Torikul Islam

Torikul Islam জীবন তো মাগরিবের সালাতের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতো সংক্ষিপ্ত।

04/03/2025

নারে তাকবীর আল্লাহু আকবার দেবতাখুম, বান্দরবান

তোমরা শহর দমাইতে চাইলে
আমারা পাহাড় থেকে জলে উঠবো
ইনকিলাব জিন্দাবাদ....

26/02/2025

বেত্রাঘাত এর নমুনা...
ছেলেটির বয়স ৬/৭ বছর। ৩য় শ্রেনীতে পড়ে। একজন প্রাথমিক শিক্ষিকার প্রহারে গুরুতর আহত ৩য় শ্রেনির এই শিক্ষার্থী।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়'র ৩য় শ্রেনীর শিক্ষার্থী সায়মন ইসলাম কে গত ২৩/০২/২০২৫ তারিখ দুপুর ২.০০ ঘটিকায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বেদম প্রহার করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আক্তার।

10/01/2025

লস এঞ্জেলেস জ্বলছে দাউ দাউ করে...

গাজা জ্বালানোর জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, আজ তারা নিজেরাই জ্বলছে... কোনো খরচ ছাড়াই!

নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।

05/01/2025

মাশা'আল্লাহ, সুবহানাল্লাহ!
আমি বাকরুদ্ধ হয়ে গেলাম..

‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’।

(সূরা ফুরকান, আয়াত: ৭৪)

19/09/2024

যেই ‘মেধা’ নিয়ে এত আন্দোলন, সেই মেধায় একটাবারের জন্য মনে হয়নি, সে মানসিক রোগী? এই মেধা কী কাজে লাগবে?

ভাত খাওয়ানোর সময় তোফাজ্জলকে জিজ্ঞাসা কর হয়, খাবার কেমন হয়েছে? উত্তরে তিনি বলেন,

"আল্লাহর রহমতে ভালো"

30/08/2024

কিছুক্ষণ আগে তাওহীদের মোয়াজ্জিন জি'হা'দ সংক্রান্ত জুম্মার খুৎবাহ দিয়েছিলেন!!

28/08/2024

আজকে শায়েখ জ*সিম উদ্দীন রা*হ*মানি হুজুর কল দিয়ে বললেন...

শায়েখ মুফতি আলী হাসান উসামা হাফিঃ

05/08/2024

ইন্না-লিল্লাহ,
সংসদ ভবনে শিক্ষার্থীদের গণকবর পাওয়া গিয়েছে।

#কোটা_আন্দোলন_২০২৪

05/08/2024

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।

05/08/2024

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

03/08/2024

অচিরেই আমরা (হেফাজতে ইসলাম বাংলাদেশ) মাঠে নামবো দেশকে মুক্ত করে ছাড়বো।
আপোষহীন রাহবার মুফতি মুনির হোসাইন কাসেমী হাফি.
২ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া ছাত্রদের মাগফিরাতের দোয়া মাহফিলে....

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Torikul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Torikul Islam:

Share