Expertjon68

Expertjon68 I am a proffetional digital expert. I have been working successfully for 5 years. I have accepted online work as a hobby and proffetion.

My main resource is efficiency and honesty. I have a high skilled team. We provide highly satisfying service.

07/08/2022

🎤🎤যে কোনো ধরণের পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার বেছে নিতে পারেন।

🖥️🖥️বর্তমান সময়ে ফ্রিলান্সিং করে অনেকেই হাজার হাজার টাকা ইনকাম করতেছে ঘরে বসে ।

🧑‍💻🧑‍💻আপনি কি একজন সফল ফ্রিলান্সার হতে চান??

🤹🤹তাহলে আপনাকে অবশ্যই skills develop করতে হবে।একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেটা অর্জন করবেন সেটা থেকে আপনি অবশ্যই বেনেফিট পাবেন।skills কখনো বিফলে যায় না।

skills development করে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিলান্সার।

🧑‍🎓🧑‍🎓আপনার ধৈর্য্য, আপনার শ্রম,আপনার সময় আপনাকে এমন জায়গায় পৌছে দিবে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।

🧑‍🎓🧑‍🎓আর সময় নষ্ট না করে,আপনিও skills Development করে পেশাদার অনলাইন ফ্রীল্যান্সিং ক্যরিয়ার গড়ে তুলুন 🥰

বিস্তারিত জানতে ও সহযোগিতা নিতে ইনবক্সে যোগাযোগ করুন এখনই 🙏

freelancing☘️যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় ☘️-🌲১.পরিবার চায়না।।২.আমার...
21/07/2022

freelancing
☘️যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় ☘️
-
🌲১.পরিবার চায়না।।
২.আমার তো টাকা নেই।।
৩.আমি কি পারব??🌲,

তো তাদের জন্য বলছি-

🥀১.পরিবার চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।
আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল ।
আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায় ।
আপনি যখন কিছু করবেন তখনই তো পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে। 🍀

🥀২.আমার তো টাকা নাই :- টাকা কারো কাছে থাকে না টাকা ম্যানেজ করতে হয়। আর চিন্তা করে দেখেন টাকা কেন ম্যানেজ করবেন। আপনার ভালোর জন্য নাকি খারাপ?
আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো টুরে যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতে পারেন কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে
চান না।
সময় টাকে কাজে লাগান।🍀

🥀৩.আমি কি পারব??:- এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের জন্য বলছি এখনো সময় আছে।

21/07/2022

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......
১. ফ্রিলান্সিং কি?
২. আমি ফ্রিলান্সিং করতে চাই!
৩. আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
৪. কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
★ ফ্রিল্যান্সিং কী?
ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে
★ আমি ফ্রিল্যান্সিং করতে চাই!😇
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।
★ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।
★ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?🤔
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারেন।
★ এখন প্রশ্ন হলো ফ্রিল্যান্সিং শিখবেন কিভাবে?
বিস্তারিত এই বিষয় জানতে আমাকে ইনবক্সে নক করুন
আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ 🥰

একজন Digital Entrepreneur এর প্রধান বৈশিষ্ট্য হলো তাকে 24/7 ডিজিটালি পাওয়া যায়৷ সবসময় অনলাইনে এক্টিভ থাকবেন, যেন আপনাকে ...
20/07/2022

একজন Digital Entrepreneur এর প্রধান বৈশিষ্ট্য হলো তাকে 24/7 ডিজিটালি পাওয়া যায়৷ সবসময় অনলাইনে এক্টিভ থাকবেন, যেন আপনাকে যে কেউ ১ মিনিটের মধ্যে পায়। আপনার সাথে কমিউনিকেট করতেই যদি সময় লেগে যায়, তবে কাজটা হবে কবে? আপনার সাথে যোগাযোগের রাস্তা সবসময় অন করে রাখবেন। এই সিস্টেমে সফল হওয়ার সবচেয়ে বড় কয়েকটা কোয়ালিটির একটা হলো কমিউনিকেশন স্কিল। স্কিল না হয় ধীরে ধীরে তৈরি হবে, কিন্তু কমিউনকেশন তো 5G গতিতে হতে হবে।

29/06/2022
লেখাপড়া অথবা অন্যান্য কিছুর পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান শুধু তাদেরকে বলছি 😇 🖥️শুধুমাত্র স্কিল (skill) ডেভেলপমেন্ট...
11/06/2022

