05/03/2025
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার আয়োজনে জুলাই' গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার, ০৪/০৩/২০২৫ইং ফ্রান্সের প্যারিসের শহরতলির একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার সভাপতি শাহীন আহম্মেদ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং দেশ পরিচালনায় প্রবাসীদের ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের সমস্যা সমাধানে গণঅধিকার পরিষদ সবসময় পাশে ছিল এবং থাকবে।’ প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি ও পাসপোর্ট সমস্যার দ্রুত সমাধান ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের যেকোনো সমস্যার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসাইন। প্রধান বক্তার বক্তব্যে হায়দার হোসেন প্রবাসীদের নানাবিধ সমস্যা ও জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের রাজপথে নেমে আন্দোলন ও রেমিট্যান্স শাটডাউন এর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জামান সিদ্দিকী, সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইউকে শাখা ও যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।
জনাব আবুল হোসাইন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ।
জনাব মো: খাইরুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ।
জনাব সারোয়ার হোসাইন উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখা, সাবেক সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা ও সাবেক যুগ্ন আহবায়ক গণধিকার পরিষদ টাঙ্গাইল জেলা।
জনাব আকমল হোসেন, সহ সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইউকে শাখা।
জনাব আবির ইসলাম সবুজ, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর।
ফয়সাল আহম্মেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।
সিরাজুল ইসলাম মিয়া(সাবেক সভাপতি ফ্রান্স বিএনপি), এম এ তাহের (সাবেক সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি), মাহবুব হুসেইন (সিনিয়র সাংবাদিক), এমডি নূর (প্রেসিডেন্ট বিসিএফ), আজাদ মিয়া (প্রতিষ্ঠাতা লিগ্যাল এইড), ওবাইদুল্লা কয়েস (প্রতিষ্ঠাতা আইসা), শাহাজাহান আহমেদ
(প্রতিষ্ঠাতা দেশ সারভিস) সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব আশিকুর রহমান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা ও জনাব নুরুল গনি,জনি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অংকুর দাশ অপু, মোহাম্মদ ফকরুজ্জামান, জাকির হোসেন রাজিব হোসাইন, হামিদুর রহমান, মতিউর রহমান, জাকির ভূঁইয়া, তারেক রহমান, ক্যালন মিয়া, কাউসার আহমদ, আজিজ তালুকদারসহ আরো অসংখ্য নেতাকর্মী।
"এসো এক হই অধিকারের কথা কই
প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার"