TechDots It

TechDots It TechDots-IT is a Bangladeshi IT solution company.
(3)

গুগল প্রায় এক দশক পর প্রথমবারের মতো তাদের রঙিন “G” লোগোর ডিজাইন পরিবর্তন করেছে। সর্বশেষ আপডেটে “G” লোগোটির লাল, হলুদ, স...
13/05/2025

গুগল প্রায় এক দশক পর প্রথমবারের মতো তাদের রঙিন “G” লোগোর ডিজাইন পরিবর্তন করেছে। সর্বশেষ আপডেটে “G” লোগোটির লাল, হলুদ, সবুজ ও নীল রঙগুলোকে মিশ্রিত করে একটি গ্রেডিয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে।

এই নতুন লোগো আপডেট বর্তমানে শুধু iOS এবং পিক্সেল ডিভাইসে দেখা যাচ্ছে। তবে গুগল অ্যাপের ওয়েব সংস্করণ এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে এখনো আগের মতো স্পষ্ট রঙবিভক্ত “G” লোগোই ব্যবহৃত হচ্ছে।

Skype is officially shutting down in May.
01/03/2025

Skype is officially shutting down in May.

আমরা হয়তো অনেকে জানিও না, কালকে পুরা টেক এর দুনিয়া কাঁপায়ে দিসে একটা চাইনিজ কোম্পানি - যারা আবার কাইন্ড অফ সাইড প্রোজেক্...
28/01/2025

আমরা হয়তো অনেকে জানিও না, কালকে পুরা টেক এর দুনিয়া কাঁপায়ে দিসে একটা চাইনিজ কোম্পানি - যারা আবার কাইন্ড অফ সাইড প্রোজেক্ট হিসেবে ওইটা বানাইসে।।ভাইংগা বলি -

খেয়াল করে দেখেন, পৃথিবীতে সো ফার আমরা যে কয়টা চ্যাটজিপিটি টাইপ এ আই চালাইসি, সবই আমেরিকান - OpenAI, Anthropic, Microsoft. বলতে পারেন আমেরিকা পুরা এ.আই. দুনিয়াটারে একলাই রাজত্ব করসে এবং যাতে এমনেই করে যেতে পারে, তার জন্য এ.আই রে ট্রেইন করতে যেই চিপ লাগে, সেটার রফতানি নিষিদ্ধ করে দিসে আজ থেকেও মেলা দিন আগে। আমেরিকা বুঝাইসে, কিয়ের চায়না, কিয়ের রাশিয়া - ভবিষ্যতে মানেই এ.আই. আর সেখানে আমেরিকা বাদে আর কিছুই নাই।

কিছুদিন আগে কথাবার্তা ছাড়া ধাম কইরা একটা চাইনিজ এ.আই. কোম্পানি আত্মপ্রকাশ করে - যারা চ্যাটজিপিটি এর সমান সক্ষমতার একটা এ.আই. বানাইসে মাত্র কয়েক মাসে - মাত্র কয়েক মিলিয়ন এ - যেখানে ওপেন আই এর মত জায়ান্টরা পানির মত টাকা ঢেলে এতদিন ধরে এদ্দুর আসছে। চাইনিজরা যে পৃথিবীর যেকোন জিনিসের চিপ অল্টারনেটিভ বানায়ে ফেলতে পারে, এটা আরেকবার প্রমাণ করলো তারা। এখন হইসেটা কি?

১/ ওরা এইটাই প্রমাণ করসে - এ.আই বানাইতে এবং ট্রেইন করতে এত দামী GPU আর চিপ লাগে না - হইসে কাম। চ্যাটজিপিটিতে যেটুক কাজ করতে লাগে ১০ ডলার, ডিপসিক এ লাগে ৫০ সেন্ট - বুঝতেসেন? উনিশ বিশ না কিন্তু, লেজিট আকাশ আর পাতাল। এই জিনিস দেখার সাথে মানুষ চ্যাটজিপিটির উপর একরকম ভরসা উঠায়ে ফেলতেসে, যারা কইতো চিপ বানাইতে মেলা টেকা লাগে, ওদের শেয়ার এর প্রাইস কমে যাচ্ছে - এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাইরে বুঝায়ে দিলো - 'আমেরিকা এদ্দিন যে তোমাদের বলসে এ.আই. অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, তোমাদের অনেক টেকা দিয়ে এই জিনিস ইউজ করতে হবে, এডি ভুয়া - তোমরা এই নাও ডিপসিক, পানির মত দাম, তার উপর ওপেন সোর্স। যা মন চাও করো'।

