Dawah Foundation

Dawah Foundation অনলাইনে দ্বীন প্রচার হোক কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। online dawah happiness only for Allah .

⭕গাজার শিশুর কান্না আমাদের ঈমানকে জাগিয়ে তোলে; তাদের সাহায্য করা আমাদের ঈমানের দাবি।”“মজলুমের পাশে দাঁড়ানো শুধু দান নয়, ...
18/09/2025

⭕গাজার শিশুর কান্না আমাদের ঈমানকে জাগিয়ে তোলে; তাদের সাহায্য করা আমাদের ঈমানের দাবি।”

“মজলুমের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব।”

“গাজার ভাই-বোনেরা ক্ষুধার্ত নয় শুধু রুটির জন্য, তারা ক্ষুধার্ত আমাদের দোয়া, সমর্থন ও ঐক্যের জন্য।”

“যে মজলুমের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্যও দোয়া করে।”

“গাজায় রক্ত ঝরছে, আর আমাদের দোয়া হতে হবে তাদের ঢাল।”

“যদি তুমি সত্যিকারের মুসলমান হও, তবে মজলুমের কান্না তোমাকে নীরব থাকতে দেবে না।”

“গাজার মানুষের হাসি ফিরে আসবে যখন আমরা তাদের জন্য দোয়া, সাহায্য ও সমর্থন দেবো।”

“হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরও, যারা ঈমান সহকারে আমাদের আগে চলে গিয়েছে।” — সূরা হাশর 59:10
“হে আমাদের প্রতিপালক! আমাদের অন্তরকে সত্যের পর বিচ্যুত করবেন না, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি দানশীল।” — সূরা আলে ইমরান 3:8
“হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।” — সূরা বাক্বারাহ 2:201

🌿 হাদিসের দোয়া
রাসূল ﷺ বলেছেন: “তোমরা তোমাদের ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতারা বলে— ‘তোমার জন্যও একই দোয়া কবুল হোক।’” — সহীহ মুসলিম, হাদিস 2732
নবী ﷺ ভাইয়ের জন্য দোয়া করতেন: “আল্লাহ তোমাকে বরকত দিন, আল্লাহ তোমাকে রক্ষা করুন, আর আল্লাহ তোমার পাপ ক্ষমা করুন।”

🌿 আপনার ভাইদের জন্য মিলিয়ে দোয়া
“হে আল্লাহ! আমার ভাইদের ঈমানকে মজবুত করুন, তাদের রিজিক হালাল ও প্রশস্ত করুন, তাদের জীবনকে বরকতময় করুন, বিপদ থেকে রক্ষা করুন এবং দুনিয়া-আখেরাতে সফল করুন।”

আল্লাহ মজলুমদের (অত্যাচারিতদের) দোয়া খুব দ্রুত কবুল করেন 🤲
📖 কুরআনের আলোকে
“আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে অগোচর নন।” — সূরা ইবরাহীম 14:42
“আর আল্লাহ মুমিনদের অভিভাবক।” — সূরা বাক্বারাহ 2:257
📜 হাদিসের আলোকে
রাসূল ﷺ বলেছেন:
“মজলুমের দোয়া কবুল করা হয়, যদিও সে কাফের হয়।” — মুসনাদ আহমদ, সহীহ
“জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে।” — সহীহ মুসলিম 2578
“তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য।” — তিরমিজি, হাদিস 1905
🌿 মজলুমদের জন্য দোয়া
اللَّهُمَّ كُنْ لِلْمَظْلُومِينَ نَاصِرًا، وَمُعِينًا، وَحَافِظًا، وَمُؤَيِّدًا
বাংলা অর্থ: “হে আল্লাহ! মজলুমদের সাহায্যকারী, সহায়কারী, হেফাজতকারী ও সমর্থনকারী হোন।”

⭕গাজার শিশুর কান্না আমাদের ঈমানকে জাগিয়ে তোলে; তাদের সাহায্য করা আমাদের ঈমানের দাবি।”“মজলুমের পাশে দাঁড়ানো শুধু দান নয়, ...
18/09/2025

