The daily Pabna-দৈনিক পাবনা

The daily Pabna-দৈনিক পাবনা আপসহীন পথচলা

"ম-রে গেলাম ঋণের দায়ে, আর খাওয়ার অভাবে"! অভাব অনটন, ঋণগ্রস্ত , সমিতির কিস্তি, সবকিছুর চাপে অতিষ্ঠ রাজশাহীর মিনারুল, দেড় ...
16/08/2025

"ম-রে গেলাম ঋণের দায়ে, আর খাওয়ার অভাবে"!
অভাব অনটন, ঋণগ্রস্ত , সমিতির কিস্তি, সবকিছুর চাপে অতিষ্ঠ রাজশাহীর মিনারুল, দেড় বছরের শিশুকন্যা মিথিলা, তের বছরের পুত্র মাহিন, স্ত্রী মনিরাকে গলাটিপে হ-ত্যার পর নিজেও গলায় ফাঁ-স নিয়ে চলে গেছেন চিরতরে। চিরকুটে মিনারুল লিখে গেছেন, অভাব অনটনে স্ত্রী সন্তানের মুখে খাবার দিতে পারছিলেন না। তাই এ পথ বেছে নেন। প্রথমে স্ত্রীকে, এরপর পুত্র ও শিশু কন্যাকে শেষ করে নিজেও শেষ হয়ে যান।

অভাব, ঋণ, আর এনজিও এর চাপে একটি পরিবার চিরতরে শেষ।

রত্নাই নদী দখলমুক্ত ও খননের দাবিতে ঈশ্বরদী -পাবনা মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী কৃষকগণ। প্রায় ৩ ঘন্টা যানচলাচল বন্ধ থাকার ...
16/08/2025

রত্নাই নদী দখলমুক্ত ও খননের দাবিতে ঈশ্বরদী -পাবনা মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী কৃষকগণ। প্রায় ৩ ঘন্টা যানচলাচল বন্ধ থাকার ফলে উপজেলা নির্বাহী অফিসারের নদী খননের আশ্বাসে কৃষকেরা আন্দোলন স্থগিত করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা হয়ে গেলো বিএনপি নেতা পাবনায় আন্দোলন এর সময় ছাত্রদের হত্যায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ...
15/08/2025

স্বেচ্ছাসেবক লীগ নেতা হয়ে গেলো বিএনপি নেতা
পাবনায় আন্দোলন এর সময় ছাত্রদের হত্যায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম শাওন

এখন তিনি হেমায়েতপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা

14/08/2025

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে ‘উ*ল*ঙ্গ করে’ এলাকা থেকে বের করে দেওয়ার হু*ম*কি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন।

দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাদাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কের দরগাপাড়া এলাকায় আজ দুপুরে মা...
13/08/2025

দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা

দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কের দরগাপাড়া এলাকায় আজ দুপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, এবং ঘটনাস্থলেই প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। তবে এখনো পর্যন্ত নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুর্ঘটনায় মাইক্রোবাস চালক গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়ক দীর্ঘদিন ধরেই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অব্যবস্থাপনা, গর্ত ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।

পাবনার হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

প্রেস ব্রিফিংগত ইং ১২/০৮/২০২৫ তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকার সময় পাবনা থানধীন রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেট...
13/08/2025

প্রেস ব্রিফিং

গত ইং ১২/০৮/২০২৫ তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকার সময় পাবনা থানধীন রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ (একজন) অস্ত্রধারী আসামী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শরীফ ওরফে গুটে শরীফ (৩৮), পিতা: মো: জয়নাল সাং- দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার হাউসিপাড়া)থানা ও জেলা পাবনা দেহ তল্লাশী করিয়া পরিহিত জিন্স প্যান্টের পিছন দিকে কোমরের মধ্যে গুজে রাখা অবস্থায় ১। একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার, যাহা .২২ বোরের ০৭(সাত)টি সচল লিথাল কার্তুজ দ্বারা LOADED অবস্থায় (যার ব্যারেল এর এক পাশে খোদাইকরা ইংরেজিতে MADE IN PAKISTAN লেখা আছে )। যাহার বডি সহ ব্যারেলের দৈর্ঘ্য ৭.৭৫ ইঞ্চি, ব্যারেলের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য.৫০ ইঞ্চি, বাটের উভয় পাশে স্ক্রুদ্বারা কাঠ সংযুক্ত। ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত এবং ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের পিছন ডান পকেট হইতে ২। ০৩(তিন)টি মাঝারি সাইজের ককটেল সাদৃশ্য বস্তু (০২টি কালো এবং ০১টি লাল রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সংক্রান্তে পাবনা থানার মামলা নং-৩২,তাং-১৩/০৮/২০২৫ ইং, ধারা- ১৮৭৮ ARMS ACT 19A/19(F) এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারার রুজু হয়।
সুত্র : জেলা পুলিশ পাবনা

