
04/07/2025
উনি হলো আমাদের গাড়ি কাকু যাকে আমরা বলি পাইলট এমন গাড়ি চালায় যে নিজেকে পাইলট ভাবে। ওনার সিএনজি আছে একটা আমরা বা আমাদের পরিবারের সবাই ওনার গাড়িতে যাই লোকটা এতো ভালো আর সহজ সরল মনের মানুষ খুব সহজে মানুষের সাথে মিশে যায় আপন ভাবে। আমাকে উনি খুব ভালোবাসে বলতে গেলে নিজের মেয়ের মতো অধিকার দেখায় রাগও করে ওনাকে রেখে যদি 7up ও খাই বলে আমারটা কই আমার সামনে আমাকে বলে তুই ভালো না কিন্তু আমার আপুদের কাছে বলে আমি খুব ভালো 😄 যাই হোক সবাই দোয়া করবেন আমাদের গাড়ি কাকু্র জন্য আর কাকু তুমি সব সময় এমনি থেকো ❤🖤