২/ কালকে একদিন ওয়াল স্ট্রিট এর NASDAQ এ Nvidia - যারা ওপেন আই দেরকে এ.আই ট্রেইন করার চিপ সাপ্লাই দিতো, তাদের শেয়ার এর দাম ভয়াবহ ফল করসে এবং একদিনে তারা মার্কেট ক্যাপিটাল হারাইসে ৫৮৯ বিলিয়ন ডলার এর - হ্যাঁ ঠিকই পড়সেন, ৫৮৯ বিলিয়ন ডলার। সাথে প্রাইস কমসে আরোও অনেক চিপ কোম্পানির।

৩/ আমেরিকায় এপ স্টোরে সবচাইতে বেশি ডাউনলোডেড হওয়া এপ হইসে DeepSeek - মানে বুঝছেন? স্বয়ং আমেরিকার মানুষ ডিপসিককে ট্রাস্ট করসে এটলিস্ট আপাতত, এবং চ্যাটজিপিটিকে চরম একটা কঠিন টাইমে ফেলে দিসে। আর সারাবিশ্বের কথা বাদ দিলাম - যেহুতু আমেরিকানরা প্রচুর চায়নাবিদ্বেষী তাই ওদের এক্সাম্পল।

আর হ্যাঁ, বলে রাখা ভালো, ডিপসিক কিন্তু এনভিডিয়ার চিপই ইউজ করসে বাট অনেক পুরান, কমদামীটা - সো এখন এ.আই ইউজার আর ইনভেস্টরদের প্রশ্ন হচ্ছে - এত কম দামে এত এফিশিয়েন্ট এ.আই বানানো পসিবল হলে ওপেন আই এর ভ্যালুয়েশান আর প্রাইসিং এখন জোক ছাড়া কিছুই ই না। আবার এটাও মাথায় রাখতে হবে, ডিপসিক মাত্র আসলো, ওদের এফিশিয়েন্সি থেকে শুরু করে ডেটা প্রাইভেসি - কিছুই টেস্টেড না। বাট টেস্ট একবার পাস করে গেলে খবরই আছে আমেরিকান কোম্পানিগুলার।
পুরা পৃথিবী এখন তাকায়ে আসে এই দুই দেশের দিকে - চায়না কি আসলেই এত কম টাকায় এ.আই. Accessible করতে পারবে কিনা লং রানে - আর এই পানির মত সস্তা দামে সেইম জিনিস বানানো কম্পিটিটরকে বিট দিতে কি করে চ্যাটজিপিটি, Claude, Microsoft.

একটু চিন্তা করেন, দুইদিন আগে ওদের আমরা চিন্তামও না - চুপচাপ একদল চাইনিজ পাগলা পুরা আমেরিকা, পুরা বিশ্ব কাপায়ে দিলো -Disruption বোধহয় এরেই কয়। ক্রেইজি!

TechDots It

  ⚠️আমাদের কাছে বেশ কিছু কেস এসেছে, সেখানে দেখা যাচ্ছে তাদের ফেসবুক আইডিটি একটি অপরিচিত ইন্সটাগ্রাম একাউন্টের সাথে লিংকড...
27/01/2025

⚠️

আমাদের কাছে বেশ কিছু কেস এসেছে, সেখানে দেখা যাচ্ছে তাদের ফেসবুক আইডিটি একটি অপরিচিত ইন্সটাগ্রাম একাউন্টের সাথে লিংকড (Linked) হয়ে সেটি ডিসেবল হয়ে গেছে। আইডি লগিন করতে গেলে দেখাচ্ছে সেই কানেক্টেড ইন্সটাগ্রাম একাউন্ট রিকোভার করে তবেই ফেসবুক আইডি ব্যবহার করা সম্ভব হবে।

