Abdul Halim

Abdul Halim I am a Freelancer.(I Work in Digital Marketing) At SEO,Google Ads,Facebook Ads,Youtube SEO.

15/08/2025

Nature's 10 Powerful Medicines (প্রকৃতির ১০ শক্তিশালী ওষুধ) এগুলো কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করতে পারেনা-
🔰1. Living Foods- জীবন্ত খাবার
2. Adequate Physical Exercise- পর্যাপ্ত শারীরিক পরিশ্রম
3. Breathing Exercises / Pranayama- প্রাণায়াম / দমচর্চা 4. Fasting- উপবাস / ফাস্টিং
5. Meditation- মেডিটেশন
6. Sunlight Exposure- সূর্যালোক গ্রহণ
7. Walking Barefoot on Soil খালি পায়ে মাটিতে হাঁটা 8. Adequate Water Intake- পর্যাপ্ত পানি পান
9. Proper Sleep পর্যাপ্ত ঘুম
10. Gratitude or Thankfulness- শুকরিয়া বা কৃতজ্ঞতা
🔰এই উপাদানগুলো মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। কিন্তু মানবজাতি আজ সবদিক থেকে পথহারা এবং দিকভ্রান্ত-

30/07/2025

💵টাকা দিয়ে মেডিসিন কিনতে পারবেন, সুস্থতা না...
তাই টাকা কোথায় কিভাবে ইনকাম করছেন সাবধান🚫

28/07/2025

আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখেই আমরা দিশেহারা হয়ে যাই।

অথচ গা$জার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে।

মানবতার ধ্বজাধারীরা একদিকে তাদের ওপর বো$মা ফেলছে। আবার যারা বো$মা থেকে বেঁচে যাচ্ছে, তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে।

এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে, এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে, আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না।

আরববিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ।

আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!

হে আল্লাহ, যাদের কারণে গা$জার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো।

Sheikh Ahmadullah

27/07/2025

বুস্টিং বা ম্যানেজ করার জন্য পেজ এক্সেস দিতে হবে? খুব সহজ পদ্ধতি এখানে!

15/07/2025

মালয়েশিয়ার এক মসজিদে মাগরিবের আজান চলছে।
সন্ধ্যার হালকা আলো, আজানের পবিত্র সুর — মনটাকে একদম শান্ত করে দেয়।
এই মুহূর্তটা আমি আমার চোখে যেমন দেখেছি, ঠিক তেমনভাবেই আপনাদের জন্য তুলে ধরলাম।
আল্লাহ আমাদের সবাইকে তার ডাকে সাড়া দেওয়ার তাওফিক দিন।
আলহামদুলিল্লাহ 🌙🕌




✅পারফেকশন নয় পারফর্ম করতে হবে তাহলে পারফেকশন এমনিতেই হয়ে যাবে💪
13/07/2025

✅পারফেকশন নয় পারফর্ম করতে হবে তাহলে পারফেকশন এমনিতেই হয়ে যাবে💪

04/07/2025

বাংলাদেশে আমরা বলি মেট্রোরেল। মালয়েশিয়াতে বলা হয় LRT মনো রেল।
😀Malaysia LRT Station 🚉 🚉

✅যারা অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করবেন বা শুরু করেছেন কিন্তু সেল পাচ্ছেন না
23/06/2025

✅যারা অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করবেন বা শুরু করেছেন কিন্তু সেল পাচ্ছেন না

