SBA Vlog

SBA Vlog I am Sagar! Full name is "Md. Sagar Bin Aziz". This small channel of mine is a domestic travel-based channel.

Hey everyone, This is Mohammed Shagor Bin Aziz , welcome to my video log page

নতুন বছর মানে নতুন জীবন নয়, নতুন বছর মানে হচ্ছে আরও এক ধাপ হায়াত কমে গেল, আরও এক ধাপ আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম,  আমার...
02/01/2025

নতুন বছর মানে নতুন জীবন নয়,
নতুন বছর মানে হচ্ছে আরও এক ধাপ হায়াত কমে গেল,
আরও এক ধাপ আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম,
আমার জীবন টা আরও ছোট হয়ে গেল,
আগামীতে কি হবে জানি না, সব মানুষ ভালো চায় ভালোর অপেক্ষায় থাকে,,
ভালো কিছু হোক,
আলো ছড়াল সব মানুষের মনে, চিন্তায়, জীবনে...

26/12/2024

অপরূপ আশ্চর্য বাংলাদেশের গাজীপুর সাফারি পার্ক | ১ম পর্ব কোর সাফারি | Safari Park | গাজীপুর | 2024

4200 KM done without any problem ❤️😍😍
12/12/2024

4200 KM done without any problem ❤️😍😍

05/12/2024

কিভাবে সহজে ক্লে দিয়ে মালা তৈরি করবেন

02/12/2024

ক্লে দিয়ে তৈরি পানিতে হাঁসের চলাফেরা

ঠিক আছে ভাই লাগবেনা🙂
03/11/2024

ঠিক আছে ভাই লাগবেনা🙂

❤️❤️🥰🥰
28/10/2024

❤️❤️🥰🥰

আসসালামু আলাইকুম ❤️সূরাঃ আন নাহাল আয়াতঃ ৫৮ এবং ৫৯আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞❤.....

26/10/2024

কিভাবে কাগজ দিয়ে চায়ের কাপ বানাবেন

৩০০০ কিলো done 🥰🥰
26/10/2024

৩০০০ কিলো done 🥰🥰

একটু ঘুরে আসলাম
25/10/2024

একটু ঘুরে আসলাম

প্রি-বুকিং শুরু হবার ২ ঘন্টার মধ্যে স্টক আউট Royal Enfield Classic 350!আপডেট: প্রথম দিনে ৬ কোটি টাকার ২,৪৩৫ টি প্রি-বুকি...
23/10/2024

প্রি-বুকিং শুরু হবার ২ ঘন্টার মধ্যে স্টক আউট Royal Enfield Classic 350!
আপডেট: প্রথম দিনে ৬ কোটি টাকার ২,৪৩৫ টি প্রি-বুকিং পেয়েছে!

23/10/2024

বউ এর জন্য সিট নাই এ কেমন বিচার 🤔
শুধু কি সিংগেল দের জন্য
মানবতা কোথায় আজ 😭
#বয়কট রয়েল এনফিল্ড

ভুলে চাপ লেগে পোস্ট হয়ে গেসে। মন খারাপ কইরেন না ভাই🙄
21/10/2024

ভুলে চাপ লেগে পোস্ট হয়ে গেসে। মন খারাপ কইরেন না ভাই🙄

21/10/2024

রয়েল এনফিল্ড এর প্রাইস নিয়ে আপনার মতামত কি?

লবন কোম্পানি এতদিন কি পরিমানে মানুষের পকেট কাটছে। সাধুবাদ রয়েল এনফিল্ড কে বাইকারদের কথা বিবেচনা করার জন্য।Special announ...
21/10/2024

লবন কোম্পানি এতদিন কি পরিমানে মানুষের পকেট কাটছে। সাধুবাদ রয়েল এনফিল্ড কে বাইকারদের কথা বিবেচনা করার জন্য।
Special announcement for the Bike lovers! 💯🇧🇩
Royal Enfield Bikes Price Declared: (Huge surprise)
Royal Enfield Hunter 350 - 340,000 BDT
Royal Enfield Classic 350 - 405,000 BDT
Royal Enfield Bullet 350 - 410,000 BDT
Royal Enfield Meteor 350 - 435,000 BDT

রয়েল এনফিল্ড দেখতে সুন্দর, খুবই ক্লাসি হলেও এর কিন্তু কিছু অজানা সাইড রয়েছে!আসুন এই রয়েল এনফিল্ডের কিছু অজানা দিক সম্পর্...
21/10/2024

