জান্নাতের পথ シ︎

জান্নাতের পথ シ︎ আমি নারী
আমাকে জানতে এসো না ?
ফেতনায় পড়ে যাবে !

আমি একজনের জন্যই নির্ধারিত
এবং তার জন্যই রহমত।

15/02/2024
06/01/2024

বলা'র আগে শুনে নাও…!🫠
প্রতিক্রিয়া দেখানো'র আগে চিন্তা কর…!🤔

সমালোচনার আগে ধৈর্য্য ধর…!😢
প্রার্থনা'র আগে ক্ষমা চাও…!🤲
ছেড়ে দেওয়া'র আগে চেষ্টা কর…!😍

03/01/2024

১. আল্লাহু আকবার (৪ বার )

২. আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ্ (২ বার )

৩. আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (২ বার )

৪. হাইয়া আলাছ ছালাহ্ (২ বার )

৫. হাইয়া আলাল ফালাহ্ (২ বার )

৬. ক্বদ ক্বামাতিস্‌ সালাহ (২ বার )

৭. আল্লাহু আকবার (২ বার )

৮. লা ইলাহা ইল্লাল্লাহ্ (১ বার )

সবাই পড়বেন এই পোস্টে'র গভীরতা অনেক বেশি।এক গ্রামে একটি কূপ ছিল। কূপটি ছিল ভূতুরে আর তার পানি ছিল একদম তলানিতে। গ্রামের ল...
02/01/2024

সবাই পড়বেন এই পোস্টে'র গভীরতা অনেক বেশি।

এক গ্রামে একটি কূপ ছিল। কূপটি ছিল ভূতুরে আর তার পানি ছিল একদম তলানিতে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলত প্রতিবারই বালতিশূন্য রশি উঠে আসত। এমন অদ্ভুতকাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে, কূপটি জীনের বাসা। এখানে ভয়ংকর একটা জীন বাস করে।

কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের পানি সংগ্রহ করতে হবে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না।এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামব।।আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন। তবে শর্ত হল রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে।

গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে লাগবে কেন?!

প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। তবুও তার এক কথা অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে। তার পিতাকে খুঁজে আনা হলো। সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল, কূপের তলার জলের ঠিক একটু উপরে একটি কোঠর রয়েছে একটি বানর। এই শয়তান বানরটিই বালতি রেখে দিত।

যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল।বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম দৃষ্টিগোচর হল বানরের চেহারা। হঠাৎ করে ভূতদর্শন চেহারা দেখে সবাই মনে করল, জীনটা উঠে আসছে। তাই রশি ফেলে সবাই পালালো ।

কিন্তু একজন রশি ছাড়ল না। আর সে হলো ছেলেটির পিতা। বহুকষ্টে ছেলেকে টেনে তুলল উপরে। ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল।

তখন সবাই বুঝতে পারল কেন সে পিতাকে রশি ধরার শর্ত দিয়েছিল। কারণ, পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতা/মাতা সরবে না। তাই আসুন পিতা/মাতাকে ভালোবাসি। তাদের সঠিক মূল্যায়ন করা।

#সংগৃহীত

🥀🥀 কিছু কথা আমাদের খুব জানা দরকার 🌹🌹👉অনেক মেয়ে'ই ফেসবুক ব্যবহার করে,তাদের প্রোফাইলে সবুজ বাতিটা সারাক্ষন জ্বলতে থাকে❗👉এদ...
01/01/2024

🥀🥀 কিছু কথা আমাদের খুব জানা দরকার 🌹🌹

👉অনেক মেয়ে'ই ফেসবুক ব্যবহার করে,তাদের প্রোফাইলে সবুজ বাতিটা সারাক্ষন জ্বলতে থাকে❗

👉এদের মধ্যে সবাই কিন্তু প্রেম নিয়ে ব্যস্ত থাকে না,এরা সবাই কিন্তু Messenger গল্পে'র আসর জমায় না❗কিছু কিছু মেয়ে'রা অনলাইনে থেকে'ও একটা কথাও বলে না, প্রয়োজন ও মনে করে না❗

