28/05/2025
প্রেমে তো পরেছি আমি অনেক বার।
প্রথম প্রেমে পরেছি আমি নিজের অজানায়।
দ্বিতীয় বার যখন প্রেমে পরেছি কারো সান্নিধ্য পাওয়ার।
তৃতীয় বার যখন কারো প্রেমে পরলাম তার কাজল কালো চোখের,
ঘন কালো চুলের, তার নিরবতার।
দিন শেষে সে নিরবেই চলে গেলো।
অনেক তো হলো মানুষের প্রেমে পরা এবার না হয় নিজের প্রেমেই পরি।
নিজেকে একটু জানি,
এতো মানুষের মাঝে নিজেকেই যেন ভুলে গিয়ে ছিলাম,
হারিয়ে ফেলেছিলাম নিজেকে কিছু কীটপতঙ্গের মাঝে।