Azizul Hakim

Azizul Hakim Follow me

আমের রাজা হিমসাগর 🥭করা মিষ্টি আম সুস্বাদু আম অর্ডার করতেঃ 01753835082
16/05/2025

আমের রাজা হিমসাগর 🥭
করা মিষ্টি আম সুস্বাদু আম

অর্ডার করতেঃ 01753835082

11/05/2025

সাতক্ষীরার গোপালভোগ

বুকিং করতেঃ Grameen Bazar
প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপঃ 01753835082

#গোপালভোগ

তাজা আমের রাজা হিমসাগর আসছে শীঘ্রই।বুকিং করতেঃ Grameen Bazar প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপঃ ☎️ 01753835082
10/05/2025

তাজা আমের রাজা হিমসাগর আসছে শীঘ্রই।

বুকিং করতেঃ Grameen Bazar
প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপঃ ☎️ 01753835082

আমাদের মতামত, সাতক্ষীরার ব্রান্ড আমের রাজা হিমসাগর আম ২০ তারিখ থেকে ডেলিভারি শুরু হবে। ৩-৪ টায় হিমসাগর আম দেওয়া যাবে।কড়া মিষ্টি হবে ইনশাআল্লাহ।

গোপাল ভোগ আমের সাইজ ছোট হওয়ার কারণে আমরা অর্ডার নিচ্ছি না।গোবিন্দভোগ আম মিষ্টি কম।এটা জানার পরেও কেউ যদি গোবিন্দভোগ নিতে চায় দেওয়া যাবে।
মিষ্টি কম হলেও সাইজে মাশাআল্লাহ বেশ বড় ।
গোবিন্দভোগ আম কেজিতে ২-৩ টা হবে।
#ডায়াবেটিস রোগীদের জন্য পারফেক্ট।

সহজেই অর্ডার করতে : Grameen Bazar
প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপ : 01753-835082

#ম্যাংগো #আম

সরাসরি বাগান থেকে আম নিতে যোগাযোগ করুন ।প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপঃ 01753835082
10/05/2025

সরাসরি বাগান থেকে আম নিতে যোগাযোগ করুন ।

প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপঃ 01753835082

সাতক্ষীরার গোবিন্দভোগ আম এর সাইজ এতটাই সুন্দর দেখলে যে কেউ পছন্দ করবে।পাকলে কালার পুরো হলুদ হয়ে যায়।সাইজে মাশাল্লাহ অন...
07/05/2025

সাতক্ষীরার গোবিন্দভোগ আম এর সাইজ এতটাই সুন্দর দেখলে যে কেউ পছন্দ করবে।পাকলে কালার পুরো হলুদ হয়ে যায়।সাইজে মাশাল্লাহ অনেক বড় হয় দুই থেকে তিনটায় কেজি হয়।খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু হয় এর জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই পছন্দ করবে।আর বছরের শুরুতেই এটা পাওয়া যায় এর জন্য এটার চাহিদা ব্যাপক থাকে।আমি সরাসরি সাতক্ষীরার বাগান থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।একদম টাটকা ফ্রেশ আম পাবেন।
Inbox করুন অথবা ফোন করুন
যোগাযোগ করুন: 01753835082 (Whatsapp)

#সাতক্ষীরারআম #গোপালভোগ #গোবিন্দভোগ #হিমসাগর

সাতক্ষীরার  #গোপালভোগ ও  #গোবিন্দভোগ আম — এখনই প্রি-অর্ডার করুন!এই মৌসুমের টাটকা, কেমিক্যাল মুক্ত, বাগান থেকে সরাসরি সংগ...
06/05/2025

সাতক্ষীরার #গোপালভোগ ও #গোবিন্দভোগ আম — এখনই প্রি-অর্ডার করুন!
এই মৌসুমের টাটকা, কেমিক্যাল মুক্ত, বাগান থেকে সরাসরি সংগৃহীত আম আপনার ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

