I am Nobody

I am Nobody I am Nobody 2.0 এর সা‌থে থাকার জন্য ধন্যবাদ❤️

চলো একদিন দেখা করি আমরা। পাশাপাশি বসি তুমি আমি কিছুটা সময়। ভুলে যাই তুমি কার কিংবা আমার উপর এখন কার অধিকার। কিছু কথা হোক...
22/03/2025

চলো একদিন দেখা করি আমরা। পাশাপাশি বসি তুমি আমি কিছুটা সময়। ভুলে যাই তুমি কার কিংবা আমার উপর এখন কার অধিকার। কিছু কথা হোক আমাদের, যা জমিয়ে রেখেছি নিজেদের মাঝে খুব গোপন করে বহুদিন ধরে। ভুল বোঝাবুঝিগুলোকেও না-হয় এই সুযোগে চুকিয়ে নেই আমরা। বেরিয়ে আসি একে অন্যের দাবি-দাওয়া থেকে।

ওই তো দুই কাপ চা শেষ হতে ঠিক যতটা সময় লাগে, সেই সময়টুকু দিলেই চলবে আমার। এরচেয়ে বেশি সময় কিংবা তোমার সঙ্গ চাইব না আমি। কারণ যেখানে অধিকার হারিয়ে যায়, সেখানে আর ধরে রাখার কি'বা বাকি থাকে? তা বুঝতে নিশ্চয়ই ভুল হওয়ার কথা নয় আমার। তাই বিদায় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তোমার।

মন হালকা করে আবারও উঠে পড়ব দু'জনেই। হাঁটা ধরব আলাদা দুই পথের দিকে। তোমার ঠিকানা হতে চাওয়ার আকাঙ্খা থেকে বেরিয়ে এসে আগাব আমি বর্তমানের বাস্তব ঠিকানার দিকে। তুমি এগিয়ে যাবে আমার বাইরে গড়ে নেয়া নতুন ঠিকানায়। আবারও মুখে এঁটে নেব নকল হাসি, নতুন করে ভুলে থাকার অভিনয় শুরু হবে আবার ।

জানি এই দেখায় তৃপ্তি হবে না, তৃষ্ণা মিটবে না।
বিদায় দিতে বা নিতে মন চাইবে না।
তবুও চলো দেখা করি।


_তবুও চলো দেখা করি

I am Nobody

09/03/2025

কোথাও না কোথাও তুমি আমার সাথে'ই রয়ে গেছো..!!

স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব যন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে! মাঝরাতের বুকের ব্যাথায় তুমি আছো।

ভা‌লোবাসা দূর থে‌কে দেখ‌তেই সুন্দর।
17/02/2025

ভা‌লোবাসা দূর থে‌কে দেখ‌তেই সুন্দর।

প্রিয় মায়াবতী, তোমার ওই ব্রাউন কালার‌ চো‌খের মায়ায় প‌ড়ে‌ছিলাম। ‌যে মায়া আজও আমা‌কে নির্ঘুম রাত পার কর‌াতে বেপ‌রোয়া হ‌...
16/02/2025

প্রিয় মায়াবতী, তোমার ওই ব্রাউন কালার‌ চো‌খের মায়ায় প‌ড়ে‌ছিলাম। ‌যে মায়া আজও আমা‌কে নির্ঘুম রাত পার কর‌াতে বেপ‌রোয়া হ‌য়ে থা‌কে।

 প্রিয় ভুল
14/02/2025

 প্রিয় ভুল

10/02/2025

- তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো?
- জানো না, তাই না?
- আমিও জানি না। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত। এমন কি হিমালয় পর্বত ও ।

- হুমায়ূন আহমেদ (এপিটাফ)

এই যে তুমি বলো,আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি!আমিও তা অস্বীকার করিনা কখনো!শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি! ভালোবাসার...
09/02/2025

