RHJ Voice

RHJ Voice মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান নাই
কত স্বপ্ন, কত শখ, দাফন করলাম কেউ জানে না!!! বাংলা আমাদের প্রাণ

মা.. ক্ষমা করিয়ে দিও ....🥹🥺🥹🥺
25/06/2025

মা.. ক্ষমা করিয়ে দিও ....🥹🥺🥹🥺

আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার...
20/06/2025

আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান! গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার দরকার নাই!

যদি ক্যাপিচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না, আপনি টং দোকানের দুধ চা খান — কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দিন।

আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক ফ্যান্টাসি বোঝেন না, আর্ট ফিল্ম দেখতে আপনার বিরক্ত লাগে; আপনি দেখবেন না।

আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে একথা কোথায় লেখা আছে? বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোও কি কম শান্তির!

স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পড়ে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পড়ে বের হোন। সবাই স্টাইলিশ জামা কাপড় পড়লে আপনাকেও পড়তে হবে এমন কোনো কথা নেই। যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলামেশা না করাই আপনার জন্য ভালো! অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপিয়ে নিবেন না।

ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, গেম অব থ্রোনস, ডার্ক ফ্যান্টাসি, বিটিএস না দেখলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত বলে পরিচিত হন, ট্রেন্ডি স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান, ওইটা টক্সিক সার্কেল — ওখান থেকে বের হয়ে আসুন!

যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। মনে রাখবেন একশটা নাক উঁচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে দুদন্ড গল্প করা অনেক বেশি প্রশান্তির।

ধান ক্ষেতে 😁😁
14/06/2025

ধান ক্ষেতে 😁😁

আপনি যদি একটি বানরের সামনে টাকা আর কলা রাখেন, বানরটি কলাই বেছে নেবে, কারণ সে জানে না টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। ঠিক ...
13/06/2025

আপনি যদি একটি বানরের সামনে টাকা আর কলা রাখেন, বানরটি কলাই বেছে নেবে, কারণ সে জানে না টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।

ঠিক তেমনি আপনি যদি মানুষকে চাকরি অথবা ব্যবসা করার প্রস্তাব করেন, তাহলে তারা চাকরি করার সিদ্ধান্তই নেবে, যেহেতু বেশিরভাগ লোক জানে না ব্যবসা করে বেতনের চেয়ে বেশি টাকা উপার্জন করা যায়।

গরীবদের সারাজীবন গরীব থাকার প্রধান কারণ হচ্ছে তাদেরকে উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়া হয় না। তারা স্কুলে অনেকটা সময় ব্যয় করে, আর সেখানে যা শেখে তা হলো নিজের জন্য কাজ না করে অন্যের জন্য কাজ করে বেতন নেওয়া। বাস্তবে চাকরি করার থেকে উদ্যোক্তা হওয়া অনেক বেশি লাভজনক। কারণ, বেতন মানুষকে শুধুমাত্র খেয়েপড়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়, অন্যদিকে একটি সফল ব্যবসা মানুষের ভাগ্য বদলে দেয়।

শুনতে খারাপ লাগলেও সত্যি, চাকরির পেছনে ছোটা লোকগুলো বেতনের নেশায় বুঁদ হয়ে সারাজীবন অন্যের গোলামি করে যায়। এই নেশা যে কোনো মাদকদ্রব্যের চেয়ে কম শক্তিশালী নয়। এটা তাদেরকে এতটাই নেশাগ্রস্ত করে রাখে যে তাদের ভেতরের স্বাধীনভাবে কিছু করার প্রবৃত্তি পুরোপুরি হারিয়ে যায়।

এজন্য আপনার সম্পদ এবং আপনার মেধার মধ্যে ব্যালেন্স করে পড়াশুনা করুন। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোটখাটো উদ্যোগ এই সবকিছুতেই অভ্যস্ত হোন। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলে সময় এবং টাকা দুই-ই ব্যয় হবে, লাভ কিছু হবে না। জীবনের পঁচিশ-ত্রিশ বছর যদি কেবল বই পড়ে পার করে দেন, তাহলে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজিবল আপনি নাও হতে পারেন।

তাই স্কুল-কলেজের গণ্ডি পেরোনোর সাথে সাথে সুনির্দিষ্ট গোল সেট করে নিন। স্ট্যাটাস মেনটেন করার জন্য চাকরির দিকে ঝুঁকবেন না। মনে রাখবেন, টাকা হলে স্ট্যাটাস এমনিতেই হবে। বাস্তবতা হলো, পকেটে টাকা না থাকলে, অতি বড় স্ট্যাটাসওয়ালা লোকও বেশিদিন স্ট্যাটাস ধরে রাখতে পারে না।

যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট।অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট।অর্থের বিনিময়ে যে ফাইলে সই...
13/06/2025

যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও প্রস্টিটিউট।

অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও প্রস্টিটিউট।

অর্থের লোভে যে নারী বা পুরুষ সঙ্গী বদলায় সেও প্রস্টিটিউট।

তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ বেচে।

কিন্তু যার কাছে বেচে তার পরিচয় কি? সেও কিন্তু প্রস্টিটিউটই।

যখন একটি হাতিকে নিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে জাহাজে ভ্রমণ করতে হয়, তখন তার খাঁচা শিকল বা শক্তিশালী দণ্ড দিয়ে বাঁধা...
12/06/2025

