RHJ Voice

RHJ Voice মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান নাই
কত স্বপ্ন, কত শখ, দাফন করলাম কেউ জানে না!!! বাংলা আমাদের প্রাণ

♥️♥️♥️
15/09/2025

♥️♥️♥️

তার বাহ্যিক আচরণ ইনোসেন্ট — এটি তার মুখোশ, সে মূলত তোমার ইমোশন কন্ট্রোল করছে।তার কান্না কষ্টের নয়, স্ট্র‍্যাটেজির — তোমা...
10/09/2025

তার বাহ্যিক আচরণ ইনোসেন্ট — এটি তার মুখোশ, সে মূলত তোমার ইমোশন কন্ট্রোল করছে।

তার কান্না কষ্টের নয়, স্ট্র‍্যাটেজির — তোমার মধ্যে অপরাধবোধ এনে দেওয়ার জন্য।

সে অন্যের সাথে ফ্লার্ট করে তোমাকে জানিয়ে — যাতে তুমি জেলাস হয়ে পড়ো, তার প্রতি অনুগত হয়ে যাও।

সে তোমার তুচ্ছাতিতুচ্ছ ভুলগুলো মনে রেখে দেয় — এবং এসব ব্যবহার করে মোক্ষম অস্ত্র হিসেবে, তোমার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তুলে তোমাকে নিয়ন্ত্রণ করে।

সে ততোক্ষণ আটকে রাখবে তোমাকে, যতোক্ষণ স্বার্থোদ্ধার না হচ্ছে — তারপর তোমাকে একা ফেলে সরে পড়বে।

সে তোমার পরিবার ও বন্ধুবান্ধবদেরকে ম্যানিপুলেট করে তোমার সমস্ত তথ্য নিয়ে নেয় — সেসব দিয়ে তোমাকে কন্ট্রোল করে পরবর্তীতে।

সে তুচ্ছ ব্যাপার নিয়ে বিশাল তর্ক আরম্ভ করে — যতোক্ষণ না তুমি ইমোশনালি হেরে গিয়ে তার কাছে ক্ষমা চাও।

সে সর্বদা অন্যের সাথে তোমার তুলনা করে তোমাকে হীনম্মন্যতায় ভোগায় — যাতে তুমি সবসময় আত্মবিশ্বাসের অভাবে ভোগো, তার সামনে নুয়ে থাকো।

সে অবলা, সাফারার, দুর্বল ভাব করে থাকে — কিন্তু মূলত সে তোমার দুর্বলতাগুলো আবিষ্কার করছে, তোমাকে ব্ল্যাকমেইল করবে বলে।

তোমার আত্মবিশ্বাসহীনতা, অস্থিরতা, অশান্তিতে থাকা, টেনশন সে ভীষণভাবে উপভোগ করে। তোমার এই করুণ দশাই তার শক্তি।

সে বারংবার নিজেকে তোমার কাছে লয়্যাল প্রমাণ করতে থাকে — এটি তার চিটিং গোপন রাখার কৌশল ছাড়া আর কিছুই না।

জনসমক্ষে সে প্রেমের ভান করে, কিন্তু ঘরে সে এর সম্পূর্ণ বিপরীত। এটা হলো তার এক্সপেরিমেন্ট — তোমাকে কতোটা কব্জা করতে পেরেছে, এর।

সে প্ল্যান করেই ঝগড়া করে, তর্ক করে, তোমাকে ট্র‍্যাপে ফেলে, তোমার সাথে আলাপকালে হুটহাট অন্য নারীর প্রসঙ্গ টেনে আনে। এসবের একটিই উদ্দেশ্য — তোমার ক্ষমতা ও আনুগত্যের পরীক্ষা।

মাঝে মাঝে সে অতিরিক্ত প্রেম ভালোবাসা, মায়া দয়া দেখায় — তোমাকে ইমোশনালি তার উপর নির্ভরশীল করে ফেলতে এবং যেকোনো পদক্ষেপের আগে তার অনুমতি নেওয়ার জন্য।

হ্যাঁ, একে তুমি চেনো — এই চরিত্রটি নিখুঁত অভিনয়ের মাধ্যমে তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে, অথচ তুমি ছাড়া বাকি সবাই ভাবছে সে কতোই না ভালো!

যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট।অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট।অর্থের বিনিময়ে যে ফাইলে সই...
10/09/2025

যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও প্রস্টিটিউট।

অর্থের লোভে যে নারী বা পুরুষ সঙ্গী বদলায় সেও প্রস্টিটিউট।

তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ বেচে।

কিন্তু যার কাছে বেচে তার পরিচয় কি? সেও কিন্তু প্রস্টিটিউটই।

১৪ বছরের ছেলের সাথে ৪০ বছরের এক মহিলার   পরকীয়া 😆 স্বামীর অজান্তে স্ত্রী পর*কী*য়া করে 😱 স্ত্রীকে সন্দেহ হলে স্বামী খেয...
10/09/2025

১৪ বছরের ছেলের সাথে ৪০ বছরের এক মহিলার পরকীয়া 😆 স্বামীর অজান্তে স্ত্রী পর*কী*য়া করে 😱
স্ত্রীকে সন্দেহ হলে স্বামী খেয়াল রাখেন,,
স্ত্রীর প্রতি,এই সন্দেহ সত্যি হয়,পরকীয়া,
প্রেমিকের সাথে হাতেনাতে ধ*রা🫣 পড়েন
খাটের নিচ 😳 থেকে বের করে পুলিশে
খবর দেওয়া হয় 🤓


বাবা-মায়ের পছন্দে বয়সে বড় ব্যক্তির সাথে বিয়ে। মেয়েটির নাম নীলা, বয়স মাত্র ২২। সে প্রাণবন্ত, স্বপ্নে ভরা, আর তার সৌন্দ...
09/09/2025

বাবা-মায়ের পছন্দে বয়সে বড় ব্যক্তির সাথে বিয়ে।
মেয়েটির নাম নীলা, বয়স মাত্র ২২। সে প্রাণবন্ত, স্বপ্নে ভরা, আর তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু জীবনের প্রতিটি স্বপ্ন তো নিজের মতো করে পূরণ হয় না। পরিবারের ইচ্ছায়, তাকে বিয়ে করতে হয় রাশেদ নামের এক সরকারি চাকরিজীবীর সঙ্গে, যার বয়স ৪৫।

শুরুতে নীলা ভেবেছিল, এত বয়সের পার্থক্যে কিভাবে সম্পর্ক টিকবে? মনটা ছিল দ্বিধায় ভরা। কিন্তু রাশেদ ছিলেন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ। দায়িত্ববোধে ভরপুর, আর জীবনের অভিজ্ঞতায় তিনি ছিলেন স্থির ও পরিপক্ব। ধীরে ধীরে নীলা বুঝতে শুরু করল, বয়স কেবল একটা সংখ্যা। ভালোবাসা আর সম্মানই সম্পর্কের মূল ভিত্তি।

রাশেদ কখনো নীলাকে বাঁধা দেননি, বরং তার পড়াশোনা, স্বপ্ন—সবকিছুতেই পাশে দাঁড়িয়েছেন। আর এই যত্ন, এই সম্মান নীলার হৃদয়কে ধীরে ধীরে ভরিয়ে তুলল ভালোবাসায়।

আজ নীলা ভাবে, পরিবারের কারণে এই বিয়ে হলেও, আসলে ভাগ্যই তাকে এমন একজন মানুষের হাতে তুলে দিয়েছে, যিনি তার জীবনে নিরাপত্তা, ভালোবাসা আর এক অন্যরকম সম্মানের জায়গা তৈরি করেছেন।।

তাদেরকে দেখলে ২২ মিনিটের কথা মনে পড়ে 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣
09/09/2025

তাদেরকে দেখলে ২২ মিনিটের কথা মনে পড়ে 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣


মিষ্টি বিক্রেতা মনে করে,আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই।বেকারির মালিক মনে করে, আমি ...
09/09/2025

মিষ্টি বিক্রেতা মনে করে,
আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই।

বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো সমস্যা নাই।

ফল বিক্রেতা মনে করে,
আমি তো ফল খাই না, তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো সমস্যা নাই।

মাছ বিক্রেতা মনে করে,
আমি এই মাছ খাব না, তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো সমস্যা নাই।

দিনের শেষে...

মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

এরা সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, বেশি লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে। আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে — তা তারা বুঝতেও পারে না।

টাকলা বিষয় নারে বিষয় হচ্ছে টাকা 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣
09/09/2025

টাকলা বিষয় নারে বিষয় হচ্ছে টাকা 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣


এটা নাকি বাঙালির পছন্দের স্টাইল 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣
08/09/2025

এটা নাকি বাঙালির পছন্দের স্টাইল 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣


রাশিয়ায় অধ্যয়নরত এক ছাত্র লিখেছেঃরাশিয়ায় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেয়া হয় ৫ আর কেউ কোন উত্তর না লিখে সাদা খাতা জমা দিলে ত...
08/09/2025

রাশিয়ায় অধ্যয়নরত এক ছাত্র লিখেছেঃ

রাশিয়ায় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেয়া হয় ৫ আর কেউ কোন উত্তর না লিখে সাদা খাতা জমা দিলে তাকে দেয়া হয় ২।
মস্কো বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটিতে আমি পরীক্ষার এই নম্বর পদ্ধতি সম্পর্কে জানতাম না। জেনে অবাক হয়ে ড থিওদর মেদ্রায়েভকে জিজ্ঞেস করি,একজন ছাত্র কিছুই না লিখে ২ পাবে এটা কী যৌক্তিক! তার তো শূন্য পাওয়াটাই সঠিক।

ড মেদ্রায়েভ উত্তর দেন, একজন মানুষ এতো শীতের মধ্যে সকাল সাতটার ক্লাসগুলো ধরতে আরো আগে ঘুম থেকে উঠেছে, গণপরিবহনে চড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসরুমে পৌছেছে; প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করেছে, তাকে কী করে শূন্য দিই!
যে তার রাতগুলোতে পড়ালেখা করেছে, কলম-নোটবুক-কম্পিউটার কিনেছে পড়ালেখার জন্য; জীবন-ধারায় এতো ত্যাগ সাধন করেছে পড়ালেখার জন্য তাকে কী করে শূন্য দিই!

একজন ছাত্র উত্তর লিখতে পারেনি জন্যই তাকে আমরা শূন্য দিতে পারিনা বাবা। আমরা মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা জানাতে চাই; তার মেধা আছে, সে কমপক্ষে চেষ্টা করেছে। যে ফলাফল আমরা দিই এটা শুধু উত্তরপত্রে লেখা উত্তরের ওপর ভিত্তি করে হতে পারেনা। এই ফলাফল দেয়া হয় তার প্রশংসা করতে আর সে যেহেতু মানুষ সে ন্যুনতম একটা নম্বর পাবার যোগ্য।

এটা শুনে আমি কেঁদেছি; বুঝতে পারিনি কী বলবো। কিন্তু ঐদিন আমি মানুষের গুরুত্ব বুঝতে পারি।

শূন্য নম্বর ছাত্রদের মোটিভেশন কমায়, তাদেরকে শেষ করে দেয়, তারা আর লেখাপড়াকে পছন্দ করতে পারে না।

গ্রেড বুকে শূন্য নম্বর লেখা হলে, ছাত্ররা ঐ বিষয়ের প্রতি আর আগ্রহ বোধ করে না। এই গল্পটা শিক্ষকদের উদ্দেশ্যে বলা; তারা যেন নিজ নিজ দেশের শূন্য দেবার বাতিল-জবুথবু শিক্ষা-ব্যবস্থাটাকে বদলাতে চেষ্টা করে।

সংগৃহীত পোস্ট।

মা খাবার হয়েছে আমার খুব খিদে লেগেছে 🥹🥹
08/09/2025

মা খাবার হয়েছে আমার খুব খিদে লেগেছে 🥹🥹

চাচা খেতা বালিশ নিয়ে কক্সবাজার গেছে গা, তোমরা কি করছো 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣
08/09/2025

চাচা খেতা বালিশ নিয়ে কক্সবাজার গেছে গা, তোমরা কি করছো 🙄🤣( আসল ফটো কমেন্টে ) 🤣


Address

Pabna, Char Ashutoshpur
Pabna
6600

Telephone

+8801776697091

Website

Alerts

Be the first to know and let us send you an email when RHJ Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RHJ Voice:

Share