The A-S Soil & Survey

The A-S Soil & Survey Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The A-S Soil & Survey, Digital creator, Pabna.

08/03/2025

যেকোনো ধরনের নিরাপদ স্থাপনা নির্মাণে দ্যা এ এস সয়েল & সার্ভে আছে আপনাদের পাশে।
বিস্তারিত জানতে -
মোবাইল নং - 01780546433
মোবাইল নং - 01681814115
আমাদের সেবা সমূহ৷ ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, সেন্ড পাইলিং,সেটু পাইলিং, পিকাস্ট পাইলিং, বললি পাইলিং,করে থাকি

Sub soil investigation for new project3  residential building Location- Sujanagar.  pabnaযেকোনো ধরনের নিরাপদ স্থাপনা নির...
06/03/2025

Sub soil investigation for new project
3 residential building
Location- Sujanagar. pabna
যেকোনো ধরনের নিরাপদ স্থাপনা নির্মাণে দ্যা এ এস সয়েল & সার্ভে আছে আপনাদের পাশে।
বিস্তারিত জানতে -
মোবাইল নং - 01780546433
মোবাইল নং - 01681814115
আমাদের সেবা সমূহ৷ ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, সেন্ড পাইলিং,সেটু পাইলিং, পিকাস্ট পাইলিং, বললি পাইলিং,

"WELCOME To the A-s soil &  Survey™ 🔸আমরা সারা বাংলাদেশে শতভাগ বিশ্বস্ততার সাথে ভূমির সঠিক পরিমাপ করে থাকি। আমাদের সেবা ...
26/11/2024

"WELCOME To the A-s soil & Survey™ 🔸আমরা সারা বাংলাদেশে শতভাগ বিশ্বস্ততার সাথে ভূমির সঠিক পরিমাপ করে থাকি। আমাদের সেবা সমূহ ☞ ➤টপোগ্রাফি & হাড্রোগ্রাফি সার্ভে। ➤এরিয়া সার্ভে & কম্পেয়ারিং আর এস, বি এস & সি এস মৌজা ম্যাপ। ➤ পাহাড় সার্ভে, কন্টুর ম্যাপ,স্পট লেভেল ম্যাপ,লং & ক্রস-সেকশন ম্যাপ। ➤ডিজিটাল লে আউট পাইল,কলাম&প্রপোজড বিল্ডিং। ➤ফ্লোর প্লান সার্ভে। ➤এস বিল্ড সার্ভে। ➤ডিজিটাল ম্যাপিং ➤সয়েল টেস্ট। সেন্ড পাইলিং ➤আমরা আমাদের কাজে সর্বোত্তম আদর্শ মেনে চলি।
যোগাযোগ- ০১৭৮০৫৪৬৪৩৩
"

Sub soil investigation for new project3  residential building Location- chatmohar pabnaযেকোনো ধরনের নিরাপদ স্থাপনা নির্ম...
02/06/2024

Sub soil investigation for new project
3 residential building
Location- chatmohar pabna
যেকোনো ধরনের নিরাপদ স্থাপনা নির্মাণে দ্যা এ এস সয়েল & সার্ভে আছে আপনাদের পাশে।
বিস্তারিত জানতে -
মোহাম্মদ সোহানুর রহমান
মোবাইল নং - 01780546433
মোবাইল নং - 01681814115
আমাদের সেবা সমূহ৷ ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, সেন্ড পাইলিং,সেটু পাইলিং, পিকাস্ট পাইলিং, বললি পাইলিং,

31/12/2023
09/12/2023

মাটি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত :

#মাটির_বিবরণঃ টাইম লাইনে রেখে দিন গুরুত্বপূর্ণ তথ্যাদি

কাঠামো নির্মাণ এবং ডিজাইনের পূর্বে প্রকল্প এলাকার মাটি পরীক্ষা খুবই গুরুত্ব পূর্ণ । কাঠামোর ভিত্তি ডিজাইনের জন্য মাটির আকার আকৃতি, ভার বহন ক্ষমতা, ভূগর্ভস্থ পানির অবস্থা এবং মাটির গুনাগুণ সম্পর্কে বিশদ অবগত হওয়ার জন্য মাটি পরীক্ষা অত্যাবশ্যকীয়। স্বল্প ব্যয়ে নিরাপদ ভিত্তি ডিজাইনের জন্য মাটি পরীক্ষা প্রয়োজন। প্রকৌশল কাঠামো নির্মাণের পূর্বে মাটি বিভিন্ন কারিগরি পদ্ধতির মাধ্যমে পরিক্ষা-নিরীক্ষা করা অপরিহার্য ।সাব-সয়েলের ব্যর্থতা ব্যতিরেকে প্রতি একক ক্ষেত্রফলের উপর কাঠামোর লোড বহন করার ক্ষামতাকে মাটির ভার বহন ক্ষমতা বলে।
এর একক টন / বর্গ মিটার বা কেজি / বর্গ মিটার । মাটির ভার বহন ক্ষমতা মাটির কণার বৈশিষ্টের উপর নির্ভরশীল। সুক্ষতর কণার সংশক্তি এবং ঘর্ষণ গুণাবলী অধিকতর পরিবর্তনশীল । অপর দিকে যে মাটির ওজন বেশি বা কম ভয়েড যুক্ত, সে মাটির ভার বহন ক্ষমতা বেশি।