👉এদের কাজ হলো নিউজফিল্ডে উপর থেকে নিচে,আর নিচ থেকে উপরে ঘুরাঘুরি করা❗
আবার কেউ আছে শুধু'ই ইসলাম প্রচার এবং জানা'র জন্য'ই ইউজ করে
কিন্তু সবাই কি মনে করে বলেন তো❓

👉একজন মেয়ে ফেসবুক ব্যবহার করলে সবাই ধরে নেয় সে মেয়ে'টা ভালো না একজন কে অনলাইনে বেশি দেখলেই সবাই ভাবে সে হয়'তো অনেক জনে'র সাথে'ই চ্যাট করে,নয়তো প্রেম টেম করে❗

👉আসলে সবার দৃষ্টিটাই বাঁকা হয়ে গেছে দেখছি ❗

👉কোনো মেয়ে'কে দশটা মেসেজ দিয়েও একটা মেসেজে'র ও রিপ্লাই পাওয়া যায় না,তখন সবাই ভাবে ঐ মেয়েটা খুব অহংকারী,হিংসুটে তাইনা এই রকমই সবাই ভেবে থাকে

👉কিন্তু আসলে'ই কি কখনো ভেবে দেখছেন…!
আপনি যে তাকে জিজ্ঞাসা করছেন কেমন আছে❓এটা জানা কি আপনার সত্যি'ই প্রয়োজন! নাকি আপনার আলাপ করা প্রয়োজন!

👉 নিজে'র রিলেটিভদের যে খবর নেয় না…!🥹
অন্য একটা মেয়ে কেমন আছে সেটা জানা'র জন্য ব্যস্ত হয়ে পড়ে…!😏
তারপর Hi , Hello অসংখ্য সালাম…!🙄
এ সালাম গুলো নিজে'র ফ্যামিলি তে দিলে কত সুন্দর হতো প্রতি টা পরিবার…!🥰

👉ফেসবুক ব্যবহার করা মানে প্রেম করা নয়,অনলাইন থাকা মানে প্রেম করা নয়,চুপ থাকা মানে অহংকারী নয়,সবাই যদি সবার মতো থাকে তাহলে কাউকে অহংকারী মনে হবে না কারো! FB ব্যবহার করুন শুধু'ই ইসলাম প্রচারে'র কাজ এ…!✊
এবং ইসলাম জানুন,মোবাইল টাকে নেয়ামত এর মতো ব্যবহার করুন,,,,

👉এমন একটা নেয়ামত গজব এর মতো ব্যবহার করবেন না 🥹
সত্যি ফেইসবুক অনেক বড় নেয়ামত মনে হয় আমার কাছে…!🌹
ইসলাম এতো সুন্দর প্রচার মাধ্যম,এবং জানা'র মাধ্যম,এটা কে কেউ কবরে'র আজাব এর কারণ বানাবেন না…!🥹🥀💔

👉 আল্লাহ্ আমাদের সকল'কে সহিহ বুঝ দান করুক
🍁_আমিন ইয়া রাব্বুল আলামিন_🍁

অনুরোধ করছি পড়ুন ভালো লাগবেকাউকে ব্যথা দেওয়া'র জন্য আমি বলছি নাআমি সব বোন'কে বলছিনা, কিছু বোন'কে বলতেছি.কেউ রাগ করবেন ...
31/12/2023

অনুরোধ করছি পড়ুন ভালো লাগবে

কাউকে ব্যথা দেওয়া'র জন্য আমি বলছি না

আমি সব বোন'কে বলছিনা, কিছু বোন'কে বলতেছি.
কেউ রাগ করবেন না।

বোন আপনি আপনাকে কতটুকু চিনেন…?

