Hoichoi Park

Hoichoi Park Hi! I am Hoichoi park. I create funny posts and videos. For any query please send mail to [email protected]. Thank you. Hi, This Hoichoi Park.

Here I will post all about my Vlogging, Cooking, Eating, Travelling, Weight loss, Cat, Catfunny, entertainment, Animal, Animal funny, Village tour, Village fishing, Cat, Catfunny, Animal, Animal funny, Village tour, Village fish, Fish pond, Pond, Flower garden, vegetable Garden, Nursery flower, Village Garden, Rain Village people work, Village people journey by boat, real life stories and much more.

সবাইকে পড়ার অনুরোধ করছি।১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি :-১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।(নাউজুবিল্লাহ)২. তোর ম...
22/05/2024

সবাইকে পড়ার অনুরোধ করছি।
১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি :-
১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
(নাউজুবিল্লাহ)
২. তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)।
৩. কষ্ট করলে কেষ্ট মেলে।
(কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)
৪. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)।
৫. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)।
৬. লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা।
(হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)।
৭. কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা।
(জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)।
৮. দুনিয়াতে কাউকে শাহেনশাহ বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)।
৯. নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা।
(এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)।
১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা।
(এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)।
১১. ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা।
(মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)।
১২. বিসমিল্লায় গলদ বলা।
(এটি সরাসরি কুফরি)।
১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা।
(কুফরি বাক্য, তাই সাবধান)।
১৪. মধ্যযুগ বর্বরতা বলা।
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)।
১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না।
( ইসলাম ধ্বংসকারী মতবাদ)।
১৬. নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা।
(ইসলাম থেকে বের করার মূলনীতি)।
তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন
আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,
আল্লাহতায়ালা আমাদের সঠিক বুঝ দান করুন।
(আমীন)।

Miss you...😭😭 কার টার বয়স কতো??
29/02/2024

Miss you...😭😭
কার টার বয়স কতো??

শীতকাল এসে পড়েছে, তাতে আমার কি আমি তো রেইনকোট পড়ে গোসল করুম।🥶🥶
11/12/2022

শীতকাল এসে পড়েছে, তাতে আমার কি আমি তো রেইনকোট পড়ে গোসল করুম।🥶🥶

Exam শেষ প্রচুর ঘুমাতে হবে😴😴
30/11/2022

Exam শেষ প্রচুর ঘুমাতে হবে😴😴

পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাই মনটা ভীষণ খারাপ!!!
19/08/2022

পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাই মনটা ভীষণ খারাপ!!!

01/08/2022
21/07/2022

Padma River Hoichoi । পদ্মা নদীর পাড়ে

Hi, This Hoichoi Park.Here I will post all about my Vlogging, Cooking, Eating, Travelling, Weight loss, Cat, Catfunny, e...
18/07/2022

Hi, This Hoichoi Park.
Here I will post all about my Vlogging, Cooking, Eating, Travelling, Weight loss, Cat, Catfunny, entertainment, Animal, Animal funny, Village tour, Village fishing, Cat, Catfunny, Animal, Animal funny, Village tour, Village fish, Fish pond, Pond, Flower garden, vegetable Garden, Nursery flower, Village Garden, Rain Village people work, Village people journey by boat, real life stories and much more.

অনেক গরম, আজ আমার মন ভালো নেই
17/07/2022

অনেক গরম, আজ আমার মন ভালো নেই

" ৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ ''।» তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে♡» নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল♡» তার...
17/07/2022

" ৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ ''।

» তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে♡
» নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল♡
» তারা সুন্নত নিয়ে আসে♡
» তাদের লালা বিশুদ্ধ♡
» তারা নিজেদের পরিষ্কার করে♡
» তারা খুব শান্ত ♡

🐱4 ইসলামে বিড়াল সম্পর্কে তথ্যঃ-
➵হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
➵বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
➵ বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
➵বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।
* মহানবী (সাঃ) আবুহুরাইরা (রাঃ)-কে বিড়ালের পিতা বলে ডেকেছেন। কারণঃ তিনি বিড়াল পোষতেন এবং ভালোবাসতেন।

"একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে। যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি, এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি।"
[আল-বুখারি: 3140, মুসলিম: 2242]📖

তাই যদি কোন বিড়াল বা কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল‍্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য। সুবহানাল্লাহ্❤️।

আসুন,-- বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি।

বিড়াল, খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না। যেমন,- ভাত, তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে এই খাবার আপনি খেতে পারেন তাতে দোষ নেই। বিড়ালের মুখ পাক।

(একটি সতর্কতাঃ)
(বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তুলার জন্য সুচিকিৎসার ব‍‍্যবস্তা করবেন। এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ।)

একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে।

বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে।

যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে/পায়ে তার শরীরকে ঘসে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দোষীত কোনো কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে।

আপনি কি জানেন---?
আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার
পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনও অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না। কারণ,অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায়।

তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল উপকারী প্রাণী।

মনে রাখবেন,--
আপনি এবং আপনার পরিবার বিড়াল পোষা ও ভালোবাসার সুবাদে অনেক অজানা অনিষ্ট হতে রক্ষা পাবেন। সেই সাথে উপকৃতও হবেন।

তাই আসুন, বিড়াল পোষি, বিড়ালকে ভালোবাসি এবং বিড়ালের প্রতি যত্নবান
হই।

উফ!!  অনেক গরম,  আজকে আমার মন ভালো নেই।
15/07/2022

উফ!! অনেক গরম, আজকে আমার মন ভালো নেই।

12/07/2022

Fruits Gardening Hoichoi Park in Pabna, Bangladesh

Address

Dhaka
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoichoi Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hoichoi Park:

Share

Category