21/06/2025
26/02/2025
Good morning Malaysia 🌄
14/12/2024

Good morning Malaysia 🌄

22/11/2024

প্রতিটি মানুষের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সুযোগ আছে। আপনার আমার আমাদের সবার। আর সেটা দূরের কোনো জিনিস না। দূরত্বটা মূলত মৃত্যু। যে কোনো সময় সেটা ঘটে যেতে পারে। প্রশ্ন হলো আপনি কি আসলেই সেখানে যেতে চান? সে জন্য যেরকম জীবন অতিবাহিত করার কথা আপনি আমি কি তা করছি?
রাসূলুল্লাহ (স) এর এক বিস্ময়কর হাদিস। রাসূল (স) বলেন- "আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন।" সকল মানুষের জন্য, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না। কিন্তু কিছু মানুষ ওখানে যেতে চায় না। বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে। সুতরাং তারা সে ঘরগুলো উত্তরাধিকারসূত্রে পাবে।
আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুতরাং এটা নষ্ট করবেন না। দুর্বল ঈমান নিয়ে থাকবেন না। আল্লাহর প্রতি নিজের বিশ্বাস হারাবেন না। জীবনের কঠিন সময় গুলোকে এভাবে দেখুন—আল্লাহ দেখতে চান আপনি সেই ঘরগুলোর জন্য কতটুকু মূল্য দিতে চান।
এমন জান্নাত যেখানে আপনার বয়স হবে ৩৩, কোনোদিন বৃদ্ধ হবেন না এবং অসুস্থ হবেন না। দুঃখ বা দুঃশ্চিন্তা কোনোদিন আক্রমণ করবে না। নারীরা হবে হুরদের চেয়ে অসীম গুণে বেশি রূপবতী। আর পুরুষের শারীরিক শক্তিমত্তা হবে একশ মানুষের সমান। পাবেন সুবিশাল এক রাজত্ব, কুরআনের ভাষায় মূলকান কাবীরা। হাদিসে এসেছে, সর্বশেষ প্রবেশকারী পাবে দশটা পৃথিবীর সমান এক জান্নাত। তাহলে ভেবে দেখুন, ফিরদৌসের অধিবাসীরা কত বিশাল জান্নাত পাবে! যেদিকে তাকাবেন দু'চোখ জুড়ে শুধু দেখবেন নেয়ামত আর নেয়ামত। মন যা চায় তাই পাবেন, কুরআনের ভাষায় 'মা তাসতাহি আন্ফুসুকুম। যা কোনোদিন শেষ হবে না। প্রতিটি নেয়ামত দিন দিন শুধু বৃদ্ধি পেতে থাকবে। কখনো এক রকম নয়। আরো আছে মহাবিশ্বের মালিকের সাক্ষাৎ। যদি শুধু এ কাজগুলো করতে পারেন।
১। তারা নিজেদের নামাজে খুশু বজায় রাখে।
২। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।
৩। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। এর আরেকটি অর্থ হলো— যারা নিজেদের পরিশুদ্ধ করার কাজে সক্রিয়। অন্য কথায়, তারা বুঝতে পারে আমার ব্যক্তিত্ব অশুদ্ধ, এর নির্দিষ্ট কিছু সমস্যা রয়েছে। হয়তো আমার রাগের সমস্যা আছে, আমি হয়তো মানুষকে মাফ করতে পারি না। কেউ কষ্ট দিলে তা হয়তো ভুলতে পারি না। আমি হয়তো বুঝতেও পারি না যে, কথা বলার সময় আমি মানুষকে কষ্ট দিয়ে ফেলি। আমি হয়তো বিনোদনে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি।
এই আয়াতটি কিভাবে নিজ জীবনে বাস্তবায়ন করবেন? নিজের ব্যাপারে যে বিষয়গুলো অপছন্দ করেন তার একটি লিস্ট তৈরি করুন। আর আপনি নিশ্চিত যে, এগুলো আল্লাহও পছন্দ করেন না। এরপর এগুলো দূর করার চেষ্টায় আত্মনিয়োগ করুন।
৪। আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী। যারা অশ্লীলতা থেকে নিজেদের রক্ষা করে চলে।
৫। আর যারা নিজেদের আমানাত ও ওয়াদা পূর্ণ করে।
৬। আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান। (দৈনিক নামাজগুলো ঠিকভাবে আদায় করে।)
তারাই হল উত্তরাধিকারী। তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে। (সূরা মু'মিনুনের আলোকে)

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Halim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Halim:

Share