⭕গাজার শিশুর কান্না আমাদের ঈমানকে জাগিয়ে তোলে; তাদের সাহায্য করা আমাদের ঈমানের দাবি।”

“মজলুমের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব।”

“গাজার ভাই-বোনেরা ক্ষুধার্ত নয় শুধু রুটির জন্য, তারা ক্ষুধার্ত আমাদের দোয়া, সমর্থন ও ঐক্যের জন্য।”

“যে মজলুমের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্যও দোয়া করে।”

“গাজায় রক্ত ঝরছে, আর আমাদের দোয়া হতে হবে তাদের ঢাল।”

“যদি তুমি সত্যিকারের মুসলমান হও, তবে মজলুমের কান্না তোমাকে নীরব থাকতে দেবে না।”

“গাজার মানুষের হাসি ফিরে আসবে যখন আমরা তাদের জন্য দোয়া, সাহায্য ও সমর্থন দেবো।”

“হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরও, যারা ঈমান সহকারে আমাদের আগে চলে গিয়েছে।”
— সূরা হাশর 59:10

“হে আমাদের প্রতিপালক! আমাদের অন্তরকে সত্যের পর বিচ্যুত করবেন না, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি দানশীল।”
— সূরা আলে ইমরান 3:8

“হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।”
— সূরা বাক্বারাহ 2:201

🌿 হাদিসের দোয়া

রাসূল ﷺ বলেছেন:
“তোমরা তোমাদের ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতারা বলে— ‘তোমার জন্যও একই দোয়া কবুল হোক।’”
— সহীহ মুসলিম, হাদিস 2732

নবী ﷺ ভাইয়ের জন্য দোয়া করতেন:
“আল্লাহ তোমাকে বরকত দিন, আল্লাহ তোমাকে রক্ষা করুন, আর আল্লাহ তোমার পাপ ক্ষমা করুন।”

🌿 আপনার ভাইদের জন্য মিলিয়ে দোয়া

“হে আল্লাহ! আমার ভাইদের ঈমানকে মজবুত করুন, তাদের রিজিক হালাল ও প্রশস্ত করুন, তাদের জীবনকে বরকতময় করুন, বিপদ থেকে রক্ষা করুন এবং দুনিয়া-আখেরাতে সফল করুন।”

আল্লাহ মজলুমদের (অত্যাচারিতদের) দোয়া খুব দ্রুত কবুল করেন 🤲

📖 কুরআনের আলোকে

“আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে অগোচর নন।”
— সূরা ইবরাহীম 14:42

“আর আল্লাহ মুমিনদের অভিভাবক।”
— সূরা বাক্বারাহ 2:257

📜 হাদিসের আলোকে

রাসূল ﷺ বলেছেন:

“মজলুমের দোয়া কবুল করা হয়, যদিও সে কাফের হয়।”
— মুসনাদ আহমদ, সহীহ

“জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে।”
— সহীহ মুসলিম 2578

“তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য।”
— তিরমিজি, হাদিস 1905

🌿 মজলুমদের জন্য দোয়া

اللَّهُمَّ كُنْ لِلْمَظْلُومِينَ نَاصِرًا، وَمُعِ

আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই চাওয়ায় ইসলামী শাসন ব্যবস্থা, কিন্তু এই শাসন ব্যবস্থা কিভাবে আসবে কার মাধ্যমে আসব...
18/09/2025

আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই চাওয়ায় ইসলামী শাসন ব্যবস্থা, কিন্তু এই শাসন ব্যবস্থা কিভাবে আসবে কার মাধ্যমে আসবে কারা নিয়ে আসবে, কোন মাধ্যম দিয়ে আসবে, এটা আমরা কমবেশি সবাই জানে বা সবাই বুঝি, কিন্তু আমরা বুঝ অনুযায়ী কাজ করি না
যেভাবে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আসার সম্ভব, আমাদের সবার জানা থাকলেও দিনশেষে আমরা এর বিপরীত দিকে কাজ করি বিপরীতে লাইনে হাটি
যারা ইসলামী শাসন ব্যবস্থা চায়না, তাদেরকে আমরা বার বার ভোট সরকার নির্বাচিত করি, আর মুখে বলি ইসলাম বিজয়ী হবে, তুমি জানো বুঝার কোন দাম নেই যত সময় না আমাদের চিন্তা আমাদের কথা আমাদের কাজে পরিণত না হয়।

মুসলিমরা স্বতন্ত্র জাতি এবং তাদের নিজস্ব শাসনব্যবস্থা (ইসলামী শাসন) প্রয়োজন, একথাটা ইসলামের চিরাচরিত অবস্থান। ইউরোপীয় উপনিবেশবাদের আগ্রাসনের আগ পর্যন্ত প্রায় ১২ শ’ বছর ধরে এটাই ছিল মুসলিমদের ডিফল্ট রাজনৈতিক সেটিং। এটা উনবিংশ বা বিংশ শতাব্দীতে হঠাৎ আবিষ্কার করা কোন অবস্থান না।
আর যদি উপনিবেশ আমলের উপমহাদেশের কথাও বলা হয়, তাহলেও মুসলিমদের নিজস্ব পলিটি গড়ে তোলার আকাঙ্ক্ষার শেকড় জিন্নাহর কাছে তো না-ই, মুসলিম লীগের কাছেও পাওয়া যাবে না।
সেই শেকড় খুজতে যেতে হবে দিল্লীর মাদ্রাসা রাহিমিয়্যাতে, যেখান থেকে ছড়িয়ে পড়েছিল শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুলআযীয দেহেলভীর ঐতিহাসিক দাওয়াহ।
এখানেই ইমাম সাইয়্যিদ আহমাদ শহীদের নেতৃত্বে, শাহ মুহাম্মাদ ইসমাইল শহীদের কলম ও তলোয়ারের ভিত্তিতে শুরু হয়েছিল তরীকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন। আল্লাহ তাঁদের সকলকে রহমতের চাঁদরে জড়িয়ে রাখুন।
উপমহাদেশের আহলে হাদীস, দেওবন্দী, এবং আরও বেশ কিছু দ্বীনি ধারার শেকড়ের মতো ঔপনিবেশিক আগ্রাসনের পর স্বতন্ত্র ইসলামী রাজনৈতিক প্রজেক্ট নিয়ে চিন্তার শেকড়ও এখানেই।
তরীকায়ে মুহাম্মাদিয়া আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠা। ইলায়ে কালেমায়ে রাব্বুল আলামীন, ইহয়া এ সুন্নাতে সাইয়্যিদুল মুরসালিন (ﷺ) - ছিল এ আন্দোলনের স্লোগান।
সাইয়্যিদ আহমাদ শহীদ বুঝতে পেরেছিলেন, মুসলিমের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনতে হলে, ইসলামী হুকুমাত প্রয়োজন। আর সেই চিন্তা থেকেই বারাসাত, বালাকোট, সাদিকপুর, শামেলি, সিত্তানা।
ইসলামী শাসন প্রতিষ্ঠার এই চিন্তা প্রভাবিত করেছিল ‘স্যার’ সৈয়দ আহমাদ খানকেও। সৈয়দ আহমাদের ওপর শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর লেখনীর প্রভাবের বিষয়টা সুপ্রতিষ্ঠিত।
তবে ইসলামী শাসনের ধারণাটা তার চিন্তায় বিকৃত হয়ে পরিণত হয় ‘মুসলিম জাতীয়তাবাদ’ নামের অক্সিমোরনে। সৈয়দ আহমাদের কাছ থেকে আলীগড়ীদের মাধ্যমে এই ধারণা আসলো মুসলিম লীগে। সেখান থেকে জিন্নাহর কাছে।
তরীকায়ে মুহাম্মাদিয়া বলেছিল মুসলিমদের জন্য ইসলামী শাসনের কথা। মুসলিম লীগ বললো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেক্যুলার-লিবারেল রাষ্ট্রের কথা। বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক চিন্তার বিকৃত, ভেজাল মিশ্রিত স্থুল সংস্করণ হল ‘মুসলিম জাতীয়তাবাদ’।
কাজেই উপমহাদেশে, কিংবা পৃথিবীর অন্য যেকোন প্রান্তে মুসলিমদের রাজনৈতিক অপশান কংগ্রেসী আর মুসলিম লীগের ডাইকোটমির মধ্যে

