KPN's Origin

KPN's Origin ই কমার্স প্রোডাক্ট এর মার্কেট এনালাইজ এবং আইডিয়া জেনারেট করি আমরা। তাই সাথে থাকুন, সঙ্গে থাকুন আর হয়ে উঠুন =The Analyzer=

20/02/2024

Watch full anime movie english dubbed.
KPN's Origin

আপনি জানেন কি, ১৬৫৩ সালের আজকের এই দিনে অর্থাৎ ২রা ফেব্রুয়ারি নিউ আমস্টারড্যাম নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়েছিলো বর্তমান ন...
02/02/2024

আপনি জানেন কি,

১৬৫৩ সালের আজকের এই দিনে অর্থাৎ ২রা ফেব্রুয়ারি নিউ আমস্টারড্যাম নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়েছিলো বর্তমান নিউ ইয়র্ক সিটির।
আজ জানবো নিউ ইয়র্ক সম্পর্কে অজানা ফ্যাক্ট সমুহ।

--> 1624 সালে, ডাচরা ম্যানহাটন দ্বীপে একটি কলোনী স্থাপন করে এবং এর নাম দেয় "নিউ আমস্টারডাম"।

--> 1664 সালে, ইংরেজরা নিয়ন্ত্রণ নেয় এবং এর নামকরণ করে "নিউ ইয়র্ক", ইয়র্কের ডিউকের সম্মানে।

--> 1653 সালে, নিউ ইয়র্ক শহরকে আনুষ্ঠানিকভাবে একটি শহর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

--> 1898 সালে, পাঁচটি বড় শহর (ম্যানহাটন, ব্রুকলিন, ব্রঙ্ক্স, কুইন্স এবং স্টেটেন আইল্যান্ড) একত্রিত হয়ে আধুনিক নিউ ইয়র্ক শহর গঠন করে।

--> ম্যানহাটন, শহরের কেন্দ্রস্থল, ঘনবসতিপূর্ণ জনসংখ্যা, আকাশচুম্বী ভবন এবং বিশ্বখ্যাত ল্যান্ডমার্কগুলির জন্য পরিচিত।


KPN's Origin পাবনা তাঁতপল্লী

আপনি জানেন কি, বাংলাদেশে আজ এক স্পেশাল "ডে"...?           KPN's Origin পাবনা তাঁতপল্লী
31/01/2024

আপনি জানেন কি, বাংলাদেশে আজ এক স্পেশাল "ডে"...?

KPN's Origin পাবনা তাঁতপল্লী

শুভ সকাল! আজ ১৬ই  মাঘ ১৪৩০ ১৮ ই রজব ১৪৪৫ আপনি জানেন কি, আজকের এই দিনে আমেরিকার প্রতাপশালী প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভে...
30/01/2024

শুভ সকাল!
আজ ১৬ই মাঘ ১৪৩০
১৮ ই রজব ১৪৪৫
আপনি জানেন কি, আজকের এই দিনে আমেরিকার প্রতাপশালী প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট জন্মগ্রহন করেছিলেন।
রুজভেল্ট সম্পর্কে অজানা কিছু ফ্যাক্ট নিয়ে বিশদ পোস্ট আসবে সন্ধ্যে বেলা।
সাথেই থাকুন, সঙ্গে থাকুন।
KPN's Origin

আপনি জানেন কি, বাংলাদেশের বর্তমান টপ লিডিং ই-কমার্স ওয়েবসাইট কি কি? হয়তো জানা নেই। চলুন জেনে নেয়া যাক।১। দারাজ.কম দারাজ ...
29/01/2024

আপনি জানেন কি, বাংলাদেশের বর্তমান টপ লিডিং ই-কমার্স ওয়েবসাইট কি কি? হয়তো জানা নেই।
চলুন জেনে নেয়া যাক।
১। দারাজ.কম
দারাজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তাদের বেশ অনেক প্রোডাক্টের ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্যাশন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হোম এপিলিয়েন্স, খেলনা, বিউটি প্রোডাক্ট এবং আরও অনেক কিছু।

