ope Emon

ope Emon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ope Emon, Digital creator, Pabna.

03/03/2024

আর মাত্র কয়দিন,,,,,

14/02/2024

ইচ্ছা করে একা ঘরে থাকবো 🥰🥰🥰🥰

11/11/2023

ইসলাম ধর্ম পেয়ে যারা খুশি একমাত্র
তারাই বলি...!
আলহামদুলিল্লাহ 🥰

04/11/2023

মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। ❤️

মা ইংরেজিও বোঝে না, 🙂

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।❤️

মা মিথ্যেবাদী, 😔

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।🥰

মা বোকা, 😔

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়। 🥰

মা চোর, 😔

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।🥰

মা নির্লজ্জ,😔

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।❤️

মা বেহায়া, 😔

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।❤️

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে। 🥰

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। 🥰

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।🥰

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।❤️

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। 🥰🥰
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না😥😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্থ ভালোবাসা মূল্য করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন।
আমিন
মা ছাড়া দুনিয়া

21/10/2023

""আজকে শুনবো কার বাসা কোথায় ❤️
১)ঢাকা
২) গাজীপুর
৩) রাজশাহী
৪) শরিয়তপুর
৫) নারায়ণগঞ্জ
৬)টাংগাইল
৭) কিশোরগঞ্জ
৮) মানিকগঞ্জ
৯) মুন্সীগঞ্জ
১০) রাজবাড়ী
১১) মাদারীপুর
১২) গোপালগঞ্জ
১৩) ফরিদপুর
১৪) চট্টগ্রাম
১৫) কুমিল্লা
১৬)ব্রাহ্মণবাড়িয়া..
১৭) ফেনী
১৮)রাংগামাটি
১৯) নোয়াখালী
২০) চাঁদপুর..
২১) লক্ষিপুর
২২) কক্সবাজার
২৩) খাগড়াছড়ি
২৪) বান্দরবান
২৫) খুলনা
২৬) যশোর
২৭) সাতক্ষীরা
২৮) মেহেরপুর
২৯) নড়াইল
৩০) চুয়াডাঙ্গা
৩১) কুষ্টিয়া
৩২) মাগুরা
৩৩) বাগেরহাট
৩৪) ঝিনাইদ
৩৫) বরিশাল
৩৬) সিরাজগঞ্জ
৩৭) জয়পুরহাট
৩৮) নবাবগঞ্জ
৩৯)পাবনা
৪০) বগুড়া
৪১) নাটোর
৪২) নওগাঁ
৪৩) রংপুর
৪৪) পঞ্চগড়
৪৫) দিনাজপুর
৪৬) লালমনিরহাট
৪৭) নীলফামারী
৪৮) গাইবান্ধা
৪৯) ঠাকুরগাঁও
৫০) নরসিংদী
৫১) কুড়িগ্রাম
৫২) ঝালকাঠি
৫৩) পটুয়াখালী
৫৪) পিরোজপুর
৫৫) ভোলা
৫৬) বরগুনা
৫৭)মোমেনশাহী
৫৮) জামালপুর
৫৯) শেরপুর
৬০) নেত্রকোনা
৬১) সিলেট
৬২) মৌলভীবাজার
৬৩) হবিগঞ্জ
৬৪) সুনামগঞ্জ.

Address

Pabna
6670

Telephone

+8801304499458

Website

Alerts

Be the first to know and let us send you an email when ope Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share