আফসোছ সেই গ্রামে কি কোন আলেম ওলামা ছিলনাযারা তাদেরকে সঠিক সময়ে সঠিক কাজটা করার।দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞত...
16/09/2025

আফসোছ সেই গ্রামে কি কোন আলেম ওলামা ছিলনা
যারা তাদেরকে সঠিক সময়ে সঠিক কাজটা করার।

দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে পারে, এই ঘটনা থেকে তা আমরা নতুন করে উপলব্ধি করলাম।

ঋণের ভারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার চল্লিশা করা হলো।

ইসলাম অত্যন্ত যৌক্তিক ও প্রাকৃতিক ধর্ম। ইসলাম যতগুলো আর্থিক ইবাদত আবশ্যক করেছে, সবই সামর্থ্যবানদের জন্য।

কিন্তু ইসলামের ভেতর চল্লিশা নামের যে কুসংস্কার আমরা ঢুকিয়েছি, অনেক এলাকায় সেটা সবার ওপর আবশ্যক। এমনকি ঋণ কিংবা জমি বিক্রি করে হলেও তা পালন করতে হয়।

অন্যান্য দলিল-প্রমাণ একপাশে সরিয়ে রেখে শুধু এটুকু দেখেই চল্লিশার অযৌক্তিকতা ও অন্তঃসারশূন্যতা উপলব্ধি করা যায়।

আল্লাহ-প্রদত্ত বিধান আর মানুষের তৈরি নিয়মের মৌলিক পার্থক্য এখানেই।

লোকটি ঋণে জর্জরিত হয়ে মারা গেছেন। আর আজকাল সুদবিহীন ঋণ সোনার হরিণে পরিণত হয়েছে।

অভিশপ্ত সুদ কীভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দরিদ্রকে আরো নিঃস্ব বানাচ্ছে আর সুদি মহাজনদের বানাচ্ছে আরো বিত্তশালী, আলোচ্য ঘটনা তার একটি উদাহরণ।

ঋণের ছোবলে জীবনের ওপর কতটা অন্ধকার নামলে কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে—আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

এই জাতীয় ঘটনা দুদিন পরপর ঘটে আর আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে যায়, দীনের চর্চা এবং ইসলামি অনুশাসন ও মূল্যবোধ ছাড়া প্রকৃত সুখের ঠিকানা আমরা কোনোদিন খুঁজে পাব না।

এই টাকার হিসাব একদিন ঠিকই পই পই করে দিয়ে হবে।খাবারের অভাবে আমার ভাইরা না খেয়ে মরে আর এরা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে ছব...
11/09/2025

এই টাকার হিসাব একদিন ঠিকই পই পই করে দিয়ে হবে।
খাবারের অভাবে আমার ভাইরা না খেয়ে মরে আর এরা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে ছবি কিনে যা আঁকা হারাম রাখা হারাম বানানো হারাম।

কাতারের আমিরের বোন এই ছবিটি ২১০ মিলিয়ন
ডলারে কিনেছে। বাংলা টাকায় যা হচ্ছে ২৫,৫৫,৯৬,৪৬,০০০ টাকা এত টাকা ফ্রান্সকে না দিয়ে নিজেরা এয়ার ডিফেন্সের পিছে বিনিয়োগ করলে আজকে এই ছবি ছুড়ে গর্তের ভিতর জানের ভয়ে পালাতে লাগতো না। আপনার প্রযুক্তিই আপনাকে রক্ষা করতো। আর যদি টাকাটা দান করতেন, সারা বিশ্বের দরিদ্র মানুষ আপনার সৈনিক হতো। এখন ছবি নিয়ে বসে থাকেন দেখি কে আসে আপনাকে রক্ষা করতে। ফ্রান্স নাকি আব্বু?

