RaZ Tv 00

RaZ Tv 00 follow দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ pabna dhaka Bangladesh

05/05/2025
06/12/2024

গেট নং ১
ধুলাউড়ি কামিল মাদরাসা

24/10/2024

ডেমরা টু ধুলাউড়ি চলাচলের এক্কেবারে অনুপযোগী।।যেটি আতাইকুলা রোড নামে পরিচিত।

04/10/2024

অফসাইডের নিয়ম কী?
অল আউট স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩
ShareFacebookMessengerLinkedInTwitterWhatsAppViber
অফসাইডের নিয়ম কী?
প্রিয় দল গোল করল। আপনি সে গোল উদযাপনও করলেন তুমুল উল্লাসে। কিন্তু কিছুক্ষণ পর জানলেন, অফসাইডে গোল বাতিল! মেজাজাটা ঠিক থাকে, বলুন? তা এই অফসাইড হয় কিভাবে? কী এর নিয়ম? প্রাথমিক ধারণা আপনার নিশ্চয়ই আছে। তবে সবটাই কি সঠিক জানেন?

অফসাইডের একেবারে মৌলিক নিয়ম হল, সতীর্থ বল পাস দেওয়ার সময় এক দলের কোনো খেলোয়াড় যদি এমন জায়গায় থাকেন, যেখানে তাঁর সামনে প্রতিপক্ষের অন্তত দুজন ফুটবলার নেই, তাহলে সেটি অফসাইড। জেনে রাখা দরকার, মাথা, শরীরের অংশ ও পা অফসাইড নিয়মের আওতাভুক্ত। হাত নয়। অর্থাৎ, গোল করা যায় শরীরের এমন অংশ প্রতিপক্ষের শেষ দুই খেলোয়াড়ের আগে থাকলেই কেবল অফসাইড হবে।

এখানে আবার গোলকিক, কর্নার ও থ্রো-ইন অফসাইডের আওতার বাইরে। ওই সময় একজন খেলোয়াড় যে কোনও জায়গা থেকে বল সরাসরি রিসিভ করতে পারবেন। অফসাইড হবেন না।

মাঠের ভাগটাও এখানে গুরুত্বপূর্ণ। দেখা গেল প্রতিপক্ষের অন্তত ১০ জন ফুটবলার সেন্টার লাইনের ওপাশে অন্য দলের অংশে রয়েছেন। ওই সময় যদি কেউ সেন্টার লাইনের এপাশ থেকে সতীর্থের পাস রিসিভ করেন, তাহলেও তিনি অফসাইড হবেন না। তখন অনসাইডে থাকার জন্য তাঁর সামনে প্রতিপক্ষের দুই ফুটবলার থাকার বাধ্যবাধকতা নেই। এমনকি প্রতিপক্ষের একজনও যদি না থাকেন, তবুও তিনি অফসাইড হবেন না।

আবার অন্য দিকও আছে। দেখা গেল একজন খেলোয়াড় অফসাইড পজিশনে আছেন, কিন্তু খেলার ওই নির্দিষ্ট মুভটির সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা নেই। ওই সময় অনসাইডে থাকা তাঁর অন্য কোনো সতীর্থ বল রিসিভ করলে সেটি অফসাইড হবে না।

মোটা দাগে এই হচ্ছে অফসাইডের নিয়ম। বোঝার জায়গাটা আরেকটু স্পষ্ট হল তো?

13/06/2024

বিক্রয়ের জন্য
ওজন আন্দাজে ৩২০ কেজি

12/06/2024

আলহামদুলিল্লাহ
একটা বড় সমস্যার সমাধান। অটোভ্যান নিয়েও লক্ষীপুর ঈদগাহ মাঠে যাওয়া যাবে।।
ধন্যবাদ -কতৃপক্ষ্য

11/06/2024

সেচ্ছাশ্রমে,লক্ষীপুর ঈদগাহ মাঠের রাস্তার কাজ চলছে

12/05/2024

সাথিয়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান
জনাব সোহেল রানা খোকন।।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়।

Address

A Hamid Road Pabnapabna
Pabna
6670

Website

Alerts

Be the first to know and let us send you an email when RaZ Tv 00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category