
16/08/2025
"ম-রে গেলাম ঋণের দায়ে, আর খাওয়ার অভাবে"!
অভাব অনটন, ঋণগ্রস্ত , সমিতির কিস্তি, সবকিছুর চাপে অতিষ্ঠ রাজশাহীর মিনারুল, দেড় বছরের শিশুকন্যা মিথিলা, তের বছরের পুত্র মাহিন, স্ত্রী মনিরাকে গলাটিপে হ-ত্যার পর নিজেও গলায় ফাঁ-স নিয়ে চলে গেছেন চিরতরে। চিরকুটে মিনারুল লিখে গেছেন, অভাব অনটনে স্ত্রী সন্তানের মুখে খাবার দিতে পারছিলেন না। তাই এ পথ বেছে নেন। প্রথমে স্ত্রীকে, এরপর পুত্র ও শিশু কন্যাকে শেষ করে নিজেও শেষ হয়ে যান।
অভাব, ঋণ, আর এনজিও এর চাপে একটি পরিবার চিরতরে শেষ।