Abdul Halim

Abdul Halim I am a Freelancer.(I Work in Digital Marketing) At SEO,Google Ads,Facebook Ads,Youtube SEO.

04/07/2025

বাংলাদেশে আমরা বলি মেট্রোরেল। মালয়েশিয়াতে বলা হয় LRT মনো রেল।
😀Malaysia LRT Station 🚉 🚉

✅যারা অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করবেন বা শুরু করেছেন কিন্তু সেল পাচ্ছেন না
23/06/2025

✅যারা অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করবেন বা শুরু করেছেন কিন্তু সেল পাচ্ছেন না

21/06/2025
26/02/2025
Good morning Malaysia 🌄
14/12/2024

Good morning Malaysia 🌄

22/11/2024

প্রতিটি মানুষের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সুযোগ আছে। আপনার আমার আমাদের সবার। আর সেটা দূরের কোনো জিনিস না। দূরত্বটা মূলত মৃত্যু। যে কোনো সময় সেটা ঘটে যেতে পারে। প্রশ্ন হলো আপনি কি আসলেই সেখানে যেতে চান? সে জন্য যেরকম জীবন অতিবাহিত করার কথা আপনি আমি কি তা করছি?
রাসূলুল্লাহ (স) এর এক বিস্ময়কর হাদিস। রাসূল (স) বলেন- "আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন।" সকল মানুষের জন্য, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না। কিন্তু কিছু মানুষ ওখানে যেতে চায় না। বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে। সুতরাং তারা সে ঘরগুলো উত্তরাধিকারসূত্রে পাবে।
আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুতরাং এটা নষ্ট করবেন না। দুর্বল ঈমান নিয়ে থাকবেন না। আল্লাহর প্রতি নিজের বিশ্বাস হারাবেন না। জীবনের কঠিন সময় গুলোকে এভাবে দেখুন—আল্লাহ দেখতে চান আপনি সেই ঘরগুলোর জন্য কতটুকু মূল্য দিতে চান।
এমন জান্নাত যেখানে আপনার বয়স হবে ৩৩, কোনোদিন বৃদ্ধ হবেন না এবং অসুস্থ হবেন না। দুঃখ বা দুঃশ্চিন্তা কোনোদিন আক্রমণ করবে না। নারীরা হবে হুরদের চেয়ে অসীম গুণে বেশি রূপবতী। আর পুরুষের শারীরিক শক্তিমত্তা হবে একশ মানুষের সমান। পাবেন সুবিশাল এক রাজত্ব, কুরআনের ভাষায় মূলকান কাবীরা। হাদিসে এসেছে, সর্বশেষ প্রবেশকারী পাবে দশটা পৃথিবীর সমান এক জান্নাত। তাহলে ভেবে দেখুন, ফিরদৌসের অধিবাসীরা কত বিশাল জান্নাত পাবে! যেদিকে তাকাবেন দু'চোখ জুড়ে শুধু দেখবেন নেয়ামত আর নেয়ামত। মন যা চায় তাই পাবেন, কুরআনের ভাষায় 'মা তাসতাহি আন্ফুসুকুম। যা কোনোদিন শেষ হবে না। প্রতিটি নেয়ামত দিন দিন শুধু বৃদ্ধি পেতে থাকবে। কখনো এক রকম নয়। আরো আছে মহাবিশ্বের মালিকের সাক্ষাৎ। যদি শুধু এ কাজগুলো করতে পারেন।
১। তারা নিজেদের নামাজে খুশু বজায় রাখে।
২। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।
৩। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। এর আরেকটি অর্থ হলো— যারা নিজেদের পরিশুদ্ধ করার কাজে সক্রিয়। অন্য কথায়, তারা বুঝতে পারে আমার ব্যক্তিত্ব অশুদ্ধ, এর নির্দিষ্ট কিছু সমস্যা রয়েছে। হয়তো আমার রাগের সমস্যা আছে, আমি হয়তো মানুষকে মাফ করতে পারি না। কেউ কষ্ট দিলে তা হয়তো ভুলতে পারি না। আমি হয়তো বুঝতেও পারি না যে, কথা বলার সময় আমি মানুষকে কষ্ট দিয়ে ফেলি। আমি হয়তো বিনোদনে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি।
এই আয়াতটি কিভাবে নিজ জীবনে বাস্তবায়ন করবেন? নিজের ব্যাপারে যে বিষয়গুলো অপছন্দ করেন তার একটি লিস্ট তৈরি করুন। আর আপনি নিশ্চিত যে, এগুলো আল্লাহও পছন্দ করেন না। এরপর এগুলো দূর করার চেষ্টায় আত্মনিয়োগ করুন।
৪। আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী। যারা অশ্লীলতা থেকে নিজেদের রক্ষা করে চলে।
৫। আর যারা নিজেদের আমানাত ও ওয়াদা পূর্ণ করে।
৬। আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান। (দৈনিক নামাজগুলো ঠিকভাবে আদায় করে।)
তারাই হল উত্তরাধিকারী। তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে। (সূরা মু'মিনুনের আলোকে)

