Samiul Islam

Samiul Islam আসসালামুয়ালাইকুম;

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা।
(1)

04/09/2025

“আমার দুর্বল পরিকল্পনার ওপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন! এই ভাবনাটা আমাকে আকাশের মতো স্বস্তি দেয়, আলহামদুলিল্লাহ! ❤️”

বুইড়া বেড়ির যে কোন ভাবে  হোক, কচি পাটা লাগবে তার । ☠️☠️🤟🤙 🤣🙄(আসল পিক কমেন্টে) 🤣
04/09/2025

বুইড়া বেড়ির যে কোন ভাবে হোক, কচি পাটা লাগবে তার । ☠️☠️🤟🤙

🤣🙄(আসল পিক কমেন্টে) 🤣


বউয়ের চেয়ে শালী বড় 🤣🙄(আসল পিক কমেন্টে) 🤣
04/09/2025

বউয়ের চেয়ে শালী বড় 🤣🙄(আসল পিক কমেন্টে) 🤣


04/09/2025

02/09/2025

02/09/2025
শরতের প্রথম ভালোবাসা কাশফুল 🤍আজকের তোলা পিক👍👍
02/09/2025

শরতের প্রথম ভালোবাসা কাশফুল 🤍
আজকের তোলা পিক👍👍

এই টিশার্টের পকেটে একবার হলেও কে-কে হাত ঢুকাতে চাও? কমেন্ট করো।।💀
02/09/2025

এই টিশার্টের পকেটে একবার হলেও কে-কে হাত ঢুকাতে চাও?
কমেন্ট করো।।💀

📌 উচ্চশিক্ষা যত বেড়েছে, সমাজে তত ডিভোর্স বেড়েছে।কারণ কী? নারীর ভেতরের সহজ-সরল সিফাত আজ হারিয়ে যাচ্ছে।আজকের যুগে মেয়েদের ...
02/09/2025

📌 উচ্চশিক্ষা যত বেড়েছে, সমাজে তত ডিভোর্স বেড়েছে।
কারণ কী? নারীর ভেতরের সহজ-সরল সিফাত আজ হারিয়ে যাচ্ছে।

আজকের যুগে মেয়েদের মাঝে দেখা যায় বিড়াল প্রেম, পশু প্রেম, কিংবা বিশ্ববিদ্যালয়ের নানা ইভেন্টে ভলেন্টিয়ার হয়ে রাত জাগা উৎসাহ। র‍্যাগ ডে, পহেলা বৈশাখ, কালচারাল নাইট—সব কিছুর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে।
ফ্রি মিক্সিং, ছেলে বন্ধুদের সঙ্গে খুনসুটি—এ যেন স্বাভাবিক দৃশ্য।

👉 অথচ আশ্চর্যজনকভাবে, সংসারের ভেতরেই সব ভেঙে যায়!
কারণ? বাইরে তারা দারুণ টিম প্লেয়ার, কিন্তু স্বামীর সাথে এসে হয়ে যায় প্রতিদ্বন্দ্বী।

স্বামী যদি মাসে ৪০ হাজার টাকা আয় করে, তার অর্ধেক স্ত্রীর পেছনে খরচ করেও কৃতজ্ঞতা পায় না। অথচ একই নারী ১৫-২০ হাজার টাকার চাকরির জন্য সুপারশপে বা শোরুমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারে। বসের প্রতি আনুগত্য দেখাতে পারে। গ্রাহকের সাথে আচরণে মনে হয় সে পৃথিবীর সবচেয়ে মার্জিত মানুষ।

কিন্তু স্বামীর জন্য একটু আনুগত্য, একটু সম্মান—সেটাই যেন দাসত্ব মনে হয়।
ঘরের হাড়িপাতিল ধোয়া যেন তার কাছে বন্দিত্ব, অথচ বাইরে নালা পরিষ্কার করতেও সমস্যা নেই।

📌 তাই দেখা যায়, স্বামী যতই চেষ্টা করুক, তারা হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী।
বসকে প্রভু মানতে সমস্যা নেই, কিন্তু স্বামীকে প্রাপ্য সম্মান দিতে আপত্তি!

---

✍️ অবশ্যই বলি—এটা সব নারীর ক্ষেত্রে নয়।
কিন্তু সংখ্যাগরিষ্ঠ জায়গায় এই প্রবণতা স্পষ্ট—আর এটাই ডিভোর্স বৃদ্ধির অন্যতম কারণ।

শুধু মাত্র আপনার বান্ধবীর জন্য 😁😁লাগা মেনশন
02/09/2025

শুধু মাত্র আপনার বান্ধবীর জন্য 😁😁লাগা মেনশন

Address

Pabna
6610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samiul Islam:

Share