Islamik bani

Islamik bani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamik bani, Digital creator, Pabna.

14/03/2025

মসজিদে নববী (আরবি: المسجد النبوي) বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি মসজিদ। এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। মক্কার মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মাদ (সঃ) হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়।
মসজিদের উল্লেখযোগ্য কিছু দিক নিচে তুলে ধরা হলো:
* হযরত মুহাম্মাদ (সঃ) এর হাতে তৈরী:
* মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) মক্কা থেকে মদিনায় হিজরতের পর এই মসজিদটি নির্মাণ করেন।
* মসজিদটি শুধু নামাজের স্থান ছিল না, এটি সাহাবিদের মিলনস্থলও ছিল।
* রওজা মুবারক:
* এই মসজিদে হযরত মুহাম্মাদ (সঃ) এর রওজা অবস্থিত। এই কারণে ধর্মপ্রাণ মুসলিমদের কাছে মসজিদটির গুরুত্ব অনেক বেশি।
* জান্নাতুল বাকি:
* মসজিদের মধ্যে এমন একটি স্থান রয়েছে যাকে জান্নাতের বাগান বলা হয়।
* ঐতিহাসিক গুরুত্ব:
* ১৯০৯ খ্রিষ্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।
* ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত।
* মসজিদের সম্প্রসারণ:
* মুসল্লিদের স্থান সংকুলান করার জন্য বিভিন্ন সময় মসজিদটির সম্প্রসারণ করা হয়েছে।
* মসজিদের পরিচালনা:
* মসজিদ খাদেমুল হারামাইন শরিফাইনের নিয়ন্ত্রণে থাকে।
* মদিনা মুনাওয়ারার মসজিদে নববী ও মক্কা মুকাররমার মসজিদুল হারাম- দুটিই একটি বিশেষ প্রতিষ্ঠান পরিচালনা করে।
* মসজিদের দেখভালের দায়িত্ব স্বয়ং রাজপরিবারের ওপর।
মসজিদে নববী মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম এই মসজিদ পরিদর্শনে আসেন।মসজিদে নববী (আরবি: المسجد النبوي) বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি মসজিদ। এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। মক্কার মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মাদ (সঃ) হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়।
মসজিদের উল্লেখযোগ্য কিছু দিক নিচে তুলে ধরা হলো:
* হযরত মুহাম্মাদ (সঃ) এর হাতে তৈরী:
* মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) মক্কা থেকে মদিনায় হিজরতের পর এই মসজিদটি নির্মাণ করেন।
* মসজিদটি শুধু নামাজের স্থান ছিল না, এটি সাহাবিদের মিলনস্থলও ছিল।
* রওজা মুবারক:
* এই মসজিদে হযরত মুহাম্মাদ (সঃ) এর রওজা অবস্থিত। এই কারণে ধর্মপ্রাণ মুসলিমদের কাছে মসজিদটির গুরুত্ব অনেক বেশি।
* জান্নাতুল বাকি:
* মসজিদের মধ্যে এমন একটি স্থান রয়েছে যাকে জান্নাতের বাগান বলা হয়।
* ঐতিহাসিক গুরুত্ব:
* ১৯০৯ খ্রিষ্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।
* ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত।
* মসজিদের সম্প্রসারণ:
* মুসল্লিদের স্থান সংকুলান করার জন্য বিভিন্ন সময় মসজিদটির সম্প্রসারণ করা হয়েছে।
* মসজিদের পরিচালনা:
* মসজিদ খাদেমুল হারামাইন শরিফাইনের নিয়ন্ত্রণে থাকে।
* মদিনা মুনাওয়ারার মসজিদে নববী ও মক্কা মুকাররমার মসজিদুল হারাম- দুটিই একটি বিশেষ প্রতিষ্ঠান পরিচালনা করে।
* মসজিদের দেখভালের দায়িত্ব স্বয়ং রাজপরিবারের ওপর।
মসজিদে নববী মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম এই মসজিদ পরিদর্শনে আসেন।

18/02/2025

Ma niya gojol

18/02/2025

Gojol

16/02/2025

পড়ন্ত বিকেলে কিছু সময় সবজি খেতে

19/10/2024
18/10/2024

ঢাকা গাজীপুর মহানগর বাইপাস সংলগ্ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আজকে বাংলাদেশের জামাইয়েতে ইসলামের বক্তব্য শ্রমিকদের ন্যায্য মূল্য ন্যায্য অধিকার পাওয়ার একমাত্রই পথ ইসলামী শ্রমিক নীতির পথ অবলম্বন করা এ কথাটাই সবার মাঝে তুলে ধরা হলো

13/10/2024

13/07/2024

আমার আদরের দুটো মামা

13/07/2024

দোয়া মাসুরা

05/06/2024

বৈদ্যুতিক পুলের টিউবলাইট পরিবর্তন করুন গাজীপুর সিটি

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamik bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share