
16/07/2025
পাবনার ফের সড়ক দুর্ঘ*টনা! এবার মহাসড়কে মর্মা*ন্তিক সড়ক দুর্ঘট*নায় ভ্যানচালক নি*হত।
পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘ*র্ষে আজ সকালে মর্মা*ন্তিক সড়ক দুর্ঘ*টনা ঘটে। দুর্ঘ*টনায় এক ভ্যানচালক নি*হত হয়েছেন। নি*হত ভ্যানচালকের নাম মোজাম্মেল। তার বাড়ি সিন্দুরিয়া গ্রামে বলে জানা গেছে। দুর্ঘ*টনার তী*ব্রতা এতটাই বেশি ছিল যে, মোজাম্মেলের শরীর থেকে মাথা বি*চ্ছিন্ন হয়ে গেছে।