Job preparation

Job preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Job preparation, Digital creator, Pabna.

07/08/2025

1️⃣ 'জুলাই শহীদ' দিবস– ১৬ জুলাই।
2️⃣ ‘জুলাই গণ অভ্যুত্থান' দিবস– ০৫ আগস্ট।
3️⃣ ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অবস্থিত– গনভবন।
4️⃣ 'জুলাই ঘোষণাপত্র' ঘোষণা হয়– ০৫ আগস্ট ২০২৫ (মানিক মিয়া অ্যাভিনিউ)।
5️⃣ 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপক/পাঠ করে– প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
6️⃣ 'জুলাই ঘোষণাপত্র' এর মোট ধারা/অনুচ্ছেদ– ২৮টি।
7️⃣ 'জুলাই ঘোষণাপত্র' এর মোট শব্দ সংখ্যা– ১০৪০টি।

23/07/2025

* ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের #রপ্তানি আয়: ৪৬.৫৭ বিলিয়ন ডলার।
* ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের #আমদানি ব্যয়:
৬১ বিলিয়ন ডলার।

 #নির্মলেন্দু গুন জন্ম ২১ জুন ১৯৪৫ সালে নেএকোনা জেলায়।  তার লেখা-  #কাব্যগ্রন্থসম্পাদনা:-মুজিব-লেনিন-ইন্দিরাপ্রেমাংশুর র...
22/07/2025

#নির্মলেন্দু গুন জন্ম ২১ জুন ১৯৪৫ সালে নেএকোনা জেলায়। তার লেখা-

#কাব্যগ্রন্থ
সম্পাদনা:-
মুজিব-লেনিন-ইন্দিরা
প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০)
না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
কবিতা, অমিমাংসিত রমণী (১৯৭৩)
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪)
চৈত্রের ভালোবাসা (১৯৭৫)
ও বন্ধু আমার (১৯৭৫)
আনন্দ কুসুম (১৯৭৬)
বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
তার আগে চাই সমাজতন্ত্র (১৯৭৯)
চাষাভুষার কাব্য (১৯৮১)
অচল পদাবলী (১৯৮২)
পৃথিবীজোড়া গান (১৯৮২)
দূর হ দুঃশাসন (১৯৮৩)
নির্বাচিতা (১৯৮৩)
শান্তির ডিক্রি (১৯৮৪)
ইসক্রা (১৯৮৪)
প্রথম দিনের সূর্য (১৯৮৪)
আবার একটা ফুঁ দিয়ে দাও (১৯৮৪)
নেই কেন সেই পাখি (১৯৮৫)
নিরঞ্জনের পৃথিবী (১৯৮৬)
চিরকালের বাঁশি (১৯৮৬)
দুঃখ করো না, বাঁচো (১৯৮৭)
১৯৮৭ (১৯৮৮)
যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই (১৯৮৯)
ধাবমান হরিণের দ্যুতি (১৯৯২)
কাব্যসমগ্র, ১ম খণ্ড (১৯৯২, সংকলন)
কাব্যসমগ্র, ২য় খণ্ড (১৯৯৩, সংকলন)
অনন্ত বরফবীথি (১৯৯৩)
আনন্দউদ্যান (১৯৯৫ )
পঞ্চাশ সহস্র বর্ষ (১৯৯৫ )
প্রিয় নারী হারানো কবিতা (১৯৯৬)
শিয়রে বাংলাদেশ
ইয়াহিয়াকাল (১৯৯৮ )
আমি সময়কে জন্মাতে দেখেছি (২০০০)
বাৎস্যায়ন (২০০০) [৩]
#গল্পগ্রন্থ
সম্পাদনা-
আপন দলের মানুষ
পোড়ামাটি
ছড়ার বই
সম্পাদনা
সোনার কুঠার (১৯৮৭)
#আত্মজীবনীমূলক গ্রন্থ
সম্পাদনা
আমার ছেলেবেলা
আমার কণ্ঠস্বর
আত্মকথা ১৯৭১

