
28/07/2023
বিভিন্ন মেয়াদে গরু মোটাতাজা করা যায়, যেমন -২মাস,৩মাস ও ৪-৬মাস মেয়াদে যা লাভজনক তাছাড়া আপনারা দীর্ঘমেয়াদে মোটাতাজাকরণ করতে পারেন।
যারা গরু মোটাতাজা করছেন কিন্তু লাভের মুখ দেখছেন না যদি সম্পূর্ণ লেখাগুলো অনুযায়ী খামার পরিচালনা করেন আপনি লাভবান হবেন ইনশাল্লাহ।
প্রথমে,মোটাতাজাকরণের জন্য আপনাকে নির্বাচন করতে হবে শুকনো হাড্ডিসার গাভী অথবা শুকনো ষাঁড় গরু।
আগে নিচে তিনটে খাবার নমুনা দিচ্ছি যেটা তিন ধরনের গরুর জন্য প্রযোজ্য।
তারপর বিস্তারিত আলোচনা করছি।
"৬০-৭০ দিন মেয়াদী ষাঁড়/হাড্ডিসের গাভী মোটাতাজাকরণের ১০০ কেজি ফিড ফর্মুলেশন এর নমুনা"
ভূট্টা ৩৩ কেজি
রাইস ব্রান ১০ কেজি
ধানের গুড়া ১০ কেজি
গমের ভূষি ১০ কেজি
সয়াবিন ভূষি ১০ কেজি
এংকরের ভূষি ১০ কেজি
সয়াবিন খৈল ১০ কেজি
প্রটিন/শুটকির গুড়া ৩ কেজি
লাইসিন ৫০০ গ্রাম
সি আর ৪০ গ্রাম
টক্সিন বাইন্ডার ১৫০ গ্রাম
মিথনিন ৩০০ গ্রাম
এনজাইম ২৫০ গ্রাম
কলিন ২০০ গ্রাম
ডিবি/প্রিমিক্স ৫০০ গ্রাম
ফ্যাট পাউডার ৩০০ গ্রাম
ডিসিপি পাউডার ২ কেজি
রুমেইনই ১ প্যাকেট
খাবার সোডা ১৫০ গ্রাম
মোট ১০০ কেজি
সাথে প্রয়োজন মতো লবণ অ্যাড করে নিবেন।
প্রতি কেজি খাবারের দাম পরবে ৪৫ থেকে ৪৬ টাকা।
"৩ মাস মেয়াদী ষাঁড় গরু মোটাতাজাকরণ ফিড ফর্মুলেশন নমুনা"
কার্বোহাইড্রেট/ফাইবার/প্রটিন
ভূট্টা ৩২ কেজি
গমের ভূষি ১০ কেজি
রাইস ব্রান ১০ কেজি
ধানের কুড়া ১০ কেজি
ডালের ভূষি ১০ কেজি
সয়াবিন খৈল ১৫ কেজি
সরিষার খৈল ৫ কেজি
প্রোটিন/ভিটামিন/এমাইনো এসিড
শুটকির গুড়া ৩ কেজি
ডিসিপি পাউডার ২ কেজি
লাইসিন ৫০০ গ্রাম
সিআর ৪০ গ্রাম
টক্সিন বাইন্ডার ১৫০ গ্রাম
মিথনিন ৩০০ গ্রাম
এনজাইম ২৫০ গ্রাম
কলিন ২০০ গ্রাম
ডিবি/প্রিমিক্স ৫০০ গ্রাম
ফ্যাট পাউডার ৩০০ গ্রাম
রুমেইনই ১ প্যাকেট
খাবার সোডা ১৫০ গ্রাম
লবন ৫০০ গ্রাম
সর্বমোট ১০০ কেজি
প্রতি কেজি পরবে ৪২-৪৩ টাকা।
"৪-৬ মাস মেয়াদী ষাঁড় গরুর ১০০ কেজি ফিড ফর্মুলেশনের নমুনা"
কার্বোহাইড্রেট/ফাইবার/প্রটিন
ভূট্টা ৩৮ কেজি
রাইস ব্রান ১০ কেজি
ধানের কুড়া ১৫ কেজি
গমের ভূষি/ভাঙ্গা ১০ কেজি
ডালের ভূষি ১০ কেজি
সয়াবিন খৈল ১০ কেজি
প্রোটিন/ভিটামিন/এমাইনো এসিড
শুটকির গুড়া ৩ কেজি
ডিসিপি পাউডার ২ কেজি
লাইসিন ৫০০ গ্রাম
সিআর ৪০ গ্রাম
টক্সিন বাইন্ডার ১৫০ গ্রাম
মিথনিন ৩০০ গ্রাম
এনজাইম ২৫০ গ্রাম
কলিন ২০০ গ্রাম
ডিবি/প্রিমিক্স ৩০০ গ্রাম
ফ্যাট পাউডার ২০০ গ্রাম
রুমেইনই ১ প্যাকেট
খাবার সোডা ১৫০ গ্রাম
লবন ৫০০ গ্রাম
সর্বমোট ১০০ কেজি
প্রতি কেজি পরবে ৩৭-৩৮ টাকা।
উপরের তিনটা নমুনা অনুযায়ী যে যেমন গরু পালন করেন সে অনুযায়ী ফিড ফর্মুলেশন লুজ খাবার তৈরি করবেন।
মেডিসিনের দোকানে খাবারগুলো খুঁজে না পেলে আপনার আশেপাশের কোন বড় পোল্ট্রি ফার্ম থাকলে সেখানে খোঁজ করে দেখতে পারেন পেয়ে যাবেন অথবা না পেলে প্রয়োজনে আমাকে সরাসরি মেসেজে জানাতে পারেন।
রেডি ফিডের যে দাম ৫৮ টাকা ক্যাটল ফিড আর ৭৫ টাকা বয়লার ফিডের এই বাজারে।
মোটাতাজাকরণ প্রকল্পে এইভাবে খাদ্য তৈরি না করলে মোটাতাজা করন খামার টিকিয়ে রাখতে পারবেন না।
এভাবে নিজের গরুর খাদ্য নিজে তৈরি করলে খামারের দানাদার খরচ ৩০-৩৫% কমিয়ে আনতে পারবেন।
অর্থাৎ যে গরুর মাসে খরচ হতো ৫-৭ হাজার টাকা সেই গরুর খরচ হবে সারে ৩-৪ হাজার টাকা।
বানানোর নিয়ম হলো সবগুলো উপাদান মেডিসিন সাপ্লিমেন্ট একসাথে মিক্স করে কোন ড্রাম অথবা বস্তায় সংরক্ষণ করবেন।
ভালোভাবে সংরক্ষণ করলে এক মাস অনায়াসেই খাওয়াতে পারবেন প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করলে দের থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
এরপর এই মিক্সিং করা দানাদার খাদ্য প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য সারা দিনে সকাল এবং বিকাল ২ বেলা মোট দেড় কেজি দিবেন।
বিক্রয় করার আগে আগে আগের থেকে একটু বাড়িয়ে দিতে পারেন।
এভাবে খাদ্য তৈরি করে সঠিকভাবে পরিচালনা করলে আপনার খামারে লাভ হবেই ইনশাল্লাহ।
মনে রাখবেন একটা খামার সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি সঠিক সুইট ফর্মুলেশন এই যথেষ্ট।
সবাই নিজের ফেসবুক টাইমলাইনে পোস্টটা শেয়ার করে রেখে দিন যাতে প্রয়োজন হলে মুহূর্তেই বের করে সেই অনুযায়ী খাদ্য তৈরি করতে পারেন ধন্যবাদ।