Sazzad Vai

Sazzad Vai My Icon Muhammad (ﷺ) 🌸🖤
حاسبون الله ونعمال وكي

26/07/2025

শিশু আরাফাতের হৃদপিণ্ড বাহিরে...........

তোমরা রাগ করো না,  কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে।
26/07/2025

তোমরা রাগ করো না, কারণ রাগ
শয়তানের পক্ষ থেকে আসে।

25/07/2025

মৃত্যুকে অপেক্ষা করে পরিবারের জন্য একবস্তা আটা নিয়ে আসার যে ব্যাপারটা🙂

24/07/2025

এখন বিদেশ যাওয়ার পালা 🙂

23/07/2025

গরিবের আবু সাঈদ 🙂

22/07/2025

পাইলট তৌকির পুড়ে মারা যায় নি।ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইজেক্ট করে আগেই নেমে যান এবং পাশেই একটি ভবনের ছাদে অবতরণ করে আহত ছিলেন। তাকে উদ্ধারের ফুটেজ।

হতে পারে পরিকল্পিত হত্যা কান্ড 😞

22/07/2025

চোখের সামনে সহপাঠীদের আগুনে পূড়ে যেতে দেখাটা কত যে কষ্ট এটা বোঝানো যায় না🥹

27/02/2024

মেয়েরা কষ্টের কথা মায়ের কাছে বলে,আর আমরা ছেলেরা বলি না মা কষ্ট পাবে বলে!

12/12/2023

"মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান" এটা কি হাদিসের কথা?
☘☘▬▬▬ ◈◉◈▬▬▬☘☘
উত্তর:
"মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা" এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস নয় বরং লোকসমাজে প্রচলিত একটি উক্তি মাত্র। আমাদের সমাজে এ কথাটি মুখেমুখে প্রচলিত রয়েছে এবং শিল্পীরা গানের মধ্যে এ জাতীয় কথা বলে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এটি হাদিসের বক্তব্য নয়।
ইসলামের দৃষ্টিতে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়া, কারো মনে আঘাত করা, কারো সাথে প্রতারণা করা, অঙ্গিকার ভঙ্গ করা, গালি দেয়া, মিথ্যাচার করা ইত্যাদি অত্যন্ত জঘন্য গুনাহের কাজ- তাতে কোন সন্দেহ নাই। তবে উক্ত কথাটিকে হাদিস মনে করা বৈধ নয়। কেননা তা কোনও হাদিসের কিতাবে পাওয়া যায় না।

🌀 মুমিনদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়া মারাত্মক অন্যায় ও কবিরা গুনাহ (বড় পাপ)। এ বিষয়ে কুরআন-সুন্নাহর কতিপয় বক্তব্য উপস্থাপন করা হল:

❐ আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
"যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।" [সূরা আহযাব: ৫৮]

❐ আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে উচ্চ স্বরে বললেন,

يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ، وَلَمْ يُفْضِ الْإِيْمَانُ إِلَى قَلْبِهِ! لَا تُؤْذُوْا الْـمُسْلِمِيْنَ، وَلَا تُعَيِّرُوْهُمْ وَلَا تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ ؛ فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيْهِ الْـمُسْلِمِ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِيْ جَوْفِ رَحْلِهِ

‘‘হে লোক সকল! তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো; অথচ ঈমান তোমাদের অন্তরে ঢুকেনি,
- তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না।
- তাদেরকে লজ্জা দিও না।
- তাদের দোষ অনুসন্ধান করো না।
কারণ, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করলো আল্লাহ তা‘আলাও তার দোষ অনুসন্ধান করবেন। আর যার দোষ আল্লাহ তা‘আলা অনুসন্ধান করবেন তাকে অবশ্যই তিনি লাঞ্ছিত করে ছাড়বেন যদিও সে নিজ ঘরের অভ্যন্তরেই অবস্থান করুক না কেন’’। [তিরমিযী ২০৩২, মুসনাদে আহমদ, আবু দাউদ-হাদিসটি সহিহ, দ্রষ্টব্য সহিহ আবু দাউদ- আলবানী, হা/৪৮৮০]

❐ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sazzad Vai:

Share