ARJ in KOREA

ARJ in KOREA EPSএর মাধ্যমে সরকারি ভাবে কোরিয়া আসতে,বাংলাদেশ ও কোরিয়ার তথ্য পেতে এই পেজটা Followদিয়ে রাখুন ধন্যবাদ।

07/06/2024

ভাষা পারদর্শী উৎপাদন খাতে স্কিল টেস্টের জন্য কাট মার্ক ১৭০
ভাবা যায়???

03/03/2024

🇰🇷🇧🇩২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী কাল সকাল ১০টা থেকে শুরু ৫ মার্চ উম্মুক্ত পদ্ধতিতে অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে।সবার জন্য শুভ কামনা রইলো🇰🇷🇧🇩

11/02/2024

남산서울 타워

10/02/2024

Jisan forest resort

31/12/2023

২০২৩ শেষ রাতে পার্কে আমরা সবাই

আজকে ছিল কোম্পানির ২০২৩ সালের শেষ কর্মদিবস+আমারও।তাই বিকাল ৪ টার দিকে কোম্পানির বোজাংনিম এসে বললো আজকে আর কাজ করতে হবেনা...
29/12/2023

আজকে ছিল কোম্পানির ২০২৩ সালের শেষ কর্মদিবস+আমারও।তাই বিকাল ৪ টার দিকে কোম্পানির বোজাংনিম এসে বললো আজকে আর কাজ করতে হবেনা,সারে ৪ টা পর্যন্ত কোম্পানি পরিস্কার করে সবাইকে কোম্পানির খাবার রুমে যেতে বলেন।তারপর আমরা সবাই সারে ৪ টায় গেলাম।আমি ভাবছিলাম হয়তো সবাইকে কিছু একটা খাওয়াবে? একটু পরে কোম্পানির মালিক আসলো হাতে কাগজের টুকরো ও কলম সবাইকে একটা করে কাগজের টুকরো আর কলম দিয়ে বলল এই বছরের কে মনোযোগ দিয়ে কাজ করছে তার নাম লিখতে। সবাই তার পছন্দের জনের নাম লিখে দিলো ,আমি আমার নাম লিখে দিলাম,আমার নাম দেখে মালিক একটু মজা করে হাসলো।কোম্পানিতে ৯ জন শ্রীলংকান ২ জনের নাম ওরা লিখে দিলো।কোরিয়ানরা কোরিয়ানদের নাম লিখে দিলো।মালিক সবার নাম দেখে ২ জন শ্রীলংকান ও ১ জন কোরিয়ানের নাম আবার লিখে দিতে বলেন। তারপর মালিক দেখে বললেন প্রথম ও দ্বিতীয় হলো শ্রীলঙ্কান তৃতীয় হলো কোরিয়ান।পরে মালিক বললো তোমরা যাদের নাম লিখেছো আমি তো মাঝে মাঝে কোম্পানির ভিতরে যেয়ে দেখেছি তার মধ্যে মিল নাই।তারপরে উনি বলেন প্রথম জনকে ৫ লাখ উয়ন ২ জনকে ৩ লাখ উয়ন তৃতীয় জনকে ২ লাখ উয়ন দিতে ও সামনে আরো সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে।।।।।

বি:দ্র-~এই কথা গুলো কেন লেখা ~যারা প্রথম ও দ্বিতীয় হলো তারা নাম্বার ওয়ান কাজে ফাঁকিবাজ।কিন্তু তারা কোম্পানিতে আগে আসছে।তাই পরে কোম্পানিতে যারা আসছে তারা বাধ্য হয়ে তাদের নাম লিখে দিছে।।অথচ যে ভালো কাজ করছে ওদের ভিতরে তার নাম লিখে দেয় নাই।।

🥲আমি আরেক কপাল পোড়া একমাত্র বাঙালি কোম্পানিতে।

Address

Tebunia Railway Station Road
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when ARJ in KOREA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share