Shopping Excellence Pabna

Shopping Excellence Pabna সুন্দর, কাজে লাগে এবং সহজে পাওয়া যায় না এমন প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং কিনতে এই পেজ লাইক ও ফলো করুন

ছোট চাচ্চুউ...সকালে ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম আমার এক ভাইয়ের পিচ্চি মেয়ে তাসনীম আমাকে ডাকছে- ছো টো চাচ্ চু উ...ঘুম ভ...
05/08/2023

ছোট চাচ্চুউ...
সকালে ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম আমার এক ভাইয়ের পিচ্চি মেয়ে তাসনীম আমাকে ডাকছে- ছো টো চাচ্ চু উ...
ঘুম ভেংগে গেলো। আর তার ডাক শুনতে পাচ্ছি না, সে আমার আশে পাশেও নাই। মোরগ ডেকে যাচ্ছে বার বার- কু কু কুক্ কু উ... একটু পরে সুর এবং স্বর মিলিয়ে বুঝতে পারলাম মোরগের ডাকটাই আমার কাছে ঘুমের মধ্যে তাসনীমের ডাক মনে হচ্ছিলো। আরো একটা জিনিস আবিষ্কার করলাম, সেটা হলো সব মোরগের ডাক এক রকম না। বেশিরভাগ সময়ই মোরগের ডাক শুনেছি কুক্ কু কুক্ কু উ... কিন্তু আজ সকালে শুনলাম কু কু কুক্ কু উ...। অবশ্য মোরগ আগের মতো করে ডাকলেও হয়তো খুব একটা পার্থক্য হতো না, তখন শুনতাম - ছোট্ টো চাচ্ চু উ...!

30/07/2023

এক মহিষ জঙ্গলের দিকে খুব দ্রুত দৌঁড়াচ্ছিলো। পিঁছন থেকে শিয়াল তাঁকে বললঃ কিরে দৌঁড়াচ্ছিস কেন?
মহিষঃ জঙ্গলে পুলিশ এসেছে পাগলা হাতি ধরতে!

শিয়ালঃ তাহলে তুই দৌঁড়াচ্ছিস কেন?

মহিষঃ আরে ভাই এটা বাংলাদেশ।জেলেই ২০ বছর কেটে যাবে প্রমাণ করতে যে আমি হাতি নই!

এই কথা শুনে শিয়ালও ভোঁ দৌঁড়......!

কালেক্টেড। ক্রেডিট: অজানা!

সাইন্সের সেরা ছাত্রের প্রতি প্রশ্নঃ "মিথেন (CH4) এর আকৃতি সমচতুস্তলকীয়" - এখানে সমচতুস্তলকীয় বলতে কী বুঝায়?
27/07/2023

সাইন্সের সেরা ছাত্রের প্রতি প্রশ্নঃ "মিথেন (CH4) এর আকৃতি সমচতুস্তলকীয়" - এখানে সমচতুস্তলকীয় বলতে কী বুঝায়?

26/07/2023

হৃদয়স্পর্শী ❤️❤️❤️

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
26/07/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

১১. হয়তো ১০ মাস ১০ দিন পেটে ধারণ করার জন্য ই বাবা পিছিয়ে আছেন, কিন্তু যার বাবা নাই সে ই বুঝে বাবার মূল্য কতটা,, প্রয়োজন পরলেই বাবা কে মনে করে,, বাবা যে সংসারের বট বৃক্ষ এটা বুঝতে পারে একমাত্র বাবা চলে যাওয়ার পর থেকেই,,, বাবাকে ভালোবাসি কথাটা বলা হয় না মেরুদণ্ড মনে করেই,,😅

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
দোয়া ভালোবাসা ও শুভকামনা রইলো
যেখানেই থাক ভালো থাকুক সকল বাবা মা😍🥰😍

Don't put others in trouble:এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিলো।হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ঐ বগিতে উ...
22/07/2023

Don't put others in trouble:

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"
#২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
#১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
Let's fun friends" (বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো)

#৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো Fun হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ
"এইগুলো বাতাসে পাকে নাই"

[collected]

Address

Pabna পাবনা
Pabna
6600

Telephone

+8801324202303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopping Excellence Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Pabna media companies

Show All