MIR MD ABUL Hossain

MIR MD ABUL Hossain আল্লাহু আকবার

মহান আল্লাহ পাক এর উপর ভরসা করি।

আল্লাহ পাক কখনও নিরাশ করেন না।।
(2)

24/07/2025
19/07/2025

প্রতি বৃহস্পতিবার ও শনিবার ছুটিতে গমনকারী সেনাসদস্য পরিবহনের জন্য আন্ত:সেনানিবাস বাস চলাচল করে।
ফ্যাক্ট: রাজনৈতিক দলকে বাস সরবরাহ

No Caption....
19/07/2025

No Caption....

With Mir Md Abul Hossain – I'm on a streak! I've been a top fan for 9 months in a row. 🎉
10/07/2025

With Mir Md Abul Hossain – I'm on a streak! I've been a top fan for 9 months in a row. 🎉

10/07/2025

আসসালামু আলাইকুম

অতীতের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা।।।
07/07/2025

অতীতের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা।।।

06/07/2025
“কখনও নয়; নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।” (২৬-সূরা আশ শোয়ারা: আয়াত-৬২)
06/07/2025

“কখনও নয়; নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।” (২৬-সূরা আশ শোয়ারা: আয়াত-৬২)

দুপাশের কথাসহ হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে জেনে নিন মাত্র ২ মিনিটে:হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে এক নত...
05/07/2025

দুপাশের কথাসহ হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে জেনে নিন মাত্র ২ মিনিটে:

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে এক নতুন সুখবর। এবার চাইলে খুব সহজেই দুপাশের কথা-সহ হোয়াটসঅ্যাপ অডিও কল রেকর্ড করা যাবে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন, বিশেষ করে যখন সাধারণ কল বা ভিডিও কনভার্সেশনের সময় রেকর্ডের প্রয়োজন হতো।

এই সমস্যার সমাধান হিসেবে এখন ব্যবহার করা যাচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ — "Call Recorder (Early Access)"। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

কিভাবে কাজ করবে?
১. Call Recorder (Early Access) অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
২. এরপর অ্যাপ চালু করে প্রয়োজনীয় টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ ও প্রয়োজনীয় পারমিশন (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) দিতে হবে।
৩. সব পারমিশন দিয়ে ফিচারটি সক্রিয় করার পর হোয়াটসঅ্যাপ অডিও কলে দুই পাশের কথোপকথনই স্পষ্টভাবে রেকর্ড হবে।

কিছু সীমাবদ্ধতা
অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে। কিছু নির্দিষ্ট মডেলের ফোনে এই ফিচারটি অকার্যকর হতে পারে।

ব্যবহারকারীদের সতর্কভাবে পারমিশন প্রদান করতে হবে, কারণ এতে প্রাইভেসির বিষয়টি জড়িত।

ব্যবহারকারীর অভিজ্ঞতা
এটি ব্যবহার করে একজন টিউটোরিয়াল নির্মাতা জানান, “আমি এই অ্যাপ দিয়ে বেশ কয়েকবার পরীক্ষা করেছি। হোয়াটসঅ্যাপ অডিও কলে দুই পাশের কথোপকথন রেকর্ড হচ্ছে, এটা দারুণ! আগে যা কখনো সম্ভব ছিল না, এখন সেটি সহজেই করা যাচ্ছে।”

ভিডিও কলে কী করবেন?
হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ক্ষেত্রেও রেকর্ডের প্রয়োজন হলে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কতা: কল রেকর্ডিংয়ের আগে অবশ্যই অন্য পক্ষের অনুমতি নেওয়া আইনগত ও নৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when MIR MD ABUL Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MIR MD ABUL Hossain:

Share