02/03/2025
সেহরির সময় বিশেষ একটি আমল
রাসূল ﷺ বলেছেন: সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। (বুখারি ১৯২৩, মুসলিম ১০৯৫)
সেহরির সময় বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা এবং ইস্তিগফার করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
কুরআনে এসেছে:
"আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত।" (সূরা আলে ইমরান: ১৭)
✅ বিশেষ আমল:
১️⃣ ইস্তিগফার: "আস্তাগফিরুল্লাহ" বারবার বলা।
২️⃣ দোয়া: নিজের ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা।
৩️⃣ দরুদ শরিফ: বেশি বেশি দরুদ পাঠ করা।
৪️⃣ তাহাজ্জুদ নামাজ: সেহরির আগে দুই রাকাত হলেও পড়ার চেষ্টা করা।
আল্লাহ আমাদের সকলকে এই বরকতময় সময়ের ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন!
#সেহরি #বিশেষ_আমল #রমজান #ইস্তিগফার #দোয়া