Jakia blogs

Jakia blogs Assalamuwalaikum.i am Jakia sultana.i shall be sharing cooking,travalin,clinig and baby Care.
(6)

13/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

12/05/2024

এতো বড় পৃথিবীতে মাগো,
কেহ নয় তোমার সমান।
তোমার বিকল্প নেই মাগো;
টাকা কড়ি মান সম্মান।।

টাকা দিয়ে সব কেনা যায়,
যায়না মা তোমার স্নেহ।
শত কেঁদে ও পাবেনা মাগো;
তোমার তুলনা কেহ।।

মহিয়সী জননী আমার,
তুমি যে অতীব মহান।
ত্যাগের আঁচল পেতে;
যুগে যুগে দিয়েছো প্রমান।।

“মা’ ছোট্ট এ ডাকের মাঝে,
কিযে সুধা, কি যাদু আছে।
মা, মাগো; জননী আমার!
কত ঋণী তোমার কাছে।।

দু-দিনের এ দুনিয়াতে মাগো,
বুক ভরা কত ভালোবাসা।
সব চলে স্বার্থ নিয়ে;
বিনিময়ে চায় শুধু আশা।।

তুমি কেন নিঃস্বার্থ মাগো,
তুমি কেন এতো ত্যাগীয়ান।
হতে পারে মায়ের মত;
তবু কেহ নয় মায়ের সমান।।

প্রতিটা মানুষের মোন যদি ফুলের মতো সুন্দর হতো পৃথিবীতে খারাপ বলে কিছু থাকতো না।
26/09/2023

প্রতিটা মানুষের মোন যদি ফুলের মতো সুন্দর হতো পৃথিবীতে খারাপ বলে কিছু থাকতো না।

14/09/2023

মসুরের ডাউলের পাতলা ঝোল, টমেটো দিয়ে পোয়া মাছ রান্না।

10/09/2023

ডিম, আলু, মিষ্টি কুমড়া,চ্যাপা শুটকি ভর্তা।

07/09/2023

সকাল টা শুরু হয় রান্নাঘরে।

কোন বিবাহিত মেয়ে মরে গেলে অথবা সুইসাইড করলে বাবা মায়ের মনে বড় দুঃখ হয়।কি কষ্ট ছিল মেয়ের মনে একটুও বললনা?কিন্তু আসলেই কি ...
24/08/2023

কোন বিবাহিত মেয়ে মরে গেলে অথবা সুইসাইড করলে
বাবা মায়ের মনে বড় দুঃখ হয়।
কি কষ্ট ছিল মেয়ের মনে একটুও বললনা?

কিন্তু আসলেই কি বলেনাই?
আপনার তাই মনে হয়?
বলেছে।
বারবার বলেছে।
হাজার বার বলেছে শতবার বলেছে।

কিন্তু তারা সমাধান কি দিয়েছেন জানেন?

সহ্য কর, ঠিক হয়ে যাবে
চাকরী ছেড়ে দেও
ব্যাবসা ছেড়ে দেও
সংসারে মন দাও
আরেকটা বাচ্চা নাও

কখনো অই মেয়ের স্বামীর মা কে বলতে শুনেছেন?
বাবা তুই সংসারে মন দে!
বাবা তুই এইযে প্রতি সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাস সেটা বাদ দিয়ে বউকে সময় দে!
বাবা তুই জিম করতে না গিয়ে বাসায় বউকে সময় দে! বাবা তুই ব্যাবসা ছেড়ে দে এত যখন ব্যাস্ততা!
বাবা তুই অফিস থেকে আসার সময় বউ এর প্রয়োজনীয় জিনিস গুলো এনে দিস!
বাবা তুই বউকে মাঝে মধ্যে একটু ঘুরতে বাহিরে নিয়ে যাস!
বাবা তুই বউকে এত নির্যাতন করিস না।

কোন দিন শুনেন নাই।

কারন পুরুষ এর কম্প্রোমাইজ করতে হয়না!

তাদের সংসার করতে হয়না।

সংসার শুধু এক তরফা নারীরা করবেন।
সমস্ত কম্প্রোমাইজ, স্যাক্রিফাইজ তারা করবেন।

সন্তান ধারন করতে জীবন টাও বাজি রাখবেন।
এক সন্তানে কাজ না হলে তিন চার বার এটেম নেবেন।

তাও সংসার কে টাইট করে ধরে তাকে রাখতেই হবে।

এরপর কেউ সফল নারী চিকিৎসক হয়েও গায়ে আগুন ঢেলে সুইসাইড করবে
কেউ ছাদ থেকে লাফ দেবে।
কেউবা মানসিক চাপ থেকে স্ট্রোক করে মরবে।

লিখে রেখে যাবে আই কুইট।

কত দুখে একজন মানুষ কোথাও একটু আশ্রয় আর শান্তনা না পেয়ে এভাবে কুইট করে কেউ জানেনা।

সবার কাছে গিয়ে যখন তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখনি সে কুইট করে।

আমি একে আত্নহত্যা বলবনা।

এটা খুন,এটা মার্ডার।

আফসোস এসব মার্ডারের কোন শাস্তি নেই।

24/08/2023

বঙ্গবন্ধু যমুনা সেতুর পাশে নতুন রেল সেতু।

21/08/2023

সংসারের মায়া বড় কঠিন যেখানেই যান সব গুছিয়ে রেখে যেতে হবে।

২ মিনিট সময় নিয়ে একটু পড়ুন-অনেক কিছু বুঝতে পারবেন। 🙂পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজ...
21/08/2023

২ মিনিট সময় নিয়ে একটু পড়ুন-
অনেক কিছু বুঝতে পারবেন। 🙂

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেনঃ-

১. পৃথিবীর সবচেয়ে দামী গাড়ী ছিল আমার গ্যারেজে কিন্তু এখন হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে।

২. আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড়, জুতা ও মূল্যবান জিনিস, কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মোড়ানো।

৩. ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না।

৪. আমার বাড়ি ছিল প্রাসাদের মতো কিন্তু এখন হাসপাতালে দুই বেড এ ঘুমাচ্ছি।

৫. পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি।

৬. শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার স্বাক্ষর।

৭. সাতটি পার্লার আমার জন্য বরাদ্দ ছিলো শুধু চুল ঠিক করার জন্য কিন্তু এখন — মাথায় একটা চুলও নেই।

৮. একটি প্রাইভেট জেটের সাথে আমি যেকোনো জায়গায় উড়তে পারি, কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন।

৯. অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোটা লবন পানি।

১০. এই বাড়ি, এই গাড়ি, এই প্লেন, এই আসবাবপত্র, এই ব্যাংক, অতি সুনাম আর গৌরব, এসব কিছুই আমার কাজে লাগে না। এর কোন কিছুই আমাকে আরাম দিতে পারবে না। "মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই। "

দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য!
সুস্থ থাকা অবস্থায় আপনার যত কম বা যত আছে তাতে খুশি থাকুন, খাবার আছে এক প্লেট, ঘুমানোর জায়গা আছে, তুমি কিছুই মিস করো না কারণ তুমিই সুখী।

11/08/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

08/08/2023

একটু দুষ্টামি একটু রান্নাবান্না নিয়ে আজকের ভিডিও।

07/08/2023

প্রতিদিনের সব থেকে ইম্পরট্যান্ট কাজ রান্না করতেই হবে।

05/08/2023

বাবা ছেলের সম্পর্ক এমনই হওয়া উচিত

31/07/2023

ভালোবাসার মানুষের প্রিয় খাবার রান্না।

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Jakia blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jakia blogs:

Videos

Share