সংগৃহিত

⭕সমস্যা হতে পারে তারপরও লিখলাম ⭕এরা নাকি মুসলিম দেশের মুসলিমদের নেতাযে জালি.. ফিলি.. হ। ত্যা বৈধ বলতো، আমাদের ভাই-বোনদের...
11/09/2025

⭕সমস্যা হতে পারে তারপরও লিখলাম ⭕

এরা নাকি মুসলিম দেশের মুসলিমদের নেতা

যে জালি.. ফিলি.. হ। ত্যা বৈধ বলতো، আমাদের ভাই-বোনদের ক্ষুধায় মেরে ফেলা কে সঠিক ভাবতো। ঠিক তার মৃত্যুতে শোক জানাচ্ছে কিছু মুসলিম ধারীদের নেতা । বি এনপির ভাইয়েরা আল্লাহ কে ভয় করে এসব মূর্খ ব্যক্তি পুঁজা ছেড়ে দিন, না ছাড়লে. ,। আল্লাহ আপনাদের ছাড়বে না।।

আবু ওবায়দার মত সাহসী মুসলিম নেতা শহীদ হয় তখন তাদের শোকপ্রকাশ বের হয় না। যারা ইসলামের দুশমন মুসলিমদের শত্রু সমকামিতায় সহযোগী এজেন্ডার করতে চাই ,তাদের শোক প্রকাশ করতে হয় বাকিটা -----

চার্লি কার্ক ছিল একটা ইসলামবিদ্বেষী, রাইটউইং গ্রিফটার। তার অন্যতম প্রধান অডিয়েন্স ছিল ওয়াইট ট্র‍্যাশ রিটার্ডরা।
সে রাজনীতিবিদ না। মার্কিন সরকারের কোনো অফিশিয়াল না। তার পরিচয় কন্টেন্ট ক্রিয়েটর এবং পাবলিক স্পিকার হিসেবে।
আন্তর্জাতিক পলিটিক্সে তার কোন পরিচয় নেই। তার কোন ডিপ্লোম্যাটিক ভ্যালু নেই। সে এমন কোনো ফিগার নয় যার মৃত্যুতে আন্তর্জাতিক মহল শোকপ্রকাশ করবে।
আন্তর্জাতিক পর্যায়ে তার বলার মতো একটাই পরিচয়, সে কঠিন য||য়োব||দী। এজন্যই স্যাইটানিয়াহু তাকে নিয়ে শোকবার্তা দিয়েছে।

⭕শুধু সময়ের অপেক্ষা⭕"আবরার ফাহাদ" ভাই যেই ট্যাগ দিয়ে ' শহীদ করা হইসিলো! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্র...
10/09/2025

⭕শুধু সময়ের অপেক্ষা⭕

"আবরার ফাহাদ" ভাই যেই ট্যাগ দিয়ে ' শহীদ করা হইসিলো! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থীতে ভার্সিটি বিজয়ী ।

❌শত্রু কখনো বন্ধু হয় না । সবাই বোঝে শুধু আমাদের কিছু আমিরুল মুমিনীনরা বোঝেনা। তাদের বুঝ দুনিয়ার মজমাস্তি  আর ক্ষমতার ক...
10/09/2025

❌শত্রু কখনো বন্ধু হয় না । সবাই বোঝে শুধু আমাদের কিছু আমিরুল মুমিনীনরা বোঝেনা। তাদের বুঝ দুনিয়ার মজমাস্তি আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছ

