Ela Akter

Ela Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ela Akter, Digital creator, bera pabna, Pabna.

আমার  বান্ধবী যখন মা হবে🫣
27/09/2023

আমার বান্ধবী যখন মা হবে🫣

বিয়ের আগের ও বিয়ের পরের ছবি🙂মানুষ টা সঠিক হওয়া টাই অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। নয়তো সব শে'ষ হয়ে যায়..🙂💔
11/09/2023

বিয়ের আগের ও বিয়ের পরের ছবি🙂
মানুষ টা সঠিক হওয়া টাই অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। নয়তো সব শে'ষ হয়ে যায়..🙂💔

09/09/2023

শাশুড়ী রেডি থেকো আমি আইতাছি😂😍😍

~আমি স্ত্রী~আমি রাগ করব।আমিই ঠান্ডা হলে ক্ষুধা লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞেস করব।♥️~আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না।আ...
09/09/2023

~আমি স্ত্রী

~আমি রাগ করব।
আমিই ঠান্ডা হলে ক্ষুধা লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞেস করব।♥️

~আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না।
আমিই তোমার দিকে অপলকে তাকিয়ে বলবো " মা শা'আল্লাহ কি সুন্দর লাগছে "

~আমি সারা রাত ঝগড়া করব।
ভোর হলে কাঁথার বদলে তোমাকে জড়িয়ে শুয়ে পড়ব।
আমি অভিমান নিয়ে বলব "থাকব না আমি তোমার সাথে"!
আমি নামাজে বসে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই পাশে চাইবো!💞

~আমি রাগ হলে তোমার দিকে ফিরে তাকাবো না।
আবার তোমার ঘুমের পর ঘরের হালকা বাতি জ্বালিয়ে তোমার দিকে অপলক তাকিয়ে থাকবো।💖

~আমি সকালে নামাজ পড়ার জন্য টেনে টেনে তুলবো।
আমি ঝগড়া হলে কান্না করে বলবো " তোমার সাথে ভালো নেই আমি"!
আমিই কোন এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু ঝড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাববো।

~হুম আমি তো তোমার বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরী। একটু তো বাঁকা হবোই....!♥️

আমিই ভালোবাসবো।
আমিই অভিমান করবো। আমিই কাছে টেনে নিবো।
আমিই আজীবন পাশে থাকবো।
কখনো প্রেয়সি হয়ে আবার কখনো বন্ধু হয়ে কখনো তোমার সন্তানের মা হয়ে।
আমিই তোমার জীবন সঙ্গীনি।

~আমিই বারবার প্রমাণ করে দিবো আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক!♥️♥️

কারণ আমিই_স্ত্রী.!!♥️

((না পাওয়ার গল্প😢))((দিন শেষে একটা মেয়েকেই না পাওয়া নিয়ে চলে যেতে হয়😔😥))😒😒আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭ওর রান্নায় কোনদ...
08/09/2023

((না পাওয়ার গল্প😢))

((দিন শেষে একটা মেয়েকেই না পাওয়া নিয়ে চলে যেতে হয়😔😥))

😒😒
আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭
ওর রান্নায় কোনদিন নূন কম হত তো কখনো মশলার গন্ধ করতো।
আম্মা অনেক চিল্লাইতো।
আম্মার কমন ডায়লোগ ছিলো -

এইডি কি রান্ধো?
খাওন যায় না।
আমি মইরা গেলে আমার পোলার তো না খায়া ম/রা লাগবো।

ও যখন রেগে রেগে আমাকে জিজ্ঞাসা করতো

- কি রান্না কেমন হইসে? খাওন যায়?

আমি খুব নরম স্বরেই বলতাম

- হুম যাবে না কেন?

ভয় পাইতাম কিনা জানিনা। কেন মিথ্যা বলতাম তাও জানিনা।
চাইলে বলতে পারতাম
- এমনে না ওমনে রান্না কইরো।
তাহলে ভালো হবে।

কোনদিন বলি নাই।

একদিন অফিসে খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ আসলো।
বিয়ের ৭ মাসে এই ঘ্রাণ আমি ওর রান্নায় পাই নাই।
সেদিন খাবার এত মজা হইসিলো যে আমাকে আরো ২ প্লেট খেতে দিলে খেয়ে ফেলতে পারতাম।

আবেগ ধরে রাখতে না পেরে ওকে ফোন করলাম। হয়ত বলা উচিৎ ছিলো

- আজ রান্না অনেক দারুন হইসে।
এমনে রান্না কইরো।

কিন্তু প্রশংসা করলাম না।
আমার কাছে জিনিসগুলা খুব বিব্রতকর লাগতো।
স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস , স্যরি , প্রশংসা কেন করবে?
রান্নাটা তার ডিউটি। ভালো করলে প্রশংসা করাটা আমার ভালো লাগে না।

আমি ফোন করে বললাম

- কই আজকে না মার্কেটে যাইতে চাইসিলা?রেডি হয়ে আমার অফিসে ৫ টার সময় চলে আইসো।

বৌ ব্যাপক খুশি হয়ে গেলো।
আচ্ছা বলে ফোনটা রেখে দিলো।

আমি অফিস শেষ করে ঘড়ির কাটায় দেখলাম ৫.১০ বাজে।
ফোন দিলাম।
ফোন রিং বাজে কেউ ধরে না।
ফোন দিতেই থাকলাম।
ফোন বাজতেই থাকলো।
কোন খবর নাই।
আম্মা কে ফোন দিলাম পরে শুনলাম ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে।
৬ টা বেজে গেলো।
অস্থির লাগা শুরু করলো।