22/07/2025
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। বহু শিক্ষার্থী আহত নিহতের শঙ্কা! আল্লাহ রহম করো 🤲   ゚viralシf...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। বহু শিক্ষার্থী আহত নিহতের শঙ্কা! আল্লাহ রহম করো 🤲
゚viralシfypシ゚viralシalシ2025

🍁Right froms of verbs এর ৫০ টি গুরুত্বপূর্ণ রুলস :
21/07/2025

🍁Right froms of verbs এর ৫০ টি গুরুত্বপূর্ণ রুলস :

 #কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা)গত ৪ তারিখ আমার বোনের...
19/07/2025

#কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা)

গত ৪ তারিখ আমার বোনের স্বামী রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমার বোনের হাজবেন্ড ছিলেন জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি; তিনি নিজ থানার একজন রুকন ভাইকে বাঁচাতে গিয়ে মূলত নিজে প্রাণ হারালেন। আর এরাই হলো ইসলামী আন্দোলনের কর্মী।

আমার বোন এ মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেনা স্বামীর মৃত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় ৮ ঘন্টা বেহুঁশ ছিলেন। দাপন সম্পন্ন করলাম। দাপনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে আমার বোন সন্ধ্যার সময় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন। পথিমধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান। গিয়ে দেখতে পায় আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন। সাথে সাথে আমাদের কল দেয় সবাই দৌড়ে গেলাম। বোনকে শান্তনা দিয়ে জোর করে তুললাম। আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাপনের ব্যবস্থা করলাম। দাপন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম। অলটাইম বোনকে চোখে চোখে রাখি। প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দু'আ করে বোন।

কিন্তু বোনকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কারো সাথে বোন আর কথা বলেনি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বোন রবের কাছে দুহাত তুলে জাস্ট একটা দু'আ করতে শোনা যায় "হে আল্লাহ আপনি আমাকে আমার জানের কাছে আমার প্রিয়তমর কাছে নিয়ে যান। আমি আত্নহত্যা করতে চাইনা আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাইনা। আল্লাহ আপনি যদি রহমান হয়ে থাকেন দযাকরে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।

আজ ভোর ৫:১৫ এ আমার বোন নামাজের সিজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায়🥲🥲 বোনের দু'আ আল্লাহ তাআ'লা খুব দ্রুত কবুল করেছেন। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শুন্যস্থান

ভাবছিলাম এটি ফেসবুকে জানাবনা। তবুও কৌতূহল থেকে জানালাম। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন আমার বোন একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে আর বর্তমান আমার দেশের নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায়। স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্বামী বাসায় আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন।

ফিলিস্তিন নিয়ে প্রশ্ন ঃ-
08/04/2025

ফিলিস্তিন নিয়ে প্রশ্ন ঃ-

05/04/2025
★ বিভিন্ন প্রণালি নিয়ে প্রশ্নঃ-
04/04/2025

★ বিভিন্ন প্রণালি নিয়ে প্রশ্নঃ-

★নদ-নদী নিয়ে যতো প্রশ্নঃ
04/04/2025

★নদ-নদী নিয়ে যতো প্রশ্নঃ

ক্ষুধা, ভয়,  মৃত্যু ও প্রেম একটা  ফ্রেমেই  নিহিত! মা  এবং  শিশুর  মায়ার অমোঘ  বন্ধন এর নির্ভরতার এই ছবিটি একটি সেরা ছবি ...
16/05/2024

ক্ষুধা, ভয়, মৃত্যু ও প্রেম একটা ফ্রেমেই নিহিত!
মা এবং শিশুর মায়ার অমোঘ বন্ধন এর নির্ভরতার এই ছবিটি একটি সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে!

চিতাবাঘটি জাম্বিয়ার দক্ষিণ লুয়াংওয়া জাতীয় উদ্যানে একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে।

২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে।

এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা!

(সংগৃহীত)

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share