#মাটির_প্রকারভেদঃ

1.নরম কাঁদা মাটি
2.খুব নরম ভিজা কাঁদা মাটি
3.আর্দ্র কাঁদা ও বালি মিশ্রিত মাটি
4.নরম পাথুরে মাটি
5.শক্ত পাথুরে মাটি
6.শুকনো কালো তুলোট জাতীয় মাটি
7.মাঝামাঝি ধরণের শক্ত কাদামাটি
8.প্রায় শুকনো দৃঢ়াবদ্ধ কাঁদা মাটী
9.আলগা এবং শুকনো বেলে মাটি
10.আবদ্ধ বেলে মাটি
11.আলগা নুড়ি পাথর
12.আবদ্ধ নুড়ি পাথর

#সাইট পরিদর্শন :
সয়েল টেষ্ট করার পূর্বে সাইট পরিদর্শন করা উচিৎ…. এতে মাটির উপরিভাগের অবস্থা সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যাবে এবং কিবাবে সয়েল টেষ্ট করা হবে তা নির্ধারণ করা যাবে….. সাইটে গিয়ে নিম্নলিখিতবিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে :
• এলাকার ভৌগলিক অবস্থা
• গর্ত আছে কিনা
• মাটি কেটে সরিয়ে নেয়া হয়েছে কিনা।
• ভূমি ধসের লক্ষণ আছে কিনা।
• আশপাশের পানির উচ্চতা (নদী কিংবা পুকুরের)।
• পানি নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি।

#মাটি পরীক্ষার উদ্দেশ্য :
• সঠিক ফাউন্ডেশন ডিজাইন
• বাড়ির ষ্ট্রাকচারাল ডিজাইন
• নির্মাণ ব্যয় নির্ধারণ
• বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণ
• নির্মাণ পদ্ধতি নির্বাচন

#মাটি পরীক্ষার ধারা :
১. সাইট/প্লট পরিদর্শন ও জরিপ করা।
২. ফিল্ডের অবস্থা অনুযায়ী বোরিং সংখ্যা ও স্থান নির্ধারণ করা এবং সেই অনুযায়ী বোরিং সম্পন্ন করা।
৩. প্রয়োজন অনুযায়ী বোরিং গভীরতা নির্ণয় করা।
৪. প্রত্যেক বোরিং গভীরতা নির্ণয় করা।
৫. বোরিং বা ড্রিলিং এর সাহায্যে ৫ ফুট অন্তর মাটির এস.পি.টি (S.P.T) ভ্যালু নির্ণয় করা এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা (সেফ বেয়ারিং ক্যাপাসিটি) বের করা।
৬. ফিল্ড টেষ্ট এবং ল্যাব টেষ্টের ফলাফল বের করা।
৭. মাটি পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরি করা এবং সেই অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে মন্তব্য করা।

#বোরিং স্থান নির্ধারণ (বোরিং সংখ্যা ও দূরত্ব অনুযায়ী):

বি:দ্র: সাধারণ নিয়মঅনুযায়ী প্রতি তলা বিল্ডিং-এর জন্য ৩ মিটার/১০' বোরিং করা হয়।

#মাটি পরীক্ষার টেস্ট সাধারণত দুই প্রকারঃ

১. মাটির ফিল্ড টেস্ট

ক. প্লেট লোড বেয়ারিং টেস্টঃ ইহা সাধারণ যন্ত্র পরিচালিত পদ্ধতি যা দ্বারা মাটির যে কোন স্তরে চূড়ান্ত বেয়ারিং ক্যাপাসিটি এবং মাটির সংকোচন মাপা যায় বা নির্ণয় করা যায়। অধিকিন্তু এই টেস্ট দ্বারা নির্ণীত ফলাফল তুলনা এবং সত্যতা যাচাই করা যায়।

খ. এস.পি.টি (S.P.T ) টেস্টঃ এস.পি.টি ( S.P.T = Standard Pe*******on Test) – এর মাধ্যমে মাটির N ভ্যালু (Value) যেমন নির্ণয় করা যায় তেমনি সংগৃহীত মাটির নমুনা Soil (Sample)

ল্যাবরেটরীতে টেস্ট করা হয়। ফিল্ডে প্রতিটি বোরিং ৫ ফুট পর পর N ভ্যালু (Value) নির্ণয় করা হয়, যা মাটির ভারবহন ক্ষমতা সরাসরি দিক নির্দেশনা দিয়ে থাকে।

Pe*******on Test পদ্ধতিঃ
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 63.5 kg / 140 পাউন্ড ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm/2' প্রবেশ করানো হয়। হাতুড়িকে 30" উপর হতে ফেলা হয়।
প্রথম 6" প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 12" প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 12" প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

২. মাটির ল্যাব টেস্টঃ
ASTM – অনুযায়ী মাটির ল্যাব টেস্টসমূহ সাধারণত নিম্নরুপঃ
ক) ময়েশ্চার কনটেন্ট টেস্ট
খ) প্লাস্টিসিটি টেস্ট
গ) আপেক্ষিক গুরুত্ব টেস্ট
ঘ) ঘনত্ব টেস্ট
ঙ) কনসোলিডেশন টেস্ট
চ) ডাইরেক্ট শেয়ার টেস্ট ইত্যাদি।

বি:দ্র: উপরোক্ত টেস্টের ফলাফলের মাধ্যমে মাটি পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরী এবং মন্তব্য করা হয়।

আমরা সারা বাংলাদেশের মাটি পরীক্ষা করে থাকি। আপনারা আমাদের মাধ্যমে মাটি পরীক্ষা করাতে চাইলে। আমাদের নাম্বারে যোগাযোগ করুন।
০১৭৮০৫৪৬৪৩৩। ০১৬৮১৮০৪১১৫

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when The A-S Soil & Survey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share