B.Sc Honours -on Physics at National University of Bangladesh.

B.Sc Honours -on Physics at National University of Bangladesh. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B.Sc Honours -on Physics at National University of Bangladesh., Digital creator, Gazipur, Pabna.

26/10/2023

সাবজেক্ট রিভিউ : Physics
পদার্থ বিজ্ঞান বিষয়ে সাধারনত পদার্থেরে মৌলিক গুনাবলী, পদার্থের গঠন, শক্তি এবং পদার্থের উপর শক্তির ক্রিয়া ইত্যাদি নিয়ে কাজ করা হয়ে থাকে। পদার্থ বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তর ব্যাপ্তি ব্যাপক। যেমন একাধারে বিশ্ব সৃস্টির বিষয় নিয়ে এর আলোচনা, আবার পদার্থের অতি ক্ষুদ্র কনিকাসমূহ যেমন অনু, পরমানু এবং তাদের গঠন সম্পর্কিত বিষয়সমূহ পদার্থ বিজ্ঞানের আওতাভুক্ত। পদার্থ বিজ্ঞানকে King of the subjects বলে থাকেন কেউ কেউ। এই bacic subject থেকে পরবর্তিকালে অনেকগুলো শাখা প্রশাখার উৎপত্তি হয়েছে। Applied, Physics, Electronics, Molecular, Solid, State, Physics, Reactor Physics, Atmospheric Physics, Material science, Plasma Physics, GeoPhysics, Atomic Physics ইত্যাদি ’ এই বিষয়ের শাখা প্রশাখা। বর্তমান সময়ে এর প্রায়োগিক দিকটি প্রাধান্য পাচ্ছে বলে Basic Physics এর চর্চা বহির্বিশ্বে এবং এদেশও বহুলাংশে কমে গেয়েছে।

গত শতাব্দীর ৬০-এর দশকে পদার্থ বিজ্ঞানের চাহিদা ছিল সমস্ত বিষয়ের মধ্যে তুঙ্গে। এই অবস্থা দেশ এবং বিদেশ উভয় ক্ষেত্রেই বিদ্যমান ছিল। বর্তমানে এই অবস্থান অনেক নিচে নেমে এসেছে। তবে basic subject হিসেবে স্কুল, কলেজ, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও পদার্থ বিদ্যা পড়ানো হয়। Major Subject হিসেবে, তাই এর চাহিদা এখনও রয়েছে, বেশ কিছুটা। যারা গণিতে ভালো, তারা এই বিষয়ে ভাল করতে পারবে।

এ দেশের সমস্ত সাধারন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে এবং অনেক কলেজেই এই বিষয়ে অনার্স ও মাস্টার্স পড়ানো হয়ে থাকে। BUET-এ শুধুমাত্র এমফিল এবং পিএইচ ডি দেওয় হয় এই বিষয়ে।

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার ব্যাপক সুবিধা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে (পাবলিক ও প্রাইভেট) শিক্ষকতা, আনবিক শক্তি কমিশন, অন্যান্য কিছু গবেষনা প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজে শিক্ষকতা করার সুযোগ রয়েছে এই বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য। বিসিএস করে চাকুরিতে যোগদান করা ছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা সমূহে এই বিভাগের গ্রাজুয়েটরা ভাল করে থাকে। ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজে এর চাহিদা বেশ ভাল।

26/10/2023

#পড়া_পড়েন_কিন্তু_মনে_থাকে_না!
#তাদের_জন্য_এই_পোস্ট।

শতকরা ৮০% ছেলে মেয়ের এই সমস্যা হয়ে থাকে, অনেক বেশি পড়েন কিন্তু মনে থাকে না।আমার একটা প্রশ্ন, কি ভাবে পড়েন ?? এর মানে হচ্ছে আপনি টিভি দেখছেন আর পড়ছেন বা ফেসবুক ব্যবহার করছেন আর পড়ছেন মন দুই দিকে দিয়ে পড়া কোন দিন মনে থাকবে না। আমরা তাদের নিয়ে আলোচনা করছি যারা পড়াশুনা করে মন দিয়ে কিন্তু তার পরেও মনে থাকে না?প্রথম কথা আপনি এক দিনে বই শেষ করার চিন্তা করে পড়তে বসেন না। পরীক্ষার জন্য আমাদের পড়ার সময় অনেক আছে কিন্তু আমরা যখন মন চায় তখন আমরা বই শেষ করার চিন্তা নিয়ে পড়তে বসি ।এই রকম না করে প্রতিদিন একটা করে অধ্যায় পড়েন, একবার না ১০বার পড়েন কিন্তু যে অধ্যায় পড়বেন সেই অধ্যায় যেন শেষ হয়ে যায় সকল প্রশ্ন যেন মাথাতে থাকে । ১০বার পড়লেন এখন কি করবেন?? মনে করছেন ঐ অধ্যায়ের সব কিছু আপনার মনে আছে, কোন দিন সম্ভব না। আপনি অনেক কিছু ভুলে যাবেন । এখন এইটা দেখতে পাবেন খুব সহজে । একটা অধ্যায় পড়ার পড়ে দুই চোখ বন্ধ করে ভাবেন এই অধ্যায়ের কি কি প্রশ্ন ছিল এবং তার উত্তর কি কি ? আপনি যদি ৮০% চোখের সামনে ভেসে নিয়ে আসতে পারেন তা হলে বুঝতে পারবেন কোন দিন এই অধ্যায়ের প্রশ্ন আপনার ভুল হবে না। আরো ভাল মনে থাকার জন্য পরীক্ষা দেওয়া উচিৎ । আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি বুঝতে পারবেন আপনার কত টুকু মনে আছে ।আর পরীক্ষাতে কোন প্রশ্ন ভুল করলে, তার সঠিক উত্তর জানার পরে, ঐ প্রশ্ন আর ভুল হওয়ার কথা না।

Address

Gazipur
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.Sc Honours -on Physics at National University of Bangladesh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share