
21/07/2025
বাবা মায়ের আহাজারিতে পুরো বাংলাদেশের মানুষ আজ স্তব্ধ।
কতশত ছোট ছোট মাসুম বাচ্চাদের এমন ভয়াবহ অবস্থা হবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি।দুপুর থেকে নিউজ ফিডে ঘুরছি,বার বার নিজের ছেলের কথা ভাবছি।একটু ব্যাথা পাইলে মনটা হাহাকার করে উঠে আর সেই সকল বাবা মায়ের কি অবস্থা,যাদের সন্তান পৃথিবীতে নেই 😭 আবার কত মায়ের সন্তান হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে 😭তাদের যন্ত্রণা কে একটু হলেও উপলব্ধি করতে পারছি!!আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার ক্ষমতা দেন,আমিন।