লেখাপড়া অথবা অন্যান্য কিছুর পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান শুধু তাদেরকে বলছি 😇
🖥️শুধুমাত্র স্কিল (skill) ডেভেলপমেন্ট করে আমরা আমাদের মূল্যবান সময় গুলোকে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার কে সুনিশ্চিত করতে পারি 🤵🤵
💱 আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, কিন্তু অনেকেই জানি না ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়?
📜ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা সম্ভব কিনা?
📜ফ্রিল্যান্সিং করা ভালো ক্যারিয়ার গড়া যায় কি?
📜ফ্রিল্যান্সিং করে লং টাইম ইনকাম করতে পারব কি?
📜ফ্রিল্যান্সিং করে কত পারসেন(%) ইনকাম নিশ্চিত?
📜ফ্রিল্যান্সিং করতে হলে দৈনিক কত ঘন্টা সময় দিতে হয়?
📜ফ্রিল্যান্সিং এ কোন সেক্টর নিয়ে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করা যায়?
* এই ধরনের সকল প্রশ্নের জবাব নিয়ে একটি ফ্রী সেমিনারের আয়োজন করা হয়েছে 🙂

আগ্রহীরা সেমিনার করার জন্য ইনবক্স করুন।

❝ স্বাধীনতা কখনই বিনামূল্যে আসে না এবং তাই একটি পূর্ণ সময়ের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বেছে নেওয়ার আগে এখানে কয়েকটি বিষ...
11/06/2022

❝ স্বাধীনতা কখনই বিনামূল্যে আসে না এবং তাই একটি পূর্ণ সময়ের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বেছে নেওয়ার আগে এখানে কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত৷ ❞✨

ফ্রিল্যান্সিং এর এই জগতে আমরা বেশিভাগ মানুষ ফ্রিল্যান্সিং এ কাজ করতে চাই। 👩‍💻

তবে ফ্রিল্যান্সিং এ কাজ করার কিছু জিনিস আমাদের অবশ্যেই মাথায় রাখা দরকার। 🤔

১। ধৈর্য
২। শিখার মানসিকতা।
৩। সঠিক মেন্টর।
৪। সঠিক প্লাটফর্ম। যেখানে থেকে নিজের স্কিল ডেভেলপ করে মুক্ত পেশায় রাঙিয়ে নেওয়া। 📱

আমাদের জীবনে কোন কিছু পেতে চাইলে কখনোই বিনামূল্যে সেটা পাওয়া সম্ভব না। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বেচে নেওয়ার আগে এসব মাথায় রেখে ক্যারিয়ার বেচে নিতে হবে। 🤗


যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। তাদের মধ্যে চারটি সমস্যা খুবই লক্ষনীয় -১.পরিবার চায়না।।😢২.আম...
03/06/2022

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। তাদের মধ্যে চারটি সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।।😢
২.আমার তো টাকা নেই।।💵
৩.আমি কি পারব??🙄🤔😮‍💨
৪. আমার সামনে পরীক্ষা 😮‍💨😮‍💨
তো তাদের জন্য বলছি-

১.পরিবার চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।🥰
আপনার ধূমপান/রিলেশন আপনার পরিবার চায়?
এমন অনেক কাজ আছে যা আপনার পরিবার চায় না, তবু ও আপনি করেন।
✏️ তাহলে নিজের ক্যারিয়ার এর জন্য একবার পরিবারের বিপক্ষে যেতে অসুবিধা কোথায়??
✅ আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊

২.আমার তো টাকা নেইঃ ভাই টাকা তো আমার ও ছিল না । পরিবার থেকে support ও ছিল না।আর এখন টাকা পরিবারের support দুইটা ই ভরপুর😇।
🌸 আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য যোগাড় করতে পারবেন না ?

৩.আমি কি পারব? : এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন সবাই যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি কেউ সফল হয় তাহলে সেই সেই ব্যক্তিই হবো আমি..যদি নিজের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰

৪.সামনে আমার পরীক্ষা : ভাই পরীক্ষা আজীবন থাকবে , শুধু সময়ে সময়ে নাম পল্টাবে‌। যেমন: এখন আপনার সামনে ‌টেস্ট পরীক্ষা এটি শেষ হতে না হতেই চলে আসবে বোড পরীক্ষা 😮‍💨😮‍💨। তাই পরীক্ষার অজুহাতে ক্যারিয়ারে পিছিয়ে যাবেন না। জানলে আশ্চর্য হবেন ফ্রিল্যান্সিং জগতের বেশির ভাগ লোকই ছাত্র/ছাত্রী। তারা পারলে আপনি কেন পারবেন না ।

🎯 তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সুযোগ পেয়েছেন কাজে লাগান.....

