RHJ Voice

RHJ Voice বাংলা আমাদের প্রাণ

Banger casino - https://cutt.ly/3rgu7IWM
নতুন প্রোমো কোড 100FS - (Promocode : Voice ) এ, দ্রুত সক্রিয় করুন

মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান নাই
কত স্বপ্ন, কত শখ, দাফন করলাম কেউ জানে না!!!

একজনের বাবা মারা গেছেন। অথচ সে শোকের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।তারা...
30/08/2025

একজনের বাবা মারা গেছেন। অথচ সে শোকের পরিবর্তে মেকআপ করে, সাজগোজ করে, মানুষের সামনে এমনভাবে এসেছে যেন কোনো দুঃখই নেই।তারা দুইভাই ছেলে হয়েও মেয়েদের মতো ড্রেসে উপস্থিত হয়েছে।আবার জানাজার নামাজে দাঁড়িয়েছে সবার মাথায় টুপি থাকলেও সেই সন্তানের মাথায় টুপি নাই।আসলে এটা বাবা-মায়েরই ব্যর্থতা। কারণ আমরা সন্তানকে শৈশব থেকেই দ্বীনের শিক্ষা না দিয়ে শুধু দুনিয়ার শিক্ষা দেই।

আমরা সন্তানদের দ্বীনের আলো থেকে দূরে সরিয়ে রাখছি। তাদেরকে কুরআন-হাদিসের শিক্ষা না দিয়ে কেবল দুনিয়ার সাজসজ্জা, ফ্যাশন আর ভোগ-বিলাসের শিক্ষা দিচ্ছি। তাই তারা জানেই না, কখন কিভাবে আচরণ করতে হয়, কার মৃত্যুতে কি করা উচিত, কোন সময়ে কি বলা উচিত।

একবারও ভেবেছি কি,কাল কিয়ামতের দিন যখন সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আমার বাবা-মা আমাকে সঠিক শিক্ষা দেয়নি তখন আমরা কী জবাব দেব আল্লাহর কাছে?

 #কোন এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়...
30/08/2025

#কোন এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে যায়।

একদিন রেষ্টুরেন্টে যখন সে (ভিক্ষুক) খাচ্ছিল তখন এক ব্যক্তি রেষ্টুরেন্টের মালিককে গিয়ে বলল, ঐ যে লোকটা খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে।

তার কথা শুনে রেষ্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নন, আরো অনেকই ঐ লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে। তবুও আমি জেনে-শুনে, দেখেও না দেখার ভান করে কখনও তাকে বাধা দেইনি।

কারন, আমি মনে করি আমার রেষ্টুরেন্টে ভিড় এই লোকটার জন্যই হয়। সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেষ্টুরেন্টের আশেপাশেই অবস্থান করে এবং স্রষ্টার কাছে দোয়া চায় যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগে সে খেতে পারে।

এজন্য অহংকার করতে নেই যে, আমি কাউকে খাওয়াচ্ছি। বরং এটাও হতে পারে যে, আমিও কারো ভাগেরটা খাচ্ছি।
সময় করে পড়ার জন্য ধন্যবাদ 💞🌺🥀🍁💐🌿🍂☘️
সংগৃহীত পো*স্ট,,,,,

এগুলো সব হাস্যকর 😂😄🤟
30/08/2025

এগুলো সব হাস্যকর 😂😄🤟

এক গ্রামে এক দরিদ্র কৃষক আর তার স্ত্রী বাস করত। তাদের একটি গাভী ছিল। গাভীটির দুধ থেকে ঘি তৈরি করে তারা কোনমতে সংসার চালা...
30/08/2025

এক গ্রামে এক দরিদ্র কৃষক আর তার স্ত্রী বাস করত। তাদের একটি গাভী ছিল। গাভীটির দুধ থেকে ঘি তৈরি করে তারা কোনমতে সংসার চালাত।

কৃষকটি সপ্তাহে একবার বাজারের এক মুদি দোকানে ঘি বিক্রি করতে যেত আর তার বিনিময়ে চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে আনত।

এভাবেই চলছিল তাদের দিন।

কৃষক একদিন ঘি দিয়ে চলে যাবার পর মুদি দোকানদার কি মনে করে ঘিয়ের ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে চাইল। সে যা দেখল তাতে তার চক্ষু ছানাবড়া। ঘিয়ের ওজন ৯০০ গ্রাম, ১ কেজি নয়!