আপনি জানেন??
আপনার পায়ে'র নিচে জান্নাত।

আপনি কি জানেন??
ইসলামে'র সর্ব প্রথম শহীদ মহিলা।

আপনি কি জানেন??
সর্ব প্রথম নবীকে, নবী হিসেবে বিশ্বাস করেছিল, একজন মহিলা।

আপনি কি জানেন??
সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেছিল একজন মহিলা।

আপনি কি জানেন??
আল্লাহ্ একজন মানুষ'কে সালাম দিয়েছিল একজন মহিলা'কে।

আপনি কি জানেন??
ডেলিভারি'তে আপনার মৃত্যু হলে আপনি শহিদ হবেন, কেনো এই সামান্য জিন্দেগীতে আল্লাহ্'র নাফরমানী করছেন বোন, ৫০০০ টাকা দিয়ে চুলে সিল্ক করতে পারেন, কিন্তু কেনো ৫ টাকা দিয়ে ব্যান্ড কিনে চুল বাধতে পারেন না, কেন খোলা চুলে ঘুরেন…?

৪০০০ টাকা দিয়ে দামি জামা কিনতে পারেন, কিন্তু ১০০ টাকা দিয়ে উড়না কিনে বুকটা ডাকতে পারেন না…? ১০০ টাকা দিয়ে মেহেদি লাগাতে পারেন, কিন্তু ২ টাকা দিয়ে ব্লেড কিনে নখগুলো কাটতে পারেন না…? ৩০০০ টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনতে পারেন, ৫০০ টাকা দিয়ে একটি বোরকা কিনতে পারেন না…?

( হে বোন আমার )
যারা আজকে আপনাকে সমান অধিকার দেওয়া'র নামে আপনাকে রাস্তায় বের করে এনেছে, মনে রাখবেন কেয়ামতে'র দিন এরা'ই আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, সময় থাকতে সাবধান হবেন আশা করি, আল্লাহ্ তায়ালা আমাদের সকল বোনদের জানতে মানতে ও আমল করার তৌফিক দান করুক, আমিন 🤲 ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লা…!🥰🤲

30/12/2023

নামাজে'র ফরয ১৩ টি

[ ০৭ টি নামাজে'র বাহিরে ]
০১/ শরীর পাক
০২/কাপড় পাক
০৩/ নামাজে'র জায়গা পাক
০৪/ সতর ডাকা
০৫/ কেবলামুখী হওয়া
০৬/ নামাজে'র ওয়াক্ত চেনা
০৭/ নিয়্যাত করা

[ ৬ টি নামাজে'র ভিতরে ]
০১/ তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা
০২/ দাঁড়াইয়া নামাজ পড়া
০৩/ কেরাত পড়া
০৪/ রুকু করা
০৫/ সেজদা করা
০৬/ শেষ বৈঠক

নামাজে'র ওয়াজিব ১৪ টি

০১/ সূরা ফাতিহা পড়া
০২/ সুরা ফাতেহা'র সঙ্গে সূরা মিলানো
০৩/ রুকু ও সেজদায় দেরি করা
০৪/ রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো
০৫/ দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা
০৬/ দরমিয়ানী বৈঠক
০৭/ দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া
০৮/ ঈমামে'র জন্য কেরাত আস্তে'র জায়গায় আস্তে পড়া এবং জোড়ে'র জায়গায় জোড়ে পড়া
০৯/ বিতিরে'র নামাজে দোয়া কুনুত পড়া
১০/ দুই ঈদে'র নামাজে ছয় তকবীর বলা ৷
১১/ ফরজ নামাজে'র প্রথম দুই রাকাত কেরাতে'র জন্য নির্ধারিত করা ৷
১২/ প্রত্যেক রাকাতে'র ফরজ গুলি'র তরতীব ঠিক রাখা ৷
১৩/ প্রত্যেক রাকাতে'র ওয়াজিব গুলি'র তরতীব ঠিক রাখা ৷
১৪/ আস্আলামু আ'লাইকুম ও'রাহ...বলিয়া নামাজ শেষ করা