কাতারের সাথে ট্রাম্পের নিমকহারামি

গত মে মাসে কাতার প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যবহারের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪,৪০০ কোটি টাকা) মূল্যের একটি বিমান উপহার দিয়েছিল। অথচ আজ, ট্রাম্পের অনুমোদন নিয়ে দখলদার ইসরায়েল দোহায় বিমান হামলা চালিয়েছে, সরাসরি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে।

হে আত্মভোলা যুবক ভুলে যেও না তোমার পরিচয়প্রিয় তরুণ-তরুণী, যুগের স্রোতে গা ভাসিয়ে ১৪ ফেব্রুয়ারি তুমি উন্মাদনায় মাতছ, কিন্...
13/02/2025

হে আত্মভোলা যুবক ভুলে যেও না তোমার পরিচয়

প্রিয় তরুণ-তরুণী, যুগের স্রোতে গা ভাসিয়ে ১৪ ফেব্রুয়ারি তুমি উন্মাদনায় মাতছ, কিন্তু জানো না, কী এক মহাসর্বনাশের দিকে তুমি এগিয়ে চলেছ। যে দিবস তুমি পালন করছ, তুমি কি জানো এর উৎস কী? প্রাচীন রোমানগণ মধ্য ফেব্রুয়ারি বা ফাল্গুনের প্রথম দিনে ভূমি ও নারীর উর্বরতার জন্য দেবতার কাছে প্রার্থনা করত। তারা মনে করত, পহেলা ফাল্গুনে প্রার্থনা করলে দেবতারা জমির উর্বরতা বাড়িয়ে দেয় এবং নারীরা অধিক সন্তানবতী হয়। এদিনে দেবতাদের কৃপা ও সুদৃষ্টি লাভের জন্য তারা নগ্ন হয়ে অশালীন নাচগান করত এবং লটারিতে ওঠা যুবতীর সাথে ব্যভিচারে লিপ্ত হতো। ১৪ ফেব্রুয়ারির আজকের যে উন্মাদনা, তার মূল বীজ বপিত আছে উল্লিখিত ঘটনার ভেতর।

এই দিবসকে বাংলায় বলা হচ্ছে ভালোবাসা দিবস। কিন্তু ভ্যালেনটাইন ডে'র বাংলা কখনো ভালোবাসা দিবস হতে পারে না। তাছাড়া এই দিনে পিতা-পুত্রের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাইবোনের ভালোবাসার কোনো নমুনা আমরা দেখতে পাই না। এতেই বোঝা যায়, এটা বিবাহবহির্ভূত হারাম ভালোবাসার জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। যার সাথে এদেশের মাটি-মানুষ ও সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, এই দিবসে যা যা হয়, এতে ক্ষতি ছাড়া কোনো লাভও নেই।

ধন-সম্পদে আমরা দরিদ্র হলেও আমাদের বিশেষ এক সম্পদ আছে। সেই সম্পদের নাম শালীনতা। প্রিয় ভাই, এই সম্পদ ধ্বংসের কারণ তুমি হয়ো না। এই দিনে তুমি যখন প্রেমিকাকে নিয়ে পথে বের হও, শালীনতা নামের প্রাসাদের ইট একটা একটা করে খুলে পড়ে যায়। তুমি কি টের পাও সেই প্রাসাদ ভাঙার শব্দ?

প্রিয় যুবক, আবেগ অনেকটা সফট ড্রিংকসের ঝাঁজের মতো। বেশি সময় স্থায়ী হয় না। অন্তরের আবেগ বৈধ ভালোবাসার জন্য জমিয়ে রাখো। নয়তো বিয়ের পর তোমার বৈধ ভালোবাসার পুঁজিতে টান পড়বে। তুমি ভুলে যেও না তোমার সৃষ্টির লক্ষ্য। মহান আল্লাহ তোমার উদ্দেশেই বলেছেন, হে মানুষ, কীসে তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? [ইনফিতার ০৬]