✅ ফাইনালি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে        নিয়ে আসা হল🔥
04/11/2024

✅ ফাইনালি
বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে
নিয়ে আসা হল🔥

  ❤️
29/10/2024

❤️

💼 আপনার ব্যবসা বাড়ানোর জন্য একটি প্রমাণিত ডিজিটাল মার্কেটিং সমাধান খুঁজছেন? 💼একজন Facebook এবং Google বিজ্ঞাপন বিশেষজ্ঞ...
15/10/2024

💼 আপনার ব্যবসা বাড়ানোর জন্য একটি প্রমাণিত ডিজিটাল মার্কেটিং সমাধান খুঁজছেন? 💼
একজন Facebook এবং Google বিজ্ঞাপন বিশেষজ্ঞ হিসেবে, আমি উচ্চ-রূপান্তরকারী বিজ্ঞাপন প্রচারাভিযান তৈরি করতে পারদর্শী যা সত্যিকারের ফলাফল নিয়ে আসে। আপনি ROI বাড়াতে, আরও লিড জেনারেট করতে বা বিক্রয় বাড়াতে চাইছেন না কেন, আমি আপনাকে দক্ষভাবে পরিচালিত এবং অপ্টিমাইজ করা বিজ্ঞাপন কৌশলগুলির মাধ্যমে আপনার ব্যবসার লক্ষ্য অর্জনে সহায়তা করতে এখানে আছি।
📊 আমি যা অফার করি:
🎯 নির্ভুল লক্ষ্য নির্ধারণ এবং শ্রোতা গবেষণা: সঠিক লোকেদের কাছে পৌঁছান, তা স্থানীয় বা বিশ্বব্যাপী।
💡 সৃজনশীল এবং আকর্ষক বিজ্ঞাপন ডিজাইন: উপযোগী ভিজ্যুয়াল যা আপনার ব্র্যান্ডের সাথে সারিবদ্ধ করে এবং মনোযোগ আকর্ষণ করে।
⚙️ A/B পরীক্ষা এবং প্রচারাভিযান অপ্টিমাইজেশান: পারফরম্যান্স সর্বাধিক করার জন্য ক্রমাগত ফাইন-টিউন করা বিজ্ঞাপন।
📈 রূপান্তর ট্র্যাকিং এবং ডেটা বিশ্লেষণ: টেকসই ব্যবসা বৃদ্ধির জন্য ডেটা-চালিত সিদ্ধান্ত।
🌍লক্ষ্যযুক্ত গ্রাহক এবং অবস্থান সেটআপ
💵 খরচ-কার্যকর বিজ্ঞাপন কৌশল: বিনিয়োগের উপর রিটার্ন (ROI) সর্বাধিক করার সময় বিজ্ঞাপন খরচ কমিয়ে দিন।
পরিকল্পনা করা থেকে বাস্তবায়ন পর্যন্ত, আমি নিশ্চিত করব যে আপনার Facebook এবং Google বিজ্ঞাপন প্রচারগুলি সর্বোত্তম সম্ভাব্য ফলাফল প্রদান করবে। আমার লক্ষ্য হল লক্ষ্যযুক্ত ট্র্যাফিক চালনা করা, বিক্রয় বৃদ্ধি করা এবং স্মার্ট এবং স্কেলযোগ্য বিজ্ঞাপন কৌশলগুলির মাধ্যমে আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করা।
🚀 আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় উন্নীত করতে প্রস্তুত?
একটি কাস্টম বিপণন কৌশল নিয়ে আলোচনা করতে আজই আমাকে মেসেজ করুন যা আপনার প্রয়োজনের সাথে খাপ খায় এবং আপনাকে সাফল্যের পথে নিয়ে যায়!
📩 এখনই একটি সরাসরি বার্তা পাঠান!👇
https://wa.link/anmd7p

আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত❓আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা 😊🎉তাহলে আজই শুরু হোক আপনার নতুন পথযাত্র।     🔥প্য...
02/10/2024

আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত❓
আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা 😊
🎉তাহলে আজই শুরু হোক আপনার নতুন পথযাত্র।

🔥প্যাকেজ 🔥
রেগুলার মুল্য : 5,000৳
অফার মূল্য : 3,000৳ মাত্র
👉 সীমিত সময় এর জন্য ........................................

👉আপনি যা যা পাচ্ছেন:
✅ফেসবুক বিজনেস পেজ তৈরি
✅ফেসবুক পেজ প্রফেশনাল সেটআপ
✅ ফেসবুক পেজ SEO করা
✅10 ডলারের একটি বুস্ট।
সাথে লাইফ টাইম সাপোর্ট তো থাকছেই। তাই সময় নষ্ট না করে আজই প্যাকেজ টি নিয়ে আপনার ব্যবসা শুরু করুন।
🔥প্রতি মাসে এড রান বা বুষ্টের সুবিধা *শর্ত প্রযোজ্য*

WhatsApp
https://wa.link/anmd7p

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Halim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Halim:

Share