কারণ জানার নাম সফলতা না, মানার নাম সফলতা





  ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্...
31/05/2022


ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং।💻

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।

★ডিজিটাল মার্কেটিং এর সুবিধা:💥
খুব সহজে বিশাল অডিয়েন্সের কাছে পোঁছানো যায় বলে ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক সুবিধা বিদ্যমান, চলুন বর্তমান সময়ে জনপ্রিয় কিছু সুবিধা জেনে নেই।

- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও)
- সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম)
- কনটেন্ট মার্কেটিং
- সামাজিক মিডিয়া মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন
- ইমেল মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং
- মোবাইল বিপণন (অ্যাপস, এসএমএস এবং এমএমএস)

পরিশেষে, ডিজিটাল মার্কেটিং শিখার সময়ের দাবী। আমরা যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারি তাহলে আমরা হয়ে উঠতে পারি একজন দক্ষ মার্কেটার।
🥰

কারো কারো হয়তো ফ্যামিলি প্রবলেম চলে,কারো হয়তো ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না,কেউ কেউ হয়তো  প্রিয় মানুষকে হারিয়ে বিষন্...
21/05/2022

কারো কারো হয়তো ফ্যামিলি প্রবলেম চলে,কারো হয়তো ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না,কেউ কেউ হয়তো প্রিয় মানুষকে হারিয়ে বিষন্নতায় ভোগে সারাদিন, কেউ কেউ হয়তো নানান রকমের প্রেশারে পড়ে নিজেকে হারিয়ে খুঁজছে,কেউ কেউ হয়তো রোগে আক্রান্ত, আমাদের জীবনের 'সমস্যার'শেষ নাই আসলে। তাও আমরা 'কেমন আছি?' জিজ্ঞেস করলে হেসে হেসে বলে দেই 'আলহামদুলিল্লাহ ভালো আছি!'
সমস্যাগুলোর সমাধানে একটা প্যাসিভ ইনকাম অনেকভাবে সাহায্য করে,প্যাসিভ ইনকাম করতে ফ্রিল্যান্সিং এর তুলনা নেই।।
👇ফ্রিল্যান্সিং কী ❓
ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা,এখানে আপনি সাধীন ভাবে কাজ করতে পারবেন। আপনার কোনো বস থাকবে না আপনি নিজেই আপনার বস।
👇 আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম কিভাবে করবো
ইনকাম সম্পুর্ণ আপনার উপর নির্ভর করবে কারন,, কাজে যত সময় দিবেন ইনকাম ও ততো হবে ইনশাআল্লাহ। অনলাইনে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার যেকোনো একটি বিষয় এর উপর অভিজ্ঞতা থাকতে হবে। আর সেটি আমাদের হারবার আইটি ইন্সটিটিউট লেভেল ১ এর Course কিনলে ,, লেভেল ১ এ মোট ১৬ টা ক্লাস আছে এই ক্লাস গুলো করলে আপনি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং এক জন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন।💞✌️
আপনার কাছে স্মার্ট ফোন /ল্যাপটপ/ কম্পিউটার থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।
ফ্রি ক্লাস এ জইন হয়ে আর ও বিস্তারিত জানতে ইনবক্সে করুন 🥰
🥰

A T T E N T I O N ⚠️ ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করব?বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিজিক্যালি ...
20/05/2022

A T T E N T I O N ⚠️

ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করব?

বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিজিক্যালি কোর্স করার চেয়েও হাজারগুন ভালো অনলাইন কোর্স করা।

কারন-

🔴 OFFLINE COURSE: ফিজিক্যালি কোর্স করলে এক সপ্তাহে বা এক মাস আগের ক্লাসে স্যার কি করিয়েছিল তা মনে রাখা প্রায় অসম্ভব। আপনি মার্কেটপ্লেস এ একটা কাজ পেলে বারবার স্যারের কাছে দৌড়ানো লাগবে যে কিভাবে আপনি এই কাজটা করবেন।
⚫ ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্স করলে আপনি সরাসরি ক্লাস করার সুযোগ তো পাচ্ছেন ই! সাথে সাথে ঐদিনের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়।
যার ফলে আপনি এক বছর বা দশ বছর পরেও কোন ক্লাসে স্যার কি পড়েছিল আপনি যখন ইচ্ছা তখন রেকর্ডিং অন করে দেখতে পারেন।

🔴 OFFLINE COURSE : কোর্স চলাকালীন কোন একটা সমস্যার কারণে আপনি একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আপনাকে আলাদা ভাবে কখনোই করানো হবে না।

⚫ ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্সে আপনি কোন সমস্যার কারণে একটা ক্লাস মিস করলে আপনার ফ্রী সময়ে রেকর্ডিং দেখে ওই ক্লাস মেকআপ করা সহজ।

🔴 OFFLINE COURSE: অনেক সময় ঝড়-বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক সমস্যার কারণে আপনি হয়তো ক্লাসে উপস্থিত হতে পারবেন না।

⚫ ONLINE COURSE : কিন্তু অনলাইন কোর্সে আপনি যেকোন প্রতিকূলতার মধ্যে ঘরে বসে ক্লাস চালিয়ে যেতে পারবেন।

তাছাড়া আপনার কাছে রেকর্ডিং থাকায় আপনি একটা ক্লাস বারবার টেনে টেনে দেখতে পারবেন এর ফলে ছোটখাটো বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।

আরো অনেক সুবিধার কারণে বর্তমান সময়ে ফিজিক্যালি কোর্স করার চেয়েও অনলাইন কোর্স করা অধিকতর সহজ এবং দ্রুত সাফল্যের উপায়।

18/05/2022

#একটি সঠিক সিধান্ত,বদলে যাবে জীবনঃ
আপনার মধ্যেও দক্ষতা আছে হয়ত আপনি তা উপলব্ধি করতে পারেন।কিন্তু সেই দক্ষতা কিভাবে কাজে লাগাবেন?কিভাবে নিজেকে স্কিল্ড করবেন?কিভাবে নিজের দক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিবেন।সময় এখনি ঘুরে দাঁড়াবার নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন।কারও অধিনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বেরিয়ে নিজে কিছু করেন।
তাহলে কি করতে চাচ্ছেন
#ফ্রিল্যান্সং ক্যারিয়ারঃ
বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টর আমাদের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে গিয়েছে।আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে স্কিল্ড করে সুন্দর ভাবে গড়ে তুলতে পারি।
ফ্রীল্যান্সিং💻 করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয়💵 করছেন এবং অনেকেই এতো টাকা আয়💵 করে নিচ্ছেন যে, কোনো ফুল টাইম চাকরি থেকেও এতো টাকা💰 আয় করা সম্ভব না।
ফ্রীল্যান্সিং💻 করার আগে কিছু জিনিস জানা জরুরি 👉
📌 ফ্রীল্যান্সিং মানে কি?
📌কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবো?
📌 কীভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয়💵 করবো?
📌ফ্রীল্যান্সিং করে কত টাকা আয়💵 করা যাবে?
📌আমি কি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?
📌নতুনদের জন্য সেরা সাইট কোনটি?
📌মোবাইল📱 দিয়ে ফ্রীল্যানসিং সম্ভব কিনা?
📢সুখবর! যারা ফ্রীল্যান্সিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য একটি চমৎকার ব্যবস্থা করা হয়েছে। যারা এই সুযোগটা গ্রহন করতে ইচ্ছুক তারা আমাকে ইনবক্স📩 করুন। ধন্যবাদ 😊

14/05/2022
বেকারত্ব নিয়ে হতাশায় ভুগছেন?🤷‍♂️ অথবা জবের পাশাপাশি নিজের একটি স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার চিন্তা করছেন?🔥আপনি যদি...
13/05/2022

বেকারত্ব নিয়ে হতাশায় ভুগছেন?🤷‍♂️ অথবা জবের পাশাপাশি নিজের একটি স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার চিন্তা করছেন?🔥

আপনি যদি একজন স্টুডেন্ট, চাকরিজীবী অথবা নতুন একটি ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং-এ আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ!!!👍

Freelancing solution career আপনার জন্য নিয়ে এসেছে স্পেশাল অফার,, ডিজিটাল মার্কেটিং কোর্সে ৫০% স্কলারশিপ