এই যে তুমি বলো,
আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি!
আমিও তা অস্বীকার করিনা কখনো!
শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি! ভালোবাসার জন্য একটা অবয়ব দরকার হয়!
শুধু ঈশ্বরকে ভালোবাসতে অবয়ব লাগেনা!
তুমি যেহেতু ঈশ্বর নও, সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয়!
তবে আমি শরীরের জন্য ভালোবাসিনা, ভালোবাসি বলেই শরীর চাই!
শুধু একটা কোমল দেহ, প্রস্ফুটিত স্তন, গভীর যোনি কিংবা একটা সমস্ত নারীকে প্রয়োজন হলে,
তোমাকেই কেন লাগবে?
এই একই জিনিস আমি বেশ্যার ঘরেও পাই!
বেশ্যারও তোমার মতো দুটো স্তন আছে, কোমল শরীর আছে, গভীর যোনি আছে!
তবুও তোমাকেই কেন চাই আমার?
তোমাকে চাই, তোমার শরীরকে চাই, কারন তোমাকে ভালোবাসি!
তোমার পা থেকে মাথা অব্দি চুমু খাই! তোমার নুনের সমুদ্রের মদ পান করে নেশাগ্রস্থ হই!
বেশ্যার পায়ে ও কি কেউ চুমু খায়?
হয়তো তুমি আমার সাথে থাকবেনা! অন্যকেউ আসবে একদিন!
প্রচন্ড ভালোবাসা নিয়ে তোমার বুকের ভেতর বসে যাবে!
তোমার ঘুম হবেনা! তুমি খেতে পারবেনা!
তোমার অস্থিরতা বেড়ে চলবে দ্রুত গতিতে!
প্রেমিকের হাতের আঙুল ধরে কয়েক জীবন কাটিয়ে দিতে ইচ্ছে হবে!
তারপর দিন বাড়বে! সম্পর্ক পুরাতন হবে!
পবিত্র প্রেমিক হাতের আঙুল ছেড়ে দিয়ে শরীর ছুতে চাইবে!
সুযোগ পেলে স্তন চেপে ধরবে!
কপালে চুমু খেতে খেতে নিচে নেমে আসবে!
তুমি টের পাবে,
অত'টা পবিত্র আসলে হওয়া যায়না!
তুমি খুব করে বুঝবে, পৃথিবীর সমস্ত প্রেমিক শরীর চায়!
তুমি হয়তো প্রেমিক পাল্টাবে!
আবার নতুন প্রেমিক হবে!
তার পবিত্রতার ঘোর ও একদিন কেটে যাবে!
তুমি শরীর দিতে বাধ্য হবে!
সে তোমাকে চুমু খাবে, আলিঙ্গন করবে! আদর করে হাত বুলিয়ে দিবে!
তোমার সমস্ত লোম শিহরিত হবে!
তোমার সমুদ্রেও উত্তাল ঢেউ উঠবে! তুমি কান্না করবে এক ফোটা জলের জন্য!
জলটুকু পেয়ে গেলেই, তুমি শান্ত নদীর মতো নুয়ে পরবে!
তারপর টের পাবে,
যতটুকু ভালোবাসা মনে থাকে, তারচেয়ে বেশি থাকে শরীরে!
তুমিও একদিন ভালোবাসা পেয়ে শান্ত হবেনা! ভালোবাসার পাশাপাশি তোমার শরীর প্রয়োজন।

02/05/2024

এই যে দূরত্ব বাড়ালেন,
অকারণ দূরে চলে গেলেন!
অযাচিত গড়ে দিলেন দূরত্বের দেয়াল!
আজকাল এসবের কারণ জানতে ইচ্ছে করে।
অথচ, এক জীবনে
আপনাকে ভালোবাসা ছাড়া
আমি আর কোনো অন্যায় করিনি।
তবে কি কাউকে ভালোবাসাই
অনিবার্য দূরত্বের কারণ!

I am Nobody

01/05/2024
30/04/2024

আপনি-
দূরত্ব বাড়াইয়া নিজের ভালো থাকাটাই চাইলেন।
কতখানি পাইলেন?

30/04/2024

মানুষ দুঃখ লুকিয়ে হাসে।
টলমল করা চোখ নিয়ে করে- নিজের সাথে প্রতারণা!

শুন্যস্থান পুরনটা হয়না জানেনতো.....ঐ লাইনটা অসমাপ্ত রেখেপরের লাইনটা শুরু করতে হয়.....
28/03/2024

শুন্যস্থান পুরনটা হয়না জানেনতো.....
ঐ লাইনটা অসমাপ্ত রেখে
পরের লাইনটা শুরু করতে হয়.....

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when I am Nobody posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I am Nobody:

Share