07/03/2025
অসাধারণ একটি গান
আহলান সাহলান প্রিয় রমাদান
ছায়াপথ ও সৃজনের যৌথ পরিবেশনা।
গানঃ আহলান সাহলান প্রিয় রমাদান
***গানের লিরিক্স**
শান্তি সুখের বার্তা নিয়ে এলো রমাদান
মুসলমানের তরফ থেকে আহলান সাহলান।
রহম ক্ষমা নাজাত নিয়ে এলো বছর ঘুরে
আনন্দ গীত মু'মিন হৃদয় গাইছে সুরে-সুরে।
সেই খুশিতে হাসছে আজি সারাটা জাহান।
আহলান সাহলান প্রিয় রমাদান আহলান সাহলান।
এই মাসে বদ, পাপিষ্ঠরা পাবে পথের দিশা
ঘুচবে সকল পাপ কালিমা ভ্রান্ত অমানিশা
শৃংখলিত হবে দুষ্ট ইবলিশেরই দল
প্রভুর হুকুম ছাড়লে যে ভাই সব হবে বিফল।
গোরের আজাব বন্ধ থাকে এই মুবারক মাসে
সকল দোয়া শুনতে প্রভু অনেক ভালোবাসে
সারা দিবস উপোস থাকে সকল রোজাদার
নেক কাজেতে মগ্ন হয়ে পাপ করে ছারখার।
ইফতারিতে কতই না সুখ দিলেন রহমান।
খালিপেটে রোযা-মুখের গন্ধ যেটা হয়
মেশক থেকে প্রভুর কাছে অতি সুবাসময়
রাত্রি জেগে তারাবিতে দাঁড়ায় মুসলমান
সেই নামাজে খতম করে পবিত্র কুরআন।
এই মাসেরই শেষ দশকে আসে ক্বদর রাত
হাজার মাসের চেয়েও নেকি করলে ইবাদাত
রোজার জাযা দিবেন প্রভু স্বয়ং নিজের হাতে
রোজ হাশরে জায়গা দিবেন সুখেরই জান্নাতে।
রোজাদারের জন্য খোলা থাকবে যে রাইয়্যান।
গানঃ আহলান সাহলান প্রিয় রমাদান
কথাঃ কাজী মারুফ
সুরঃ শফিক আদনান
পরিবেশনায়ঃ ছায়াপথ ও সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ পাবনা
শিল্পীঃ
ফরিদুল ইসলাম নাজিম
ইসরাফিল হোসেন
রুহুল আমিন
মিকাইল হোসেন
হোসাইন
মোহাম্মাদ আবদুল্লাহ
রাফিক হাসাননাঈম হোসেন
রেকর্ড
এলিগেন্ট স্টুডিও
সাউন্ড
এইচ এম হাফিজ
চিত্রগ্রহন
আব্দুল মোমিন জান
সম্পাদনা
আহসান ওয়ালিদ
পোষ্টার
আনিসুর রহমান
কৃতজ্ঞতায়
এইচএম আবু মুসা
ইসরাইল হোসেন শান্ত
হাদিউজ্জামান বুলবুল
মুন্নাফ হোসেন
বাকী বিল্লাহ
সহযোগিতায়
সাইদুল ইসলাম কচি
জামিলুর রহমান সবুজ
পরিচালনায়
ফরিদুল ইসলাম নাজিম
ইসরাফিল হোসেন
পরিবেশনায়
ছায়াপথ ও সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ পাবনা |