Sazzad Vai

Sazzad Vai My Icon Muhammad (ﷺ) 🌸🖤
حاسبون الله ونعمال وكي

27/02/2024

মেয়েরা কষ্টের কথা মায়ের কাছে বলে,আর আমরা ছেলেরা বলি না মা কষ্ট পাবে বলে!

12/12/2023

"মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান" এটা কি হাদিসের কথা?
☘☘▬▬▬ ◈◉◈▬▬▬☘☘
উত্তর:
"মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা" এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস নয় বরং লোকসমাজে প্রচলিত একটি উক্তি মাত্র। আমাদের সমাজে এ কথাটি মুখেমুখে প্রচলিত রয়েছে এবং শিল্পীরা গানের মধ্যে এ জাতীয় কথা বলে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এটি হাদিসের বক্তব্য নয়।
ইসলামের দৃষ্টিতে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়া, কারো মনে আঘাত করা, কারো সাথে প্রতারণা করা, অঙ্গিকার ভঙ্গ করা, গালি দেয়া, মিথ্যাচার করা ইত্যাদি অত্যন্ত জঘন্য গুনাহের কাজ- তাতে কোন সন্দেহ নাই। তবে উক্ত কথাটিকে হাদিস মনে করা বৈধ নয়। কেননা তা কোনও হাদিসের কিতাবে পাওয়া যায় না।

🌀 মুমিনদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়া মারাত্মক অন্যায় ও কবিরা গুনাহ (বড় পাপ)। এ বিষয়ে কুরআন-সুন্নাহর কতিপয় বক্তব্য উপস্থাপন করা হল:

❐ আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
"যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।" [সূরা আহযাব: ৫৮]

❐ আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে উচ্চ স্বরে বললেন,

يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ، وَلَمْ يُفْضِ الْإِيْمَانُ إِلَى قَلْبِهِ! لَا تُؤْذُوْا الْـمُسْلِمِيْنَ، وَلَا تُعَيِّرُوْهُمْ وَلَا تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ ؛ فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيْهِ الْـمُسْلِمِ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِيْ جَوْفِ رَحْلِهِ

‘‘হে লোক সকল! তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো; অথচ ঈমান তোমাদের অন্তরে ঢুকেনি,
- তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না।
- তাদেরকে লজ্জা দিও না।
- তাদের দোষ অনুসন্ধান করো না।
কারণ, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করলো আল্লাহ তা‘আলাও তার দোষ অনুসন্ধান করবেন। আর যার দোষ আল্লাহ তা‘আলা অনুসন্ধান করবেন তাকে অবশ্যই তিনি লাঞ্ছিত করে ছাড়বেন যদিও সে নিজ ঘরের অভ্যন্তরেই অবস্থান করুক না কেন’’। [তিরমিযী ২০৩২, মুসনাদে আহমদ, আবু দাউদ-হাদিসটি সহিহ, দ্রষ্টব্য সহিহ আবু দাউদ- আলবানী, হা/৪৮৮০]

❐ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

10/12/2023

⭕ হায় আফসোস ৫ ওয়াক্ত নামাজ পড়ে আবার গান ও শুনে,,বাদ্যযন্ত্র/গান শোনাকে পাপ ই মনে করেনা আমার দেখা এরকম অনেক ভাই/বন্ধু আছেন,,আল্লাহ মাফ করুন আমিন 🤲

নাফে‘ (রাঃ) থেকে বর্ণিতঃ

একদা ইবনু ওমর (রাঃ) বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তাঁর দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে’ তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম (ছহীহ আবূদাঊদ হা/ ৪৯২৪, সনদ ছহীহ)।

⭕ অত্র হাদীছ দ্বারা বুঝা যাচ্ছে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের শব্দ যেন কোনোভাবে কানে না আসে তার সম্ভবপর চেষ্টা করতে হবে।

09/12/2023

-মন ভালো করার দোয়া🌸

-["আলহামদুলিল্লাহ্‌ আলা কুল্লি হালিন"]❤️

-Best Your Timeline?

08/12/2023

- আয়াতুল কুরসি!🌸🩵

-اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
বাংলা উচ্চারণ:- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আজিম।

- পড়া শেষে বলি: আলহামদুলিল্লাহ 🤍🖤

07/12/2023

নবী করীম (সা:)বলছেন বৃষ্টির সময় বান্দার মোনাজাত কবুল করা হয়!!
(আবু দাঊদ:২৫৪০)

ইয়া আল্লাহ!! 🤲
নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরকে শান্ত করুন।
ইয়া আল্লাহ!!🤲
বেকারদের উওম রিজিকের ব্যবস্থা করুন।
ইয়া আল্লাহ!!🤲
অবিবাহিতের দ্বীনদার জীবন সঙ্গীর ব্যবস্থা করুন।
ইয়া আল্লাহ!!🤲
আর যে সব মেয়েদের সন্তান হচ্ছে না তাদেরকে কোল জুড়ে নেক কার সন্তান দান করুন।
হে আল্লাহ!! 🤲
আমাকে ক্ষমা করুন এবং আমার পিতা মাতাকে ক্ষমা করুন। আমাদেরকে হেদায়েত দান করুন,,আমার পরিবারকে দ্বিনদার বানায়ে দেন।
ইয়া আল্লাহ!!🤲
মৃত,জীবিত সকল মুমিন মুসলমানকে ক্ষমা করুন।
ইয়া আল্লাহ!! 🤲
সকলের মনের গোপন নেক চাওয়া গুলো কবুল করুন।
ইয়া আল্লাহ!! 🤲
বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের হেফাজত করুন,, তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান,,
(আমিন)🤲

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sazzad Vai:

Share

Category