পরেরবার কৃষক ঘি নিয়ে গেলে দোকানদার চিৎকার করে উঠল, "বেরিয়ে যাও আমার দোকান থেকে। তুমি আমাকে ওজনে ঠকিয়েছ, তুমি একজন প্রতারক।"

কৃষক কিছুক্ষণ চুপ করে থেকে বিনীতভাবে দোকানদারকে বলল, "আমি গরীব মানুষ, দাঁড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই প্রতিবার আপনার কাছ থেকে ১ কেজি করে যে চিনি নিয়ে যাই, সেটাই দাঁড়িপাল্লার একপাশে রেখে ঘি মেপে আনি।

শিক্ষা: আপনি অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে — সেটা ভালোবাসা হোক বা ঘৃণা।

কোন জগতে আছি
28/08/2025

কোন জগতে আছি

নোয়াখালীর এক লোক electronics এর দোকানে যেয়ে দোকানদারকে জিজ্ঞাস করলো ,: ভাই, এই টিভি টার দাম কত?দোকানদার : আমি নোয়াখাল...
28/08/2025

নোয়াখালীর এক লোক electronics এর দোকানে যেয়ে দোকানদারকে জিজ্ঞাস করলো ,

: ভাই, এই টিভি টার দাম কত?

দোকানদার : আমি নোয়াখালীর লোকের কাছে টিভি বেচিনা ।

কিছুক্ষন পর সে অন্য জামা পরে ঐ দোকানে যেয়ে চিটাগাং এর ভাষায় বলল ,

: ভাই, এই টিভি টার দাম কত?

দোকানদার আবার বলল ,আমি নোয়াখালীর লোকের কাছে টিভি বেচিনা।

কিছুক্ষন পর লোকটা আবার বেশ বদল করে এবার সিলেটী ভাষায় একই কথা বললে দোকানদার বেশ বিরক্তির সাথে আবার না করলে এবার লোকটি বেশ রাগের সাথে বলল ,

ঃ কেন? নোয়াখালীর লোকের কাছে টিভি বেচবেন না কেন?

“মাইক্রো ওভেন কে টিভি বলা একমাত্র নোয়াখালীর লোকের দ্বারাই সম্ভব” দোকানদারের জবাব ।

আসুন অপরের দুঃখে একটু হাসিঃগাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলার রাম জীবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাটিয়াপাড়ার গতকালের একটি ঘট...
28/08/2025

আসুন অপরের দুঃখে একটু হাসিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলার রাম জীবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাটিয়াপাড়ার গতকালের একটি ঘটনা সারা বাংলাদেশের হিসাব বদলে দিলো।
বাড়ীর তিন ছেলের সবাই বিবাহিত, বড় ছেলে দেশেই কৃষিকাজ করে এবং আলাদা সংসার। বাকী দুই ভাই সৌদী প্রবাসী, একই কোম্পানীতে কাজ করে। মায়ের সাথে মিলে একই সংসার।

বৃষ্টির দিনে একটু আরামে থাকার জন্য দুই প্রবাসীর বউ দুইজন প্লেয়ার হায়ার করেছিলো, এক বউয়ের একটি ৭ বছরের ছেলে আছে। আরেক বউ একেবারে নতুন প্যাকেট।

এই পিকনিকে ভিলেন হয়ে দেখা দিয়েছিলো শাশুড়ী, গভীর রাতে শাশুড়ী টের পেয়ে দুই হায়ার প্লেয়ারকে আটক করতে সমর্থ হয়েছে।

একজন মেয়েরা মেনে নিয়েছে-মনের ভিতরের ব্যথা, নিঃশব্দ কষ্ট, যা কেউ দেখে না, শুধু তার হৃদয় বোঝে। সে চুপচাপ স্বপ্নগুলোর ভাঙন ...
28/08/2025

একজন মেয়েরা মেনে নিয়েছে-মনের ভিতরের ব্যথা, নিঃশব্দ কষ্ট, যা কেউ দেখে না, শুধু তার হৃদয় বোঝে। সে চুপচাপ স্বপ্নগুলোর ভাঙন মেনে নিয়েছে, কিন্তু তার চোখে এখনও আছে আলো, একটি আশা যে সব কিছু ঠিক হয়ে যাবে।

