Rajowan Siddique

Rajowan Siddique জনতার অধিকার,আমাদের অঙ্গীকার।

শো ডাউন নয়, সেবা দেখাওরাজনীতি কি এখন শুধু শো ডাউনের নাম? ব্যানার, গাড়ির বহর, ঢোল-তবলা, হাজার হাজার টাকার মিছিল এসবই কি জ...
20/04/2025

শো ডাউন নয়, সেবা দেখাও

রাজনীতি কি এখন শুধু শো ডাউনের নাম? ব্যানার, গাড়ির বহর, ঢোল-তবলা, হাজার হাজার টাকার মিছিল এসবই কি জনগণের জন্য?

রাজনৈতিক সংগঠনগুলো কোটি কোটি টাকা ব্যয় করছে ‘ক্ষমতা’ দেখাতে। অথচ এই টাকায় গরিবের ওষুধ, শিক্ষার্থীর বই, কৃষকের সহায়তা হতে পারত।

জনগণ এখন শো ডাউন দেখতে চায় না, তারা চায় সেবামূলক কাজ, সত্যিকারের নেতৃত্ব।

রাজনীতিকে আবার জনসেবার জায়গায় ফিরিয়ে আনার সময় এখনই।
প্রচারণা নয়, কার্যকর উদ্যোগ চাই।

MD Rajowan Siddique #এসো_দেশ_গড়ি

16/03/2025

জরুরি ১ ব্যাগ O+ পজেটিভ রক্ত লাগবে।
এসোর্ট হাসপাতাল, পাবনা
০১৭১১-১৩০১৪৪

15/03/2025

রাতের মালয়েশিয়া

এই সকল ____ পুতাইনরে ধরে কি করা উচিৎ
14/03/2025

এই সকল ____ পুতাইনরে ধরে কি করা উচিৎ

তুমি শিখিয়েছো দেশের মানুষের অধিকারের কথা বলতেতুমি জনতার নুর Nurul Haque Nur।
12/03/2025

তুমি শিখিয়েছো দেশের মানুষের অধিকারের কথা বলতে
তুমি জনতার নুর Nurul Haque Nur।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার আয়োজনে জুলাই' গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বিনির্মানে ...
05/03/2025

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার আয়োজনে জুলাই' গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

গতকাল মঙ্গলবার, ০৪/০৩/২০২৫ইং ফ্রান্সের প্যারিসের শহরতলির একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার সভাপতি শাহীন আহম্মেদ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং দেশ পরিচালনায় প্রবাসীদের ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের সমস্যা সমাধানে গণঅধিকার পরিষদ সবসময় পাশে ছিল এবং থাকবে।’ প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি ও পাসপোর্ট সমস্যার দ্রুত সমাধান ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের যেকোনো সমস্যার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসাইন। প্রধান বক্তার বক্তব্যে হায়দার হোসেন প্রবাসীদের নানাবিধ সমস্যা ও জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের রাজপথে নেমে আন্দোলন ও রেমিট্যান্স শাটডাউন এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জামান সিদ্দিকী, সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইউকে শাখা ও যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।

জনাব আবুল হোসাইন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।

জনাব মো: খাইরুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ।

জনাব সারোয়ার হোসাইন উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখা, সাবেক সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা ও সাবেক যুগ্ন আহবায়ক গণধিকার পরিষদ টাঙ্গাইল জেলা।

জনাব আকমল হোসেন, সহ সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইউকে শাখা।

জনাব আবির ইসলাম সবুজ, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর।

ফয়সাল আহম্মেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।

সিরাজুল ইসলাম মিয়া(সাবেক সভাপতি ফ্রান্স বিএনপি), এম এ তাহের (সাবেক সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি), মাহবুব হুসেইন (সিনিয়র সাংবাদিক), এমডি নূর (প্রেসিডেন্ট বিসিএফ), আজাদ মিয়া (প্রতিষ্ঠাতা লিগ্যাল এইড), ওবাইদুল্লা কয়েস (প্রতিষ্ঠাতা আইসা), শাহাজাহান আহমেদ
(প্রতিষ্ঠাতা দেশ সারভিস) সহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব আশিকুর রহমান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা ও জনাব নুরুল গনি,জনি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অংকুর দাশ অপু, মোহাম্মদ ফকরুজ্জামান, জাকির হোসেন রাজিব হোসাইন, হামিদুর রহমান, মতিউর রহমান, জাকির ভূঁইয়া, তারেক রহমান, ক্যালন মিয়া, কাউসার আহমদ, আজিজ তালুকদারসহ আরো অসংখ্য নেতাকর্মী।

"এসো এক হই অধিকারের কথা কই
প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার"

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি – ২১শে ফেব্রুয়ারি রক্তে লেখা এক অমর ইতিহাস, একুশের চেতনা আজও আমাদের পথ দেখায়। মাতৃভাষার জন্...
20/02/2025

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি – ২১শে ফেব্রুয়ারি

রক্তে লেখা এক অমর ইতিহাস, একুশের চেতনা আজও আমাদের পথ দেখায়। মাতৃভাষার জন্য যারা হাসিমুখে শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগ আমাদের গর্ব, আমাদের পরিচয়।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?

শুধু এই দিনে নয়, সারাবছর বাংলার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আসুন, ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করি, বাংলা ভাষার সমৃদ্ধি ও গৌরব ধরে রাখি।

বাংলা আমার অহংকার, বাংলা আমার প্রাণ!

🔹 শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
🔹 বাংলাকে ভালোবাসুন, মাতৃভাষার সম্মান রক্ষা করুন

ুশে #বাংলা_আমার_গর্ব #শ্রদ্ধাঞ্জলি #২১শে_ফেব্রুয়ারি

দেশ আমাদের, সিদ্ধান্তও আমাদের! আমাদের দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর বাংল...
18/02/2025

দেশ আমাদের, সিদ্ধান্তও আমাদের!

আমাদের দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ! এখনই সময় সঠিক নেতৃত্ব বাছাই করার, জবাবদিহিতা নিশ্চিত করার, এবং পরিবর্তনের জন্য একসাথে কাজ করার! 💪🏽

✅ শক্তিশালী অর্থনীতি 📈
✅ মানসম্মত শিক্ষা 🎓
✅ সুশাসন ও জবাবদিহিতা ⚖️
✅ জনগণের অধিকার রক্ষা ✊

শুধু প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তবায়ন! সময় এসেছে সচেতন হওয়ার, আওয়াজ তোলার, এবং সত্যিকারের পরিবর্তনের জন্য এগিয়ে আসার! ✨🇧🇩

#সচেতন_হোন #অধিকার_কথা_বলে #পরিবর্তনেরপথের

14/02/2025
গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের  রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধ বিক্ষোভ ও গণমিছিল।
13/02/2025

গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধ বিক্ষোভ ও গণমিছিল।

13/02/2025

Address

Pabna
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Rajowan Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajowan Siddique:

Share