২। আজকের ডিল: আজকের ডিল হল আরেকটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। তাদের বেশিরভাগ পন্য গ্যাজেটভিত্তিক। তবে আপনি ফ্যাশন, ঘরের সামগ্রী এবং আরও অনেক কিছুই পাবেন।

৩। চালডাল: আইডিয়া কাকে বলে দেখুন! কে ভেবেছিলো, বাঙ্গালির হাতে হাতে একসময় মুদিখানা থাকবে! চালডাল মূলত গ্রোসারি এবং দৈনন্দিন জিনিসপত্র ডেলিভারি করে। ফল, সবজি, মুদিখানা, মাংস, ডেইরি পণ্য এবং আরও অনেক কিছু। তারা দ্রুত ডেলিভারি এবং দুর্দান্ত গ্রাহক সেবা প্রদান করে।

৪। পিকাবু: পিকাবু এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যা বেশিরভাগ ফ্যাশন পণ্য বিক্রি করে। তারা পুরুষদের, মহিলাদের এবং শিশুদের জন্য পোশাক, জুতা, এবং অ্যাক্সেসরিজ অফার করে। তারা নিজস্ব ব্র্যান্ডের পণ্য এবং অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বিক্রি করে।

৫। অথবা.কমঃ অথবা.কম আরোও একটি লিডিং ই-কমার্স সাইট যা আপনাকে নিত্য প্রয়োজনীয় পন্য/ সেবা দিয়ে থাকে।

৬। সাজগোজঃ একদম নতুন এক ই-কমার্স বিজনেস সাইট যা দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এবং এর ব্যবসা বেড়েই চলছে।

৭। রকমারিঃ বই কিনতে চান? যেই বই খুজছেন দিনরাত এক করে বিভিন্ন লাইব্রেরিতে, অথচ পাচ্ছেন না! সেই বই আপনি পাবেন রকমারি.কম এ। কারন, এখানে সারা দেশের বই বিক্রেতারা বসে আছে আপনার জন্যে, আপনাকে আপনার কাঙ্ক্ষিত বইটি আপনার কাছে পৌঁছে দিতে।

৮। বিক্রয়.কমঃ কে না জানেন এই ওয়েবসাইট সম্পর্কে! এইখানে আপনি পাবেন যতো রকম পুরাতন টেকনোলজিক্যাল ডিভাইস অর্থাৎ মোবাইল, কম্পিউটার, টিভি/মনিটর, বাইক, প্রাইভেট কার, এমনকি ল্যান্ড-প্রপার্টিও!
ভাবা যায়!

এরকম আরো অনেক ই- কমার্স ওয়েবসাইট আছে যারা দিন দিন নিজেদের ডিজিটাল রেইস এ এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারও যদি দিন শেষে এমন বিজনেস করার ইচ্ছে থাকে, তবে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পরুন। আপনিও পারবেন ওদের মতো হতে।
ফল ডাউনের চিন্তা করবেন না। কারন, হয়তো জানেন না, ই-ভ্যালী, অথবা.কম বা পিকাবু'র মতো গ্রোথ করা বিজনেসও কিন্তু ফল ডাউন করেছিলো। তবে আবার তারা কামব্যাক করেছে রাজার হালে!
KPN's Origin Md Shohanur Rahman পাবনা তাঁতপল্লী

21/10/2023

হার মেনো না । আজকের দিনটা কঠিন , কাল হবে অন্ধকার , কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে.
Good Morning- শুভ সকাল।

20/10/2023

ব্যর্থতা মানে হচ্ছে , ব্যর্থতা — কেন হয়েছে , কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না । তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে , কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না । তাই কখনো অজুহাত বানাবে না , অন্যদের সুযোগ দেবে না —তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার । জিততে তোমাকে হবেই ।

20/10/2023

একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।

20/10/2023

“নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়।”

20/10/2023

“পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে,

ডানা মেলে কথা বলবে।

সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে,

যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে।”

Address

P. N Road, Shibrampur
Pabna
6600

Telephone

+8801999266961

Website

Alerts

Be the first to know and let us send you an email when KPN's Origin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KPN's Origin:

Share