আরেকজন মেয়েরা এখনো মানতে চলেছে-প্রতিটা আঘাত, প্রতিটা ভুল বোঝাবুঝি, সময়কে ধীরে ধীরে বোঝাতে বোঝাতে, নিজের হৃদয়কে গড়তে গড়তে। সে জানে, ধৈর্যই তার শক্তি, আর এই ধৈর্যই একদিন তাকে মুক্তি দেবে।

মেয়েদের চুপচাপ মান্যতা কখনো শক্তি, কখনো ভাঙা স্বপ্নের আভা। তাদের চোখে লুকানো কাহিনী-যাsr কেউ বুঝতে পারে না, শুধু তারা জানে, তারা বয়ে চলে।

মেয়েরা শুধুমাত্র মেনে নেয় না, তারা লড়াই করে, প্রেমের জন্য, আশা এবং নিজের জন্য। এমনই তারা-নিরব, দৃঢ়, কিন্তু হৃদয় দিয়ে সব অনুভব করে।

ছবিটা দেখে আমরা ভাবছি লোকটি অনেক বোকা!ভাবছি…লোকটি যদি চাবি আনার চেষ্টা করতো, তাহলে এখান থেকে মুক্তি পেয়ে যেতোএবং রুটিও ...
28/08/2025

ছবিটা দেখে আমরা ভাবছি লোকটি অনেক বোকা!
ভাবছি…
লোকটি যদি চাবি আনার চেষ্টা করতো, তাহলে এখান থেকে মুক্তি পেয়ে যেতো
এবং রুটিও পেয়ে যেতো।

তেমনিভাবে আমরাও অনেক বোকা! আমরা সংক্ষিপ্ত এই দুনিয়ার পিছনে না পড়ে, যদি আখিরাতের পিছনে পড়ে থাকতাম, তাহলে আমরা দুনিয়াও পেতাম, আখিরাতও পেতাম।

বিয়ে বাড়ীতে খেতে বসেছি ! খাবার সামনে আসতেই মনে পড়লো গিফট এনেছি ৬০০/গাড়ি ভাড়া  দিয়েছি ৬০/সবমিলিয়ে এই বিয়েতে খরচ ক...
27/08/2025

বিয়ে বাড়ীতে খেতে বসেছি ! খাবার সামনে আসতেই মনে পড়লো গিফট এনেছি ৬০০/গাড়ি ভাড়া দিয়েছি ৬০/সবমিলিয়ে এই বিয়েতে খরচ করেছি ৬৬০/সুতরাং এই খরচ খাওয়ার টেবিলেই তুলতে হবে ⚠️

এমন মনোভাব নিয়ে চিন্তা নিয়ে কয়েক জনের খাবার একা খাবো ভেবে সব আইটেম প্লেটে নিলাম । খাওয়া শেষে দেখলাম প্লেটে ৬০ ভাগ খাবারই খেতে পারিনি । এতে আমার কোন আফসোস নেই, কারণ খরচের পয়সা তো উসুল করতে পেরেছি !!

এমনটা ভেবে হাসিমুখে বিজয়ীর বেশে যখন খাবার টেবিল ছেড়ে আসছি , তখন পেছনে একজন পিতার বহু বছরের শ্রমে তিল তিল করে জমানো টাকায় মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন করা খাবার ।

এখানে যখন আমি বিজয়ীর হাসি হাসছি , তখন হয়তো সেই পিতা হিসাব করছেন, দুশ্চিন্তা করছেন , এই খাবার আয়োজন করতে গিয়ে হওয়া দেনা নিয়ে।

যে মুহুর্তে আমি অপচয় করে সগৌরবে অট্টহাসি দিচ্ছি , সে মুহুর্তেই হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবে বুকফাটা আর্তনাদ করছে আমারই মতো র*ক্ত*মাং*সে*র কোন অসহায় মানুষ ।

সুতরাং , সামর্থ্য থাকলে গিফট দেবেন , না থাকলে দেবেন না । কিন্ত গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ

নারীর অস্তিত্বটা কোথায়
27/08/2025

নারীর অস্তিত্বটা কোথায়

এটাই পুরুষ মানুষ
27/08/2025

এটাই পুরুষ মানুষ

Address

Pabna, Char Ashutoshpur
Pabna
6600

Telephone

+8801776697091

Website

Alerts

Be the first to know and let us send you an email when RHJ Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RHJ Voice:

Share