১৯ টি কারণে নামাজ ভঙ্গ হয়ে থাকে

০১/ নামাজে অশুদ্ধ কোরআন পড়া ৷
০২/ নামাজে'র ভিতর কথা বলা ৷
০৩/ নামাজে'র ভিতর কাউকে সালাম দেওয়া
০৪/ নামাজে'র ভিতর সালামে'র উত্তর দেওয়া
০৫/ নামাজে'র মধ্যে বিনা ওজরে কাশি দেওয়া
০৬/ নামাজে'র ভিতরে ওহ্ আহ্ শব্দ করা
০৭/ নামাজে'র মধ্যে আমলে কাছির করা ( মোক্তাদি হয়ে ঈমাম'কে অনুসরন না করা )
০৮/ নামাজে'র মধ্যে বিপদে ও বেদনায় শব্দ করা
০৯/ নামাজে'র মধ্যে তিন তজবী পরিমান সতর খুলিয়া রাখা
১০/ মোক্তাতী ব্যতীত অপর ব্যক্তি'র লোকমা লওয়া
১১/ সুসংবাদ ও দুঃসংবাদে'র উত্তর দেওয়া
১২/ নাপাক জায়গায় সেজদা করা
১৩/ কেবলা'র দিক হইতে সীনা ঘুরিয়া যাওয়া
১৪/ নামাজে'র মধ্যে কোরআন শরীফ দেখিয়া পড়া
১৫/ নামাজে'র মধ্যে শব্দ করিয়া হাসা ৷
১৬/ নামাজে'র সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা
১৭/ নামাজে'র মধ্যে হাচির উত্তর দেওয়া
১৮/ নামাজে'র মধ্যে খাওয়া ও পান করা
১৯/ ঈমামে'র আগে মুত্তাতী'র নামাজে দাঁড়ান ।

এগুলো নিয়ম মানা'র চেষ্টা করুন ।
আমিন ইয়া রাব্বুল আলামিন 🤲🥰

গোনাহ_থেকে_বাঁচুন, এক বার হলেও পড়ুন 🙏🙏👉👉লজ্জা নয়❌❌ জানতে হবে✅✅ বিয়ে'র আগে না জানার কারণে, ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়...
29/12/2023

গোনাহ_থেকে_বাঁচুন, এক বার হলেও পড়ুন 🙏🙏

👉👉লজ্জা নয়❌❌ জানতে হবে✅✅

বিয়ে'র আগে না জানার কারণে, ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/ কলেজ গুলোতে
সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে😢
তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজে'র জীবন'কে ধ্বংসে'র মুখে ঠেলে দিচ্ছে 😭
জরীপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্য হতে ৮৫% আর মেয়েদের মধ্য হতে ৬৫%
এই বদ অভ্যাসে জড়িত😥😥

যেটাকে আরবী'তে বলা হয় 👉আননিকাহু বিল ইয়াদী
অর্থাৎ ( হাতে'র সাথে বিবাহ করা ) ইংরেজি'তে বলা হয় Ma********on আর শুদ্ধ বাংলা'য় বলা হয় হস্তমৈথুন।

যেটাকে নবীজি (সাঃ) হারাম বলেছেন। আর এই কাজে'র শাস্তি অত্যন্ত ভয়ানক এটা করা'র কারণে, কিয়ামতে'র দিন আঙ্গুলে'র পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে। বাকিটা ফেরেশতারা টেনে বের করবেন😭😭

অন্য আরেক জাগায় বলা হয়, এটা করা'র কারণে যে
semen বাহির হয়, কোন কোন ডাক্তার বলে থাকেন, একবারে'র semen এ ২০ লক্ষ শুক্রাণু থাকে। সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাশয়ে গিয়ে বাচ্চা'র জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ্ তায়ালা কিয়ামতে'র দিন বলবেন, এই শুক্রাণুগুলোর জীবন দাও!
যখন দিতে পারবে না। তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে😥😥😥

এটা তো গেল মৃত্যু'র পরে'র কথা। কিন্তু যদি কেউ এটা ছাড়তে না পারে, তবে তাকে দুনিয়া'তে অনেক পস্তাতে হবে😢😢

🎆এটা করা'র কারণে ছেলে'রা যেই সমস্যা'র সম্মুখীন হবে 🎇

👉বিয়ে করতে পারবে না।
👉বিয়ে করলে'ও স্ত্রীর হক আদায় করতে পারবে না।
👉 semen এ যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে।
যার ফলে সন্তানে'র বাবা হতে পারবে না।
👉p***s অস্বাভাবিক মোটা/চিকন হয়ে যাবে।
👉semen একেবারে পাতলা হয়ে যাবে। যার ফলে প্রস্রাব করতে গেলে আগে/পরে semen বেরিয়ে আসবে।
👉 p***s লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বেরিয়ে আসবে।

