20/07/2025
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ঘুরাফেরা করছে৷ যা সুজানগরের হাটখালি ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেনের চেহারার সাথে কিছুটা মিল থাকায় তার নামেই অপপ্রচার করা হচ্ছে৷
এ বিষয়ে ফিরোজ চেয়ারম্যানের সাথে কথা হলে জানান,দেশে অনেকের চেহারার সাথে অনেকের মিল থাকতে পারে। হতে পারে ভিডিওতে আমার চেহারার সাথে মিল আছে৷ তবে ভিডিওটি আমার না।
এ বিষয়ে অনেকেই ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে৷ হতে পারে এপস দিয়ে এডিট করেছে৷ কেও এমন অপপ্রচার করলে তথ্য আইনে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে৷
এ বিষয়ে স্থানীয়রা জানান, ফিরোজ চেয়ারম্যান অত্যান্ত ভাল ও জনপ্রিয়। রাজনৈতিকভাবে তাকে হেও করার জন্য একটি পক্ষ উঠে পড়ে আছেন৷