রয়েল এনফিল্ড দেখতে সুন্দর, খুবই ক্লাসি হলেও এর কিন্তু কিছু অজানা সাইড রয়েছে!
আসুন এই রয়েল এনফিল্ডের কিছু অজানা দিক সম্পর্কে জেনে নিই-
১। প্রথমত, বাইকগুলো কিন্তু রেগুলার বাংলাদেশি বাইকগুলো থেকে বেশ ভারি হবে। কারণ আমরা যেসকল বাইক বাংলাদেশে দেখি সেগুলার বডি কিট প্লাস্টিকের হলেও রয়েল এনফিল্ডের কিট লোহার তৈরি! তবে এতে এর বিল্ড কোয়ালিটি দারূন লেভেলে যায়! তবে ওজন বেশি হবার জন্য এটার সিটিতে রাইডিং এক্সপেরিয়েন্স কিছুটা খারাপই হবে, টার্নিং রেডিয়াস বাড়বে, কন্ট্রোল করা কঠিন হবে। তবে হাইওয়েতে অনেক স্ট্যাবল থাকবে।
২। এতে ইঞ্জিন অয়েল লাগবে প্রায় ২ দশমিক ৫ লিটার! হ্যা! যেখানে আমাদের নরমাল বাইকগুলায় ৮০০-১০০০ মিলিলিটার ইঞ্জিন অয়েল লাগে (ক্ষেত্রবিশেষে ১২-১৩০০ মিলিলিটার); সেখানে এতে প্রায় আড়াই লিটার ইঞ্জিন অয়েল লাগে, আর গ্রেড ও খুবই অদ্ভুত! 15w50 গ্রেডের ইঞ্জিন অয়েল।
এই গ্রেডের ইঞ্জিন অয়েল সচারচর দেখা যায়না দেশে। আর একটা ইঞ্জিন অয়েলের দাম যদি এভারেজ ১২০০ টাকা হয় (সিনথেটিক), তাহলে বুঝতেই পারছেন প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আপনাকে তিন বোতল মানে প্রায় ৩৬০০ টাকার ইঞ্জিন অয়েলই কিনতে হচ্ছে! খরচ অনেক বেড়ে যাবে এতে।
৩। মাইলেজ অনেক কম। আমরা প্রায় সব বাইকারই চাই আমাদের বাইকের মাইলেজ ভালো হোক। আপনি খুব জেন্টেল রাইড করলেও কিন্তু মাইলেজ অন্যান্য কমিউটার বাইকগুলোর মত পাবেন না। এমনিতেই ৩৫০ সিসি হিসেবে মাইলেজ কমই দেয়ার কথা, তারপরেও ভারি বাইক বলে মাইলেজ অনেক কমে যাবে।
৪। টপ স্পিড অনেক কম। যারা স্পিড লাভার তাদের জন্য এটা খুবই হতাশার! একটা ১২৫ সিসি বাইকের মত টপ স্পিড পাবেন। তবে হ্যা, টর্ক অনেক ভালো, পাহাড়ে কোনো ঝামেলা ছাড়াই আরামে উঠে যাবে, আর অনেক ওজন নিতে পারবে, আন্সট্যাবল হবেনা। এটা ভাল দিক।
৫। ভালো সার্ভিস ও পার্টসের অনিশ্চয়তা। যেহেতু রয়েল এনফিল্ড একদমই নতুন ব্র্যান্ড বাংলাদেশে, তাদের পার্টস অ্যাভেইল অ্যাবিলিটি কেমন হবে দেখার বিষয়। এবং একই সাথে গ্রাহক রা একটা ভালো অফিশিয়াল সার্ভিস ও ওয়ারেন্টি আশা করে। প্রথমদিকে কিছুটা সমস্যা হলেও দীর্ঘমেয়াদে সমস্যা গ্রাহক আশা করেনা।
রয়েল এনফিল্ড আমদানি করছে ইফাদ অটোস। তারা বাংলাদেশে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের ও অফিশিয়াল ডিলার। আশা করি পার্টস এর সহজলভ্যতা পাবেন গ্রাহকরা।
৬। ইঞ্জিন হিটিং ইস্যু। যেহেতু বেশ বড়সড় ইঞ্জিন, তার উপর কম্প্রেশন রেশিও ও বেশি, এবং এয়ার কুলড-সেহেতু এটা বেশ ভালোরকম হিটিং ইস্যু দেবে আপনাকে ঢাকার এই ভয়াবহ ট্রাফিকে। এতে বাইকের পার্ফরম্যান্স, ইঞ্জিন ডিউরেবিলিটি এবং লংজেভিটি অনেকটাই কমবে নিশ্চিত।
আর সবশেষে, দাম হাতের নাগালে থাকলেই হয়। প্রাথমিকভাবে, মোট চারটি মডেল বাংলাদেশে কাল লঞ্চ হচ্ছে সম্ভবত-
১) Royal Enfield Hunter 350
২) Royal Enfield Classic 350
৩) Royal Enfield Bullet 350
৪) Royal Enfield Meteor 350
দেখা যাক, দাম কেমন হয়!!
হ্যা, রয়েল এনফিল্ডের বেশ কিছু দারূন দিক ও কিন্তু আছে!
লুকস (যারা স্ক্র্যাম্বলার বা রেট্রো লুকসের বাইক পছন্দ করেন), অসাধারণ ওজন নেয়ার ক্ষমতা, দারুণ টর্ক (পাহাড়ে ওঠার জন্য আদর্শ) ও বেশ বেশ ভালো বিল্ড কোয়ালিটি।
এই রয়েল এনফিল্ডই হবে বাংলাদেশে এখনকার সময়ে লিগ্যালি চলা সবচেয়ে বেশি সিসির বাইক।
তা, সবচেয়ে বেশি সিসির দারুণ লুকের এই বাইক নিয়ে রাজপথ কাপাতে আপনি প্রস্তুত তো.....?????
কপি পোস্ট।

17/10/2024

ফাইনালি...
২১ তারিখ...
রয়েল এনফিল্ড লঞ্চ হচ্ছে বাংলাদেশে

Address

Pabna

Telephone

+8801711277802

Website

Alerts

Be the first to know and let us send you an email when SBA Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SBA Vlog:

Videos

Share

Category