যুগের স্রোগের গা ভাসিয়ে তুমি অশালীনতায় ডুবছ, অথচ আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজগুলোর একটি অশ্লীলতা। কুরআনে তিনি বলেছেন, নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। [নূর ১৯]

শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, ১৪ ফেব্রুয়ারির নষ্টামির দিনে আপনার সন্তান কোথায় যায়, খবর রাখুন। ওইদিন আপনি যদি মাথায় টুপি দিয়ে মসজিদে যান আর আপনার ষোড়শী কন্যা মাথায় ফুলের তোড়া বসিয়ে অভিসারে গমন করে, তবে কাল কেয়ামতের মাঠে এই টুপি ও নামাজ আপনাকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। আপনি আল্লাহর কাছে দাইয়ুস হিসেবে চিহ্নিত হবেন। আর দাইয়ুসের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না বলে রাসুল (সা.) সতর্ক করেছেন।

তাই, আপনার সন্তানকে আগলে রাখুন। ভালোবাসা দিয়ে বোঝান। প্রয়োজনে কঠোর হোন। তবু আদরের সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দেবেন না।

আমাদের আজকের শপথ হোক ১৪ ফেব্রুয়ারির নষ্টামি বর্জনের শপথ।

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা রবের হুকুমে পুড়ছে তারা। আ*গুনে জ্ব*লছে অ*শ্লি*লতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া। আল্লাহ বল...
10/01/2025

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা
রবের হুকুমে পুড়ছে তারা।
আ*গুনে জ্ব*লছে অ*শ্লি*লতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া।

আল্লাহ বলেনঃ انهم يكيدون كيدا واكيد كيدا
তারা কৌশল অবলম্বন করে, আমিও কৌশল অবলম্বন করি। (সূরা ত্ব-রিক)
তিনি আরো বলেনঃ ان بطش ربك لشديد
নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। (সূরা বুরুজ)

24/12/2024

❌ উদারতার নাম দিয়ে আমরা নিজেদের বিশ্বাসকে হারিয়ে ফেলছি, যারা ২৫ শে ডিসেম্বর বড়দিনকে উপলক্ষ করে যারা খ্রিস্টান ভাইবোনদের কে হ্যাপি ক্রিসমাস ডে বড়দিনের শুভেচ্ছা এই ধরনের কথাবার্তা বলে, তারা আসলে বোঝেনা যে এর মানেটা কি এর মানে এর মানে স্বীকৃতি দেওয়া ২৫শে ডিসেম্বর আল্লাহ সুবহানাতায়ালা (মরিয়ম আলাইহিস সালাম এর মাধ্যমে সন্তান ধারণ করেছে ( নাউজুবিল্লাহ) যখন এই কথা একজন মুসলমান বলে তখন আল্লাহ সুবহানাতায়ালা বলেন যে কথা শুনে আসমান ভেঙে পড়তে চায় পাহাড়গুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতে চাই! অথচ আমরাই এত বড় শিরিক পূর্ণ কথা ঈমান ভঙ্গ কথা হাসিমুখে বলতেছি হাসি মুখে গ্রহণ করতেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।

23/08/2024

❌ইন্ডিয়াকে বয়কট করতে হলে:❌

১. জি বাংলা, স্টার জলসা সহ ইন্ডিয়ান সব চ্যানেল, ইন্ডিয়ান পণ্যের এড, আনন্দবাজার, এসপি বাংলা সহ সবকিছুই এই দেশে সম্প্রচার বন্ধ করতে হবে। টিভি নেটওয়ার্ক, ব্রডব্যান্ড সার্ভিস, ডিসের লাইন থেকে যেন এদের চ্যানেল কোনোভাবে সংযোগ স্থাপন না করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

২. দেশের অলিতে-গলিতে থাকা ইন্ডিয়ান ফ্যাক্টরি, ইন্ডিয়ান প্রতিষ্ঠান, ইন্ডিয়ান পণ্য ছুঁড়ে ফেলে দিতে হবে। ইন্ডিয়ানরা এই দেশে কাজ করতে গেলে ন্যায্য ওয়ার্ক পারমিট দিয়ে করবে। ভিসার মেয়াদ শেষ হলে পুনরায় মেয়াদ বাড়াবে। অন্যথা করলে আইনের আওরায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে।

