
25/07/2025
একজন জিএম শান্ত মন্ডল
" এডমিন বিডি নৌকা বাইচ গ্রুপ"
নৌকা বাইচ উৎসব নিয়ে নিরলসভাবে কাজ করে চলা পরিচিত একটি নাম।
নৌকা বাইচ প্লাটফর্মের প্রচার ও প্রসার করতে জিএম শান্ত মন্ডল ভাই সবসময় মনপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন।
শত ব্যস্ততার মাঝেও জিএম শান্ত মন্ডল ভাই নৌকা বাইচের প্রতি ভালোবাসার তাগিদে নিরন্তর ছুটে চলেছেন।
সিরাজগঞ্জ, পাবনা, নাটোর সহ সকল নৌকা বাইচ উৎসবে ভাই তার কাজের ফাঁকে ছুটে চলেন নৌকা বাইচের ভালোবাসায়।
কিভাবে প্রতিটি নৌকা কে একটি প্লাটফর্মে নিয়ে আসা যায় এবং নৌকা বাইচ উৎসব কে টিকিয়ে রাখতে ভাইজান সবসময় প্রতিটি নৌকার খোঁজ খবর নিয়ে থাকেন।
এছাড়াও নৌকা বাইচ প্লাটফর্মের অনলাইনে প্রচার প্রসারের সাথে জড়িত প্রতিটি মিডিয়া পার্সনের সাথে ভাইজান সবসময় সুসম্পর্ক বজায়া রেখে চলেছেন।
জিএম শান্ত মন্ডলে ভাই কর্মজীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও ভাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সদস্য।
সম্মানিত এডমিন বিডি নৌকা বাইচ গ্রুপ।
এছাড়াও আসন্ন অনুষ্ঠিত হতে যাওয়া বাঘাবাড়ি মেগা নৌকা বাইচ উৎসব ২০২৫ এর একজন সম্মানিত প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছেন।
কৃষাণ টিভির পক্ষ থেকে জিএম শান্ত মন্ডল ভাইয়ের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা।
মহান আল্লাহ যেন সবসময় তার শরীর কে সুস্থ রাখেন ও তিনি যেন তার মেধা ও শ্রম দিয়ে নৌকা বাইচ উৎসব কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবসময় কাজ করে যেতে পারেন।