু…যেকোনো ক্ষেত্রে ভাতিজার কাছে যেনো তার চাচারাই সেরা

২৮. কপালটা সুপ্রসন্ন ছিলো বলেই আমার কাছে আমার চাচার ছায়া রয়েছে

২৯. অনেক মিস করি চাচা আপনাকে। কতদিন আড্ডা দেয় না সেই তারাভরা আকাশের নিচে

৩০. বাবা-ছেলে না হলেও চাচা-ভাতিজার মাঝে থাকা এই সম্পর্কের রেশ যেনো ঠিক অন্যরকম অনুভুতির সৃষ্টি করে

৩১. কোনো কবিতার অংশ নয়, আমার কাছে আমার ভাতিজাই সকল কবিতার মূল ছন্দ

৩২. আকাশের ওই সূর্যের মতোই জ্বলজ্বল করুক আমার এই ছোট্ট ভাতিজার জীবন

৩৩. কথায় আছে “চাচা-ভাতিজা আছে যেখানে, বিপদ নাই সেখানে”

৩৪. ভুলকে ফুলে পরিণত করার কাজে আমার কাছে আমার চাচাই সেরা

৩৫. অনেক বেশি ভালোবাসি চাচা তোমায়

অপেক্ষা ...।
08/05/2024

অপেক্ষা ...।

লিচুস্বাদে গন্ধে রূপে গুণেলিচুর তুলনা ভারথোকায় থোকায় লিচু ধরেকী সুন্দর বাহার!
08/05/2024

লিচু

স্বাদে গন্ধে রূপে গুণে
লিচুর তুলনা ভার
থোকায় থোকায় লিচু ধরে
কী সুন্দর বাহার!

রাজশাহী চিড়িয়াখানা ।
22/12/2023

রাজশাহী চিড়িয়াখানা ।

Address

Akkelpur, Sonaichiodi, Niamotpur
Nowgaon
6202

Alerts

Be the first to know and let us send you an email when Sizan vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share