Rohan Gaming YT

Rohan Gaming YT please subscribe my YouTube channel and follow my gaming page

16/07/2024

University of Asia Pacific
বিবিএ ৫৪ ব্যাচ" - এর কোনো ব্যাচমেট যদি চলমান কোটা আন্দোলনে আজকে বা আগামীতে, সাধারণ ছাত্র-ছাত্রী তথা আমাদের ভাই-বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমান পাওয়া যায়,বা চলমান আন্দোলনে ব্যাঘাত ঘটানোর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো এবং আমাদের সাথে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবেনা। তাকে ব্যাচ হতে সামগ্রিক ভাবে বয়কট করা হবে।

Business Administration
University of Asia Pacific


#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪



01/06/2024

খেলা দেখে হার্ট এটাকের সম্ভাবনা মনে হচ্ছে....
আর কতো বাঁচা যায়,ব্যাপার না দলটা যেহেতু

রিয়াল মাদ্রিদ 🫶

10/05/2024
28/02/2024

অভিনন্দন Fortune Barisal !!!! ❤️

27/02/2024

মোনাজাতে মনে হয় আমাকে অনেকেই চাইছে, বেশ কয়েকজনের প্রতি টান অনুভব করতেছি...🙂🙈

07/01/2024

ঈগলের সাথে নৌকার বিয়া😁
লাঙ্গল কে উকিল দিয়া🤗
ট্রাক চলেছে বর যাত্রী নিয়া🚚
কি হবে আর কেন্দ্রে গিয়া,সবাই তো একই মিয়া 🤝🤝

কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়। কিন্তু অতি সম্প্রতি ...
06/01/2024

কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়। কিন্তু অতি সম্প্রতি এই দূরবর্তী ভবিষ্যতের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে শুরু করেছে। তার প্রধান কারণ, পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মত ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে। এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছে যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত। সহজভাবে বলা যায় এর একটি ইনপুট স্তর এবং আউটপুট স্তর রয়েছে যার মাঝখানের স্তরটি হচ্ছে ‘লুক্কায়িত’ স্তর।
প্রথমে এই নিউরাল নেটকে ইনপুট এবং তার সাথে যুক্ত আউটপুট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তখন ‘লুক্কায়িত’ স্তরটি এমনভাবে পরিবর্তিত হতে থাকে যেন প্রশিক্ষণের জন্য দেওয়া ইনপুটের জন্য সত্যি আউটপুটটি পাওয়া যায়। একবার প্রশিক্ষণ দেওয়া হয়েগেলে এই নিউরাল নেটকে সম্পূর্ণ নতুন ইনপুট দিলেও সেটি সম্ভাব্য সঠিক আউটপুটটি দিতে পারবে। যত বেশি ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, নিউরাল নেটটি তত ভালো কাজ করবে। একটি লুক্কায়িত স্তর না রেখে একাধিক স্তর দিয়ে এই নেটকে আরো অনেক বুদ্ধিমান করা সম্ভব। তখন নেটটি নিজেই ডেটা ব্যবহার করে শিখে নিতে পারবে। এই প্রক্রিয়ার নাম ‘ডিপ লার্নিং’ এবং বলা যেতে পারে একটি সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি একটি প্রক্রিয়া।
~ দৈনিক ইত্তেফাক

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Rohan Gaming YT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rohan Gaming YT:

Share