Halo Pabna

Halo Pabna ভালোবাসা

20/07/2025

🎬 দুই রিকশাওয়ালার ‘অস্কারজয়ী’ মারামারি! 🤼‍♂️😂

19/07/2025

#হেলো_পাবনা

   #হেলো_পাবনা শহীদ  চত্ত্বর পাবনা
19/07/2025

#হেলো_পাবনা শহীদ চত্ত্বর পাবনা

18/07/2025

#হেলো_পাবনা
বর্তমান শহীদ চত্বরের এই অবস্থা

18/07/2025

#হেলো_পাবনা #আমার_গর্ব_আমার_পাবনা আসলাম স্মৃতি সংঘ রাধানগর পাবনা

17/07/2025

কটুক করে এগিয়ে যাচ্ছি, স্বপ্নের পথে...
আশার আলোয় পথটা কঠিন হলেও, মনটা ভরেছে ভালোবাসায়।" ✨

16/07/2025

পাবনা—একটা জেলার নাম না, একটা আত্মার ঠিকানা!"

যেখানে পদ্মা শুধু নদী না, মায়ার ছোঁয়া...
যেখানে ভোরে ইচামতীর কুয়াশায় জেগে ওঠে বাংলার সৌন্দর্য...
যেখানে পথ হারালে রাস্তা বলে দেয়—"তুই পাবনায় আছিস, ভয় পাবি না!"

এ শহর দেয় মেধা, দেয় মনন।
নাটকের শহর, জ্ঞানীর শহর, প্রতিবাদের শহর—
তবুও যেনো বঞ্চনার ছায়া লেগে আছে গায়ে।

পাবনা শুধু নাম নয়, পাবনা এক অনুভব।
যাকে ভালোবাসা যায়, ভুলে যাওয়া যায় না।
এখানকার মানুষ মুখে কম বলে, কিন্তু হৃদয়ে দেশটাকে বয়ে বেড়ায়।

যদি কখনো জানতে চাও— বাংলার গোপন গর্ব কোথায় লুকানো আছে?
উত্তর হবে—"পাবনায়!"

#হ্যালো_পাবনা #আমার_গর্ব_আমার_পাবনা 💚

16/07/2025

সকালে একা একা…
চারপাশে হাজারো শব্দ থাকলেও, নিজের ভেতরে এক গভীর নীরবতা।
সূর্যের আলো গায়ে লাগে ঠিকই,
কিন্তু মনের আকাশ যেনো রোদহীন…
এই একাকীত্বটা কারো দোষ না,
শুধু সময় আর অনুভবের গল্প।
সকালের কাক ডাকা শুনি,
কিন্তু মন চায়—কেউ হোক পাশে…
কেউ জিজ্ঞেস করুক, “ভালো আছো তো?”

15/07/2025

🌧️ সকালের বৃষ্টি 🌧️

সকালটা আজ একটু অন্যরকম,
নরম বৃষ্টির ছোঁয়ায় ভিজে গেছে ধরণী।
পাখিরা চুপ, গাছেরা হাসে—
মনে হয়, প্রকৃতি যেন নতুন করে শ্বাস নিচ্ছে।

কফির কাপে গরম ধোঁয়া,
আর জানালায় টুপটাপ শব্দ,
মনটা চায়—এই মুহূর্তটা থেমে থাকুক,
শুধু আমি আর এই মেঘভেজা সকাল… ☕🌦️

13/07/2025

**"একদিন আমরা সবাই চুপ করে যাবো…
না থাকবে কোনো অভিযোগ, না থাকবে কোনো প্রতিউত্তর।
আজ যাদের জন্য ভাঙছি, কাঁদছি, সবার পাশে দাঁড়াচ্ছি—
একদিন তারাই হয়তো মুখ ফিরিয়ে নেবে…

ছেলেটা, যে মায়ের আঁচল ধরে ঘুমাতো,
বড় হয়ে মায়ের কথা ভুলে যাবে—
শুধু সময় দিলেই বুঝবে মায়ের চোখের জল জমে থাকে প্রতিদিন…

স্বামী, যে দিনের পর দিন সংসারের পেছনে দৌড়ায়—
তার চোখে ক্লান্তি জমে,
কিন্তু কেউ দেখেও দেখে না…
সে শুধু চুপচাপ সহ্য করে,
কারণ সে পুরুষ—তাকে নাকি কাঁদতে নেই।

আর বউটা…
যে নিজের হাসি রেখে
ঘরের সবাইকে হাসায়,
তার মনে জমে থাকে হাজারটা কষ্ট—
কিন্তু কেউ শোনে না, কেউ বোঝে না…

জীবনটা এমনই…
আমরা শুধু অন্যের জন্য বাঁচতে বাঁচতে
একসময় নিজেরই অস্তিত্ব ভুলে যাই।

একদিন যখন সবাই দূরে চলে যাবে—
তখন শুধু মনে হবে,
‘আরেকটু যদি ভালোবাসা পেতাম…
আরেকটু যদি কেউ বুঝতো আমার কষ্টটা…’

11/07/2025

ছোট কিন্তু শক্তিশালী: হেলো পাবনা – শুধু নাম নয়, এটা একটি অনুভব। ❤️
#হেলো_পাবনা #বাংলার_মাটি

10/07/2025

বৃষ্টিভেজা... ☔🌊
টুপটাপ বৃষ্টি—
প্রকৃতি যেন নিজের গল্প বলছে শান্ত স্বরে...
#বৃষ্টিরদিন #

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halo Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share