সমস্যাটি অত্যন্ত গুরুতর এবং সমাধানও বেশ জটিল। আমরা আজকে আলোচনা করবো ঠিক কি কারণে এমনটি হচ্ছে এবং এটা থেকে সারভাইভ করার উপায় কি।

আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে যা পেয়েছি তা হলো, ব্যবহারকারী কোনো অনাকাঙ্ক্ষিত ফিশিং অ্যাটাকের স্বীকার হোন। অর্থাৎ কোনো সাস্পিসিয়াস লিংকে ক্লিক করার কারণে তার ব্রাউজারে সেভ থাকা গুরুত্বপূর্ণ ক্রেডেনশিয়াল (ইউজারনেম, পাসওয়ার্ড) অ্যাটাকারের নিয়ন্ত্রণে চলে যায়। অ্যাটাকার সেসব ব্যবহার করে ফেসবুক আইডির নিয়ন্ত্রণ নেয় এবং সরাসরি মেটা একাউন্ট সেন্টারের এক্সেস পাওয়ায় সে তার টেম্পরারি একটি ইন্সটাগ্রাম একাউন্ট নিয়ন্ত্রণে নেয়া ফেসবুক একাউন্টের সাথে সংযুক্ত করে দেয়। যার ফলে আক্রমণের স্বীকার হওয়া ব্যবহারকারী তার ফেসবুক একাউন্টের সাথে যুক্ত হওয়া ইন্সটাগ্রাম একাউন্ট সম্পর্কে কিছুই জানেনা।

মেটা একাউন্ট সেন্টারে দ্রুততম সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হওয়ায় ফেসবুক সিস্টেম সাথে সাথে লিংকড হওয়া ইন্সটাগ্রাম একাউন্ট এবং ফেসবুক একাউন্ট দুটোই সাস্পেন্ড করে দেয়। যেহেতু ফেসবুক একাউন্টটি সরাসরি ইন্সটাগ্রাম একাউন্ট সেন্টারের অধীনে চলে যায়, তাই ইনস্টাগ্রাম একাউন্টের এক্সেস ছাড়া ফেসবুক একাউন্টের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়ে উঠেনা।

এবার আলোচনা করা যাক কিভাবে এসব টেকনিক্যাল অ্যাটাক থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি, অনেক ব্যবহারকারী ইউটিউবের বিভিন্ন স্পামের সাথে জড়িত থাকা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে কিছু Extension তাদের ব্রাউজারে ব্যবহার করেছে। অনেকে হ্যাক হওয়া আইডি রিকোভারের উপায় সম্পর্কিত Extension ডাউনলোড করেছেন, অনেকে পেজ সাস্পেনশন এবং রিকোভারির এক্সটেনশন ডাউনলোড করেছেন, অর্থাৎ এগুলো সবগুলোই ভুয়া Extension এবং একটা ফাঁদ। এই Extension আপনার ব্রাউজারে এক্টিভ করার সাথ সাথেই ব্রাউজার কুকিজ এবং গুরুত্বপূর্ণ সেন্সিটিভ তথ্য অ্যাটাকারের নিয়ন্ত্রণে চলে যাবে।

মনে রাখবেন, ফেসবুক তার নিজস্ব রিকোভারির প্রসেসের বাইরে অন্য কোনো থার্ড পার্টি লিংক অথবা Extension এর মাধ্যমে একাউন্ট অথবা পেজ রিকোভার করার প্রক্রিয়া অনুসরণ করেনা৷ তাই কোনো ফেসবুক সংক্রান্ত লিংকে ক্লিক বা প্রবেশ করার আগে নিশ্চিত হয়ে নিন সেটা আদৌ ফেসবুকের অফিসিয়াল URL কি না। ফেসবুকের অফিসিয়াল ডোমেইন URL গুলো হলো [Facebook.com, Fb.com, ]অর্থাৎ ফেসবুকের যেকোনো লিংকই এই দুটো ডোমেইন এড্রেস দিয়ে শুরু হবে।

লিংকে ক্লিক অথবা ভিজিট করার আগে সাবধানতা অবলম্বন করুন, ফেসবুক সংক্রান্ত কোনো থার্ড পার্টি Extension ব্রাউজারে ব্যবহার করা থেকে বিরত থাকুন।