এদিক সেদিক খোঁজ করা শুরু করলাম।
হাতে ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন ফোন ধরলো।

দৌড়ে গেলাম আয়েশা মেমরিয়াল হাসপাতালে। মহাখালীর ফ্লাইওভার পার হওয়ার সময় বাসের চাপা খেয়েছে বৌ আমার।
পা দুইটা নাকি ঐখানেই ঝুলতেসিলো।
ফোন ধরলো এক সার্জেন্ট … সে ই বললো।
এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই।
তাই রিসিভ করতে পারে নাই।
যত দ্রুত সম্ভব গেলাম।

আমাকে দেখতে দেয় না ডাক্তাররা। বারবার অনুরোধ করলাম। দিলোনা। বলল

- এত মুমূর্ষু অবস্থায় আপনি দেখতে পারবেন না।

৪ ঘন্টা পর তখন রাতের ১২.৩০ টা বেজে গেছে।
ঢাকায় যত আত্মীয় ছিলো সবাই চলে আসলো।
আমাকে ডাক্তার ডেকে বলল

- পা তো আমরা কেটে ফেলেছি। রক্ত অনেক গিয়েছে। জ্ঞান নেই। আসলে আপনে দেখে আইসেন।

ভোর হয়ে গেলো। ঘুমাইতে পারলাম না। ঘুম আসলোও না। কারো সাথে কথা বলতে পারছিলাম না।

এরপর নার্স এসে বলল
- জ্ঞান এসেছে কিন্তু বেশি মানুষ যাবেন না। ১/২ জন যেতে পারেন।

আইসিউতে ঢুকে কলিজা কামড় দিয়ে উঠলো।
ওর দুইটা পা নাই। চেহারায় কোন মেকাপ নাই। কাঁটা ছেঁড়া দাগ। কিন্তু আজকে ওকে অনেক সুন্দর লাগছিলো।

সামনে গিয়ে কেন যেনো ঐদিন মুখ দিয়ে বের হয়ে গেলো - তোমাকে আজ সুন্দর লাগছে।

ওর মুখে অক্সিজেন মাক্স। হাতে প্লাস্টার। সম্ভবত হাত ধরতে চাচ্ছিলো আমার। ইশারা দিয়ে কি যেন বলসিলো।

৫ মিনিটও থাকতে পারলাম না।
নার্স বের করে দিলো।

কে জানতো ঐটা আমাদের শেষ দেখা হবে।
বিকেলেই শারিরীক অবস্থা খারাপ হতে লাগলো।
মাগরিবের পরপর জীবনের সাথে যুদ্ধ করে চলেই গেলো।

৯ বছর হয়ে গেছে ও মারা গেছে।
আমি হোটেলে খেতে বসলেই বাবুর্চিকে খুঁজে বলি
- রান্না অনেক ভালো হইসে।
এমনেই রান্না কইরেন।

আমার কাছে মনে হয় আমার মুখে প্রথম আর শেষবারের মত প্রশংসা শুনতেই আল্লাহ তারে ঐ আধা বেলা বাঁচায়া রাখসিলো।
তাও আফসোস লাগে সেদিন ফোনে একবার বলা দরকার ছিলো

- রান্নাটা অনেক ভালো হইসে……❤️💔
.
©️

02/09/2023
02/09/2023

দুষ্টু বউ🥰

বউঃ কি করো জান ❤️
বরঃ অফিসে কাজ করি😴
বউঃ সত্যি কি অফিসে তুমি🤔
বরঃ কেন তুমি কি আমাকে বিশ্বাস কোর না

বউঃহুম বিশ্বাস করি তো তোমাকে 🥰
বর ঃআমার লক্ষি বউ😘
বউঃ তুমি কি কাজ করো🤔
বরঃ তুমি বুঝবে না 🙂
বউঃ কেনো বুঝবো না 😤 কি এমন কাজ করছো যে আমি বুঝব না😏😏
বরঃ আরে রাগ করো কেনো সত্যি বল্লাম তো এতো আর ভাত রান্না করা না যে বুঝবে তুমি।😅

বউঃ তুমি ছবি তুলে দাও😤
বরঃ এখন ছবি তুলতে পারবো না🥲 বস আসে😶
বউঃ তুমি সত্যি অফিসে আসো তো🤔
বরঃ আবার বিশ্বাস করছো না আমায়😤 ওকে এই নাও ছবি 🫠
বউঃ ওকে
বরঃ এখন বুঝলে তো আমি মিথ্যা কথা বলি না🥰
বউঃ হুম জান 😍😍
তুমি তো আমার কুত্তা 🤩🤩
বরঃ ছি ছি বরকে কেও কুত্তা বলে??😡
বউঃ একটা প্রশ্ন করি??
বরঃ আর কি বলবে??
বউঃ বলোতো সব থেকে বিশ্বসত্ব প্রানী কোনটি??
বরঃ কুকুর।🐈 😶
বউঃ তুমিও তো আমার বিশ্বসত্ব তাই না??😁😁
বরঃ হুম তো।🤔
বউঃ এর জন্য তুমি আমার কুত্তা🐈😂
থোমাকে কুত্তা বলবো 🐈নাকি তোমাকে সন্দেহ করবো😜😜
বরঃ আরে না না আমি তো তোমার কুত্তাই তুমি কুত্তাই বলো আমাকে😷🐈
বউঃ ওকে মেরা জানু কুত্তা😜
বরঃ😢😢😢
বউঃ🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈

Address

Bera Pabna
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ela Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share