29/01/2024
আপনি জানেন কি, বাংলাদেশের বর্তমান টপ লিডিং ই-কমার্স ওয়েবসাইট কি কি? হয়তো জানা নেই।
চলুন জেনে নেয়া যাক।
১। দারাজ.কম
দারাজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তাদের বেশ অনেক প্রোডাক্টের ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্যাশন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হোম এপিলিয়েন্স, খেলনা, বিউটি প্রোডাক্ট এবং আরও অনেক কিছু।
২। আজকের ডিল: আজকের ডিল হল আরেকটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। তাদের বেশিরভাগ পন্য গ্যাজেটভিত্তিক। তবে আপনি ফ্যাশন, ঘরের সামগ্রী এবং আরও অনেক কিছুই পাবেন।
৩। চালডাল: আইডিয়া কাকে বলে দেখুন! কে ভেবেছিলো, বাঙ্গালির হাতে হাতে একসময় মুদিখানা থাকবে! চালডাল মূলত গ্রোসারি এবং দৈনন্দিন জিনিসপত্র ডেলিভারি করে। ফল, সবজি, মুদিখানা, মাংস, ডেইরি পণ্য এবং আরও অনেক কিছু। তারা দ্রুত ডেলিভারি এবং দুর্দান্ত গ্রাহক সেবা প্রদান করে।
৪। পিকাবু: পিকাবু এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যা বেশিরভাগ ফ্যাশন পণ্য বিক্রি করে। তারা পুরুষদের, মহিলাদের এবং শিশুদের জন্য পোশাক, জুতা, এবং অ্যাক্সেসরিজ অফার করে। তারা নিজস্ব ব্র্যান্ডের পণ্য এবং অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বিক্রি করে।
৫। অথবা.কমঃ অথবা.কম আরোও একটি লিডিং ই-কমার্স সাইট যা আপনাকে নিত্য প্রয়োজনীয় পন্য/ সেবা দিয়ে থাকে।
৬। সাজগোজঃ একদম নতুন এক ই-কমার্স বিজনেস সাইট যা দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এবং এর ব্যবসা বেড়েই চলছে।
৭। রকমারিঃ বই কিনতে চান? যেই বই খুজছেন দিনরাত এক করে বিভিন্ন লাইব্রেরিতে, অথচ পাচ্ছেন না! সেই বই আপনি পাবেন রকমারি.কম এ। কারন, এখানে সারা দেশের বই বিক্রেতারা বসে আছে আপনার জন্যে, আপনাকে আপনার কাঙ্ক্ষিত বইটি আপনার কাছে পৌঁছে দিতে।
৮। বিক্রয়.কমঃ কে না জানেন এই ওয়েবসাইট সম্পর্কে! এইখানে আপনি পাবেন যতো রকম পুরাতন টেকনোলজিক্যাল ডিভাইস অর্থাৎ মোবাইল, কম্পিউটার, টিভি/মনিটর, বাইক, প্রাইভেট কার, এমনকি ল্যান্ড-প্রপার্টিও!
ভাবা যায়!
এরকম আরো অনেক ই- কমার্স ওয়েবসাইট আছে যারা দিন দিন নিজেদের ডিজিটাল রেইস এ এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারও যদি দিন শেষে এমন বিজনেস করার ইচ্ছে থাকে, তবে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পরুন। আপনিও পারবেন ওদের মতো হতে।
ফল ডাউনের চিন্তা করবেন না। কারন, হয়তো জানেন না, ই-ভ্যালী, অথবা.কম বা পিকাবু'র মতো গ্রোথ করা বিজনেসও কিন্তু ফল ডাউন করেছিলো। তবে আবার তারা কামব্যাক করেছে রাজার হালে!
KPN's Origin Md Shohanur Rahman পাবনা তাঁতপল্লী