ICT With Asad Sir

ICT With Asad Sir Assistant Teacher (Computer‌➤ICT➤Digital Technology)
Banwarinagar Govt. C.B. Pilot High School.

Hsc ICTডিজিটাল ডিভাইস জ্ঞান মূলক প্রশ্ন (ক)
06/07/2025

Hsc ICT
ডিজিটাল ডিভাইস
জ্ঞান মূলক প্রশ্ন (ক)

25/06/2025

আগামীকাল থেকে শুরু
Hsc- 2025 পরীক্ষা।
সকল পরীক্ষার্থীদের প্রতি রইল দোয়া, ভালবাসা ও শুভকামনা।
❤️❤️❤️

শেষ ক্লাস (ICT) | HSC 2025 ব্যাচদীর্ঘ দুই বছর একসাথে পথচলা—সেই পথচলার গত কয়েকদিন  ছিল শেষ ক্লাস।পাঠদান, কখনো বকাঝকা, কখন...
23/06/2025

শেষ ক্লাস (ICT) | HSC 2025 ব্যাচ
দীর্ঘ দুই বছর একসাথে পথচলা—সেই পথচলার গত কয়েকদিন ছিল শেষ ক্লাস।
পাঠদান, কখনো বকাঝকা, কখনো বা বন্ধুর মতো হাসি-ঠাট্টা—সব মিলিয়ে এক অনন্য সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের মাঝে।

এই দীর্ঘ সফরের আজকের প্রান্তে দাঁড়িয়ে মনে হচ্ছে, শুধু শিক্ষক নয়—তোমাদের একজন আপন মানুষ হয়ে উঠেছিলাম।
তোমাদের স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের প্রত্যেকটা মুহূর্ত আমার নিজের বলেই মনে হতো।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের জন্য রইলো অকুণ্ঠ শুভকামনা—তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, আগামী দিনের আলোকবর্তিকা হয়ে এই দেশকে গড়ে তুলতে পার।
জীবনের প্রতিটি ধাপে সত্য, সাহস আর মানবিকতা নিয়ে এগিয়ে চলো।

আর যদি কখনো আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, তবে সেই কষ্টকে তোমাদের স্যারের ভালবাসার এক নির্মল অভিব্যক্তি ভেবে ক্ষমাসুন্দর চোখে দেখো।

আজ বিদায়ের ক্ষণে মনটা ভার হয়ে আসে,
তবুও বলি—এই বিদায় শুধুই শারীরিক, মনের বন্ধন চিরকাল থাকবে অটুট।
ভালো থেকো, এগিয়ে চলো—সবসময় পাশে আছি, পাশে থাকব।

21/06/2025

প্রিয় HSC' 26 এবং 27 (ssc-25) ব্যাচের শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের জন্য HSC-ICT নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে।
এই কোর্সটি যাদের জন্য -a1
HSC লেভেলে যারা ICT বিষয়ে দক্ষ হতে এবং A+ নিশ্চিত করতে চাও।

HSC-ICT পূর্ণাঙ্গ কোর্সটিতে যা থাকছে—
✅ টপিক ভিত্তিক আলোচনা
✅ ব্যবহারিক ক্লাস (Chapter: 4,5,6)
✅ অধ্যায়/টপিক ভিত্তিক পরীক্ষা
✅ পূর্ণাঙ্গ মডেল টেস্ট
Z(✅ ক্লাস নোটস
✅ প্রতিযোগিতামূলক কুইজ
✅ সাপ্তাহিক সম্পূরক ক্লাস

নতুন ব্যাচে ভর্তি চলছে-

যোগাযোগ/ঠিকানা :
পার-ফরিদপুর ব্রিজ সংলগ্ন, ফরিদপুর, পাবনা।
Contact: 01712 70 53 17

৩১/০৫/২০২৫ তারিখ অনুষ্ঠিতব্য অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সিট প্ল্যান।
29/05/2025

৩১/০৫/২০২৫ তারিখ অনুষ্ঠিতব্য অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সিট প্ল্যান।

20/05/2025

প্রিয় SSC' 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ,
পরীক্ষা পরবর্তী সময়টি কাজে লাগাতে তোমাদের জন্য HSC-ICT নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে।

এই কোর্সটি যাদের জন্য -
HSC লেভেলে যারা ICT বিষয়ে দক্ষ হতে এবং A+ নিশ্চিত করতে চাও।

HSC-ICT পূর্ণাঙ্গ কোর্সটিতে যা থাকছে—
✅ টপিক ভিত্তিক আলোচনা
✅ ব্যবহারিক ক্লাস (Chapter: 4,5,6)
✅ অধ্যায়/টপিক ভিত্তিক পরীক্ষা
✅ পূর্ণাঙ্গ মডেল টেস্ট
✅ ক্লাস নোটস
✅ প্রতিযোগিতামূলক কুইজ
✅ সাপ্তাহিক সম্পূরক ক্লাস

নতুন ব্যাচে ভর্তি চলছে-

যোগাযোগ/ঠিকানা :
পার-ফরিদপুর ব্রিজ সংলগ্ন, ফরিদপুর, পাবনা।
Contact: 01712 70 53 17

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা:
14/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা:

Hsc- 2025 ( ICT) পরীক্ষার্থীদের জন্য:শেষ মুহূর্তের শর্ট ব্যাচ: চলমান (ক্লাস সংখ্যা : ৪০ টি)।প্রতি ক্লাসের উপর নিজস্ব শীট...
02/05/2025

Hsc- 2025 ( ICT) পরীক্ষার্থীদের জন্য:
শেষ মুহূর্তের শর্ট ব্যাচ: চলমান
(ক্লাস সংখ্যা : ৪০ টি)।
প্রতি ক্লাসের উপর নিজস্ব শীট প্রদান
ইনশাআল্লাহ এই ব্যাচ থেকে বেশিরভাগই তাদের কাঙ্ক্ষিত ফলাফল A+ অর্জন করবে।

Address

Pabna, Bangladesh
Pabna

Website

http://www.biict.com/

Alerts

Be the first to know and let us send you an email when ICT With Asad Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share