🎆মেয়ে'রা যেই সমস্যা'র সম্মুখীন হবে🎆

👉বিয়ে'র পর স্বামী সন্দেহ করবে যে, বিয়ে'র আগে কোন পুরুষে'র সাথে রাত কাটিয়েছে। কেননা এর দ্বারা সতীচ্ছদ নষ্ট হয়ে যায়।
👉period অস্বাভাবিক হয়ে যাবে।
👉বন্ধ্যা হয়ে যাওয়া'র সম্ভাবনা রয়েছে।
👉vagina পথ লুজ হয়ে যাবে। যা স্বামী'র অসন্তুষ্টে'র কারণ হবে।

🎇আর ছেলে ও মেয়ে উভয়ে'র যেই সমস্যা গুলা হবে

👉হাঁটু, হাত, পায়ে'র গিড়ায় গিড়ায় ব্যথা করবে।
👉মাথা, কমড়ে ব্যথা করবে।
👉অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে।
👉হাঁটু'তে ভর করে দাঁড়াতে কষ্ট হবে।
👉চেহারা'র সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
👉রক্ত উৎপাদনে'র যেই মেশিন রয়েছে তা দূর্বল হয়ে যাবে। ফলে রক্ত উৎপাদন কমে যাবে।
👉কিডনি দূর্বল হয়ে যাবে, ফলে প্রস্রাবে সমস্যা হবে।
👉মোট কথা শরীরে'র প্রত্যেক'টা অঙ্গ দূর্বল হয়ে যাবে।
👉Absence of s*x power (যৌন দূর্বলতা) এই রোগে ভুগতে হবে।

🎇এই গুনাহ থেকে বাঁচার উপায়🎇

👉কোন পর্ণগ্রাফি/ব্লুফিল্ম না দেখা।
👉সবসময় নিজে'কে কোন কাজে ব্যস্ত রাখা।
👉একা এক রুমে না থাকা।
👉কোন খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া।
👉সবসময় অজু অবস্থায় থাকা।
👉খারাপ কোন চিন্তা আসলে সাথে সাথে ইস্তেগফার পড়া।
👉টয়লেটে বেশীক্ষণ না থাকা।
👉যখন বেশী উত্তেজনা সৃষ্টি হয়, দু'রাকাত নামাজ পড়ে আল্লাহ্'র কাছে দোয়া করা।🤲
👉সর্বাপেক্ষা বড় সমাধান হলো বিয়ে করা।

সবার জন্য দোয়া করি আল্লাহ্ তায়ালা যেন সবাই'কে এই গুনাহ থেকে হেফাজত করেন।

🌺🌺---------আমিন-----🌼🌼

একজন মুসলিম হিসেবে মৃত্যু আসা'র আগে'ই আপনার পরিবার'কে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন.• আমার মৃত্যু'র সংবাদ শুনলে পড়ুন...
27/12/2023

একজন মুসলিম হিসেবে মৃত্যু আসা'র আগে'ই আপনার পরিবার'কে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন.

• আমার মৃত্যু'র সংবাদ শুনলে পড়ুন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"।

• আমার মৃত্যু'কে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি।

• আমাকে নিয়ে বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।

• যারা আমার মৃত্যু'র খবর শুনবেন বা যারা আমার মৃত্যু'র সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজা'য় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

• আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।

• লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন.... সমাজে'র নয়।

• আমাকে কবরস্থ করা'র পর কিছুক্ষণ সেখানে'ই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।

• আমার কবরে'র আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরে'র প্রশ্নে'র উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।

• আমার হয়ে দান-সাদাকা করবেন। এতে আমার জন্য কল্যাণ হবে। দান- সাদকা বেশি বেশি করলে আল্লাহ্ খুশি হন।

• আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন,, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

• আমার পরিবারে'র খবর নিয়েন।

• আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন... আপনার সময়ও অতি নিকটে।

• আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন, না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজিবন আমার জন্য দুয়া করবেন আমি ক্ষমা করে দিব ইন শা আল্লাহ্।

আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়'ই চেয়ে নিবেন আমার কাছে, আর যদি মরে যাই পরিবারে'র কাছে চাইবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহ্'র জন্য, আল্লাহ্'ও আপনাকে ক্ষমা করবেন।

اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.