যখন একটি হাতিকে নিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে জাহাজে ভ্রমণ করতে হয়, তখন তার খাঁচা শিকল বা শক্তিশালী দণ্ড দিয়ে বাঁধা থাকে না। হাতির চারপাশে ছোট ছোট ছানা দিয়ে ভরা থাকে।

এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এটাই সত্যি। প্রকৃতির এই দৈত্য ছোট প্রাণীগুলোর ক্ষতি করতে ভয় পায় এবং এটি কোনো ছোটখাটো ভয় নয়। পুরো ভ্রমণ জুড়ে, সে স্থির থাকে, যাতে তার চারধারে থাকা ক্ষুদ্র প্রাণীদের মধ্যে একটিও আঘাত না পায়। এভাবে, নিজের অজান্তেই হাতি বিমানের স্থিতিশীলতা বজায় রাখে এবং আমাদের সামনে তার মহৎ চরিত্রের পরিচয় দেয়।

এই মনোভাব দেখে আগ্রহী হয়ে, বিজ্ঞানীরা বিষয়টি আরও গভীরভাবে গবেষণা করার সিদ্ধান্ত নেন। তারা তাদের মস্তিষ্ক বিশ্লেষণ করে একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছেন। ফিউসিফর্ম নিউরন নামে একপ্রকার কোষ, যা খুব কম প্রাণীর দেহেই থাকে, হাতির মধ্যে রয়েছে যার কারণে তারা সহানুভূতি, সংবেদনশীলতা এবং অন্যের ক্ষতি না করার মানসিকতা অনুভব করতে পারে।

এই একই কোষ মানুষের মধ্যেও রয়েছে। কিন্তু আজকাল মানুষ জানেই না সহানুভূতি, সংবেদনশীলতা এবং অন্যের ক্ষতি না করার মানসিকতা কি জিনিস।

একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণে — ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন...
12/06/2025

একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণে — ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ এতকিছুর মধ্যেও ঘুম কেমন করে আসে লোকটার?

জানালা নামিয়ে তিনি এগিয়ে গিয়ে ডাকলেন, "এই যে শুনছেন?"

ধড়মড় করে উঠে লোকটি বলে, "কি হয়েছে স্যার?"

- এই গরমে, এই জায়গায় ঘুমোচ্ছেন কেন? ঘর নেই তোমার?

লোকটি হেসে জবাব দেয়, "ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ক্লান্ত ছিলাম, তাই একটু চোখ লেগে গিয়েছিল।

ব্যবসায়ী জানতে চান, "আজ কেমন বিক্রি হলো?"

- দেড়শো টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারাজে কাজ করি, কিছু টাকা আসে। দুইয়ে মিলে সংসার চলে যায় কোনমতে। মেয়েটা আমার কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না!

ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বলেন, "এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও।

লোকটি টাকা নিতে অস্বীকার করে বলে, "এমনি এমনি টাকা নেব কেন? আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন। এই পেনে খুব সুন্দর গন্ধ আছে।"

লোকটির আত্মসম্মানবোধ দেখে ব্যবসায়ী মুগ্ধ হন। একটু ভেবে বলেন, "তুমি সৎ মানুষ। আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই। এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, তিন মাস পর তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব। তখন দোকান দিতে পারবে।"

লোকটি বিস্মিত হয়ে বলে, "আপনি তো আমাকে চেনেন না, তবুও আমাকে এত টাকা দেবেন?"

ভদ্রলোক হাসেন, "এই সামান্য টাকায় আমার কিছু যায় আসে না। কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য!"

এরপর কয়েক বছর কেটে গেছে।

সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে তিনটি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে।

— এই যে ভাই! তুমি এখানে ?

— স্যার, কিছু চেকআপ করতে এসেছি। ব্লাড সুগার, প্রেশার ধরেছে। ঘুম হয় না মোটেও।

ভদ্রলোক মুচকি হেসে বললেন, "সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে! আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না?"

পেনওয়ালার চোখে ক্লান্তি, "সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল না। এখন কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল। এখন অনেক আত্মীয়, বন্ধুবান্ধব। সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল-ভাতে চলত, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন বড় বড় জিনিসেও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কীভাবে?

ভদ্রলোক শান্ত গলায় বললেন, "আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি। একদিন আমার এক শিক্ষক বললেন, "একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে। ঘুম আসবে। সুস্থ থাকবে।"

পেনওয়ালার চোখে বিস্ময়, "তাহলে স্যার, সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন?"

ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন। আর পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল, তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে।

23/11/2023

আল্লাহর ৯৯টি নামের বাংলা অর্থ সহ অসাধারণ যিকির _ 99 Names of Allah By Omar Esa

22/11/2023

আল-হাশর (১৮-২৪) আবেগঘন তেলাওয়াত _ ফিলিস্তিনের ইমাম ঘাসসান শোরবাজি _ Al-Hashr _ Ghassan Shorbaji

21/11/2023

মন_খারাপ_তেলোওয়াত_শুনুন___Surah_Al_Baqarah___সূরা_আল_বাকারা___Abdul_Rahman_Al_Ossi

Address

Pabna

Telephone

+8801776697091

Website

Alerts

Be the first to know and let us send you an email when RHJ Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RHJ Voice:

Share