গীতা শিক্ষা ধর্মীয়

গীতা শিক্ষা ধর্মীয় Welcome to my page👉 গীতা শিক্ষা ধর্মীয় (হরে কৃষ্ণ) 🙏🙏
(1)

26/07/2025
20/07/2025

বাউল গান #বাউল #ধর্মীয়গান #পাবনা

18/07/2025
17/07/2025

একাদশী (Ekadashi) হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উপবাস ও উপাসনার দিন। এটি প্রতি চন্দ্র মাসে দুইবার পালন করা হয় — শুক্ল পক্ষের একাদশী (পূর্ণিমার পরের ১১তম দিন) এবং কৃষ্ণ পক্ষের একাদশী (অমাবস্যার পরের ১১তম দিন)। একাদশী শব্দের অর্থই হলো "একাদশ তিথি" বা "চন্দ্র মাসের একাদশ দিন"।

একাদশীর গুরুত্ব:

একাদশী দিনটি ভগবান বিষ্ণুর পূজার জন্য বিশেষভাবে উৎসর্গীকৃত।

এই দিনে উপবাস করে, ভগবানের নাম জপ করে ও ধর্মীয় কার্যকলাপ করে আত্মশুদ্ধি ও পুণ্য লাভের আশা করা হয়।

হিন্দু শাস্ত্রমতে, একাদশী উপবাস পাপ মোচনে এবং মোক্ষ লাভে সহায়ক।

একাদশীর ধরণ:

প্রতি মাসে দুটি একাদশী হয়, তাই বছরে প্রায় ২৪টি একাদশী পড়ে। কিছু বছরে অতিমাস (অধিক মাস) পড়লে ২৬টি একাদশীও হতে পারে। জনপ্রিয় কিছু একাদশীর নাম:

বৈকুণ্ঠ একাদশী (মার্গশীর্ষ মাসে)

নিরjala একাদশী (সবচেয়ে কঠোর উপবাস, পানিও গ্রহণ করা যায় না)

আমলকি একাদশী

কামদা একাদশী

শয়নী একাদশী (চাতুর্মাস্য শুরু হয়)

উত্তান একাদশী (চাতুর্মাস্য সমাপ্ত হয়)

একাদশীর নিয়ম:

উপবাস রাখা হয় — কেউ সম্পূর্ণ উপবাস, কেউ ফলাহার বা নিরামিষ আহার করে।

ভগবান বিষ্ণুর নামস্মরণ, কীর্তন ও পাঠ করা হয়।

পরদিন (দ্বাদশী) সকালে উপবাস ভঙ্গ (পরান) করা হয়।

17/07/2025

গীতা (বা ভগবদ্ গীতা) হল হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ। এটি মহাভারত মহাকাব্যের একটি অংশ (ভীষ্ম পর্ব, অধ্যায় ২৩–৪০), এবং এটি মূলত শ্রীকৃষ্ণ ও অর্জুন-এর মধ্যে যুদ্ধক্ষেত্রে সংঘটিত এক দার্শনিক সংলাপ।

ভগবদ্ গীতার সারাংশ:

রচয়িতা: মহর্ষি বেদব্যাস (মহাভারতের মূল রচয়িতা)

শ্রীকৃষ্ণ: ঈশ্বররূপে গীতা বর্ণনা করেছেন

অর্জুন: শ্রোতা ও প্রশ্নকারী

ভাষা: মূল সংস্করণ সংস্কৃত ভাষায়

গীতার মূল ভাবনা:

1. কর্মযোগ (নিষ্কাম কর্ম): কর্তব্য করে যাও, ফলের আশা করোনা।

2. ভক্তিযোগ: ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মসমর্পণ।

3. জ্ঞানযোগ: আত্মা, ঈশ্বর ও প্রকৃতির স্বরূপ বোঝার চেষ্টা।

4. সমতা: সুখ-দুঃখ, লাভ-ক্ষতি, জয়-পরাজয়ে সমান থাকা।

জনপ্রিয় শ্লোক:

> "কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
মা কর্মফলহেতুর্ভূর্মা তেঙ্গোস্ত্বকর্মণি॥"
(অধ্যায় ২, শ্লোক ৪৭)

অর্থ: তোমার কর্তব্য কেবল কর্ম করার; ফলের অধিকার তোমার নেই। তাই ফলের আশায় কখনও কর্ম করোনা, আবার কর্ম না করাও উচিত নয়। #ধর্ম

 #ওম
05/07/2025

#ওম

ওঁ শান্তি শান্তি শান্তি তিনবার শান্তি পাঠের প্রয়োজন কেন?এর সঠিক অর্থ হচ্ছে হে ঈশ্বর, আত্মজ্ঞান লাভের সকল বাধাবিঘ্ন দুর ক...
01/07/2025

ওঁ শান্তি শান্তি শান্তি তিনবার শান্তি পাঠের প্রয়োজন কেন?

এর সঠিক অর্থ হচ্ছে
হে ঈশ্বর, আত্মজ্ঞান লাভের সকল বাধাবিঘ্ন দুর করুন।

তিন প্রকার বাধা দুর করার জন্য তিনবার শান্তি বলা হয়। তিনটি বাঁধা হল:-

১. আধ্যাত্মিক- আত্মায় ও শরীরে অবিদ্যা, রাগ, দ্বেষ, মূর্খতা এবং জ্বর পীড়াদি হয়।

২. আধিভৌতিক- যাহা শত্রু, ব্যাঘ্র এবং সর্পাদি হইতে প্রাপ্ত হওয়া যায়।

৩. আধিদৈবিক- যাহা অতিবৃষ্টি, অতিশীলা, অতিউষ্ণতা এবং মন ও ইন্দ্রিয় সমূহের অশান্তি হইতে উৎপন্ন হয়।

হে ব্রহ্ম (ঈশ্বর) আপনি আমাদেরকে এই বিবিধ ক্লেশ হতে দূরে রাখিয়া সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুণ। কেননা, আপনিই কল্যাণস্বরূপ সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক ও মুমুক্ষদের কল্যাণদাতা।

অতএব তা আপনি স্বয়ং নিজ কৃপায় সকল জীবের হৃদয়ে প্রকাশিত হউন, যেন সকল জীব ধর্মাচরণ করে, অধর্ম পরিত্যাগ করিয়া পরমানন্দ প্রাপ্ত হয় ও দুঃখ হতে দূরে থাকে।

Address

শ্রী শ্রী জয়কালী বাস্ত মন্দির, দোলং, চাটমোহর।
Pabna
6630

Alerts

Be the first to know and let us send you an email when গীতা শিক্ষা ধর্মীয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গীতা শিক্ষা ধর্মীয়:

Share