20/06/2025
এই পৃথিবীতে সারাজীবন থাকার জায়গায় না
এই পৃথিবী যেন এক বিশাল সফরের থামে থামে সাজানো যাত্রাপথ। এখানে আসা আমাদের, কিন্তু থাকা নয়। জন্ম থেকে মৃত্যু—এই দুটির মাঝে সময়টুকু কেবলই ভ্রমণকাল। তাই তো বলা হয়, “এই পৃথিবীতে সারাজীবন থাকার জায়গায় না।