28/01/2025
আমরা হয়তো অনেকে জানিও না, কালকে পুরা টেক এর দুনিয়া কাঁপায়ে দিসে একটা চাইনিজ কোম্পানি - যারা আবার কাইন্ড অফ সাইড প্রোজেক্ট হিসেবে ওইটা বানাইসে।।ভাইংগা বলি -
খেয়াল করে দেখেন, পৃথিবীতে সো ফার আমরা যে কয়টা চ্যাটজিপিটি টাইপ এ আই চালাইসি, সবই আমেরিকান - OpenAI, Anthropic, Microsoft. বলতে পারেন আমেরিকা পুরা এ.আই. দুনিয়াটারে একলাই রাজত্ব করসে এবং যাতে এমনেই করে যেতে পারে, তার জন্য এ.আই রে ট্রেইন করতে যেই চিপ লাগে, সেটার রফতানি নিষিদ্ধ করে দিসে আজ থেকেও মেলা দিন আগে। আমেরিকা বুঝাইসে, কিয়ের চায়না, কিয়ের রাশিয়া - ভবিষ্যতে মানেই এ.আই. আর সেখানে আমেরিকা বাদে আর কিছুই নাই।
কিছুদিন আগে কথাবার্তা ছাড়া ধাম কইরা একটা চাইনিজ এ.আই. কোম্পানি আত্মপ্রকাশ করে - যারা চ্যাটজিপিটি এর সমান সক্ষমতার একটা এ.আই. বানাইসে মাত্র কয়েক মাসে - মাত্র কয়েক মিলিয়ন এ - যেখানে ওপেন আই এর মত জায়ান্টরা পানির মত টাকা ঢেলে এতদিন ধরে এদ্দুর আসছে। চাইনিজরা যে পৃথিবীর যেকোন জিনিসের চিপ অল্টারনেটিভ বানায়ে ফেলতে পারে, এটা আরেকবার প্রমাণ করলো তারা। এখন হইসেটা কি?
১/ ওরা এইটাই প্রমাণ করসে - এ.আই বানাইতে এবং ট্রেইন করতে এত দামী GPU আর চিপ লাগে না - হইসে কাম। চ্যাটজিপিটিতে যেটুক কাজ করতে লাগে ১০ ডলার, ডিপসিক এ লাগে ৫০ সেন্ট - বুঝতেসেন? উনিশ বিশ না কিন্তু, লেজিট আকাশ আর পাতাল। এই জিনিস দেখার সাথে মানুষ চ্যাটজিপিটির উপর একরকম ভরসা উঠায়ে ফেলতেসে, যারা কইতো চিপ বানাইতে মেলা টেকা লাগে, ওদের শেয়ার এর প্রাইস কমে যাচ্ছে - এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাইরে বুঝায়ে দিলো - 'আমেরিকা এদ্দিন যে তোমাদের বলসে এ.আই. অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, তোমাদের অনেক টেকা দিয়ে এই জিনিস ইউজ করতে হবে, এডি ভুয়া - তোমরা এই নাও ডিপসিক, পানির মত দাম, তার উপর ওপেন সোর্স। যা মন চাও করো'।
২/ কালকে একদিন ওয়াল স্ট্রিট এর NASDAQ এ Nvidia - যারা ওপেন আই দেরকে এ.আই ট্রেইন করার চিপ সাপ্লাই দিতো, তাদের শেয়ার এর দাম ভয়াবহ ফল করসে এবং একদিনে তারা মার্কেট ক্যাপিটাল হারাইসে ৫৮৯ বিলিয়ন ডলার এর - হ্যাঁ ঠিকই পড়সেন, ৫৮৯ বিলিয়ন ডলার। সাথে প্রাইস কমসে আরোও অনেক চিপ কোম্পানির।
৩/ আমেরিকায় এপ স্টোরে সবচাইতে বেশি ডাউনলোডেড হওয়া এপ হইসে DeepSeek - মানে বুঝছেন? স্বয়ং আমেরিকার মানুষ ডিপসিককে ট্রাস্ট করসে এটলিস্ট আপাতত, এবং চ্যাটজিপিটিকে চরম একটা কঠিন টাইমে ফেলে দিসে। আর সারাবিশ্বের কথা বাদ দিলাম - যেহুতু আমেরিকানরা প্রচুর চায়নাবিদ্বেষী তাই ওদের এক্সাম্পল।
আর হ্যাঁ, বলে রাখা ভালো, ডিপসিক কিন্তু এনভিডিয়ার চিপই ইউজ করসে বাট অনেক পুরান, কমদামীটা - সো এখন এ.আই ইউজার আর ইনভেস্টরদের প্রশ্ন হচ্ছে - এত কম দামে এত এফিশিয়েন্ট এ.আই বানানো পসিবল হলে ওপেন আই এর ভ্যালুয়েশান আর প্রাইসিং এখন জোক ছাড়া কিছুই ই না। আবার এটাও মাথায় রাখতে হবে, ডিপসিক মাত্র আসলো, ওদের এফিশিয়েন্সি থেকে শুরু করে ডেটা প্রাইভেসি - কিছুই টেস্টেড না। বাট টেস্ট একবার পাস করে গেলে খবরই আছে আমেরিকান কোম্পানিগুলার।
পুরা পৃথিবী এখন তাকায়ে আসে এই দুই দেশের দিকে - চায়না কি আসলেই এত কম টাকায় এ.আই. Accessible করতে পারবে কিনা লং রানে - আর এই পানির মত সস্তা দামে সেইম জিনিস বানানো কম্পিটিটরকে বিট দিতে কি করে চ্যাটজিপিটি, Claude, Microsoft.
একটু চিন্তা করেন, দুইদিন আগে ওদের আমরা চিন্তামও না - চুপচাপ একদল চাইনিজ পাগলা পুরা আমেরিকা, পুরা বিশ্ব কাপায়ে দিলো -Disruption বোধহয় এরেই কয়। ক্রেইজি!
TechDots It