✔️ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং সহ সকল মার্কেটিং এর সব স্ট্র‍্যাটেজি জেনে নিন আমাদের এক্সক্লুসিভ "Digital Marketing" - মাস্টারক্লাসে জয়েন করে।⚡

🔰 কেন আমাদের কাছে করবেন এই প্রশিক্ষণঃ

★ অভিজ্ঞ ও দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত।
★ ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্যান্ডার্ড কারিক্যুলাম।
★ ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গাইডলাইন।
★ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

বিস্তারিত জানতে ইনবক্সে 📩 যোগাযোগ করুন আর সরাসরি জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্যটি।
🥰

💻ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে ক্যারিয়ার গড়ুন ফ্রিল্যান্সিং এ...💱💱🔸 যারা এ ফ্রিল্যান্সিং সেক্টর থেকে  ক্যারিয়ার করতে ...
20/04/2022

💻ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে ক্যারিয়ার গড়ুন ফ্রিল্যান্সিং এ...💱💱

🔸 যারা এ ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ক্যারিয়ার করতে চান কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক ধারণা নিতে পারতেছেন না তাদের জন্য আয়োজন করা হয়েছে ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার🔹🔹

♻️সিট লিমিটেড বেশি সময় নেই ♻️
( মাত্র কয়েকজন সুযোগ পাবে এই ক্লাসে )

✳️✳️ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার এ সফল হতে চাচ্ছেন, তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন
করার জন্য আমাকে মেসেজ করুন📩📩
🥰

শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈---------যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের 1 ট...
18/04/2022

শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের 1 টা সমস্যা খুবই লক্ষনীয় -

১. আমার তো টাকা নেই।
তো তাদের জন্য বলছি-

👉 ১. আমার তো টাকা নেই-
আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই তাই না।
এখন আপনার আমার টাকা নেই বলেই তো আমি আপনি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি । তো আমাদের কে তো কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে ।

ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো টাকার ব্যবস্থা করেছি, তাই না । প্রথমে পরিশ্রম করে ইনকাম করেছি কিছু টাকা তার পরে হাওলাত করেছি তার পরে গিয়ে আমি কাজ শুরু করেছি রিক্স নিয়েছিলাম বলেই আজকে আমি সফল হতে পেরেছি ।

আপনাকেও ব্যাবস্থা করতে হবে এবং রিক্স নিতে হবে যদি নিজের সপ্নটাকে পুরোন করতে চান ।

আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন হোটেলে গিয়ে বন্ধু বান্ধবের সাথে অনেক টাকা নষ্ট করতে পারেন টুরে গিয়ে অনেক টাকা নষ্ট করতে পারেন ।

কিন্তু যখনি নিজের ক্যারিয়ারের বিষয় আসে তখন আমরা টাকা খরচ করতে পারি না এর জন্যই আমরা এতোটা পিছিয়ে আছি

কারন আমরা সেই জাগায় টাকা খরচ করি যেখানে আমার খরচ করার কনো প্রয়জন নেই আর যেখানে খরচ করার প্রয়জন সেখানে খরচ করি না ।।

নিজের চিন্তা ভাবনা চেঞ্জ করুন এবং নিজে মাইন্ড সেটআপ করুন স্বপ্ন তৈরি করুন এবং স্বপ্নকে বাস্তব রূপ দিতে পরিশ্রম করুন
🥰

চাকরির পিছনে না ঘুরে, ঘরে বসে ইনকাম করুন💖বলা চলে বর্তমানে একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া🥰 কিন্তু তার পরেও আমরা স...
09/04/2022

চাকরির পিছনে না ঘুরে, ঘরে বসে ইনকাম করুন💖
বলা চলে বর্তমানে একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া🥰 কিন্তু তার পরেও আমরা সেই চাকরির পিছনেই ছুটে চলি🚶
যেখানে দেশের সরকার বলছে ফ্রিল্যান্সার হতে, সেখানে কিভাবে আমরা চাকরির আশায় বসে থাকি☺
তাই আসুন নিজের ঘরে বসে, নিজের স্বাধীন মতো ফ্রিল্যান্সিং করি এবং বেকার মুক্ত দেশ গড়ি💝💝

Address

Sujanagar
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Expertjon68 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Expertjon68:

Share