আল্লাহ্ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদী মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসে'র প্রবেশ করতে দিও হে মালিক।
আমিন ইয়া রাব্বুল আলামীন।

গীবত সম্পর্কে বর্তমান সময়ে প্রচলিত গুরুত্বপূর্ণ ৭ টি বিষয়ে'র উপরে আলোচনাঃ★(১) খাবা‌রে'র গীবত :নিকৃষ্টতম গীবত হল খাবা‌রে'...
24/12/2023

গীবত সম্পর্কে বর্তমান সময়ে প্রচলিত গুরুত্বপূর্ণ ৭ টি বিষয়ে'র উপরে আলোচনাঃ

★(১) খাবা‌রে'র গীবত :
নিকৃষ্টতম গীবত হল খাবা‌রে'র গীবত করা ।
একজন মানুষ কষ্ট ক‌রে রান্না ক‌রে, আর সবাই মি‌লে রান্না'র বদনাম কর‌তে থা‌কে ।
খাবা‌রে'র গীবত বে‌শি হয় বি‌য়ে বা‌ড়ি‌তে ।
‌যেমন বলা, খাবার'টা মজা হয় নাই, লবণ কম হই‌ছে, এত লবণ দি‌য়ে‌ছে যে তিতা লাগ‌ছে ইত্যা‌দি ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখন'ই খাবা‌রে'র দোষ ধর‌তেন না ।
ভা‌লো না লাগ‌লে এক পা‌শে স‌রি‌য়ে রাখ‌তেন । কখন'ই বল‌তেন না, কী খাবার রান্না ক‌র‌েছে মু‌খে'ই দেয়া যা‌চ্ছে না !

★(২) দৈ‌হিক কাঠা‌মো'র গীবত :
কা‌রো কা‌ছে কোন ব্য‌ক্তি'র দৈ‌হিক ত্রু‌টি উল্লেখ করা'ও গীবত ।
যেমন বলা, অমুক ব্য‌ক্তি খুব মোটা, তার নাক বোঁচা, চোখ খু‌বি ছোট, চো‌খে দে‌খে না, মাথা'য় তো চুল নাই, পে‌টে ভূ‌ড়ি আছে, সে তো খু‌বি খাট ইত্যা‌দি ।
‌তো কোন ব্য‌ক্তি'র আড়া‌লে অন্য কা‌রো সা‌থে য‌দি আপ‌নি ঐ ব্য‌ক্তি'র দৈ‌হিক কাঠা‌মো নি‌য়ে এরকম আলোচনা ক‌রেন তাহ‌লে তা গীবত হ‌য়ে যা‌বে ।
"একবার আয়েশা (রা:) ব‌লেন, হে আল্লাহ্'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপ‌নি কী সা‌ফিয়া'র বেঁ‌টে হওয়া'টা অপছন্দ ক‌রেন না ?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বল‌লেন, হে আয়েশা ! তু‌মি এমন এক‌টি কথা বল‌লে যা নদী'র পা‌নি'র সা‌থে মি‌শি‌য়ে দি‌লে তার উপর প্র‌তি‌ক্রিয়া সৃ‌ষ্টি কর‌বে ।" (আবু দাউদ )

