30/08/2025
একজনের বাবা মারা গেছেন। অথচ সে শোকের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।তারা দুইভাই ছেলে হয়েও মেয়েদের মতো ড্রেসে উপস্থিত হয়েছে।আবার জানাজার নামাজে দাঁড়িয়েছে সবার মাথায় টুপি থাকলেও সেই সন্তানের মাথায় টুপি নাই।আসলে এটা বাবা-মায়েরই ব্যর্থতা। কারণ আমরা সন্তানকে শৈশব থেকেই দ্বীনের শিক্ষা না দিয়ে শুধু দুনিয়ার শিক্ষা দেই।
আমরা সন্তানদের দ্বীনের আলো থেকে দূরে সরিয়ে রাখছি। তাদেরকে কুরআন-হাদিসের শিক্ষা না দিয়ে কেবল দুনিয়ার সাজসজ্জা, ফ্যাশন আর ভোগ-বিলাসের শিক্ষা দিচ্ছি। তাই তারা জানেই না, কখন কিভাবে আচরণ করতে হয়, কার মৃত্যুতে কি করা উচিত, কোন সময়ে কি বলা উচিত।
একবারও ভেবেছি কি,কাল কিয়ামতের দিন যখন সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আমার বাবা-মা আমাকে সঠিক শিক্ষা দেয়নি তখন আমরা কী জবাব দেব আল্লাহর কাছে?