৩. পাকিস্তানি, তুর্কি, সৌদি, কোরিয়া সহ অন্যান্য সব দেশের পণ্য এক্সপোর্টে গুরুত্ব দিতে হবে যেন বাজারে ইন্ডিয়ান পণ্যের বিকল্পে ভিন্ন মানসম্মত পণ্য পাওয়া সহজ হয়। যেমন: তেল, স্কিনকেয়ার, শ্যাম্পু, পোশাক ইত্যাদি।

৪. দেশীয় সকল পণ্যের ব্যাপারে জনমতে সচতেনতা বাড়াতে হবে। দেশীয় পণ্যের মান উন্নয়তে নজর দেওয়ার পাশাপাশি সিন্ডিকেট ভেঙ্গে সহজলভ্য করতে হবে। ইন্ডিয়ান পণ্য ১০০৳ দিয়ে কিনতে পারলে ওরচে বেস্ট কোয়ালিটিতেই দেশীয় পণ্য যেন ৯০৳ তে আমরা পাই বাণিজ্যিকভাবে সেদিকে নজর দিতে হবে। দেশের জিনিস বেস্ট হলে দেশ ও দশের উন্নতি নিশ্চিত।

৫. প্রথম আলোর মতো দালাল পত্রিকাগুলো যারা ওই কুফফারদের সাথে আঁতাত করে তাদেরকে হয় নিষিদ্ধ করতে হবে না হয় উত্তম-মধ্যম দিয়ে লাইনে আনতে হবে। এদেশের কোনো মিডিয়া ওদের সাফাই গাইতে পারবে না। কোনো মিডিয়া বা চ্যানেল ওদের পণ্যের প্রচারণা করতে পারবে না।

৬. পেঁয়াজ, আলু, চিনি, শ্যাম্পু ইত্যাদি সহ নিত্যপ্রয়োজনীয় জরুরী জিনিস দেশীয় প্রোডাক্ট বাদে সাধারণ দোকানিরা যেন না রাখতে পারে সেদিকে নজরদারির পাশাপাশি সব বর্ডারে স্পেশাল পাহারা দিতে হবে। চোরাচালানি, অতিরিক্ত মজুদ ঠেকানোর পদক্ষেপ নিতে হবে।

৭. আমাদের যেসব পথ, বন্দর ইত্যাদি ইন্ডিয়া ব্যবহার করছে সবকিছুর পাই টু পাই হিসাব নিতে হবে। গ্যাসের লাইন বন্ধ করতে হবে। ওদেরকে কোনোর‍রূপ সুবিধা দেওয়া চলবে না।

৮. ইন্ডিয়া যে আমাদের জাতশত্রু জনমনে এই বিশ্বাস বদ্ধমূল করতে এলাকাভিত্তিক লিফলেট প্রচারণা, মাইকিং, আলোচনা সভা ইত্যাদি করতে হবে।
বন্যায় যদি মানুষ মরে,
সেভেন সিস্টার থাকবে না রে।
পেতে চাইলে মুক্তি,
ছাড়ো ভারত ভক্তি।
এখানে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে, সিগারেটের প্যাকেটের মতো যেন "ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর" লিখে বাজারজাত না করা হয়।
পাবলিক কিনছে বলে দোকানিরা বেঁঁচতে পারবে না।
দোকানিরা বেঁচছে বলে পাবলিক কিনতে পারবে না।
না মানে না।
কোনোভাবেই না।
সর্বোপরি, আজ এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার একটা সূতাও ব্যবহার করব না এই নিয়ত পোক্ত করতে হবে। আমি একা বাদ দিলে কী হবে?
উত্তর: নিশ্চয়ই জানেন, কোকাকোলা এভাবেই ডুবে গেছে।

Address

Dhaka
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah Foundation:

Share