FF ARMAN YT

FF ARMAN YT Welcome to our page�

📢 হারানো মোবাইল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি 📢 আমি, [শাহরিয়ার তুহিন], অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ১১ জুলাই ২০২৫ তার...
14/07/2025

📢 হারানো মোবাইল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি 📢



আমি, [শাহরিয়ার তুহিন], অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ১১ জুলাই ২০২৫ তারিখ (রাত ৯টায়) আমার একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ঘটনার সময় আমি লাইব্রেরি থেকে ডিগ্রি বটতলা যাওয়ার পথে রিকশাযোগে যাত্রা করছিলাম। ধারণা করা হচ্ছে, রিকশা থেকে নামার সময়ই ফোনটি পকেট থেকে পড়ে যায়।



হারানোর পর আমি আমার ফোনে কল করি। প্রথমে একটি ছেলে ফোন রিসিভ করলেও, কিছুক্ষণের মধ্যেই ফোনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ২-৩ দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর আজ হঠাৎ দেখি, আমার ফেসবুক আইডি থেকে একটি ছেলে স্টোরি শেয়ার করছে, যার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ফোনটি বর্তমানে তার কাছেই আছে।



📱 ফোনের মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে, যা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান।



তাই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যদি কেউ এই ছেলেটির পরিচয় বা ঠিকানা সম্পর্কে কিছু জানেন, তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি চির কৃতজ্ঞ থাকব।



📞 যোগাযোগের জন্য নাম্বার: 01735264093

📱 ফোনের ব্র্যান্ড ও মডেল: Redmi note 11(নীল কালার)
👇👇👇👇👇👇👇👇

13/07/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব।
এমন কাঁঠাল গাছ এর আগে দেখি নাই।

11/07/2025

✊✊✊

11/07/2025

আইন শৃঙ্খলা টিমের সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

10/07/2025

ঝড় বৃষ্টি আঁধার রাতেও থেমে নেই রাত জাগা পাখিগুলো,
নাহিদ,সারজিস,হাসনাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

08/07/2025

পাবনা শহিদ চত্বরে ছাত্রদের আগমন শুরু।

08/07/2025

উত্তাল পাবনা ✊

05/07/2025

মতিঝিল রহমানিয়া হোটেল এন্ড রিসোর্ট

04/07/2025

বন্ধু মুন্নার গার্লফ্রেন্ডকে ডাইনোসর আটকায় রাখছে।
বন্ধু মুন্না পারবে কি ডাইনোসরের থেকে তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করতে..!

04/07/2025

যতদূর চোখ যাবে ততোদূর আম আর আম🥭🥭

02/07/2025

নিরাশ চাই নিরাশ চাই পরিবহন সমস্যা
স্লোগানে স্লোগানে ভরে উঠেছে উত্তাল এডওয়ার্ড কলেজ।
কলেজে বাসের সংকট,
যথাসময়ে ছাত্রছাত্রীরা কলেজে উপস্থিত হতে পারেনা ভোগান্তিতে পড়তে হয় অনেক ছাত্রছাত্রীদের ।

02/07/2025

ছাত্র-ছাত্রীদের কলেজবাসের সংকট।
এই মুহূর্তে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের অবস্থা,

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when FF ARMAN YT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FF ARMAN YT:

Share