Ummah

Ummah মহান আল্লাহর বাণি পরিষ্কার ভাবে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

16/06/2025

অভিভাবক।

16/06/2025

কি করবো।

16/06/2025

কাগজ

এক গ্রামে শ্রমিক লাগে ৬০০।  বেডা আছে ৫০০৷ মহাজনের কাছে শ্রমিক শর্ট৷ বেডা শ্রমিকদের ১০০০ টাকা মজুরি দেয়া লাগে।  ঐ টেকা দি...
11/02/2025

এক গ্রামে শ্রমিক লাগে ৬০০। বেডা আছে ৫০০৷ মহাজনের কাছে শ্রমিক শর্ট৷ বেডা শ্রমিকদের ১০০০ টাকা মজুরি দেয়া লাগে। ঐ টেকা দিয়ে পুরুষ শ্রমিকরা সংসার চালায়৷ মহাজন তো দেখল, ব্যাপক মুশকিল৷ সে গ্রামের বেডিদের যাইয়া কইলো, তোরা জামাইর অত্যাচার সহ্য করতাছস কেন, জামাই তোগোরে খাওয়ার খোটা দেয়, ঠিক মত শপিং এর টেকা দেয় না, আয় আমার কারখানায় কাম কর, তোগোরে টেকা দিমু, তোরা ঐ টেকা দিয়া শপিং করতে পারবি, রেস্টুরেন্টে ঘুরতে পারবি৷ জামাইর দিকে চাইয়া থাকতে হবে না, নিজে স্বাবলম্বী হবি, নিজের খরচ নিজে চালাবি৷ এখন বেডিগুলা নেমে গেছে কামলা দিতে৷ শ্রমিক হয়ে গেছে ১০০০, শ্রমিক লাগে ৬০০। শ্রমিকের দাম কমে গেছে৷ এইদিকে বেডিগুলা ২০০ টাকা মজুরি তেই কামলা দিতে রাজি হইয়া গেছে, ওদের তো আর একাই পুরা ফ্যামেলি চালাইতে হবে না। এখন বেডাগুলো যখন ১০০০ দাবি করল, মহাজন কয়, আরে যা ব্যাডা যাহ৷ ২৫০ টাকা মজুরি দিমু, আইলে আয়, না আইলে ভাগ। আরো ৪০০ শ্রমিক সিরিয়ালে আছে৷ এখন ব্যাডাগুলো ২৫০ টাকায় কামলা দিতেই রাজি হয়ে গেল৷ এখন ২০০ + ২৫০ = ৪৫০ জামাই বৌ দুইজন মিলে কামাই করল৷ কিন্তু সংসার চালাইতে ১০০০ লাগে৷ তাই লিভিং স্ট্যান্ডার্ড কমাইয়া ফেলল৷ অথচ, জামাই যদি একা কামাই করতো, তাহলে কিন্তু ১০০০ টাকাই কামাতে পারতো৷

এইদিকে লাগলো আরেক ভ্যাজাল। জামাইর ২৫০ টাকা দিয়া তো হচ্ছে না, সে বৌয়ের কামাইতে ভাগ দাবি করে বসল৷ সংসারের খরচ দেয়া তো জামাইর দায়িত্ব, বৌয়ের দায়িত্ব না৷ বৌ কামলা দিতে গেছে নিজে ভোগবিলাস করার জন্য, সংসারের খরচ দেয়ার জন্য না৷ এখন এই ট্যাকা নিয়া লাগলো বৌ জামাই মারামারি৷ সংসারে অশান্তি৷ কিসের পুরুষ মানুষ হইছে৷ সংসারের খরচ দেয়ার মুরোদ নাই, আবার বৌয়ের কামাই খাইতে চায়, কিসের পুরুষ সে৷

এরপরই একটা একটা করে সংসার ভাঙতে লাগলো৷ নারী এখন নিজে ২০০ টাকা কামাই করে, নিজে খায় শুধু৷ পুরুষও নিযে ২৫০ টাকা কামাই করে, নিজে খায় শুধু৷ একার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না৷
এইদিকে মহাজন তো লালে লাল৷ ব্যবসা চাংগা৷ অধিক প্রোডাকশন, স্বল্প মজুরি, প্রচুর প্রফিট হচ্ছে৷ এই প্রফিট দিয়ে সে বান্ধা নারীবাদী ভাড়া রাখলো৷ নারীবাদী গুলো মহাজনের টাকায় মৌজ মাস্তি করতেছে, আর সাধারন নারীদেরকে বলতেছে, জামাইর সংসারে লাথি দিয়ে চলে আয়৷ মহাজনের কারখানায় কাম নে। স্বাবলম্বী হ৷ পরাধীন থাকিস না৷ নিজের খরচ নিজে চালা৷
আর সাধারন নারীগুলো মগজ বন্ধক দিয়ে দিল।

সামাজিক বিয়ে আন্দোলন সূচনা করতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লিখালিখি করতে হবে৷ লাখ লাখ মানুষের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এই জাতি...
11/02/2025

সামাজিক বিয়ে আন্দোলন সূচনা করতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লিখালিখি করতে হবে৷ লাখ লাখ মানুষের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এই জাতি হারামে ভেসে যাচ্ছে।
বিয়ে যেনো এক নিষিদ্ধ পাপ। হারাম ব্যভিচার যেনো আধুনিকতা৷ আল্লাহ এই জাতির যুবকদের চরিত্র হিফাজত করো।

স্কুল কলেজ ভার্সিটির বারান্দায় প্রেমের উৎসব, ডার্ক রেস্টুরেন্টে অবৈধ অন্তরঙ্গতা, পার্কে ব্যভিচার, সিনেমায় অবাধ যৌনতার শি...
11/02/2025

স্কুল কলেজ ভার্সিটির বারান্দায় প্রেমের উৎসব, ডার্ক রেস্টুরেন্টে অবৈধ অন্তরঙ্গতা, পার্কে ব্যভিচার, সিনেমায় অবাধ যৌনতার শিল্পায়ন, কবিতা জুড়ে রোমান্স, নাটক জুড়ে কাপলের মহড়া, ওয়েব সিরিজে যৌনতার উন্মাদনা।
এ যেনো ধেয়ে আসছে অবাধ যৌনতার সশস্ত্র রণতরী।
সম্মুখে দাড়িয়ে আছে বিয়ে হীন নিরস্ত্র নৈতিকতা।

07/02/2025

জুলাই ২০24

09/01/2025

একবার সফল হও।

26/12/2024

যেটুকু। #

22/12/2024

যেদিন মারা যাবেন।

19/12/2024

ফুপু।

15/12/2024

যে সন্তান বেশি

Address

Bangladesh Rajshahi
Pabna
6602

Alerts

Be the first to know and let us send you an email when Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share