27/09/2025
খাঁটি মধু চিনতে হলে ভেজাল মধু চেনাটাও খুব গুরুত্বপূর্ণ ও জরুরী।
ভেজাল মধু কেমন হতে পারে এর কিছু ধারনা নিতে পারেন এখান থেকে
🌡️মধু খুব চকচকা দেখাবে
🌡️কোন ঘোলাটে ভাব থাকবে না
🌡️মুখে দিলে মুখের ভিতরে কসকস ভাব লাগবে
🌡️খুব বাজে বিদঘুটে ঘ্রান লাগবে বা চকলেট ফ্লেভার
🌡️মধুর পিএইচ মান সাধারণ মান থেকে অনেক কম থাকবে , ভেজাল মধুতে কখনো গ্যাস হয়না ইত্যাদি।
আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ
নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করার চেষ্টা করুন।
প্রত্যেকটা মধুর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেগুলো জেনে বুঝে মধু ক্রয় করুন
বিঃদ্রঃ ছবিতে ভেজাল মধু দেখতে পাচ্ছেন।