13/08/2025

টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪

13/08/2025

ঝালকাঠিতে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্রকে করে ১৪৪ ধারা জারি

13/08/2025

পাবনা থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ রুটের দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে কারণ পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুরের ঘটনায় শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছে।

12/08/2025

বাড়ি থেকে পালানো বাংলাদেশি কিশোরী ভারতে ২২৩ জনের ‘ধর্ষ*ণের’ শিকার

স্থানীয় সাংবাদিকরা বলছেন, আগের সাথে তুলনা করতে গেলে এখন ভোলাগঞ্জে সাদা পাথর নেই বললেই চলে।
12/08/2025

স্থানীয় সাংবাদিকরা বলছেন, আগের সাথে তুলনা করতে গেলে এখন ভোলাগঞ্জে সাদা পাথর নেই বললেই চলে।

দূর্নীতির জাল ছিড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে- জামায়াতের আমির ডা: শফিকুর রহমান পাবনা ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর কর্মী মোস...
22/07/2025

দূর্নীতির জাল ছিড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে- জামায়াতের আমির ডা: শফিকুর রহমান

পাবনা ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন দলের আমির ডা. শফিকুর রহমান।

মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী স্টেডিয়ামে অবতরণ করেন জামায়াত আমির।

দুপুর আড়াইটার দিকে তিনি কবর জিয়ারতের জন্য উপজেলার বড়ইচরা কবরস্থান যান। যেখানে কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন ডা. শফিকুর রহমান। এসময় তার দুচোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরতে থাকে। পরে তিনি সেখান থেকে মোস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারেরর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিকেল ৩টার দিকে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে যোগ দেন জামায়াত আমির। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিজেই দোয়া পরিচালনা করেন।

বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে।

‎তিনি বলেন, দুর্নীতবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। এ দেশে মানুষ আর কোন দুর্নীতিবাজদের দেখতে চায় না। ফ্যাসিস্ট ও জালিম যত শক্তিশালীই হোক জামায়াতে কোন জালিমকে ভয় করেনা।

‎অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পরে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি যেন দৌড়ের থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন।

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্বরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী করুক। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে। অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে।

‎ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে দিয়ে গেছেন তার পরিবারের। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে। পরিশেষে এই আগামী নির্বাচনে আমার পাশে দাঁড়িয়ে আছেন (আবু তালেব মন্ডল) তাকে সব দিক দিয়েই আপনারা সহযোগিতা করবেন।

দোয়া মাহফিলে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জেলা নায়েবে আমির মাওলানা জরুহুল ইসলাম খান, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেল। পরিচালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের।

দলীয় সূত্র জানায়, ঈশ্বরদীর বড়ইচরা গ্রামের বাসিন্দা জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান শনিবার (১৯ জুলাই) জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ওই দিন ভোর সাড়ে ৪ টায় গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান তিনি।

Address

Pabna Sador
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when The daily Pabna-দৈনিক পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The daily Pabna-দৈনিক পাবনা:

Share

Category

পাবনা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি পাবনা

পাবনা থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল দ্য ডেইলি পাবনা

পাবনার সকল সংবাদ সহ দেশের সংবাদ, রাজনীতি ,খেলাধুলা, স্বাস্থ্য , আন্তর্জাতিক এর সকল সংবাদ এক জায়গায়,

www.thedailypabna.com

সম্পাদক ও প্রকাশক