প্রথম ডেলিভারি শুরু:
গোপালভোগ ও গোবিন্দভোগ: ১০ মে থেকে
হিমসাগর: ২০-২২ মে থেকে

আমের বৈশিষ্ট্য:
– গোপালভোগ: প্রতি কেজিতে ৫-৬টি আম
– গোবিন্দভোগ: প্রতি কেজিতে ২-৩টি আম

অর্ডার প্যাকেজ:
১০ কেজি, ২০ কেজি, ৩০ কেজি, ৪০ কেজি—এভাবে নিতে হবে।
পূর্ণ পেমেন্টে প্রি-অর্ডার নিশ্চিত করা হবে।

যোগাযোগের জন্য:
📞 WhatsApp/কল: 01753-835082
🟩 প্রবাসী ভাইয়েরা: হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অর্ডার করতে।

বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই পৌঁছে যাবে সতেজ আম।
আপনার সন্তুষ্টিই আমাদের গর্ব।
আম খেয়ে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।

#সাতক্ষীরারআম #গোপালভোগ #গোবিন্দভোগ #হিমসাগর

25/12/2022

🍂লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত:

❝ لاَ إِلَهَ إِلاَّ الله ❞
(অর্থ: আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই)

ফজিলত:
💠১. রাসুল সাঃ বলেছেন, কেয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি, যে একনিষ্ঠচিত্তে لاَ إِلَهَ إِلاَّ الله বলে। [বুখারী, ইফা, হা/৯৯]

২.রাসুল সাঃ বলেছেন, সর্বোত্তম জিকির
হচ্ছে لا إله إلا الله বলা। [তিরমিজি, হা/৩৩৮৩]

৩.রাসুল সাঃ বলেছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে তা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় "লা ইলাহা ইল্লাল্লাহ" রাখা হয়, তাহলে উক্ত কালিমার পাল্লা ভারি হবে ইনশাআল্লাহ।[ মুসনাদে আহমাদ,মাশা. হা/৬৫৮৩]

৪.রাসুল সাঃ বলেছেন, তোমাদের মৃ ত্যু পথযাত্রীকে "লা ইলাহা ইল্লাল্লাহ" এর তালক্বীন দাও। কেননা যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা "লা ইলাহা ইল্লাল্লাহ" হবে, সে জান্নাতে প্রবেশ করবে। [তিরমিজি, হা/৯৭৬]

🤲 আল্লাহ তা'য়ালা যেন মৃত্যুর সময় বলার তৌফিক দান করেন আমিন।

24/12/2022

এই আয়াতটা খুব অন্তরে লাগে!
انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء،🌸

তুমি যাকে ভালোবাসো, ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবে না! তাকে সৎ পথে আনতে পারবে না!
তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে আনেন!

এবং কে সৎ পথে আসবে তা তিনিই ভালো জানেন!
[সূরা আল কাসাস,৫৬]

তাহলে শুকরিয়া আদায় করেন সেই রবের! যিনি পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আপনাকেই হেদায়েতের জন্য বেছে নিয়েছেন!🌸🤎

আলহামদুলিল্লাহ!"🌸🤎

22/12/2022

রাসূল (ﷺ) ইরশাদ করেন :
তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে, সে যেন বসার পূর্বে দু’রাকাত সালাত আদায় করে নেয়।

[সহীহ বুখারী : ৪৪৪]🥀

22/12/2022

-হঠাৎ করে কখনো .. ! কারো কথা মনে পড়লে তার জন্য দো'আ করুন । হয়তো বা সেই মূহুর্তে আপনার দোয়া তার খুব প্রয়োজন ।
“যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে ফেরশতারা তার জন্য দোয়া করেন ” -

[ আবু দাউদঃ ( ১৫৩৪ )

21/12/2022

"আমার বান্দাদেরকে সংবাদ দাও যে,
আমি বড়ই ক্ষমাশীল,বড়ই দয়ালু"
[সূরা আল হিজর:৪৯]

11/12/2022

যদি কাউকে কষ্ট দাও! আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও ! কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন !
--হযরত আলী (রাঃ)

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul Hakim:

Share

Category