25/01/2025

|| বাসা গুলশান হোক কিংবা গুলিস্তান, সেটিসফাইড প্রাইজে আইটি সার্ভিস নিতে যোগাযোগ করুন TechDots It তে 😃||

03/01/2025

যারা অনলাইন এক্টিভিস্ট মেটা প্লাটফর্ম ব্যবহার করে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে থাকেন বা অনলাইন বিজনেস পরিচালনা করে থাকেন তারা সবাই নিজেদের প্রোফাইল - পেইজের প্রোফাইল ফটো, কভার ফটো , বায়ো রিমুভ করে রাখুন।
সম্প্রতি কিছু পেইড এজেন্ট সাধারণ মানুষসহ বিভিন্ন অনলাইন এক্টিভিস্টদের অ্যাকাউন্ট - পেইজে রিপোর্ট দিচ্ছে মেটার কাছে ভুয়া তথ্য প্রদান করে।

এইসব পটেনশিয়াল অ্যাটাক হওয়ার আগেই প্রিভেন্ট করে দেয়ার জন্য দক্ষ সাইবার টিম থেকে সাহায্য/পরামর্শ নেয়া উচিত সবারই..

19/12/2024

এখন WhatsApp-এ ChatGPT !

সোজা +1-800-242-8478 নম্বরে মেসেজ করুন এবং পেয়ে যান Chatgpt এর মতো যেকোনো কিছুর সমাধান। আর হ্যাঁ, এটি বিশ্বের যে কোন জায়গা থেকে ব্যবহার করা যাবে।

08/12/2024

ইন্সটাগ্রাম লিংক করে হ্যা*কার ফেসবুক ডিজেবল করে দিয়েছে? এধরনের ইস্যূগুলো সমাধানের জন্য আজই যোগাযোগ করুন TechDots It পেইজ এ। এছাড়াও পার্মানেন্ট ডিজেবল একাউন্ট গুলো সমাধানও করে দেয়া হবে।

তাই দেরি না করে আজই নিজেদের ইস্যূগুলো সমাধানের জন্য যোগাযোগ করুন।

CHARGE HIGH

06/12/2024

গুগল তাদের Gemini এআই চ্যাটবটে নতুন করে ফোনকলের ফিচার চালু করেছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোন আনলক না করেই ফোনকল ও বার্তা পাঠানোর সুযোগ করে দেবে এই ফিচার। লক স্ক্রিনে একবার ট্যাপ করেই নির্দিষ্ট নম্বরে কল বা বার্তা পাঠানো যাবে।

তবে এটি প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে। গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের পিন বা স্ক্রিন লক চালু রাখতে হবে এবং লক স্ক্রিন থেকে পাঠানো বার্তায় একটু লিমিট রাখতে হবে।

04/12/2024

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার , অন্যদের পাঠানো মেসেজ, ছবি, ভিডিও এবং লিংক ফরোয়ার্ড করার সময় নিজেদের মন্তব্যও যোগ করতে পারবেন। এর ফলে মূল মেসেজ পাঠানোর পাশাপাশি আপনার একস্ট্রা তথ্য বা মতামত জানানো যাবে যা পূর্বে আলাদাভাবে মেসেজ দিয়ে জানাতে হতো।

এই ফিচার টা বার্তা, ছবি, ভিডিও, লিংক ও ফাইলসহ সব ধরনের ফরোয়ার্ডিংয়ে এভেইলেভল৷ তবে এটা অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ (২.২৪.২৫.৩) ব্যবহারকারীদের জন্য একদম ওপেন বাকি সবাই কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার উপভোগ করতে পারবেন।

29/10/2024

Any Personal Name Page Verification Available Now Without News.
Charge High.

12/10/2024

ইন্টারনেট আর্কাইভ লাইব্রেরি হ্যাক!! 🤯
হ্যাক করে ৩১ মিলিয়ন (৩কোটি+) পাসওয়ার্ড ফাঁস!
আপনার-আমার পাসওয়ার্ড নিরাপদ আছে তো???

Address

Rajshahi Division
Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801568976836

Alerts

Be the first to know and let us send you an email when TechDots It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechDots It:

Share