কৃষাণ টিভি

কৃষাণ টিভি সর্বদা কৃষকের পাশে-Always on the farmer's side.
(19)

একজন জিএম শান্ত মন্ডল " এডমিন বিডি নৌকা বাইচ গ্রুপ"নৌকা বাইচ উৎসব নিয়ে নিরলসভাবে কাজ করে চলা পরিচিত একটি নাম।নৌকা বাইচ প...
25/07/2025

একজন জিএম শান্ত মন্ডল

" এডমিন বিডি নৌকা বাইচ গ্রুপ"

নৌকা বাইচ উৎসব নিয়ে নিরলসভাবে কাজ করে চলা পরিচিত একটি নাম।
নৌকা বাইচ প্লাটফর্মের প্রচার ও প্রসার করতে জিএম শান্ত মন্ডল ভাই সবসময় মনপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন।

শত ব্যস্ততার মাঝেও জিএম শান্ত মন্ডল ভাই নৌকা বাইচের প্রতি ভালোবাসার তাগিদে নিরন্তর ছুটে চলেছেন।
সিরাজগঞ্জ, পাবনা, নাটোর সহ সকল নৌকা বাইচ উৎসবে ভাই তার কাজের ফাঁকে ছুটে চলেন নৌকা বাইচের ভালোবাসায়।

কিভাবে প্রতিটি নৌকা কে একটি প্লাটফর্মে নিয়ে আসা যায় এবং নৌকা বাইচ উৎসব কে টিকিয়ে রাখতে ভাইজান সবসময় প্রতিটি নৌকার খোঁজ খবর নিয়ে থাকেন।

এছাড়াও নৌকা বাইচ প্লাটফর্মের অনলাইনে প্রচার প্রসারের সাথে জড়িত প্রতিটি মিডিয়া পার্সনের সাথে ভাইজান সবসময় সুসম্পর্ক বজায়া রেখে চলেছেন।

জিএম শান্ত মন্ডলে ভাই কর্মজীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও ভাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সদস্য।
সম্মানিত এডমিন বিডি নৌকা বাইচ গ্রুপ।
এছাড়াও আসন্ন অনুষ্ঠিত হতে যাওয়া বাঘাবাড়ি মেগা নৌকা বাইচ উৎসব ২০২৫ এর একজন সম্মানিত প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছেন।

কৃষাণ টিভির পক্ষ থেকে জিএম শান্ত মন্ডল ভাইয়ের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা।
মহান আল্লাহ যেন সবসময় তার শরীর কে সুস্থ রাখেন ও তিনি যেন তার মেধা ও শ্রম দিয়ে নৌকা বাইচ উৎসব কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবসময় কাজ করে যেতে পারেন।

25/07/2025

বাঘাবাড়ি নৌ-বন্দরে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহনের পূর্বপ্রস্তুতি নিচ্ছে উড়ন্ত বলাকা।
#নৌকা_বাইচ_২০২৫
#উড়ন্ত_বলাকা
#কৃষাণ_টিভি

দীর্ঘ ২ বছর পরে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ-বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫।
25/07/2025

দীর্ঘ ২ বছর পরে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ-বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫।

24/07/2025

কোথায় হাড়িয়ে গেলো সেই তাসমিনা ? ঘোড় দৌড় প্রতিযোগীতার মাঠ কাঁপানো তেজি মেয়ে ?

রিজিকের মালিক আল্লাহ্ , আলহামদুলিল্লাহ্। বিশাল আকৃতির গোঁজার ধরে বড় ভাইয়ের  হাসিটা ছিলো দেখার মতো !
24/07/2025

রিজিকের মালিক আল্লাহ্ , আলহামদুলিল্লাহ্। বিশাল আকৃতির গোঁজার ধরে বড় ভাইয়ের হাসিটা ছিলো দেখার মতো !

23/07/2025

শুধু লবণ-চিনি আর দড়ি ! এভাবেই জালে উঠে আসে নদীর শসকো গোঁজার মাছের রাজা।

22/07/2025

কষ্টের নদী পার হতে পারলেই মিলবে দু'মুঠো ভাত।

21/07/2025

F-7 মডেলের যুদ্ধ বিমান গুলো মিনিমাম ২ যুগ আগে পৃথিবীর অন্যান্য দেশে ব্যাবহার বন্ধ করে দিয়েছে অথচ আমাদের দেশে এখনো চলে কেন ?

21/07/2025

নদীর বুকে জালের জাদু ,অদৃশ্য ফাঁ দে ধরা হচ্ছে বিশাল বিশাল গোঁজার মাছ।

21/07/2025

এই সংগ্রামী জীবনের শেষ কোথায় ?

20/07/2025

মেয়েরা নদীতে গোসল দিতে এলে এই গোঁজার মাছই পায়ে খাবলা দেয় ?

20/07/2025

প্রকৃতির কি ভয়া নক রুপ ? মহিষের সাথে কৃষকের জীবন সংগ্রাম।

Address

Pabna

Telephone

+8801758590946

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষাণ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category