বাঁশেরকেল্লা - পাবনা

বাঁশেরকেল্লা - পাবনা পাবনার সকল সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন

23/06/2025

আপা থাকলে ইরান-ইসরাইল-মার্কিন যু/ দ্ধের অযুহাতে দ্রব্যমূল্য বেড়ে যেতো!

16/06/2025
সন্দেহ আর সমালোচনার মুখে অবশেষে অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
03/06/2025

সন্দেহ আর সমালোচনার মুখে অবশেষে অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

31/05/2025

দিল্লির দাসত্বের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পিন্ডি কে টেনে নিয়ে আসা হয় মূলত দিল্লি কে খুশি করার জন্য। পিন্ডির কথা বলাই দিল্লির দাসত্বের প্রকাশ, কারণ ২০২৫ সালে দাঁড়িয়ে বাংলাদেশে যারা পাকিস্তানের এজেন্ট খুঁজে তারা মূলত নিজেদেরকে দিল্লির দাসত্বের তকমা থেকে প্রটেক্ট করার জন্যই এটা করে।

তেতো হলেও সত্য।

ওরা সেদিন তোমাদের ছিল না
27/05/2025

ওরা সেদিন তোমাদের ছিল না

ভা*র তীয় আধিপত্যের বিরুদ্ধে আতঙ্কের নাম ড. খলিলুর রহমান
25/05/2025

ভা*র তীয় আধিপত্যের বিরুদ্ধে আতঙ্কের নাম ড. খলিলুর রহমান

23/05/2025

দে বিএনপি...

23/05/2025

বিএনপির নেতাকর্মীরা এটা করতেই পারে না

22/05/2025

জামায়াতের দিকে তাকান— জুলাইয়ের পরে তারা এই সরকারকে সর্বোতভাবেই সমর্থন করেছে। দলটার নিবন্ধন দেওয়া হচ্ছে না। জামায়াত চাইলেই আন্দোলনে যেতে পারতো। বড় আন্দোলন ঘটানোর সামর্থ্য জামায়াতের আছে— এতে কেউ দ্বিমত করবেনা।

জামায়াতের আরেক নেতা— এটিএম আজহার। এখনো জেলে বন্দী আছেন। তাকে মুক্তি দেওয়া হচ্ছেনা। বার বার শুনানি পেছানো হচ্ছে। অথচ তার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছিল, তারা বলছে— এটিএম আজহার নির্দোষ। হাসিনা আমাদেরকে জোর করে, জীবনের ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষ্য নিয়েছে।

জামায়াত আন্দোলনে যায়না কেন— এজন্য জামায়াতের লোকেরাই জামায়াতকে গালিগালাজ করেছে। তবুও জামায়াত অস্থিরতা সৃষ্টি করে নাই।

জামায়াত ১৯৯০ সালেও এমন ব্যালেন্স রেখেছে। বিনা শরিকানায় তারা বিএনপিকে সমর্থন দিয়েছে। জামায়াত ১৯৯৬-তে বিএনপিকে সমর্থন দেয় নাই। আমার মতে, এর কারণ দুইটা— সেকালের শাহবাগীদের ফাঁদে পড়ে গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে তালবাহানা এবং তত্ত্বাবধায়ক সরকার না মানা।

এখনো, এই ক্রান্তিকালে আমরা দেখতে পাচ্ছি— জামায়াতের রোল সবচে বেটার। তারা অভুত্থানের সরকারকে বিপদে ফেলে নাই। বরঞ্চ, শাহবাগী শর্ত মেনে জামায়াতকে রাজনীতি করতে হবে, ইসলামী রাষ্ট্রকল্প ছাড়তে হবে— ইত্যাদি বলে জামায়াতকে মাইনাসের সর্বোচ্চ চেষ্টা চলমান ছিল।

এরপরেও জামায়াত স্থিতিশীল। ব্যালেন্সড পলিটিক্স, আদালতের প্রতি আস্থা, সরকারের প্রতি আস্থা— সবই তারা দেখিয়েছে। এরপরেও জামায়াতকে টার্গেট করা হয়েছে, কারণ— এটা পুরোপুরি ভারতীয় প্রকল্প।

দেশবাসীর উচিত— জামায়াতকে নিয়ে ভাবা। হোয়াট ইজ জামায়াত ফর বাংলাদেশ, এইটা নিয়া রিথিংক করতে হবে। জামায়াত মাইনাসের যে কোনো প্রকল্প ধূলিস্যাৎ করতে না পারলে রাজনীতির মাঠে ব্যালেন্স থাকবেনা।

- খালিদ মোহাম্মদ

19/05/2025

পাবনার আটঘরিয়ায় জামায়াতের অফিসে বিএনপির নেতাকর্মীদের কোরআন পো ড়া নো নিয়ে কথোপকথন..

15/05/2025

পাবনার আটঘরিয়ায় জামায়াতের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা-গুলিবর্ষণ! জামায়াতের মেয়রপ্রার্থী সহ বেশ কয়েকজন আহত। ১২-১৫টা মোটরসাইকেল ভাঙচুর। আবারও মুখোমুখি জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Address

56/30, Gulshan-2, Dhaka
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when বাঁশেরকেল্লা - পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share