![📢 হারানো মোবাইল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি 📢 আমি, [শাহরিয়ার তুহিন], অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ১১ জুলাই ২০২৫ তার...](https://img3.medioq.com/639/701/730127926397011.jpg)
14/07/2025
📢 হারানো মোবাইল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি 📢
আমি, [শাহরিয়ার তুহিন], অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ১১ জুলাই ২০২৫ তারিখ (রাত ৯টায়) আমার একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ঘটনার সময় আমি লাইব্রেরি থেকে ডিগ্রি বটতলা যাওয়ার পথে রিকশাযোগে যাত্রা করছিলাম। ধারণা করা হচ্ছে, রিকশা থেকে নামার সময়ই ফোনটি পকেট থেকে পড়ে যায়।
হারানোর পর আমি আমার ফোনে কল করি। প্রথমে একটি ছেলে ফোন রিসিভ করলেও, কিছুক্ষণের মধ্যেই ফোনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ২-৩ দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর আজ হঠাৎ দেখি, আমার ফেসবুক আইডি থেকে একটি ছেলে স্টোরি শেয়ার করছে, যার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ফোনটি বর্তমানে তার কাছেই আছে।
📱 ফোনের মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে, যা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান।
তাই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যদি কেউ এই ছেলেটির পরিচয় বা ঠিকানা সম্পর্কে কিছু জানেন, তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি চির কৃতজ্ঞ থাকব।
📞 যোগাযোগের জন্য নাম্বার: 01735264093
📱 ফোনের ব্র্যান্ড ও মডেল: Redmi note 11(নীল কালার)
👇👇👇👇👇👇👇👇