★(৩) পোশা‌কে'র গীবত :
এভা‌বে বলা, অমু‌কের পোশাক খাট,‌ কেমন কালা‌রে'র জামা-কাপড় প‌রে দেখ‌তে বি‌শ্রি লা‌গে, ঐ মে‌য়ে এত ফি‌টিং ওয়ালা পোশাক প‌রে, অমুক তো পাতলা ড্রেস প‌রে ইত্যা‌দি ।
" একবার আয়েশা (রা:) বলেন, অমুক স্ত্রীলো‌কে'র আচল খুব লম্বা । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একথা শু‌নে বলল‌েন, হে আয়েশা ! তোমার থুথু ফেলা কর্তব্য । আয়েশা (রা:) ব‌লেন, আমি থুথু ফেল‌লে মুখ থে‌কে গোশ‌তে'র এক‌টি টুকরা বের হ‌য়ে আসে ।"
(আত তারগীব ওয়াত তারহীব)

★(৪) অভ্যাস বা আচার-আচার‌ণে'র গীবত :
‌কোন ব্য‌ক্তি'র আচার ব্যবহার নি‌য়ে সমা‌লোচনা করা । যেমন, সে মানুষ‌'কে কষ্ট দি‌য়ে কথা ব‌লে, ব্যবহার খারাপ, অভদ্র, পেটুক, অলস, সকাল ১০টা পর্যন্ত ঘুমায় ইত্যা‌দি ।
একবার সালমান ফারসী (রা:) আহার ক‌রে শ‌ুয়ে পড়‌লেন । দুই (০২) ব্য‌ক্তি তার খাওয়া ও শোয়ার ধরণ নি‌য়ে সমা‌লোচনা কর‌লে নি‌ম্নোক্ত আয়াত না‌যিল হয়,
"‌তোমরা পরস্প‌রে'র গীবত কর না । "
(সুরা হুজরাত : ১১)
(ইব‌নে জুরাইহ এর সূ‌ত্রে দুররুল মানছু‌রে)★

(৫) বংশে'র গীবত ; তুচ্ছ করা'র জন্য কাউকে বলা , অমুকের বংশ নিচু , অমুকের পূর্ব পুরুষে'রা ছিল মজুর বা চোর ডাকাত ইত্যাদি , অমুকের তাে কোন বংশই নেই ইত্যাদি বলা " নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন , দীনদ্বার ও সৎকর্ম ব্যতীত কোন ব্যক্তি'র অপর কোন ব্যক্তি'র উপর শ্রেষ্ঠত্ব নেই । "
( আব্দুর রহমান আশ - শারানী )

★ ( ৬ ) ইবাদতে'র গীবত : ইবাদতে'র ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালােচনা করা । যেমন , কাউকে গিয়ে বলা অমুকতাে ঠিকমত নামায পরতে পারে না , মাকরুহ ওয়াক্তে নামায় পরে , রমযানে'র রােজা রাখে না , এত বড় হইছে কিন্তু এখনাে নামায পড়ে না , এত বড় মেয়ে কুরআন পড়তে জানে না ইত্যাদি । " তাহাজ্জুদে'র ওয়াক্তে কতক লােক ঘুমিয়ে থাকলে শেখ সাদী ( রহ:) তাদের সমালােচনা করেন এবং বলেন , এই লােকগুলাে যদি তাহাজ্জুদ পড়তাে তবে কত'ই না ভালাে হত । সাদীর পিতা একথা শুনে বলেন , কত'ই না ভালাে হত যদি তুমি তাহাজ্জুদ না পড়ে এদের মত ঘুমিয়ে থাকতে । তাহলে এদের গীবত করার পাপ তােমার ঘাড়ে চাপত না ।
" ( ইহয়া উলুমিদ - দীন)

★ ( ৭ ) কানে'র গীবত নিজে না বললে'ও কারাে গীবত শােনা এবং শােনা'র সময় কোনরুপ বাধা না দেয়া কানে'র গীবত । গীবত দুই ( ০২ ) ভাবে হয় -
( ০১ ) মুখে বলা (০২ ) কানে শােনে
গীবত বলা ও শােনা সমান পাপ ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"গীবত শ্রবণকারীও গীবতকারীদে'র একজন" ।

" ( তাবরানী ) আল্লাহ তায়ালা আমাদের এই গীবত চর্চা থেকে হেফাজত করুন । আমিন ।

Address

Pabna

Website

https://www.facebook.com/Muslim.1k

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাতের পথ シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like